Freelancer Tanvir

Freelancer Tanvir চেহারায় নয়_সৌন্দর্য আমার,,মনে💓 ফ্রীল্যান্সিক জগতে সবাইকে স্বাগতম।

how r u all
10/10/2022

how r u all

24/06/2022

👉সিনেমাহল থেকে বের হয়ে দেখি আমার ছাত্রী একটা ছেলের সাথে হাত ধরাধরি করে বের হচ্ছে। আমাকে দেখে আমার ছাত্রী চমকে গেলো। আমি কিছু না বলে চুপচাপ ওদের সামনে থেকে চলে গেলাম।
পরেরদিন যখন আমি আমার ছাত্রীকে পড়াতে যায় তখন ছাত্রীর বাবা আমার শার্টের কলার ধরে বলেছিলো, আমার এত সাহস কি করে হলো তার মেয়ের শরীরে হাত দেওয়ার আর বাজে ইঙ্গিত দেওয়ার..
আমি অবাক হয়ে ছাত্রীর বাবার কাছে জানতে চেয়েছিলাম আমার নামে এই নোংরা কথাটা কে বললো.
ছাত্রীর বাবা আমার ডানগালে থাপ্পড় মেরে বলেছিলো, এই কথাটা না কি আমার ছাত্রী নিজেই বলেছে।
ছাত্রীর বাসা থেকে বের হয়ে চিন্তা করতে লাগলাম, শহরের মেয়েরা স্মার্ট হয় কিন্তু এতটা স্মার্ট হয় জানতাম না। আমার অপরাধ ছিলো আমি আমার ছাত্রীকে বয়ফ্রেন্ড সহ সামনাসামনি দেখে ফেলেছিলাম। তাই আমার ছাত্রী আমার নামে তার বাবা মার কাছে নোংরা একটা জিনিস বানিয়ে বললো যাতে ওর বাবা মা আমাকে ভুল বুঝে। আর আমি কিছু বললেও যেন বিশ্বাস না করে...
তার কয়েকমাস পর ইন্টারনেটে ৮ মিনিটের একটা ভিডিও ভাইরাল হয়। ভিডিওটা আমার ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের। আমি তখন আকাশের দিকে তাকিয়ে শুধু মুচকি একটা হাসি দিলাম...

আমি যে মেসে থাকি সেই মেসে আমি বাদে সবাই স্মার্টফোন ব্যবহার করে। সহজ কথা বলতে গেলে আমি বাদে সবার পারিবারিক অবস্থা খুব ভালো। মেসে আমার রুম মেটের ৪ হাজার টাকা হারিয়ে গেলো। সবার ধারণা হলো আমি টাকাটা চুরি করেছি কারণ আমি সেদিন কমদামের একটা স্মার্টফোন কিনেছিলাম। পাশের রুমের এক বড় ভাই তিনি জোর গলায় বললেন, উনি না কি নিজ চোখে দেখেছেন আমি আমার রুমমেট মামুনের ব্যাগে হাত দিয়েছি। আমি তখন কিছু বললাম না কারণ আমার কিছু বলার মত পরিস্থিতি ছিলো না। বড় ভাইকে সবাই খুব মানতো আমি কিছু বললেও লাভ হতো না। আমি দোকানে গিয়ে দোকানদারের হাতে পায়ে ধরে ফোনটা ফেরত দিয়ে সেই টাকাটা আমার রুমমেটকে দিলাম।
চোরের অপবাদ নিয়ে যে মেস থেকে ৫ মাস আগে বের হয়ে গিয়েছিলাম আজ সেই মেসে বড় ভাই আমাকে খবর দিয়ে নিয়ে এসেছে। সবার সামনে বড়ভাই আমার হাত ধরে বললো, পিয়াস আমায় ক্ষমা করে দিস। আমি সেদিন ইচ্ছে করে তকে চোর বানিয়েছিলাম। আসলে সেদিন টাকাটা আমি চুরি করেছিলাম।
বড়ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে। তার মাঝে মৃত্যু ভয় ঢুকে গেছে।
আমি বড়ভাইয়ের দিকে তাকিয়ে শুধু মুচকি একটা হাসি দিলাম...

শ্রাবণী তার সামনে রাখা গ্লাসটা আমার মুখে ছুড়ে মেরে বললো, তোর মত ভিখারীর কি করে সাহস হয় আমাকে এইসব বলার? তুই ভালো ছাত্র ছিলি দেখে তোর নোট পাওয়ার লোভে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম আর সেই তুই কি না আমাকে আজ প্রেমের প্রস্তাব দিস...
সেই শ্রাবণীর খুব বড়লোক ছেলের সাথেই বিয়ে হয়েছিলো। কিন্তু বিয়ের ৩ বছর পর সে আজ আমার সামনে বসা। শ্রাবণী তার স্বামীর বিরুদ্ধে এক একটা নির্যাতনের কথা বলছে আর আমি এস আই আবুল বাশার পিয়াস সুন্দর করে নোট করছি।
কথাবলার এক পর্যায়ে শ্রাবণী আমায় বললো, সেদিন যদি তোর প্রস্তাবে রাজি হয়ে যেতাম তাহলে আমার কপালে আজ এত কষ্ট থাকতো না।
আমি কিছু না বলে শুধু নিচের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলাম। যে হাসির অর্থ হলো, কেউ তোমার উপর অন্যায় করলে সে তার প্রতিদান পাবেই।

আজ একটা কথা খুব মনে পড়ছে,
দুনিয়াতে মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি কাউকে ক্ষমা করে না। প্রকৃতি সব হিসাব করে মানুষকে তা ফিরিয়ে দেয়...👈

■▪রিজকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।■▪রিজক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।■▪রি...
10/06/2022

■▪রিজকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিজক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিজকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিজকের পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।
■■ রিজক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।
■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।
■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম হবেনা এবং একটি বেশিও না।
■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।
■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো, সেই সিদ্ধান্ত একান্তই আমার।
■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!
■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার তাক্বদীরে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিজকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।
■■ রিজক জিনিসটা এতোটাই শক্তিশালী!
■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!
■■ কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজকের ভাগই খাচ্ছেন।
■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছ, আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কুলের উপর আছি, কতটুকু ভরসা করে আছি। তার উপর।কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
وما من دابة فى الارض الا على الله رزقها
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই,যার রিজকের দায়িত্ব আমি আল্লাহর উপর নেই।

25/05/2022

স্বপ্ন দাফন করতে কাফনের দরকার হয়না😥😥😥😥😥
কিছু মিথ্যা আশ্বাসই যথেষ্ট

বিশ্বের সব বড় বড় University তে পড়ে দেশ সেরা ব্যবসায়ি দম্পতি 🤓🤣🤞
21/05/2022

বিশ্বের সব বড় বড় University তে পড়ে দেশ সেরা ব্যবসায়ি দম্পতি 🤓🤣🤞

14/05/2022

সিলিং ফ্যানের দিকে তাকাইলেই ডাক্টার মুরাদের ফাটা মাথা দেখতেসি কি একটা টেনশন!

01/03/2022

০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।
০২. আপনার কিডনি কখন আতঙ্কিত; যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।
০৩. আপনার গলব্লাডার ভীত; যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।
০৪. আপনার ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত; যখন আপনি ঠান্ডা এবং বাসী খাবার খাচ্ছেন।
০৫. বৃহদান্ত্র আতঙ্কিত; যখন আপনি ভাজা-পোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।
০৬. ফুসফুস তখন ভীত; যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি ও সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।
০৭. লিভার ভীত; যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।
০৮. হৃদপিন্ড ভীত; যখন আপনি বেশি লবণ এবং কোলেস্টরলযুক্ত খাবার খাচ্ছেন।
০৯. প্যানক্রিয়াস আতঙ্কিত; যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।
১০. আপনার চোখ আতঙ্কিত; যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রীনের আলোয় কাজ করছেন।
১১. আপনার মস্তিষ্ক ভীত; যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন।
সুতরাং আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন।

18/02/2022

Yes👉অভিনন্দন কুমিল্লা ভিক্টোরিয়ানস✌️✌️বরিশাইল্লা মনুদের এক বদনা সমবেদনা 😀😀

ইঞ্জিনিয়ার কে কিছু বলে যান,,,
14/02/2022

ইঞ্জিনিয়ার কে কিছু বলে যান,,,

শিক্ষানীয় পোস্ট।আজকে একটা সুন্দর পোস্ট পেলাম ভাবলাম পোস্টটা এখানে আপলোড করি , কারণ পোস্ট টি অনেক প্রয়োজনীয়। আমার মনে হ...
13/02/2022

শিক্ষানীয় পোস্ট।
আজকে একটা সুন্দর পোস্ট পেলাম ভাবলাম পোস্টটা এখানে আপলোড করি , কারণ পোস্ট টি অনেক প্রয়োজনীয়। আমার মনে হলো যে আপনাদের কাছে শেয়ার করা উচিত যদি আপনাদের কোন না কোন উপকারে আসে।
"ইচ্ছে মাফিক নাপা খেয়ে কিডনি কে হত্যা করবেন না"
চেম্বারে রোগী এসেছে ,
ডাক্তারঃ জিজ্ঞাসা করলাম, কি সমস্যা??
রোগীঃ স্যার কিডনি ডেমেজ, সেরাম ক্রিয়েটিনিন ১৪, হিমোগ্লোবিন ৮.৪
ডাক্তারঃ কবে থেকে সমস্যা??
রোগীঃ স্যার ১ মাস হলো ধরা পরছে।
ডাক্তারঃ ধরেই ১৪ হয়ে গেলো কি করে? আগে টের পান নি??
রোগীঃ না স্যার,বমী ভাব, পা গুলা ফুলা লাগায় ডাক্তার এর কাছে গেলে ডাক্তার সেরাম ক্রিয়েটিনিন লেভেল পরীক্ষা করে দেখে ১৪। এটা দেখে ডাক্তার সাহেব বলছে ডায়লাইসিস করার জন্য।
ডাক্তারঃ আচ্ছা আপনি কি কখনো নাপা, নাপা এক্সটা, পেরাসিট্যামল, ব্যাথার ঔষধ অনেক দিন খেয়েছেন??
রোগীঃ জি স্যার, নাপা খাইতাম একটু শরীর খারাপ লাগলেই।
ডাক্তারঃ আহ, কি ক্ষতিটাই না করলেন। কে বলছে আপনাকে কথায় কথায় নাপা, নাপা এক্সট্রা খেতে??
রোগীঃ স্যার, এগুলাতো অনেকেই খায় তাই আমিও খাইতাম।
ডাক্তারঃ আমি আমার এইটুকু বয়সে যতো রোগী দেখেছি তার মধ্যে ৭০% কিডনী ডেমেজ এর রোগী এবং এই সকল কিডনি রোগী গনের মধ্যে ৭০-৮০% হয় কিছু দিন ব্যাথার ঔষধ খেয়েছে, না হয় নাপা, নাপা এক্সট্রা, প্যারাসিটামল খেয়েছে না হয় এলার্জির ঔষধ দীর্ঘ দিন খেয়েছে।
রোগীঃ আগে জানলে কি আর খাইতাম ?? স্যার এই কথা বলার মানুষ পাই নাই, তাই জানতাম ও না।
"সময় থাকতে বুঝলে ভালো, না হয় যখন বুঝবেন অনেক দেরি হয়ে যাবে।
সুত্রঃ Dr. Syed Golam Gous Ashrafi.

পরীমনির ৫ জন স্বামীর তালিকা ও মেয়াদকাল দেয়া হলো... ১- ইসমাইল হোসেন (২০১০-২০১২)  ২- ফেরদৌস কবির (২০১২-২০১৪) ৩- তামিম হাসা...
11/01/2022

পরীমনির ৫ জন স্বামীর তালিকা ও মেয়াদকাল দেয়া হলো... ১- ইসমাইল হোসেন (২০১০-২০১২) ২- ফেরদৌস কবির (২০১২-২০১৪) ৩- তামিম হাসান (২০১৯-২০২০) ৪- কামরুজ্জামান রনি ( ২০২০-৩ মাস) ৫- শরিফুল রাজ (২০২২- আল্লাহ জানে) 😁😁 হতাশ হবেন না, আপনিও স্বামী হওয়ার সুযোগ পাবেন, চেষ্টা চালিয়ে যান।। 🙈🙈

11/01/2022

ইমামের বেতন পরিশোধ না করে ৫০হাজার টাকায় বক্তা এনে ওয়াজ করানো মানে হলো, মাকে ভাত না দিয়ে শাশুড়ীকে হজ্ব করানোর মত।

09/01/2022

আপনি কঠিন সময় পার করছেন, আর ভাবছেন আল্লাহ কেন আপনাকে সাহায্য করছে না। মনে রাখবেন পরীক্ষার সময় শিক্ষক নিরব থাকেন।

নিজে এতগুলো টায়ার বহন করেও তার বিপদের সময় একটি টায়ারও কাজে আসছে না তার।ঠিক তেমনি জীবনে চলার পথে আত্মীয়-স্বজন, বন্ধু-...
08/01/2022

নিজে এতগুলো টায়ার বহন করেও তার বিপদের সময় একটি টায়ারও কাজে আসছে না তার।

ঠিক তেমনি জীবনে চলার পথে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেক থাকবে!

কিন্তু...
খারাপ সময়ে খুব কম মানুষকেই কাছে পাবেন।
আপনার অবদান কী ছিল তা কেউ মনে রাখবে না, বরং আপনি তাদের থেকে কী নিয়েছেন, সেটা বিভিন্ন ভাবে ফেরত নেয়ার চেষ্টা করবে মানুষ!

06/01/2022

সাবেক তথ্য প্রতিমন্ত্রী
তার ডাক্তার বৌকে পিঠায়েছেন

ঘটনা সত্য 😃
05/01/2022

ঘটনা সত্য 😃

14/12/2021

বাবার শার্ট ছিঁড়ে যায় মেয়েকে পড়াতে!

আর মেয়ের কাপড় খুলে যায় Followers বাড়াতে 🙁

থাকলাম না তোমাদের দেশেতাতে আমার কি হবে?🙂
13/12/2021

থাকলাম না তোমাদের দেশে
তাতে আমার কি হবে?🙂

08/12/2021

আলহামদুলিল্লাহ,,,

আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যদন্ড রায় দিলেন আদালত ✌️

কি এক দেশে আছি, যেখানে ভিডিও’র চেয়ে অডিও বেশী হিট হয়🙄 পুরাই ৯০ দশক রে ভাই ফিতার ক্যাসেট। যাই হোক... হে আল্লাহ তুমি অডিও ...
07/12/2021

কি এক দেশে আছি, যেখানে ভিডিও’র চেয়ে অডিও বেশী হিট হয়🙄 পুরাই ৯০ দশক রে ভাই ফিতার ক্যাসেট। যাই হোক... হে আল্লাহ তুমি অডিও গায়েব করে দাও😴🤲

06/12/2021

অভাবটা টাকায় বদলায়।

প্রশ্ন👉স্বভাবটা কিসে বদলায়.??

02/12/2021

✍️"ওমিক্রন" ভাইরাস সংক্রামিত হওয়া থেকে আল্লাহ তা'য়ালা আমাদের প্রত্যেক'কে হেফাজত করুন।
🤲🤲🤲🤲🤲

02/12/2021

মনে হয় "হিরো আলম"
এখনও🤔 বাদাম🥜 Song টা শুনতে পাই নাই🤔😃🤪

উদ্দেশ্য যদি সৎ থাকে, তাহলে পেছনে বাঁশ দিয়েও উপকার করা যায় 😁
27/11/2021

উদ্দেশ্য যদি সৎ থাকে, তাহলে পেছনে বাঁশ দিয়েও উপকার করা যায় 😁

27/11/2021

একজনের কথা আরেকজনের কাছে না লাগিয়ে ক্রিম,লোশন লাগান। শীত চলে আসছে। চামড়া ভালো থাকবে। 🌼

27/11/2021

শিক্ষিত হয়ে লাভ কি!
যদি এটাই পড়তে না পারেন..!🙄
👇
চ্ঞঅ্যশ্চ্ঞটৌপপ্তজ্জীষ..l🤣🙊

26/11/2021

স্ত্রী স্বামীকে আঙুলের ইশারায় ডাকলো
স্বামী কাছে এসে বললো - বলো?
স্ত্রী বললো-কিছুনা জাষ্ট আমার আঙুলের ক্ষমতা চেক করছিলাম,,,,😀

24/11/2021

"সুখ হলো মনের ব্যাপার 💓
-যেকোনো পরিস্থিতিতে মনকে বোঝাতে পারলেই সুখে থাকা যায়😊🥰
🌿

24/11/2021

একজন লোক একটি সুন্দরী মেয়েকে বিয়ে করেছেন। উনি উনার স্ত্রী কে খুব ভালবাসতেন, হটাৎ উনার স্ত্রী চর্মরোগ হয়, ধীরে ধীরে স্ত্রীর সৌন্দর্য হারাতে শুরু করে।

এটি এমন হয়েছিল যে একদিন স্বামী বেড়াতে চলে গেলেন, ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে দৃষ্টিশক্তি হারান তিনি, তবে তাদের বিবাহিত জীবন যথারীতি চলতে থাকে,কিন্তু দিন যেতে না যেতেই স্ত্রীর সৌন্দর্য হারিয়ে ফেলেছেন, অন্ধ স্বামী এটা জানতেন না এবং তাদের বিবাহিত জীবনে কোন পার্থক্য ছিল না।

স্বামী স্ত্রী কে ভালবাসতে থাকেন এবং স্ত্রীও স্বামী কে খুব ভালবাসতেন, একদিন হটাৎ স্ত্রী মারা গেলেন।

স্ত্রী মৃত্যু স্বামী একটি বড় দুঃখ্য নিয়ে এসেছিলো, স্বামী উনার সমস্ত শেষকৃত্য সম্পন্ন করে সেই শহর ছেড়ে চলে যেতে চেয়েছিলেন।

পেছন থেকে একজন ডেকে বললেন, “এখন একা একা হাঁটবেন কী করে?
এই সমস্ত দিন আপনার স্ত্রী আপনাকে সাহায্য করতেন।"

তিনি উত্তর দিলেন, “আমি অন্ধ নই..!
আমি অভিনয় করছিলাম কারণ তিনি যদি জানতেন যে আমি একটি রোগের কারণে তার ত্বকের অবস্থা দেখতে পাচ্ছি, তবে এটি তার রোগের চেয়ে বেশি ব্যথা করত।

আমি কেবল তার সৌন্দর্যের জন্য তাকে ভালবাসিনি, তবে আমি তার যত্নশীল এবং প্রেমময় প্রকৃতির প্রেমে পড়েছি, তাই আমি অন্ধ হওয়ার ভান করলাম, আমি শুধু ওকে খুশি রাখতে চেয়েছিলাম।"

নৈতিকতা:
আপনি যখন কাউকে সত্যিকারের ভালোবাসেন, তখন আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখতে যে কোনও প্রান্তে যাবেন এবং কখনও কখনও সুখী হওয়ার জন্য অন্ধ আচরণ করা এবং একে অপরের ছোট আসার অপেক্ষা করা আমাদের পক্ষে ভাল।

সৌন্দর্য সময়ের সাথে বিবর্ণ হবে, কিন্তু হৃদয় এবং আত্মা সব সময় একই থাকবে, মানুষটিকে বাহিরে থেকে নয়, ভিতর থেকে তার জন্য ভালোবাসুন। 👍

পবিত্র হোক! 👌
প্রতিটি মানুষের তার প্রিয় মানুষটির জন্য 🙏

23/11/2021

কথা গুলো কেমন লেগেছে,,সবাই কমেন্ট এ জানাবেন।

11/11/2021

মোবাইল হচ্ছে একটি হিংস্র প্রাণী
যার একমাত্র খাবার হচ্ছে
আমাদের মুল্যবান সময়!!

.কেউ আপনাকে বাঁশ দিলে হতাশ হবেন না'😪বাঁশ টা ভেঙ্গে দেখুন  ভেতরে বিরিয়ানী ও থাকতে পারে!'🙂
04/11/2021

.কেউ আপনাকে বাঁশ দিলে হতাশ হবেন না'😪
বাঁশ টা ভেঙ্গে দেখুন ভেতরে বিরিয়ানী ও থাকতে পারে!'🙂

এই মুখটার কারনেই কিছু লোক উপরে উঠতে পারে না।
04/11/2021

এই মুখটার কারনেই কিছু লোক উপরে উঠতে পারে না।

02/11/2021

যাদের নিজের যোগ্যতা থাকে না ☺

তারাই অন্যদের নিয়ে সমালোচনা-করে 🖤

02/11/2021

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন।।

15/10/2021

রাষ্ট্র ধর্ম বলতে 👉রাষ্ট্রের সংবিধান স্বীকৃত ধর্ম। যেটা একান্তই রাষ্ট্র নায়কের তৈরী। আল্লাহর প্রদত্ত ধর্ম ইসলাম, যেটা রাষ্ট্র /দেশ এর অনেক উপরে। নবী রাসূলগন কিন্তু রাষ্ট্র ধর্ম নিয়ে সমালোচনা করেন নি🤔

13/10/2021

কোরআন অবমাননাকারী যে ধর্ম বর্ণেরই হউক না কেনো, তার শাস্তি নিশ্চিত করতে হবে🤨। শান্তির ধর্ম ইসলাম, ঈদ কিংবা পূজায় এমন ঘটনা দুঃখজনক।

06/10/2021

অসৎ হলে রাত্রি-দিন সোনার খাটেও নিদ্রাহীন😞সৎ হলে শূন্য খাটে চিন্তাবিহীন রাত্রি কাটে🤗
সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই।

Address

Riyadh, Haraz Bin Gasim. Nasim Haraz
Riyadh
14331

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Tanvir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Tanvir:

Videos

Share