Sufian Ahmed

Sufian Ahmed আমি সত্যের পথে সর্বদা যেতে চাই এগিয়ে★

জাবতীয় প্রশংসা মহান আল্লাহ তা'য়ালার যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা ★
(4)

13/11/2024

জামায়াতে ইসলামী কে নিয়ে সাধারণ জনগণের ভাবনা, আগামীতে জামায়াতে ইসলামীকে দেখতে চায় সাধারণ মানুষ,, আলহামদুলিল্লাহ

23/10/2024

তারা শেষ সময়ে একটি মাজলুম ইসলামি সংগঠনকে নিষিদ্ধ করেছিলো। আল্লাহ তায়ালা তাদেরকে অপমানের সাথে নিষিদ্ধ করালেন। আল্লাহর পরিকল্পনা কত নিখুঁত! আল্লাহ উত্তম পরিকল্পনাকারী! আলহামদুলিল্লাহ,সুম্মা আলহামদুলিল্লাহ

"কতো ভয়ংকর হাদিস"রাসুলুল্লাহ (সা.) বলেছেন-যে ব্যক্তি কোনো জালিমের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তার সঙ্গে চলে, তাকে সাপোর্ট ক...
17/10/2024

"কতো ভয়ংকর হাদিস"

রাসুলুল্লাহ (সা.) বলেছেন-

যে ব্যক্তি কোনো জালিমের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তার সঙ্গে চলে, তাকে সাপোর্ট করে অথচ সে জানে যে ওই ব্যক্তি

জালিম, তখন সে ইসলাম থেকে বের হয়ে গেলো।

-(মিশকাত: ৪৯০৮)

10/10/2024

পৃথীবিতে কেউই স্বার্থহীন নয়,প্রতিটি সর্ম্পকেই কম-বেশী স্বার্থ থাকে,শুধু মাত্র মায়ের ভালবাসা টাই নিঃশ্বার্থ,একজন মাই পারেন সন্তান কে কোন স্বার্থ ছাড়া ভালবাসতে

06/10/2024

আল্লাহ ছাড়া কেউ আপনাকে প্রকৃত সুখ দিতে পারে না ।

06/10/2024

ঈমানের আদর্শ হচ্ছে নিজের ক্ষতি স্বীকার করে হলেও সত্য বলা, জ্ঞানের পরিধির বাইরে কিছু বলার চেষ্টা না করা এবং অন্যের সমালোচনা করার সময় অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করা । ---হযরত আলী (রাঃ)।

05/10/2024

حسبنا الله ونعم الوكيل، نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ

উচ্চারণঃ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান-নাসির'

অর্থঃ আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক; আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।

(সুরা : আল ইমরান, আয়াত : ১৭০

হাসবুনাল্লাহ এর আমল সমূহ

নামাজের আগে ও পরে ১১ বার দুরূদ শরীফ পড়ে এই দু'আটি পাঠ করা।

04/10/2024

আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ
(ﷺ)

28/09/2024

” ধৈর্য্য রাখুন, সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহপাক আপনাকে কোনদিনও ঠকাবেন না !! ইনশাআল্লাহ ! “

ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ!পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল “গাজওয়ায়ে হিন্দ” তথা হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে ...
25/09/2024

ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ!

পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল “গাজওয়ায়ে হিন্দ” তথা হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহদের যুদ্ধ। এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মাহরা বিজয় লাভ করবেন। সুবহানআল্লাহ.!

কিন্তু এই সম্মানিত যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদাত বরন করবেন এবং শেষাংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন। সুবহানাল্লআহ.!
যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরন করবেন উনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন। সুবহানআল্লাহ.!

এবং যেসব মুসলমানগন এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন উনারা ঈমান নিয়ে মৃত্যুবরন করে জান্নাতবাসী হবেন। সুবহানআল্লাহ.!

আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেইমান হয়ে মৃত্যুবরন করবে। নাউজুবিল্লাহ!

পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফির মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম জি”হ|দ/যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জি”হ|দ চালিয়ে যাবে।
মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতোটাই ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোশ আমদেদ করার জন্য।

অন্য বর্ণনায় আছে, গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের (চুড়ান্ত) যুদ্ধ। রাসুল (ﷺ) একদিন পুর্ব দিকে তাকিয়ে বড় বড় নিশ্বাস নিচ্ছিলেন, এমন সময় এক সাহাবি রাসুল (ﷺ) কে জিজ্ঞেস করলেন, “ইয়া রাসুলুল্লাহ (ﷺ) আপনি এমন করছেন কেন,,?
রাসুল (ﷺ) বললেন, “আমি পুর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি।” সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু তাআ’লা আনহুম উনারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলুল্লাহ(ﷺ) আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসুল (ﷺ) বললেন, পুর্ব দিকে মুসলিম ও মুশরিকদের (যারা মুর্তিপুজা করেন) সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবিহিনী থাকবে সংখ্যায় অধিক।
ঐ যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকুনি পর্যন্ত ডুবে যাবে।
• রসুলুল্লাহ (ﷺ) বলেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য!(সুবহানাল্লাহ)
🤲 ইয়া রব এই জিহাদে আমাকে কবুল করুন, বাচিয়ে রাখুন" ওই গাজওয়াতুল হিন্দ পর্যন্ত,,আমীন ❤️

24/09/2024

তারা চায় বাংলাদেশ কাশ্মীরসহ অখন্ড ভারত গড়তে অথচ ১৪০০ বছর, আগেই রাসুলুল্লাহ (সাঃ) আমাদেরকে গাজওয়াতুল হিন্দের বিজয়ের সুসংবাদ দিয়েছেন। আর নিশ্চয়ই রাসুলুল্লাহ (সাঃ) সত্যবাদী

--- আলহামদুলিল্লাহ

নামাজেই রয়েছে সান্তি

24/09/2024

হালাল অর্থ উপার্জন কখনও সহজ না। টাকা অনেকেই দেখে। কিন্তু তার পেছনের গল্প, সীমাহীন ত্যাগ, ধৈর্য্য আর অক্লান্ত পরিশ্রমটা কেউ দেখে না।

24/09/2024

” আল্লাহর দেওয়া প্রতিটি ভালো বা খারাপ সময় কে তার নিয়ামত হিসাবে দেখুন ! ইনশাআল্লাহ – তিনি আপনার পথ অনেক সহজ করে দিবেন !! “

24/09/2024

যে ব্যক্তি জালিমকে সাহায্য করলো; হোক তা একটি শব্দ দিয়েই- ঐ জালিমের সাথে তার হাশর হবে

23/09/2024

“ গোটা পৃথিবীর জল দিয়ে জাহান্নামের আগুন নেভানো যাবেনা, কিন্তু মোনাজাতে আপনার চোখের দুই ফোটা জল জাহান্নামের আগুন নিভিয়ে দেবে !! “

23/09/2024

” সেই নারী সবচেয়ে উত্তম, যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে, তার স্বামীর জন্য “

23/09/2024

” হারামের টাকায় টেবিল ভর্তি খাবারের চেয়ে, হালাল টাকার সীমিত খাবারের মজাই আলাদা “

Address

Riyadh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sufian Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sufian Ahmed:

Videos

Share

Nearby media companies