BakhtiarBk

BakhtiarBk This page is created specially motivational videos, islamic videos and short video.Keep an eye on the page.

23/12/2024
বিস্তারিত কমেন্টেসত্যের সৈনিক সত্যের সাংবাদিক দেশপ্রেমিক ইলিয়াস ভাইElias Hossain
10/12/2024

বিস্তারিত কমেন্টে
সত্যের সৈনিক সত্যের সাংবাদিক দেশপ্রেমিক ইলিয়াস ভাই
Elias Hossain

08/12/2024

আমি মানুষটা ব্যাপক ইন্টারেস্টিং!!

কেউ কেউ মনে করে আমি খুব হাসিখুশী থাকা মানুষ,কেউ ভাবে শান্তশিষ্ট,কেউ জানে প্রচন্ড রাগী বা বদমেজাজি আমি,
কেউ কেউ ভালোবাসে আমাকে,আবার কেউ কেউ ঘৃণা করে! কারো কাছে আমি খুব মিশুক আবার কেউ ভাবে আমার ইগো বেশি।
কিন্তু আমাকে কেউ আমার মতো করে কোনোদিন বুঝে নি! এই ব্যাপারটা আমার কাছে খুব আফসোসের !!!

দিন শেষে যোগ-বিয়োগ করে দেখি আমি বড্ড একা।🌻😅🙂

একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায় নিজেকে সংবরণ করবে।আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তু...
21/11/2024

একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায় নিজেকে সংবরণ করবে।

আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়া দেখবে কিন্তু সেখানে আমাকে পাবে না।একটা আক্ষেপ জন্ম নিবে তোমার ভিতরে।

রাত গভীর হলে আমার ফেইসবুক ওয়াল ঘুরতে মন চাইবে।হয়তো সব বাঁধা ভেঙ্গে, মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটি পোস্ট দেখবে।হাসবে।রাগ করবে। কিন্তু আমাকে সেই অনুভূতি বলতে পারবে না। এর চেয়ে আর বড় কি কষ্ট থাকতে পারে?

কোন এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙ্গে ফোন চেক করে দেখবে আমার কোন টেক্সট আছে কি না।আমাকে না পেয়ে তোমার যেই দীর্ঘশ্বাস জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল। আমি তো কোন অন্যায় করি নি।

এখন যার সাথে আছ তাকে নিয়ে যতই সুখে থাক, যতই ভাল থাক আমি জানি আমাকে তোমার মনে পড়বেই।কারন আমি তোমাকে ঠকাই নি।তার সাথে কাটানো প্রতিটি সুখময় মুহুর্তে আমি থাকবো তোমার মস্তিষ্কের একটা কোনায়।এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে?

একদিন তোমারও আমার জন্য কাঁদতে মন চাবে।কিন্তু চোখের পানি আর আসবে না।

এক শীতে সমুদ্র স্নান করতে যাবে।সাথে প্রিয় মানুষটা থাকবে।অথচ সেখানে আমার থাকার কথা ছিল।এক জোৎস্নার রাতে আকাশ দেখে তোমার চোখের কোনায় পানি জমবে।এত সুন্দর রুপালি জ্যোৎস্না আমাকে ছাড়া দেখবে আর কষ্ট তোমাকে জাপ্টে ধরবে না তা হবে না।

একদিন আমাকে দেখার জন্য আকুল হবে।রাস্তায় খুঁজবে।পাবে না।সেদিন আঘাত লাগবে।সেদিন বুঝবে কি অন্যায় করেছ।একদিন বুঝবে ভাল একটা সম্পর্ক শেষ করে কেউ ভাল থাকে না।একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখা একটা অন্যায়।সেদিন চাইলেও আর নিজেকে ভাল রাখতে পারবে না।

একদিন আমিও সুখী হব।কিন্তু সেই আমি আর তোমার মাঝে সুখ খুঁজব না।তোমার দেয়া প্রতিটি অবহেলা একদিন আমার জীবনে অন্য কারো মাধ্যমে সুখ হয়ে ফেরত আসবে।কিন্তু আমি আর তোমাকে মনে করবো না। ❤️‍🩹
😅🙃

20/11/2024

💟💟💟💝🥹

জীবনে কোনোদিন কারও সাথে স্বার্থ নিয়ে মিশি নাই। ভবিষ্যতেও মিশবো না। কাউকে যদি সম্মান দিয়ে থাকি, ভালো ব্যাবহার করে থাকি, ভ...
19/11/2024

জীবনে কোনোদিন কারও সাথে স্বার্থ নিয়ে মিশি নাই। ভবিষ্যতেও মিশবো না। কাউকে যদি সম্মান দিয়ে থাকি, ভালো ব্যাবহার করে থাকি, ভালোবেসে থাকি, তাহলে সেটা সবসময় মন থেকে নি:স্বার্থভাবে ছিলো।

কারণ সেই মানুষগুলা সেটা অর্জন করে নিসে। আমি আমার ব্যাবহারের প্রতিদানে কোনোদিন কোনোকিছু আশা করিনি।
ভবিষ্যতেও করবো না। কথাটা আমার ফ্যামেলি মেম্বার থেকে শুরু করে 'অল্প পরিচিত কোনো মানুষ' পর্যন্ত সবার জন্য প্রযোজ্য! 🤍🙂

তারপর একদিন সব সয়ে যায় .... চলে যাওয়া, উপেক্ষা, আঘাত, অবহেলা, দুঃখ, প্রত্যাখ্যান, তাচ্ছিল্য, অপমান ... সব সয়ে যায়। ...
11/11/2024

তারপর একদিন সব সয়ে যায় .... চলে যাওয়া, উপেক্ষা, আঘাত, অবহেলা, দুঃখ, প্রত্যাখ্যান, তাচ্ছিল্য, অপমান ... সব সয়ে যায়। মানুষ ধীরে ধীরে মানিয়ে নেয়। এভাবে, সইতে সইতে একসময়ে সব অনুভূতিগুলো পাষাণে পরিণত হয়। ভালো- খারাপ, দিন - রাত সব একই লাগে. আবেগের আনাগোনা বন্ধ হয়। পড়ে থাকে চলাফেরা করা মানুষের মুখের আদলে একটা পাথর।

সয়ে যায়, অথবা বলা ভালো, বেঁচে থাকার জন্য সইয়ে নিতে হয়।
Mohammad Bakhtiar 😅😊

23/10/2024

যদি 1k কমেন্ট পড়ে
বাবার কালাইন্না একটা গান গামু খালি গলায় 😁😁
👇

এই ছোটো  একটি জীবনে আমাদের কতো চাহিদা। ভবিষ্যতে কথা ভেবে আমরা কতো ব্যস্ত হয়ে পরি। অথচ হতে পারে এই মুহুর্ত টাই জীবনের শে...
14/10/2024

এই ছোটো একটি জীবনে আমাদের কতো চাহিদা।
ভবিষ্যতে কথা ভেবে আমরা কতো ব্যস্ত হয়ে পরি।
অথচ হতে পারে এই মুহুর্ত টাই জীবনের শেষ মুহূর্ত।

জীবন নিয়ে ভাবা দোষের নয় কিন্তু ভাবতে ভাবতে যেনো বর্তমানটা না হারিয়ে যায় সেটা খেলায় রাখবেন।

তাই হতে দিন না যা হচ্ছে। আর ভবিষ্যত সামলে নেয়ার জন্য সৃষ্টি কর্তা একজন আছেন তো। ভরসা রাখুন যা হবে ইনশাআল্লাহ ভালোই হবে।

10/10/2024

একান্ত স্বার্থপর মানুষগুলো
আপনার ভালো থাকা আর খারাপ থাকা তাতে তার কিছু যায় আসে না,
এসব স্বার্থপর মানুষগুলোকে বিভিন্ন কারণে এড়িয়ে যাওয়ার কোন অপশন থাকে না।
কারণ তারা একেক সময় একেক রূপ ধারণ করে আপনার কাছে উপস্থিত হয় 😅🙂‍↕️

মোহাম্মদ বখতিয়ার 😊

01/09/2024

একটা জিনিস খেয়াল করেছি, স্বৈরাচার পতনের সাথে সাথে সবাই দেশটাকে নিজের ভাবছে। মানুষ এখন দেশকে ভালোবাসতে শুরু করেছে।
এরকমটা আমি আগে কখনো দেখিনি। এর আগে যেকোনো দুর্যোগ বা দুর্ঘটনায় অল্প কিছু সেলিব্রিটি বা সংস্থা সাহায্য করতে নামতো। এবার অনেকটাই ভিন্ন চিত্র। সারাদেশের সাধারণ মানুষ নেমে গেছে। যার যার জায়গা থেকে যে যা পারছে করছে। এর থেকে সুন্দর কিছু আর বাংলাদেশের জন্য হতে পারত না, ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই বাংলাদেশ হারবে না। সকল প্রতিকুলতা কাটিয়ে অচিরেই ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ

04/08/2024

🥹🥹🥹😭

01/08/2024

insha'Allah ☝️🥺

22/06/2024

অন্যের হক মেরে খাওটা খুব সহজ, কিন্তু অন্যের হক মেরে খাওয়ার আপনার কোনো অধিকার নেই।
আপনার ক্ষমতা আছে ,বা নিজকে খুব চালাক ভেবে অন্যের সরলতার সুযোগ নিয়ে,তার হক মেরে খাচ্ছেন।
তবে মনে রাখবেন রিযিক সম্পূর্ণই আল্লাহর হাতে, যাকে আপনি আজ ঠকাচ্ছেন কাল আবার ঠিকই কোনো না কোনো ভাবে সৃষ্টিকর্তা তাকে জিতিয়ে দিচ্ছে ।🤲

মানুষ মানুষকে ঠকাতে পারেনা, মানুষ অন্যকে ঠকিয়ে নিজেই ঠকে,আপনি নামাজ পড়েননা ,রোজা রাখেননা ,
এই না পড়ায় আল্লাহ চাইলে ক্ষমা করেও দিতে পারে আবার নাও দিতে পারে। এটা সম্পূর্ণই আল্লাহর ইচ্ছে।

তবে অন্যের হক মেরে খাওয়াটা কোনোদিন ক্ষমা করবে না
মানুষ বলে দুনিয়ার বিচার দুনিয়াতেই হয়,তবে মনে রাখবেন আল্লাহ যেমন কিছু মানুষকে নিজ হাতে পুরস্কৃত করবেন,ঠিক তেমনি ভাবে কিছু মানুষের বিচার এর শাস্তি আল্লাহ নিজ হাতেই দিবেন।

আপনি কাউকে ওজনে কম দিয়ে নিজেকে চালাক ভাবছেন দুনিয়াতে আপনি আপনার পাপের পাল্লা ভারী করছেন,আর যাকে ওজনে কম দিয়েছেন তার পাপের পাল্লা আপনি নিজেই হালকা করে দিচ্ছেন। 😅

কারো উপর যদি মিথ্যে কিছুও চাপিয়ে দেন যেটা সে করেনি এটা তার উপরে অন্যায় বা যুলম করা ,আর যুলম কারিকে আল্লাহ কোনো দিন পছন্দ করেন না।

মাঠির পাহাড়ে আপনি চেষ্টা করলে কষ্ট করে উপরে উঠতে পারবেন , তবে আগুনে পুরা লাকড়ির
ছাই এর পাহাড়ে আপনি উঠতে গেলে আপনি নিজেই পুড়ে যেতে পারেন , অন্যের হক মেরে খাওয়া থেকে বিরত থাকুন ,না হয় নিজেই পুরা ছাই এর মতো পোড়বেন ।

মনে রাখবেন সৃষ্টিকর্তা আপনার ভিতরের খবরও জানে বাহিরের খবরটা জানে ।

বিঃদ্রঃ কথা একান্তই ব্যক্তিগত, কাউকে উদ্দেশ্য করে বলা হয়নি। আপনি চাইলে আপনার নিজের মতামত দিতে পারেন। ❤️
ভালো লাগলে কপি বা শেয়ার করতে পারেন, কপি করলে অবশ্যই আমাকে একটা মেনসন দিবেন যেনো আমি একটা ধন্যবাদ জানাতে পারি । ফিআমানিল্লাহ 🙏

✍️লিখা - মোহাম্মদ বখতিয়ার,

10/04/2024

সম্পর্ক আমাদের সবার সাথেই আছে তবে যোগাযোগটা আর আগের মত নেই 😅
Bk

❤️🖤💜
09/04/2024

❤️🖤💜

Address

Umm Al Hamma, 1
Riyadh

Alerts

Be the first to know and let us send you an email when BakhtiarBk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BakhtiarBk:

Videos

Share

Category