নাসিহাহ্' -نصيحه

নাসিহাহ্' -نصيحه ❝প্রচার করো
যদি একটিমাত্র আয়াতও হয়❞
-বুখারী:৩৪৬১

❝উপদেশ তারাই গ্রহণ করে
যারা জ্ঞানবান❞
-বাকারা:২৬৯

20/01/2025

স্বভাব, চরিত্র, খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তন করে কোনো লাভ নাই।

সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে।

20/01/2025

পুলিশ/র‍্যাব/আনসারসহ প্রশাসনিক পর্যায়ে কর্মরত ব্যক্তিদের পোশাক পরিবর্তনের চেয়ে
ভিতরের চরিত্র পরিবর্তনে পদক্ষেপ নেওয়া অধিক জরুরি ছিলো!

কেন জানি না, বাংলাদেশের বেশিরভাগ মানুষই কোথাও সুখী না, না দেশে না বিদেশে!দেশে থাকলে মনে করে বিদেশে সুখ। মিডলইস্টে গেলে ভ...
20/01/2025

কেন জানি না, বাংলাদেশের বেশিরভাগ মানুষই কোথাও সুখী না, না দেশে না বিদেশে!

দেশে থাকলে মনে করে বিদেশে সুখ। মিডলইস্টে গেলে ভাবে ইউরোপে সুখ। ইউরোপে থাকলে ভাবে, লন্ডন -আমেরিকা-ক্যানাডায় সুখ।সেখানে গেলে ভাবে, ধুর ছাই, দেশই ভালো ছিলো

এভাবে ‘সুখ’ নামের মরীচিকার পেছনে ছুটতে ছুটতে জীবনকেই একসময় ছুটি দিয়ে দেয়!!
‌‌‌‌‌‌‌‌
অবশেষে এটায় বাস্তব যে এই দুনিয়া আমাদের সুখের স্থান নয়। প্রকৃত সুখ কেবল পরকালে জান্নাতে। যেখানে ক্লান্তি বলে কিছু থাকবেনা। দুঃখের কোন পরশ হৃদয়কে কখনো ছুঁয়ে দিতে পারবেনা। তাই পরকালের সুখের জন্য আমাদের দুনিয়াতে একটু কষ্ট করে পরকালের পুঁজি সংগ্রহ করতে হবে। আল্লাহ আমাদের প্রকৃত দ্বীনের উপর অটল রাখুন আমীন।
#নাসিহাহ্

শরী‘আতের দৃষ্টিতে রাসূল (ছাঃ) কে গা-লিদাতা ব্যক্তি হ-ত্যাযোগ্য অ-পরাধী। ইবনু তায়মিয়াহ (রহঃ) এ ব্যাপারে মুসলিম উম্মাহর ইজ...
20/01/2025

শরী‘আতের দৃষ্টিতে রাসূল (ছাঃ) কে গা-লিদাতা ব্যক্তি হ-ত্যাযোগ্য অ-পরাধী। ইবনু তায়মিয়াহ (রহঃ) এ ব্যাপারে মুসলিম উম্মাহর ইজমা‘ রয়েছে মর্মে উল্লেখ করেছেন (কুরতুবী, তাফসীর সূরা তওবা ১২ আয়াত ৮/৮২; বিস্তারিত দ্র. ইবনু তায়মিয়াহ (রহঃ), আছ-ছারেমুল মাসলূল ‘আলা শাতিমির রাসূল (ছাঃ)। ইহূদী নেতা কা‘ব বিন আশরাফ রাসূলুল্লাহ (ছাঃ)-কে গা-লি দিত। এজন্য রাসূলুল্লাহ (ছাঃ) তাকে হ-ত্যার নির্দেশ দিয়েছিলেন (বুখারী হা/২৫১০; মুসলিম হা/১৮০১)। জনৈকা ই-হূদী মহিলা রাসূল (ছাঃ) কে গা-লি দিত। তখন একজন মুসলিম তাকে হ-ত্যা করলে রাসূল (ছাঃ) তার রক্তমূল্য দেননি (আবুদাউদ হা/৪৩৬২; মিশকাত হা/৩৫৫০; ইরওয়া হা/১২৫১-এর আলোচনা দ্রষ্টব্য)। জনৈক ব্যক্তি রাসূল (ছাঃ) গা-লি দিত। তখন রাসূল (ছাঃ) বললেন, কে আমার এই শ-ত্রুকে হ-ত্যা করবে? খালিদ বিন অলীদ (রাঃ) বলেন, আমি। তখন খালেদ (রাঃ)-কে পাঠানো হয় এবং তিনি তাকে হত্যা করেন (মুছান্নাফে আব্দুর রাযযাক ৫/২৩৭; মুহাল্লা ১২/৪৩৭)। একবার দু’জন মহিলা গানের মাধ্যমে নবী করীম (ছাঃ)-এর নিন্দা করলে রাসূলুল্লাহ (ছাঃ) তাদের হ-ত্যার নির্দেশ দিয়েছিলেন’ (যাদুল মা‘আদ ৩/৩৮৬ পৃঃ)। তবে এই হুকুম বাস্তবায়ন করবে দেশের সরকার বা দায়িত্বশীল কর্তৃপক্ষ। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়। এক্ষণে কোন মুসলিম যদি ব্যক্তিগতভাবে রাসূল (ছাঃ)-এর গালিদা-তাকে হত্যা করে ফেলে এবং সেটা আদালতে প্রমাণিত হয়, তাহ’লে আদালত তাকে শা-স্তি দিবে না। কারণ রাসূল (ছাঃ) গা-লিদাতার হ-ত্যাকারীকে ক্ষমা করে দিয়েছিলেন (আবুদাউদ হা/৪৩৬১, ৪৩৬২; মিশকাত হা/৩৫৫০; ইরওয়া হা/১২৫১-এর আলোচনা দ্রষ্টব্য)।

19/01/2025

"আর আপনার রব কোনকিছুই ভুলে যান না।"
— [সূরা মারইয়াম, আয়াত: ৬৪]

বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, নন্দিত টিভি উপস্থাপক ও ইসলামী আলোচক Masum Billah Bin Reja ভাইয়ের ৪ বছর ৬ মাস ২১ দিন বয়সের ছেল...
18/01/2025

বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, নন্দিত টিভি উপস্থাপক ও ইসলামী আলোচক Masum Billah Bin Reja ভাইয়ের ৪ বছর ৬ মাস ২১ দিন বয়সের ছেলে আহমাদ আব্দুল্লাহ তার মায়ের কাছে হিফয শেষ করে ইতিহাস সৃষ্টি করেছে। মাসুম ভাই এটুকু প্রচার করতে নারাজ। তবুও বলছি, যাতে আমরা সবাই উৎসাহিত হই। এমন পিতামাতার থেকে সৌভাগ্যবান আর কে হতে পারে!! অন্তর থেকে দো'আ করছি, আল্লাহ যেন বাচ্চাটাকে একজন একনিষ্ঠ ও বিজ্ঞ আলেম এবং সৎ মানুষ হিসেবে কবুল করে নেন। তার পিতামাতাকে দুনিয়া ও আখিরাতে উত্তম বিনিময় দান করেন।
congratulations
مبارك على أحمد عبد الله ووالديه

আমরা ভারতের উদ্দেশ্যে বলতে চাই পৃথিবীর ইতিহাস স্বাক্ষী বাংলাদেশ জালিমদের কর্তৃক শোষিত হয়েছে but বাংলাদেশ কোন যুদ্ধে কখনো...
18/01/2025

আমরা ভারতের উদ্দেশ্যে বলতে চাই পৃথিবীর ইতিহাস স্বাক্ষী বাংলাদেশ জালিমদের কর্তৃক শোষিত হয়েছে but বাংলাদেশ কোন যুদ্ধে কখনো পরাজিত হয়নি [ আলহামদুলিল্লাহ ] এই দেশের মানুষ #পরাজয়_বরণ_করতে শিখেনি বিজয় ছাড়া।
ভারতের সরণ রাখা উচিৎ বাংলাদেশ ফিলিস্তিন/নেপাল নয়! হ্যাঁ আমাদের বাংলাদেশের দূরপাল্লার মিসাইল সক্ষমতা না থাকলেও দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় মিলিয়ন্স সৈন্য বাহিনি রয়েছে। দুর পাল্লার না থাকলেও নিন্ম পাল্লার মিসাইল সক্ষমতা অবশ্যই বাংলাদেশের রয়েছে। আর যথেষ্ট পরিমানেই রয়েছে। যা দিয়ে বাংলাদের সম পরিমান ৫-৭টি রাজ্য ধ্বংস করে দেওয়া সম্ভব। SO ভারত এত লম্পজম্প করে বাংলাদেশকে চোখ রাঙ্গিয়ে কোন লাভ নেই। মুসলমান জাতী অস্ত্রকে নয় আল্লাহকে ভয় করে। আমরা মরলে শহীদ বাঁচলে গাজী আমাদের উভয়ে সমান। দাদা হাম ডারতে ন্যাহি ঢারাতে হে।
ভারতের আজতাক চ্যানেলের তথ্যমতে বাংলাদেশের সকল যৌথ বাহিনীকে একত্রিত করলে মোট সেনার সংখ্যা দাঁড়াবে ৬৯.৬৩ লক্ষ। তারমানে যুদ্ধের জন্য প্রায় ৭০লক্ষ সেনা আছে। https://bangla.aajtak.in/bangladesh/story/bangladesh-military-and-economic-strength-against-india-aircraft-paramilitary-tank-gdp-know-in-details-mdv-1133394-2024-12-06

এছাড়া গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের ৬ কোটি ৬১ লক্ষ মানুষ যুদ্ধের জন্য উপযুক্ত। আর বাংলাদেশ সেনাবাহিনীর রিপোর্ট অনুযায়ী যুদ্ধ উপযুক্তদের সংখ্যা প্রায় ৮ কোটি ১৯ লক্ষ ২০ হাজার ৩৮৮জন

জাতীগতভাবে আমরা কোন মদ্যপায়ী/গোমুত্র অথবা গোবর খাওয়া জাতী নয়। যুদ্ধ করতে সক্ষম আমাদের এই বিশাল এমাউন্ট সৈন্যদের শারীরিক কোন সমস্যাও নেই। হ্যাঁ এইটা আমাদের কথা না এটাও গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্সের তথ্য [ আলহামদুলিল্লাহ ]। বাংলাদেশের উপর শুধু মিসাইল নিক্ষেপ আর এয়ার স্ট্রাইক করে ভারত বাংলাদেশকে গিলে খেয়ে নিবে এইটা তাদের একটা দু:স্বপ্ন ছাড়া আর কিছুই না।

ভারত আমাদের বিশাল বাহিনীকে মুকাবিলা করা ভারতের পক্ষে কখনোই সম্ভব নয়। এতে বাংলাদেশ যা ক্ষতি হবে তার থেকে কয়েকগুণ বেশি ভারত ক্ষতিগ্রস্ত হবে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের সীমান্তঘেষা ভারতীয় রাজ্য গুলো। কিন্তু ভারতের ঐ মাথামোটা মানুষ গুলো বুঝতেছেনা তারা কতটা ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতি কি তাদের অস্তিত্ব সংকটে পড়বে। সেইভে থাকবে দুরবর্তি রাজ্যগুলো। অথচ গো মুত্র খাওয়া এই লোকগুলোর উস্কানিতেই পরিস্থিতি দিন দিন যুদ্ধ পরিস্থিতি ডেকে আনছে। আমরা যুদ্ধপ্রেমি কোন আগ্রাসী জাতী না। তবে কেউ যদি আমাদের সার্বভৌমত্বে হাত বাড়ায় তবে তার পরিনতির বড়ই ভয়ংকর হবে যা কল্পনার বাহীরে।


✒️ Abu Zaim Polash

18/01/2025

গতকালের পোস্টে সাড়ে ৫০০ জনের অধিক কমেন্ট এসেছে।
আপনাদের ভালোবাসায় মুগ্ধ।
পেজের রিচ বাড়াতে আজকে কমপক্ষে ১০০০ জনের কমেন্ট চাই।

17/01/2025

ইন্না-লিল্লাহ একটু আগের ভিডিও'র জন্য রি/পো-র্ট এসেছে!
পেজ এখন রি-স্কে*র মধ্যে।
১২৫k+ ফলোয়ারের সবাই যদি একটি করেও কমেন্ট করেন তবে অনেক পেজটির রিচ আশা করি বজায় থাকবে।

17/01/2025

সাহাবীরা জীবন চাইতেন বারবার শহীদ হবার জন্য
আর আমরা মৃত্যু চাই হতাশা দূর করতে!
আল্লাহুম্মাগফিরলি.... 🤲

17/01/2025

ঈমান আমাদের শূন্যের কোঠায়
আল্লাহুম্মাগফিরলি......

17/01/2025
17/01/2025

১ লক্ষ ২৫ হাজার ফলোয়ারের মধ্যে
পেজে ৫০ টি পজিটিভ Review আশা করছি।

আহ্! জীবন কতই না ঠুনকো..!এক নিমিষেই শেষ..!!
16/01/2025

আহ্! জীবন কতই না ঠুনকো..!
এক নিমিষেই শেষ..!!

16/01/2025

আল্লাহুমা সল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ

ঊমি উর্মিলা!  নিয়মিত টিকটকার।লক্ষ লক্ষ পেরিয়ে তার ফলোয়ার, ভিওয়ার্স।প্রতিদিন অগনিত কন্টেন্ড ভিডিও। ভিডিও মেকআপ করার জন্য ...
16/01/2025

ঊমি উর্মিলা!
নিয়মিত টিকটকার।
লক্ষ লক্ষ পেরিয়ে তার ফলোয়ার, ভিওয়ার্স।
প্রতিদিন অগনিত কন্টেন্ড ভিডিও। ভিডিও মেকআপ করার জন্য দু তিনদিন পর পর নতুন ড্রেস কিনতে হয় তার। টিকটক আইডিতে শত শত নাচের ভিডিও । কিনে এনেছেন দামি দামি রিং লাইট।

গত সোমবার রাত ১২ টা।
ঊমি নিজ রুমে ভিডিও বানাচ্ছে।
সকাল হলে আপলোড করবে নিজ টিকটক আইডিতে। ভিডিওর কাজ শেষ করে ঊমি নিজ বেডে শুয়ে পড়ে। এবং দেখা শুরু করে অন্যান্য টিকটকারদের ভিডিও... এক সময় ঘুমের অতল গহব্বরে ডুবে যায়।

সকাল ৮ টা বাজে।
ঊমির মা ঊমিকে ডাকতে যায় নাস্তা করার জন্য।
উমি অচেতন হয়ে ঘুমিয়ে আছে।পাশে পড়ে আছে মোবাইল। হাতে নিতেই দেখা যায় রাতে টিকটক ডান্স দেখতে দেখতেই সে ঘুমিয়ে পড়েছে। কেননা মোবাইলটি টিকটক এপ্সেই ঢুকা ছিল

অনেকক্ষন ডাকাডাকি করার পরেও সাড়া মিলছেনা ঊমির। চিল্লাচিল্লি শুরু করলে দেখা যায় ঊমি রাতে ঘুমের মধ্যেই মারা গিয়েছে। সারা শরির শক্ত কাঠ হয়ে আছে। উমির হাতটি মোবাইল ধরা অবস্হায় ছিল। তাই হাতটি যেমন ছিল তেমনই শক্ত হয়ে গিয়েছে হাতটি সোজা করা যাচ্ছিলনা। সারা শরির শক্ত হয়ে পড়েছে। ঘুমের মধ্যে বা টিকটক দেখা অবস্হাতেই তার মৃত্যু হয়

ঊমি নেই রয়ে গিয়েছে তার শত শত অর্ধনগ্ন ভিডিও।
ঊমি আজ" কবরে" যারা ঊমির নাচ ডান্সের ভিডিওগুলি দেখছে তারা জানানেইনা যে যার ডান্সের ভিডিও দেখছি সে একজন মৃত।

আফসোস- মানুষ তার মৃত্যুর পরেও পাপ জারি রেখে যায়। যদিও ভিডিওগুলি ডিলেট করে দেয়া হয় তবু কিয়ামত পর্যন্ত এই গোনাহ তার কবরে জারি থাকবে কেননা সে তো নিজে আর ভিডিওগুলি ডিলেট করে তাওবা করে যায়নি।

এভাবে অগনিত ঊমিরা " কবরে চলে যায়।
থেকে যায় তাদের জারিকৃত পাপ গুলি.......
©
#নাসিহাহ্

ওয়েলকাম সেভেন সিস্টার'স 🔥
16/01/2025

ওয়েলকাম সেভেন সিস্টার'স 🔥

Address

Riyadh

Telephone

+966542741890

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাসিহাহ্' -نصيحه posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নাসিহাহ্' -نصيحه:

Videos

Share

Category