সৌদি আরব প্রবাসী বাংলাদেশ

সৌদি আরব প্রবাসী বাংলাদেশ News

৫ থেকে ১১ বছর বয়সীদের টিকার অনুমোদন দিলো সৌদি আরব পাঁচ থেকে ১১ বছর বয়সীদের করোনা প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া...
05/11/2021

৫ থেকে ১১ বছর বয়সীদের টিকার অনুমোদন দিলো সৌদি আরব

পাঁচ থেকে ১১ বছর বয়সীদের করোনা প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়ার অনুমোদন দিয়েছে সৌদি আরব। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ কর্তৃপক্ষ ( এসএফডিএ) স্থানীয় সময় বুধবার ( ৩ নভেম্বর) এ অনুমোদন দেয়। আরব নিউজের খবরে জানা গেছে এ তথ্য।

বিশ্বের অনেক দেশেই ১২ বছরের উর্ধ্বে সবাইকে করোনা টিকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। টিকা কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য শিশুদেরও অন্তর্ভূক্ত করা হচ্ছে, তাদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে। বিভিন্ন দেশ এরই মধ্যে প্রস্তাব পেয়েছে এই বয়সীদের টিকা দেওয়ার জন্য। আগামীতে সৌদি আরবও টিকা দিতে যাচ্ছে পাঁচ থেকে ১১ বছর বয়সীদের।

গত সপ্তাহে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় শিশুদের টিকা দেওয়ার জন্য অভিভাবকদের মতামত জানতে জরিপ পরিচালনা করে। এছাড়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অবশেষে বাচ্চাদের টিকা দেওয়ার অনুমোদন দেয় এসএফডিএ।

সৌদি বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে শিশুদের করোনার টিকা দেওয়ার পর এখন পর্যন্ত কোনো জটিলতা দেখা যায়নি। শিশুদের সুরক্ষার জন্য, তাদের স্কুলে যাওয়ার জন্য এবং পরিবারের অন্যদের মাঝে যেন করোনা ছড়াতে না পারে তার জন্য টিকা দেওয়া প্রয়োজন।

দুই সপ্তাহ আগেও সৌদির শিক্ষা মন্ত্রাণলয় ঘোষণা দেয় যে, নিরাপদে থাকার জন্য, ১২ বছরের নিচের বয়সী শিশুদের স্কুলে আসার প্রয়োজন নেই।

সৌদিতে ৪৬ মিলিয়ন করোনার টিকার ডোজ সম্পন্ন করার তথ্য নিবন্ধন করা হয়েছে এ পর্যন্ত।

05/11/2021

#ব্রিকং_নিউজ
সতর্কবার্তা
অনুমতি ছাড়া কেউ ওমরাহ পালন করতে গেলে এবং অনুমতি ছাড়া মক্কার পবিত্র মসজিদে প্রবেশ করতে গেলে তাকে গুনতে হবে 10 হাজার জরিমানা।

05/11/2021

#ব্রেকিং_নিউজঃ
সৌদি আরবের ট্রাফিক বিভাগ (মরুর)
গাড়ীর সামনের সিটে বাচ্চাদের বহন করলে গুনতে হবে জরিমানা ৩০০ খেকে ৫০০ রিয়াল পর্যন্ত।

সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানসৌদি আরবের হাইল প্রদেশের ব্যবসায়ীদের বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আহবান ...
04/11/2021

সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

সৌদি আরবের হাইল প্রদেশের ব্যবসায়ীদের বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আহবান জানিয়েছেন
দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

রাষ্ট্রদূত বৃহস্পতিবার হাইলের চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল আজিজ খালাফ আল জাকদির সাথে বৈঠককালে এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে সরকারি বেসরকারি অংশিদারিত্ব এর আওতায় বিনিয়োগ করতে পারে। সম্প্রতি এ বিষয়ে সৌদি আরবের সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় এ সুযোগ সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রদূত বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে অর্থনৈতিক অঞ্চল সমূহে বিনিয়োগে এগিয়ে আসার জন্য সৌদি ব্যবসায়ীদের অনুরোধ করেন। সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় চেম্বার সভাপতি বাংলাদেশের হালনাগাদ অর্থনৈতিক অগ্রগতি, সম্ভাব্য ব্যবসায়িক খাতসমূহ যেখানে প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে এবং সৌদি আরবের সাথে ব্যবসা করার সুযোগ রয়েছে সে সম্পর্কে সাম্প্রতিক তথ্য প্রদানের অনুরোধ জানায়।

এছাড়া বাংলাদেশের ব্যবসায়ীদের ব্যবসায়িক খাতসহ বিস্তারিত প্রোফাইল পাঠাতে অনুরোধ করেন যা চেম্বার সদস্যদের মাঝে বিতরণ করা হবে এবং বাংলাদেশের সাথে ব্যবসা করতে উদ্বুদ্ধ করবে।

চেম্বার সভাপতি জানান, তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন গভীরভাবে পর্যবেক্ষন করছে এবং বাংলাদেশের বিনিয়োগ ও ব্যবসার সুযোগের সাথে সক্রিয়ভাবে জড়িত হয়ে সফলতার অংশীদার হতে চায়।

হাইল চেম্বার বাংলাদেশকে তাদের পরবর্তী ব্যবসায়িক গন্তব্য হিসেবে বিবেচনা করছে বলে জানান চেম্বার সভাপতি।

এ সময় রাষ্ট্রদূত ঔষধ শিল্পে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় ঔষধ আমদানীর জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান। এছাড়া বাংলাদেশের হস্তশিল্প, সিরামিক, তৈরি পোশাক ও চামড়াজাত পণ্য আমদানীর জন্য ও ব্যবসায়ীদের অনুরোধ করেন রাষ্ট্রদূত।

সৌদি আরবের বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইনের বিষয় তুলে ধরে চেম্বার সভাপতিকে রাষ্ট্রদূত জানান, অনেক বাংলাদেশি অভিবাসী ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিবন্ধন করতে আগ্রহ প্রকাশ করছে কিন্তু দ্বিধার মধ্যে রয়েছে।

এ প্রেক্ষিতে তাদেরকে দূতাবাস থেকে বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া অভিবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে নিয়মিত পরামর্শ সভা ও করা হচ্ছে।

রাষ্ট্রদূত অভিবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিবন্ধনে যেনো কোন হয়রানীর শিকার না হন সে বিষয়ে চেম্বার সভাপতিকে অনুরোধ করেন।

তিনি চেম্বার সভাপতিকে বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইন বিষয়ে কোন পরামর্শমূলক সভা আহ্বান করলে দূতাবাস ও অভিবাসী বাংলদেশিদের অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়ন ও বাংলাদেশের ভিশন ২০৪১ বাস্তবায়নে একযোগে কাজ করার বিষয়ে সহায়তা কামনা করেন।

এর আগে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী হাইল বিশ্ববিদ্যালয়ের সভাপতি রেক্টর ড. রাশিদ বিন মুসলাত আল শরীফ এর সাথে বৈঠক করেন।

এ সময় তিনি সৌদি আরবের সবুজায়ন উদ্যোগের আওতায় মরুভূমির উপযোগী বৃক্ষরোপণ, মরুভূমির বিলুপ্ত বৃক্ষসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সাথে ফেলোশীপের আওতায় যৌথ গবেষণার প্রস্তাব দেন।

এছাড়া এ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ছাত্রদের বৃত্তি বৃদ্ধির জন্য অনুরোধ করেন। হাইল বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩২ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। এ বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্যে তিন নম্বর র্যাংকিং এ অবস্থান করছে।

এ সকল সভায় দূতাবাসের ইকনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকার নাঈন নোমান ও কাউন্সেলর মোঃ বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

দুবাইয়ের শাসকের সাথে সেই মেয়েটির আবেগঘন সাক্ষাৎসংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক‌ শেখ মোহাম্মদ বিন...
04/11/2021

দুবাইয়ের শাসকের সাথে সেই মেয়েটির আবেগঘন সাক্ষাৎ

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক‌ শেখ মোহাম্মদ বিন রশিদের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা পোষন করেছিল ছোট্ট একটি মেয়ে। একটি ভিডিওতে তাকে কান্না করতে দেখা গিয়েছিল। সেই ভিডিই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মেয়েটির সঙ্গে সাক্ষাৎ করেছেন দুবাই শাসক।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুবাই এক্সপো-২০২০ এ শাসকের সঙ্গে দেখা করতে চায় সে। এমন সাক্ষাতের জন্য সে উদগ্রীব। তার সঙ্গে ছবিও তুলতে চায় ছোট্ট মেয়েটি।

এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপরই মেয়েটির সঙ্গে দেখা করেন দুবাই শাসক। ৭ বছর বয়সী মেয়েটিকে আল ওয়াসল প্লাজায় আমন্ত্রণ জানান শেখ মোহাম্মদ।

এক মনোমুগ্ধকর মুহূর্তে শেখ মোহাম্মদ শিশুটিকে জড়িয়ে ধরে একটি ছবির জন্য পোজ দেন। তিনি তাকে একটি সোনার এক্সপো পিন ব্যাজ উপহার দেন।

ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর প্রোটোকল প্রধান খলিফা সাইদ সুলাইমান ছবিগুলো ইন্টারনেটে শেয়ার করেছেন, যা মূহুর্তেই ভাইরাল হয়েছে।

04/11/2021

খোবারে একটি মেয়েকে অপহরণের চেষ্টার

04/11/2021

সৌদি নাগরিক 500 কেজি ওজনের মানুষ,,,

সৌদি আরবে ছাদ থেকে পড়ে বাংলাদেশির মৃত্যুসৌদি আরবে তিনতলা ছাদ থেকে পড়ে রাকিব মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত ...
03/11/2021

সৌদি আরবে ছাদ থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে তিনতলা ছাদ থেকে পড়ে রাকিব মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত রাকিব মিয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের মহলুল গ্রামের শহিদ মিয়ার ছেলে।

মঙ্গলবার (২ নভেম্বর) সৌদি আরবের রিয়াদের স্থানীয় সময় দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

রাকিব প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবের রিয়াদে ফ্রি ভিসায় কাজ করতেন। দুই মাস আগে দেশে ফিরে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই ছিলেন। এরপর রাকিব আবারও চলে যান সৌদি। সেখানে কাজ করতে গিয়ে তিনতলা ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

খুব মিস করি আমরা শায়খকে হারামের এক অনন্য ইমাম ও খতিব ছিলেন শায়খ ড. সালেহ আলে তালেব হাফিযাহুল্লাহ। তিনিই একমাত্র খতিব যিন...
03/11/2021

খুব মিস করি আমরা শায়খকে

হারামের এক অনন্য ইমাম ও খতিব ছিলেন শায়খ ড. সালেহ আলে তালেব হাফিযাহুল্লাহ। তিনিই একমাত্র খতিব যিনি ইউরোপে লেখাপড়ার সুযোগ পেয়েছেন। খুব ভালো ইংরেজি জানতেন। কিন্তু আমল-আখলাকে ছিলেন অন্যরকম মুত্তাকি।

নিচের ছবিতেই খেয়াল করুন- কোন ভাই যেন শায়খের তিনটি আলাদা নামাজের ছবির স্কেচ করেছে। এখানেই দেখুন নামাজে তাঁর কিয়াম যেন সেই আয়াতের বাস্তব নমুনা। ‘মুমিনরা সফল, যারা তাদের নামাজে খুশু-খুজুর অধিকারী।’ (সূরা মুমিনুন : ১-২)

শায়খের খুব স্পষ্ট উচ্চারণে কুরআনভিত্তিক জোরালো জীবনঘনিষ্ঠ জুমার খুতবাগুলো খুব মিস করি। তেলাওয়াত একদম সাদাসিধা, কিন্তু হৃদয়ে গিয়ে আঘাত করত। তাঁর সর্বশেষ খুতবা ছিল আবু বকর (রা.)কে নিয়ে। সেখানে এই মহানতম সাহাবির গুণাবলি বলতে গিয়ে তাঁর ধরা গলায় উচ্চারিত বাক্যগুলো এখনো কানে ভাসে।

এক অজ্ঞাত অপরাধে তাঁকে অন্তরীণ করা হয়েছে। আল্লাহর কাছে আমরা সবাই খাস দোয়াগুলোতে যেন শাখয়ের নিরাপত্তা ও সম্মানের সঙ্গে পুনরায় বাইতুল্লাহর মিম্বরে আগমন কামনা করি।

আগামী বৃহস্পতিবার সৌদীআরবে সারাদেশে সালাতুল ইসতিসকা পড়ার আহবান জানিয়েছেন সৌদী আরবের মহামান্য  বাদশাহ সালমান বিন আবদুল আজ...
03/11/2021

আগামী বৃহস্পতিবার সৌদীআরবে সারাদেশে সালাতুল ইসতিসকা পড়ার আহবান জানিয়েছেন সৌদী আরবের মহামান্য বাদশাহ সালমান বিন আবদুল আজীজ আলে সৌদ। এ আহবান অনুসারে মসজিদ আল-হারাম এবং মসজিদে নববীতে সুর্যোদয়ের ১৫ মিনিট পর জামাত শুরু হবে।

স্থানীয় ভাইয়েরা চাইলে অংশ নিতে পারেন।

02/11/2021

খাবার হোটেলের লোকদের ওপর হামলা,,

বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করছে সৌদিবিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করতে যাচ্ছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির ...
02/11/2021

বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করছে সৌদি

বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করতে যাচ্ছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির রাজধানী রিয়াদ ও প্রাচীন শহর আলউলার মধ্যে বিমান ভ্রমণের সময় প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো তুলে ধরা হবে। মঙ্গলবার (২ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাদুঘরটি আলউলার রয়্যাল কমিশন ও সৌদিয়া বিমানের একটি যৌথ প্রকল্প। এতে আলউলায় প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আবিষ্কৃত নিদর্শনগুলো প্রদর্শন করা হবে।

সৌদি সংবাদ সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, যাত্রীরা ‘আর্কিটেক্টস অব অ্যানসিয়েন্ট আরাবিয়া’ নামে একটি ডিসকভারি চ্যানেল ডকুমেন্টারিও দেখতে পারবেন। যেটা এ বছরই উদ্বোধন করা হয়েছে।

কমিশনের প্রত্নতত্ত্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্য গবেষণার পরিচালক রেবেকা ফুট ভ্রমণের সময় ওই ডকুমেন্টারির একটি ভূমিকা প্রদান করবেন এবং জাদুঘরের শিল্পকর্ম সম্পর্কে ব্যাখ্যা দেবেন।

তিনি বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিকদের দ্বারা আলউলায় একটি বড় কাজ চলছে। আমরা এখানকার জটিল প্রকৃতি বুঝতে শুরু করছি। আলউলা আরব উপদ্বীপের একটি লুকানো রত্ন এবং আমরা ধীরে ধীরে এর গোপনীয়তা আবিষ্কার করছি। বিমান ভ্রমণের সময় যাত্রীদের সঙ্গে এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে অনেক তথ্য শেয়ার করতে পারবো।

কমিশনের প্রধান বিপণন কর্মকর্তা ফিলিপ জোনস বলেন, জাদুঘরটি আলউলার প্রত্নতাত্ত্বিক কাজের গুরুত্ব তুলে ধরবে। এটি সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক প্রোগ্রাম বলেও মনে করছেন তারা।

জেদ্দা-মক্কা ৫, রিয়াদ থেকে দুবাই যাওয়া যাবে ৫১ মিনিটেইবিশ্বের সর্বাধুনিক স্থল যোগাযোগ ব্যবস্থা হাইপারলুপ টেকনোলজির যুগ শ...
02/11/2021

জেদ্দা-মক্কা ৫, রিয়াদ থেকে দুবাই যাওয়া যাবে ৫১ মিনিটেই

বিশ্বের সর্বাধুনিক স্থল যোগাযোগ ব্যবস্থা হাইপারলুপ টেকনোলজির যুগ শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ এর অংশ হিসেবে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনছে সৌদি। এতে বিমানের চেয়ে কম সময় ব্যয় হবে।

সৌদি আরবের দৈনিক ওকাজ এক প্রতিবেদনে জানিয়েছে, এই অত্যাধুনিক ব্যবস্থা চালু হলে জেদ্দা ও মক্কায় যাতায়াতে সময় ব্যয় হবে মাত্র ৫ মিনিট। আর সৌদির রাজধানী রিয়াদ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যেতে লাগবে মাত্র ৫১ মিনিট।

সৌদির হাইপারলুপ প্রযুক্তি সংযুক্ত করবে লোহিত সাগরে সৌদির অত্যাধুনিক প্রকল্প নিওম, জেদ্দা, মক্কা, রিয়াদ, কুয়েত, আবুধাবি, দুবাই এবং ওমানের রাজধানী মাসকাটকে।

হাইপারলুপে যেতে যত সময় লাগবে:

# জেদ্দা থেকে মক্কা- ৫ মিনিট
# রিয়াদ থেকে জেদ্দা- ৪৬ মিনিট
# রিয়াদ থেকে দুবাই- ৫১ মিনিট

সৌদির এই হাইপারলুপ প্রযুক্তির ঘণ্টায় গতি ১২৫০ কিলোমিটার। যাতে বিমানের চেয়েও সময় কম লাগবে। ২০৩০ সালের আগেই এই অত্যাধুনিক প্রযুক্তির বাস্তবে দেখা মিলবে বলে আশা করা হচ্ছে। এই প্রযুক্তি বাস্তবায়নে কাজ করছে ব্রিটেনের মাল্টিন্যাশনাল কোম্পানি ভার্জিন।

ইকামা নবায়নে কাজ শুরু করেছে সৌদির ব্যাংকগুলোসৌদি ব্যাঙ্কগুলো ন্যূনতম তিন মাসের জন্য ওয়ার্ক পারমিটের সাথে যুক্ত রেসিডেন্...
02/11/2021

ইকামা নবায়নে কাজ শুরু করেছে সৌদির ব্যাংকগুলো

সৌদি ব্যাঙ্কগুলো ন্যূনতম তিন মাসের জন্য ওয়ার্ক পারমিটের সাথে যুক্ত রেসিডেন্সি পারমিট (ইকামা) ইস্যু এবং নবায়নের জন্য তাদের সরকারী পেমেন্ট সিস্টেম আপডেট করা শুরু করেছে।

সম্প্রতি আপডেট হওয়া সরকারি পেমেন্ট সিস্টেম অনুযায়ী, ইকামা ফি প্রদান ত্রৈমাসিক (তিন মাস) বা অর্ধ-বার্ষিক (ছয় মাস) ভিত্তিতে করা যাবে।

এটি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে আবশার বিজনেস, মুকিম এবং কিওয়া এর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় সময়ের জন্য ইকামা জারি এবং নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করবে।

সরকারি অর্থপ্রদান ব্যবস্থায় সাম্প্রতিক সংশোধনী অনুসারে, ব্যাঙ্কগুলো নিয়োগকর্তার দ্বারা ন্যূনতম তিন মাস বা এর গুণিতক ছয় মাস, নয় মাস বা পুরো বছরের জন্য ওয়ার্ক পারমিটের জন্য ফি গ্রহণ করবে।

তবে নিয়োগকর্তারা গৃহকর্মীদের ইকামা জারি এবং নবায়নের জন্য ত্রৈমাসিক ভিত্তিতে অর্থ প্রদান করতে পারবেন না। কারণ তাদের ইকামায় ওয়ার্ক পারমিট জড়িত নয়। ইকামা প্রদান এবং নবায়ন ওয়ার্ক পারমিটের সাথে যুক্ত।

সৌদি চেম্বার্সের ফেডারেশনের সভাপতি আজলান আল-আজলান সম্প্রতি সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন শুরুর ঘোষণা দিয়েছেন।

পাঁচ মাস ধরে প্রবাসী আয় নিম্নমুখীটানা পাঁচ মাস ধরে প্রবাসী আয় কমছে। অক্টোবরেও এই ধারা অব্যাহত ছিল। গত মাসে ১৬৪ কোটি ৬৮ ল...
01/11/2021

পাঁচ মাস ধরে প্রবাসী আয় নিম্নমুখী

টানা পাঁচ মাস ধরে প্রবাসী আয় কমছে। অক্টোবরেও এই ধারা অব্যাহত ছিল। গত মাসে ১৬৪ কোটি ৬৮ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। টাকায় যার পরিমাণ ১৩ হাজার ৯৯৭ কোটি ৮০ লাখ টাকার (৮৫ টাকা ধরে) বেশি। সেপ্টেম্বরে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১৭২ কোটি ৬৭ লাখ ডলার বা ১৪ হাজার ৬৭৬ কোটি ৯৫ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় কমে আগস্টের তুলনায় ৯ কোটি ডলার। গত আগস্ট মাসে প্রবাসী আয় ছিল ১৮১ কোটি ডলার, যা জুলাই মাসের চেয়ে ৬ কোটি ডলার কম। জুলাই মাসে ১৮৭ কোটি ডলার রেমিট্যান্স আসে, যা জুনের তুলনায় ৬ কোটি ৯৩ লাখ ডলার কম। জুন মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৪ কোটি ডলার, যা মে মাসের তুলনায় ২৩ কোটি ডলার কম।

এদিকে বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, বিগত ১৬ মাসের মধ্যে অক্টোবরেই সর্বনিম্ন রেমিট্যান্স এলো দেশে।

অক্টোবর মাসে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৪১ কোটি ৯৫ লাখ ডলার, দ্বিতীয় অবস্থানে ছিল ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড। এ ব্যাংকটির মাধ্যমে আসে ১৭ কোটি ৯৭ লাখ ডলার।

বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এ মাসে মোট রেমিট্যান্স এসেছে ১২৭ কোটি ৫২ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৭০ লাখ ৯০ হাজার ডলার।

সৌদিতে ব্যক্তিগত সুবিধার জন্য কর্মীদের খাটালে ৬ মাসের জেল, এক লাখ রিয়াল জরিমানাসৌদি আরবে কোনো নিয়োগকারী যদি ব্যক্তিগত সু...
01/11/2021

সৌদিতে ব্যক্তিগত সুবিধার জন্য কর্মীদের খাটালে ৬ মাসের জেল, এক লাখ রিয়াল জরিমানা

সৌদি আরবে কোনো নিয়োগকারী যদি ব্যক্তিগত সুবিধার জন্য শ্রমিকদের অন্য কাজ করায় বা অন্য চাকরিতে নিযুক্ত করে তাহলে তাকে ৬ মাসের জেল দেয়া হবে। এছাড়া এক লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে।

সৌদিতে অনেক নিয়োগকারী বিদেশি শ্রমিকদের অন্য নিয়োগকারীর কাজে যুক্ত করে এবং শ্রমিকদের থেকে বা অন্য নিয়োগকারীদের থেকে সুবিধা নেয়। এই কর্মকাণ্ড ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি।

পাসপোর্টের জেনারেল ডিরেক্টরেট (জাওয়াজত) এই ঘোষণা দিয়েছে। জাওয়াজত সূত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, নিয়োগকর্তা সর্বোচ্চ পাঁচ বছরের জন্য নিয়োগ নিষেধাজ্ঞার সম্মুখীন হবেন।

খবরে বলা হয়েছে, নিয়োগকর্তা প্রবাসী হলে তাকে বহিষ্কার করা হবে। শ্রম আইনের বিধি লঙ্ঘনের সাথে জড়িত লোকের সংখ্যার সাথে জরিমানা গুণ করা হবে।

জাওয়াজত জনসাধারণকে মক্কা এবং রিয়াদের অঞ্চলে টোল ফ্রি নম্বর ৯১১ এবং রাজ্যের অন্যান্য সমস্ত অঞ্চলে ৯৯৯ নম্বরে কল করে রেসিডেন্সি এবং সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনের রিপোর্ট করার জন্য আহ্বান জানিয়েছে।

জাওয়াজত আগে সতর্ক করেছিল যে যারা নিজেদের ব্যক্তিগত সুবিধার জন্য চাকরিতে নিযুক্ত প্রবাসীদের কাজে লাগাবে, তাদের সর্বোচ্চ ছয় মাসের জেল এবং ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে।

কুয়েতে চুরির অভিযোগে দুই বাংলাদেশি আটককুয়েতে নির্মাণ সামগ্রি চুরির অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। দেশটির আল মুত...
01/11/2021

কুয়েতে চুরির অভিযোগে দুই বাংলাদেশি আটক

কুয়েতে নির্মাণ সামগ্রি চুরির অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। দেশটির আল মুতলা এলাকায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে তারা এসব সামগ্রি চুরি করেন বলে অভিযোগ। খবর আরব টাইমস অনলাইনের।

খবরে বলা হয়েছে, একজন কুয়েতি নাগরিক নিজের প্লটে নির্মাণ কাজ পরিদর্শনে এসে বিষয়টি লক্ষ্য করেন। তিনি হাঁটতে হাঁটতে লক্ষ্য করেন যে দুটি প্রবাসী খালি প্লটের একটির সামনে সন্দেহজনকভাবে চলাচল করছে। কেন তারা কাজ করছে না তা খুঁজে বের করার জন্য তিনি তাদের জিজ্ঞাসাবাদ করেন। এসময় তারা সেখানে চুরি করতে এসেছিলেন বলে স্বীকার করেন।

পথচারীর সহায়তায় সন্দেহভাজনদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভিক্ষুকদের ডাটাবেজ করে গ্রেপ্তার করবে সৌদিসৌদি আরব ভিক্ষুকদের একটি ডাটাবেজ তৈরি করার পরিকল্পনা করছে। এখানে তাদের তালিকা ...
01/11/2021

ভিক্ষুকদের ডাটাবেজ করে গ্রেপ্তার করবে সৌদি

সৌদি আরব ভিক্ষুকদের একটি ডাটাবেজ তৈরি করার পরিকল্পনা করছে। এখানে তাদের তালিকা থাকবে যারা নতুন ভিক্ষাবিরোধী আইন বাস্তবায়নের সাথে সাথে গ্রেপ্তার হবে। এই আইন প্রায় তিন মাস পর কার্যকর হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, নতুন আইন প্রকাশ্যে ভিক্ষা নিষিদ্ধ করে। সম্প্রতি মন্ত্রিসভার অনুমোদিত নতুন ভিক্ষাবিরোধী আইন অনুসারে, ভিক্ষাবৃত্তির করলে সর্বোচ্চ এক বছরের জেল এবং এক লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে।

ভিক্ষুকদের একটি ডাটাবেজ স্থাপনের আইনে বিধান আছে যাতে তাদের সহজেই চিহ্নিত করা যায়। ভিক্ষাবৃত্তির প্রতিটি ক্ষেত্রে নিবন্ধন করা হবে এবং ভিক্ষাবৃত্তি মোকাবেলায় একটি বিশেষ তহবিল তৈরি করা হবে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার মধ্যে অংশীদারিত্বের মাধ্যমে হবে।

আইন অনুসারে, যারা প্রথমবার ভিক্ষা করতে গিয়ে ধরা পড়বে তাদের প্রতিজ্ঞা করিয়ে এবং স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়া হবে। সেখানে তারা প্রতিশ্রুতি দেবে যে আর কখনো ভিক্ষা করবে না। এমন কেউ আবার ভিক্ষার সাথে জড়িত থাকার জন্য গ্রেফতার হলে তাকে শাস্তি দেওয়া হবে।

ভিক্ষুকদের গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারিত কর্তৃপক্ষ থাকবে। আইনের পঞ্চম অনুচ্ছেদে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিতদের শাস্তির বিধান করা হয়েছে।

এতে বলা হয়েছে, যারা ভিক্ষুকদের সংগঠিত গ্যাংয়ের অংশ হিসেবে ভিক্ষাবৃত্তিতে জড়িত, ভিক্ষুকদের পরিচালনা করে বা সংগঠিত ভিক্ষুকদের উৎসাহ দেয় এবং সাহায্য করে তাদের সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে।

যারা নিজের ভিক্ষা করতে বা ভিক্ষাবৃত্তিতে নিযুক্ত কাউকে উৎসাহিত ও সাহায্য করে তাদের সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

বিদেশি ভিক্ষুকদের জেল খাটানোর পর এবং জরিমানা পরিশোধ করার পর তাদের দেশে ফেরত পাঠানোর বিধান রয়েছে। তাদের কাজের জন্য আর সৌদিতে ফিরে যেতে দেওয়া হবে না।

Address

Medina

Website

Alerts

Be the first to know and let us send you an email when সৌদি আরব প্রবাসী বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share