# ভ্রমণ খড়চ:-
জন প্রতি ৪৬০০/- নন এসি বাস এবং ৪ জনের রুম শেয়ার।
জন প্রতি ৫৬০০/- এসি বাস এবং ৪ জনের রুম শেয়ার।
ভ্রমণের তারিখঃ ২২ নভেম্বর ২০১৮
================================
☛যাত্রার তারিখঃ (২২.১১.২০১৮) রাত ১১:০০ টায়
☜ফেরার তারিখঃ (২৫.১১.২০১৮) রাত ০৯:০০ টায়
# বুকিংঃ 01779864749
কটেজ সুবিধাঃ কাঠের কটেজ, এটাচ্চ টাইলস কৃত বাথরুম। ৫/৭ ফিট অথাবা ৬/৭ ফিট বেড, মনোরম ডিজাইনে সাজানো রুম, শুবিশাল বারন্দা থেকে খুবই ভাল ভিও দেখা যবে।
********************************************
(২২.১১.২০১৮) তারিখে ১১.০০গাবতলী/কলাবাগান থেকে রওনা দেয়া হবে।
# প্রথম দিনঃশুক্রবার (২৩.১১.২০১৮) তারিখ
ভোর ৬ টায় আমরা খাগড়াছারি পৌছে, হোটেলে গ্রুপ ভিত্তিক রুমে চেকিন করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিব। তারপর সাজেকের উদ্দ্যেশ্যে রওনা দিব ০৯.০০টায়। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব কমবেশি ৭৫ কিমি, সময় লাগে মোটামুটি ৩ ঘন্টা। পথি মধ্যে বাঘাই হাট নামক স্থানে সেনাবাহিনীর স্কটের জন্য অপেক্ষা করব সকাল ১০.৩০ টার সময় স্কট স্টার্ট করবে সাজেকের উদ্দ্যেশ্যে। রাস্তার দুই পাশে উচু নিচু পাহার আর সবুজের বুক চীড়ে এগিয়ে যেতে থাকবে গাড়ি। ও হা! একটা তথ্য জানানো প্রয়োজন, বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি, আর রাঙ্গামাটি জেলার একটি উপজেলা হলো বাঘাইছড়ী, যা আয়তনে মেহেরপুর জেলার সমান। আর সাজেক এই বাঘাইছাড়ী উপজেলার একটি ইউনিয়ন, যা বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। গাড়ি যতই সামনের দিকে এগুতে থাকবে ততি পাহাড়ের উচ্চতা বাড়তে থাকবে। এর আগে আমরা মাসালং ব্রীজ ক্রস করব, এখানে দুইটি নদী একত্রে মিলিত হয়েছে, কথিত আছে এই দুই নদী দুই ভাই বোন একটির নাম গঙ্গারাম আর একটি মাসালং যা একত্রে মাসালং নদী হয়ে কাপ্তাই লেকে গিয়ে মিশেছে। পথের দুই ধারে পাহাড়ি শিশুরা হাত নেড়ে আপনাকে অভ্যর্থনা যানাবে যা আপনার মনকে ছুঁয়ে যাবে। শেষের ৬ কিমি গাড়ি শুধু উপরের দিকে উঠতেই থাকবে এভাবে একসময় আপনি এসে পৌঁছবেন মেঘের দেশ সাজেকে। আসলে একটু ভাল করে অনুভব করলে দেখবেন হয়তো আপনার ভ্রমণের পুরো আনন্দটাই পেয়েযেতে পারেন এই যাত্রা পথেই। সাজেকে পৌঁছে কটেজে চেকিন করব। তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাব। বিকেলে চলে যাব সাজেকের সবচেয়ে ঊচু পাড়া কংলাক পাড়ায়। সন্ধায় ফানুশ উড়িয়ে রাত ০৮.৩০ টায় সবার অংশ গ্রহনে B-B-Q ডিনার করে ঘুমিয়ে পরব।
দ্বিতীয় দিনঃ শনিবার (২৪.১১.২০১৮) তারিখ
খুব ভোরে উঠে সাজেক সূর্যউদয় উপভোগ করে সকালের নাস্তা করে আবার ১০.৩০ টার স্কটে খাগড়াছারির উদ্দ্যেশ্যে রওনা দিব। খাগড়াছড়ি এসে দুপুরের খাবার খেয়ে,খাগড়াছড়ির বিভিন্য টুরিস্ট স্পট দেখতে বেরিয়ে পরব।
১. রিসাং ঝর্না।
২. আলুটিলা রহস্যময় গুহা।
৩. জেলা পরিষদ ঝুলন্ত ব্রীজ, ইত্যাদি দেখে শহরে ফিরে হোটেলে গ্রুপভিত্তিক রুমে চেকিন করে রেস্ট নিয়ে সন্ধ্যায় শপিং পর্ব সেরে ডিনার করে রাতের বাসে ঢাকার উদ্দ্যেশ্যে রোনা দিব। পরদিন (৪.১১.২০১৮) তারিখে ভোর ৫ টার মধ্যে ঢাকায় থাকব ইনশাআল্লাহ্।
====================================
# যা যা থাকছে ভ্রমণ খড়চের মধ্যেঃ
১. ঢাকা-খাগড়াছারি-ঢাকা নন এসি/ এসি বাসের আপডাউন টিকেট।
২. চান্দের গারি ২ দিন রিসার্ভের খড়চ।
৩ ১ রাত কাঠের কটেজে থাকার খড়চ ও প্রতিদিন ৩ বেলা খাবার।
৪. চান্দের গারির ড্রাইভার ও হেল্পারের থাকা ও খাবারের খড়চ।
৫. সাজেকে প্রবেশ ফী।
৬. রক গার্ডেনের প্রবেশ ফী।
৭. আলুটিলা প্রবেশ ফী।
৮. জেলা পরিশধ ঝুলন্ত ব্রীজে প্রবেশ ফী।
*********************************************
বুকিং এর নিয়মঃ
বুকিং চার্জ জন প্রতি ২০০০/- টাকা প্রাদান করে আপনার আপডাওন বাসের টিকেট বুঝে নিন।
শিশু পলেসিঃ ৩ বছর প্রর্যন্ত সম্পূর্ণ ফ্রী, ৩-৬ বছর ৬০% দিতে হবে সেক্ষেত্রে বাসে সিট পাবে কিন্তু কটেজে বাবা মার সথে থাকতে হবে। আলাদা বেড নিলে ১০০% প্যাকেজ প্রাইস দিতে হবে।
Brac Bank Ltd.
Account - Shah Alam {If you want you account number you can knock me personnaly}
Number- 01779864749
Bkash Personal: 01779864749
# সরাসরি অফিসে এসে বুকিং দিতে পারেন।
অফিস ঠিকানাঃ
( House-41/1 Zigatola Bus Stand, Dhanmondi,Dhaka-1209)
Mobile No: +88 01779864749
Hot Line: +88 01779864749
# তথ্য স্মুহঃ
১. প্রতি জীপে ১২/১৩ জন।
২. খাগড়াছারিতে হোটেলে ফ্রেশ হয়ার জন্য ছেলে,মেয়ে ১:৬ আলাদা আলাদা রুম থাকবে।
-----------------------------------------------------------------------
খাবারের মেন্যুঃ
★ প্রথমদিনঃ-
সকালের নাস্তাঃ ডিম, সবজি, পরটা, চা।
দুপুরের খাবারঃ মুরগির মাংশ, পাহাড়ি মিক্সড শবজি, ডাল, সাদা জুম চালের ভাত ।
রাতের খাবারঃ মুরগির B-B-Q, পরটা।
★ দ্বিতীয় দিনঃ-
সকালের নাস্তাঃ ডিম ভাজি, শব্জি, প্রটা, চা ।
দুপুরের খাবারঃ শুটকী ভর্তা, লাও চিংড়ি, হাঁসের মাংশ, ডাল, সাদা জুম চালের ভাত।
রাতের খাবারঃ তুন্দুল রুটি, গ্রিল্ড চিকেন ।
======================================
# যাযা ভ্রমণ খড়চের মধ্যে থাকবেনাঃ
১. বাসের যাত্রা বিরতির খাবার।
২. উল্লিখিত ভ্রমণ পথের তুলনায় অতিরিক্ত ঘুরে বেরানোর খড়চ।
৩. প্রাকৃতিক দুর্যোগ, ভুমিধস, রাস্তা অবরোধ, এর কারনে উদ্ভুত কোন খড়চ ক্রেতা বা ভোক্তাকে ঘটনা স্থলেই বহন করতে হবে।
# বিশেষ দ্রষ্টব্যঃ
১. বুকিং এর টাকা অফেরত যোগ্য।
২. যাত্রার ৪ দিন আগে অবশ্যি পুরো টাকা পরিশোধ করতে হবে।
৩. ভ্রমণ কালে মালা মাল নিজ দায়িত্বে রাখবেন, মালা মাল বা ব্যাগ, ক্যমেরা, মোবাইল ফোন ইত্যাদি হারালে বা খোয়া গলে এর দায় ভার Bandarban & Sajek Tour Package - বান্দরবান এন্ড সাজেক ট্যুর প্যাকেজ- নিবেনা।
[আপনাদের সম্পূর্ণ নিরাপত্তা দেয়ার জন্য আমাদের গাইড সাথে থাকবে]