23/02/2024
তোমাকে দিলাম এ ঘর বাড়ি
বুকের পাঁজর, মনের ক্ষত
তোমাকে দিলাম আমাকে আমি
সুখ, দুঃখ, স্বপ্ন যত!
আমাকে রেখো, আমার থেকো
যতদূর যাও আমাকে নিও,
তোমাকে দিলাম বন্ধু আমার
ফুল-পাখি-নদী যা কিছু প্রিয়!
(পুলক অনিলঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৪)