Pagla hawa

Pagla hawa Pagla hawa is my page. My name is Hasan Mahmud . I am live in Saudi .I have a dxn Busseness.

20/06/2023

ইচ্ছে গুলোকে স্বাধীনতা দাও,
উড়তে দাও আকাশে।
লোকের কথায় কান দিও না ,
সে তো রোজই ওড়ে বাতাসে।

19/06/2023

বাস্তবতা হলো-দুঃখ সহ্য করা মানুষগুলো
একদিন সুখী হবে..
কিন্তু মানুষকে যারা কষ্ট দেয়,
তারা কখনো সুখী হতে পারে না।কিন্তু মানুষ তা সহজে বুঝে না।

12/06/2023

আমার ব্যক্তি জীবন আমি নীরবতায় যাপন করি। তাই ভেবো না তুমি আমাকে চেনো, তুমি ততোটুকুই জানো যা আমি অনুমোদন করেছি।

12/06/2023

প্লিজ সময় কে পরিপূর্ণ কাজে লাগাতে পারবেন এক মাত্র DXN system

একা থাকো, ইনকাম করো, জীবনে গুটিকয়েক পরিচিত মানুষ থাকুক, আর কিছু কথা এড়িয়ে চলতে শিখে গেলেই জীবন সুন্দর ।জীবনকে জীবনের ...
12/06/2023

একা থাকো, ইনকাম করো, জীবনে গুটিকয়েক পরিচিত মানুষ থাকুক, আর কিছু কথা এড়িয়ে চলতে শিখে গেলেই জীবন সুন্দর ।
জীবনকে জীবনের গতিতেই চলতে দিন।
আপনার কাজ আপনাকেই করতে হবে।
পাঁচে লোকে কিচু বলে । লোকের কথায় কান দেবেন না ।

আপনি আপনার লক্ষ ঠিক রেখে কাজ করে যান সফল হবেন ।
ইনশাআল্লাহ ।

12/06/2023

যার যোগ্যতা যত কম !
তার খোঁচা মারার দক্ষতা ততো বেশি।
প্রমানিত।

11/06/2023

লোলিতার অজানা কষ্ট।
শাহানাজ পারভীন শিউলি,,
০৮/০৬/২০২৩

আমি জলন্ত আগুন চলন্ত ফাগুন বারবার শতবার লেলিহান শিখায় পুড়তে শিখেছি। মৃত্যুর মুখে থেকে বারবার ঘুরে দাঁড়িয়েছি।
চোখ বন্ধ করলে দেখতে পাই পৃথিবীর বাইরে অন্য জগৎ যা আমি ঘুরে বেড়ায়। আমার দেহ থেকে মাটির গন্ধে মাটিতে খুবলে খাই। তবুও আমি ঘুরে দাঁড়ায়।

আমার ইচ্ছে গুলো যদি বুঝতে কষ্ট গুলো যদি শুনতে আমার হৃদয় খানি যদি দেখতে।
আমি সাহস যোগাতে চেয়েছিলাম মাথার উপর ছাতির মতন যেন বৃষ্টি এলে দাঁড়িয়ে থাকবে মাথার উপর।

সমুদ্রের হিল্লোল হতে চেয়েছি আকাশ ছোঁয়া হৃদয় নিয়ে। থামিয়ে দিলে সকল আশার আলো শুধু সমুদ্রের মাঝে বালুর রাজপ্রাসাদ তৈরী করে দিলে।
বালুতে হারিয়ে যাবো স্মৃতিময় মুহূর্তগুলো ফ্রেমবন্দী থাকবো।

কেউ কাউকে ছেড়ে দেয় না কখনো দেয়নি। মূর্খ বলেছিলে বইয়ের পাতা গুলো নতুন করে পড়তে শিখেছি।
চুপ থাকাটা বড্ড দূর্বল ভেবেছিলে তাই সুচের মুখটা খুলেদিয়েছি। বুনো ফুল দেখেছিলে বারবার তাই পদ্মার পাপড়ি হওয়ার চেষ্টা করেছি।

অভিমানের পাহাড় জমা হয়েছিল তবুও তাকিয়ে দেখনি। চোখের কোনে কালো মেঘের ছাপ পড়েছিল তবুও বৃষ্টির পানিতে ভিজতে চাওনি।
তবুও ভালোবেসে সমস্ত অভিলাষ পরিত্যাগ করেছি। হাসিমুখে যেন সব মেনে নিয়েছি তোমার সকল চাওয়া পাওয়া।

আকাশ ছোঁয়া হৃদয় খানি খুবলে খাই দেহ খানি হয় জরাজীর্ণ।
তবুও তোমার পদতলে আঁকড়ে ধরেছি এতোটুকু সুখ পাবো বলে। নির্স্বার্থ এতটুকু মন দাফন করেছি শুধু তোমার জন্যে।

প্রতিদান শুধু পেয়েছি স্বাধীনতায় হাসিমুখে হাসিমাখা হাসিমুখ।
আর কিছু নয়।তাতেই করেছি জয় মাঝে মধ্যে যেন হয় ভয়।

সবাই স্বার্থ বোঝে আমিও এখন বেশ বুঝি!!
যা কিছু পেয়েছি তা অর্জন করে নিয়েছি। যা কিছু অর্জন করেছি তা পরিশ্রম করে পেয়েছি।
নিজেকে নষ্ট করার জন্য জিহাদ করিনি বরং নিজেকে সৃজনশীলতায় বিস্তৃত করা জন্য চেষ্টা করেছি।

হিংসাকে পরিহার করেছি যন্ত্রণা ভুলে থাকার চেষ্টা করেছি।
শত্রুকে ভালোবাসতে শিখেছি কেননা হিংসা দিয়ে কোন কিছু জয় হয়না।জয় করতে আল্লাহর রহমত ও ভরসা লাগে।

শুধু বেইমানি মানুষকে মনে রেখেছি।
Copy post

যারা কাজের পাশাপাশি মোবাইলটা ব্যবহারের মাধ্যমে অবসর সময়কে কাজে লাগিয়ে কিছু করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন...
08/06/2023

যারা কাজের পাশাপাশি মোবাইলটা ব্যবহারের মাধ্যমে অবসর সময়কে কাজে লাগিয়ে কিছু করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন #
Dxn এই Network Marketing এতো জনপ্রিয় হওয়ার পিছনের কারণগুলো হলোঃ
১. কোন বিনিয়োগ এর প্রয়োজন নেই।
২. কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই।
৩. অল্প সময় বিনিয়োগ করেই শুরু করা যায়।
৪. কোন ঝুঁকি নেই।
৫. কোন নির্দিষ্ট স্থান, কাল, পাত্র নেই।
৬. রয়েছে নিশ্চিত এবং স্থায়ী আয়ের সুযোগ।
৭. প্রচুর মানুষের সাথে বন্ধুত্ব হওয়ার এবং তাদের
সাহায্য করার সুযোগ।
৮. দ্রুত অবসর গ্রহনের সুযোগ।
৯. প্রচুর সম্মান।
১০. অর্থ উপার্জনের সুযোগ ইত্যাদি।
এখানে সময় এবং মোবাইল থাকলেই
আপনার মেধাকে কাজে লাগিয়ে আয় করতে পারবেন।।

এই সুযোগ গুলো কি অন্য কোথাও পাবেন?

“সাফল্যের জন্য তোমাকে ৩টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, এবং স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ব্যর্থতার পরও কাজ করে যাওয়া।

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন ।

আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ,  যার মুখের দিকে তাকালেই সবকিছু ভুলে  যাই ❤️
08/06/2023

আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ,
যার মুখের দিকে তাকালেই সবকিছু ভুলে যাই ❤️

স্মৃতির মৃত শরীর জীবন হারিয়ে যায়, মেঘের মতো গিলে খায় বোধ নির্মম পরিহাসে তবুও জীবনের কাছে জীবনই জরুরী থাকে আর সব মানিয়ে য...
08/06/2023

স্মৃতির মৃত শরীর

জীবন হারিয়ে যায়, মেঘের মতো
গিলে খায় বোধ নির্মম পরিহাসে
তবুও জীবনের কাছে জীবনই জরুরী থাকে
আর সব মানিয়ে যায় সময়ের সাথে।
তারপর উদাস আকাশে সন্ধ্যা নামে
মেঘ বৃষ্টি ঝরে বেনামী মেহমান হয়ে
বুকের ভেতর পুরাতন কষ্টগুলো
এক একটি স্মৃতির মৃত শরীর........
..........আংশিক

08/06/2023

সুখের সঙ্গে টাকার কোন সম্পর্ক নেই!
টাকা শুধু চাহিদা মেটায়
সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেতো তাহলে ভালোবাসাটা ও দোকানে বিক্রি হতো।

07/06/2023
গল্প তো সবারই থাকে, কারোটা হয় উপন্যাস কারোটা দীর্ঘশ্বাস।
07/06/2023

গল্প তো সবারই থাকে, কারোটা হয় উপন্যাস কারোটা দীর্ঘশ্বাস।

মানুষকে ভুলা যায়, স্মৃতি ভুলা যায় না।
07/06/2023

মানুষকে ভুলা যায়, স্মৃতি ভুলা যায় না।

👉কেউ যদি আপনার কথা বলাকে উপভোগ না করে। তাহলে অন্তত তাকে আপনার নীরবতাকে উপভোগ করতে দিন।👉নিজের ভেতরের কুপ্রবৃত্তিকে দমন কর...
07/06/2023

👉কেউ যদি আপনার কথা বলাকে উপভোগ না করে। তাহলে অন্তত তাকে আপনার নীরবতাকে উপভোগ করতে দিন।
👉নিজের ভেতরের কুপ্রবৃত্তিকে দমন করা যেনো ঘোড়ার রেসে বিজয়ী হওয়ার মতই কঠিন। আর একবার যখন আপনি লাগাম টেনে ধরবেন তখনই আপনি বিজয়ী হবেন।......... ইনশাআল্লাহ

Good morning and good morning dxn.
07/06/2023

Good morning and good morning dxn.

Address

Riyadh

Telephone

+8801851486311

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pagla hawa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pagla hawa:

Videos

Share