![একটা লোক ভাত খাচ্ছে। খাওয়ার আগে তাকে ইচ্ছে মতো পেটানো হয়। খাওয়ার সময় পায়ের গোড়ালি দিয়ে রক্ত বের হচ্ছে। সেদিকে তার...](https://img4.medioq.com/641/253/563008246412534.jpg)
19/09/2024
একটা লোক ভাত খাচ্ছে। খাওয়ার আগে তাকে ইচ্ছে মতো পেটানো হয়। খাওয়ার সময় পায়ের গোড়ালি দিয়ে রক্ত বের হচ্ছে। সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। কারণ তার খিদে পেয়েছে। পেট ভরাতে হবে।
ভর্তা মেখে প্রথম লোকমা মুখে দেওয়ার পর একজন জিজ্ঞেস করলো, খাবার কেমন হয়েছে?
লোকটা নীরব অভিমান আর ভাত পাওয়ার খুশিতে বললো, আল্লার রহমতে ভালো হইছে।
পাশ থেকে একজন হো হো করে হেসে উঠলো। বললো, হাহা খাবার নাকি ভালো হইছে!
তার তো হাসি আসবেই। না আসার কোনো কারণ নেই। কারণ সে জানে খাবার শেষ হলেই তারা ঐ মানুষটিকে পেটাবে। ইচ্ছেমতো পেটাবে। যতক্ষণ খায়েশ না মেটে, ততক্ষণ পেটাবে। যদি মরে যায় তো গেলো। না মরলে কিছুক্ষণ বেঁধে রাখবে। ফলমূল খেয়ে গায়ে শক্তি আসবে, তারপর আবার পেটাবে।
ছোটবেলায় দাদী-নানীর মুখে গল্প শুনতাম। আদিম কালে যারা বনজঙ্গলে বাস করতো, তারা শিকারকে খাইয়ে দাইয়ে হৃষ্টপুষ্ট করতো। আগুনের চারপাশে নাচতো। নেচে নেচে উৎসব করতো। এরপর তাকে খেয়ে ফেলতো।