09/11/2022
সৌদি আরবের পবিত্র শহর মক্কায় নির্মাণ করা হচ্ছে হাজীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় হোটেল। এতে অতিথিদের জন্য ১০ হাজার কক্ষ থাকবে। এই নির্মাণ কাজ শেষ হয়ে গেলে আবরাজ কুদাই বিশ্বের সবচেয়ে বৃহত্তম হোটেল হবে। মক্কার কেন্দ্রস্থল মানাফিয়া এলাকায় নির্মিত হচ্ছে এটি। খবর দ্য গার্ডিয়ানের।
বিশ্বের নানা প্রান্ত থেকে হজের জন্য যাওয়া মুসল্লিদের জন্যই মূলত বিশাল এলাকাজুড়ে এ হোটেলটি নির্মাণ করা হচ্ছে। হোটেল না বলে একে একটি ছোটখাটো শহর বললেও ভুল হবে না। কারণ হোটেলটির ১০ হাজার কক্ষে প্রায় ৩০ হাজার হাজিরা থাকতে পারবেন।