Saudi360 Life

Saudi360 Life Alhamdulillah for everything

09/01/2024
シ︎🙂পৃথিবীর সবচেয়ে ভয়ংকর রোগের নাম হচ্ছে মায়া------!! ༅༎ 🥀🦋⊱|| যেটা মানুষকে মৃত্যুর আগেই জিন্দালাশ বানিয়ে দেয়🙂|༊__💚🌻༅🌺
08/05/2023

シ︎🙂পৃথিবীর সবচেয়ে ভয়ংকর রোগের নাম হচ্ছে মায়া------!! ༅༎ 🥀

🦋⊱|| যেটা মানুষকে মৃত্যুর আগেই জিন্দালাশ বানিয়ে দেয়🙂|༊

__💚🌻༅🌺

_কোটি কোটি টাকা উপার্জন করে এত সুন্দর  বাড়ি নিরমান করেছেন অথচ মৃত্যুর পর শুধু সাদা কাফনেই তার সঙ্গী..!😥💔
07/05/2023

_কোটি কোটি টাকা উপার্জন করে এত
সুন্দর বাড়ি নিরমান করেছেন অথচ মৃত্যুর পর শুধু সাদা কাফনেই তার সঙ্গী..!😥💔

🦋পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হলো মানুষের মন!!😔🥀... 🦋এটা ভাঙ্গতে কোনো হাতুড়ির  ব্যাবহার করতে হয় না!!😃🌺.....🦋শুধু মুখের কয়েকট...
06/05/2023

🦋পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হলো মানুষের মন!!😔🥀... 🦋এটা ভাঙ্গতে কোনো হাতুড়ির ব্যাবহার করতে হয় না!!😃🌺.....🦋শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট!! 😭🥀

19/12/2022

একদিন আমারও নিজস্ব একটা মানুষ হবে,
আমাকে অনেক ভালোবাসবে,আগলে রাখবে,
আমাকে হারানো ভয় পাবে,
সেদিন আমিও হবো কারো আকাশ সমান
ভালোবাসা!❤

ব্লক করে দিলে বা কথা বলা বন্ধ করে দিলে ভালোবাসা শেষ হয়ে যায় না প্রিয়,ভালোবাসা রয়ে যায় সারা জীবন!🙂🥀
08/12/2022

ব্লক করে দিলে বা কথা বলা বন্ধ করে দিলে ভালোবাসা শেষ হয়ে যায় না প্রিয়,ভালোবাসা রয়ে যায় সারা জীবন!🙂🥀

আমি যারে ভালোবাসি তারে ভালোবাসার মতো মানুষের অভাব নাই।।মাঝে মাঝে হয়তো সেও কনফিউজড হইয়া যায় কারে রাইখা কারে ভালোবাসবো।।।আ...
07/12/2022

আমি যারে ভালোবাসি তারে ভালোবাসার মতো মানুষের অভাব নাই।।মাঝে মাঝে হয়তো সেও কনফিউজড হইয়া যায় কারে রাইখা কারে ভালোবাসবো।।।
আমিও শালা,এত্তো বোকা সবশেষে তারেই ভালোবাসি।মনটারে বুঝাইতে পারি নাহ যে সে আমার ভালোবাসা চায় না।।কারণ তারে ভালোবাসার বহুত মানুষ আছে।
মাঝে মাঝে তার অভিনয় দেইখা ভূইলাই যাই যে আমি তার এতো মাইনষের ভীড়ে একটা ছোট্ট মানুষ।।যাইহোক সে নিজেই এই ভূলটা ভাঙায় দিছে।
ধন্যবাদ তারে।।নাইলে তার সাথে নিজেরে আরও অনেকটা জড়াইয়া ফেলতাম।।
যদিও সে আমার পুরোটা জুড়ে থাকে।🙂🥀

𝐃𝐨𝐧'𝐭 𝐂𝐫𝐲 𝐅𝐨𝐫 𝐒𝐨𝐦𝐞𝐨𝐧𝐞😇🙂 𝘁𝗵𝗶𝘀 𝗮𝗯𝗼𝘂𝘁 𝗹𝗶𝗻𝗲 🙃             🥀বেশি মূল্য দিলে নিজের                       মূল্যটা কমে যায় 🙂🖤
16/09/2022

𝐃𝐨𝐧'𝐭 𝐂𝐫𝐲 𝐅𝐨𝐫 𝐒𝐨𝐦𝐞𝐨𝐧𝐞😇🙂
𝘁𝗵𝗶𝘀 𝗮𝗯𝗼𝘂𝘁 𝗹𝗶𝗻𝗲 🙃

🥀বেশি মূল্য দিলে নিজের
মূল্যটা কমে যায় 🙂🖤

︵❛❛༎🌻💚🌺-!
15/09/2022

︵❛❛༎🌻💚🌺

-!

01/09/2022

পুরুষ মানুষের মন খারাপের অনেক কারন থাকে। টাকা পয়সা তার একটি। এই জিনিষ টা ছাড়া পুরুষ হয়ে যায় হাঁফ লেডিস।
ইন্টার্নীতে থাকার সময় যশোর থেকে এক টি বিয়ের প্রস্তাব এসেছিল। পাত্রীর ধনী বাবা আমাদের বাড়ী দেখতে এসে বাড়ির পথ থেকে পালিয়েছিল, ভিতরে আর আসে নি। এই বয়সে বিয়ের কোন আগ্রহ ছিল না আমার, সেটা চাইও নি, পাত্রীকেও চিনি না। তবুও একটা অদ্ভুত কষ্ট হয়েছিল সেদিন। কষ্টটা আমার জন্য নয়। আমাদের গোলপাতার বাড়িটার জন্য।...
এক ব্যাচ সিনিয়র এক ভাইয়ের সাথে দেখা হল সেদিন। চেহারা শুকিয়ে গেছে, চোখ কোটরে ঢুকেছে। ভালবেসে বিয়ে করেছিল, কোর্ট ম্যারেজ। পরিবার মেনেও নিয়েছিল। নবম মাসের মাথায় ডিভোর্স দিয়েছে। ডিভোর্স হয়েছে উনি নিজেও জানতেন না। খবর টা শুনেছে অন্যের কাছে। একটা বিশাল অপরাধ করেছিলেন উনি::: জুলাইতে এফসিপিএস চান্স হয় নাই, বিসিএস প্রিলি হয় নাই।
বিসিএস রিটেন দেওয়া রংপুর মেডিকেলের এক ছেলের সাথে নতুন করে শুরু করেছে মেয়েটা।

কারো চাই টাকা, আর কারো চাই স্ট্যাটাস। ভালবাসা এখানে শ্বান্ত্বনা ।
ভাইটাও এখন শ্বান্তনা পায়। মেয়েটির উপর তার কোন অভিযোগ নেই। " ও ভেবেছিল আমি ভাল মেডিকেলে পড়ি, অনেক ব্রিলিয়ান্ট কেউ। আমি যে গড় পড়তামানের স্টুডেন্ট পরে বুঝেছে । বোঝার পর চলে গেছে। ওর কোন দোষ নেই।" এভাবেই বলেছিলেন উনি। ....
আপনি পুরুষ মানুষ হয়েছেন, আর আপনার বিসিএস নাই, এফসিপিএস নাই আবার টাকাও নাই। ভুলেও নিজেকে পুরুষ ভাববেন না। যেদিন বউ চলে যাবে সেদিন ই বুঝবেন নিজেকে ভুল জেনেছেন। 'ভালবাসার সাথে টাকার সম্পর্ক নেই' এই কথা যে বলে তার দুই গালে কষে থাপ্পড় দিন। নিকৃষ্টতম মিথ্যাটি সে আপনাকে বলেছে।...
টাকা সবারই লাগে। অথচ বেশিরভাগ ক্ষেত্রে এটি থাকে পুরুষের পকেটে। এর ওজন ও ব্যাথা প্রতিটা পুরুষকে বইতে হয়। টাকা না থাকলে কোন মেয়ে অমানুষ হয়ে যায় না, কিন্তু একটি পুরুষ মহিলা হয়ে যায়।
টাকা আসে, আবার চলে যায়। মাঝ থেকে ভালবাসাটা নিয়ে গেলে আর কষ্টের সীমা থাকে না।...
গতকাল ওয়ার্ডে দুই জন রুগী খারাপ ছিল। 27 বছরের এক মেয়ে , Sub Arachnoid haemorrhage ... ICU এর জন্য. councelling. করেছিলাম। টাকা দিয়ে হয়ত সুখ কেনা যায়, জীবন তো আর কেনা যায় না। তবুও আমাদের টাকাই সব।.
যতবার বিয়ের কথা উঠেছে, ততবার ই আমি ভয় পেয়েছি। টাকা আমাকে আজীবন তাড়িয়ে বেড়িয়েছে। তাই বিয়ে - ভালবাসার কথা শুনলে ভয় পাই। ফার্স্ট ইয়ারে কেরানীগঞ্জ এর ওপারে যখন দেড় হাজার

- টাকা না থাকলে মানুষ মূল্যহীন....!😞💔🥀
01/09/2022

- টাকা না থাকলে মানুষ মূল্যহীন....!😞💔🥀

01/09/2022

"আমার শুন্যতা একদিন তোমাকে খুব করে কাঁদাবে"আমার সাথে একটুখানি কথা বলার জন্য একদিন তুমি খুব অস্থিরতায় ভুগবে,একটাবার শুধু একটাবার আমাকে দেখার জন্য তুমি সারাক্ষন ছটফট করতে থাকবে,কিন্তু আমার দেখা তুমি আর পাবেনা"।এই টাইপের কথাগুলো শুধুমাএ নিজের জন্য শান্তনা ছাড়া আর কিচ্ছুই না!

এই পৃথিবীতে এমন কেউ নেই যে,তাকে ছাড়া কেউ থেমে ছিল।তাকে ছাড়া অচল হয়েছিলো।কারো জন্য কেউ পুরোটা জীবন কেঁদে কেঁদে ভাসিয়ে দিয়েছিলো।মানুষ বেচে থাকে,খুব ভালভাবেই বেচে থাকে।শুধু অতীতকে মানিয়ে নিতে একটু কষ্ট হয় ঠিকই,তবে একসময় খুব ভালভাবেই বাচে।আবেগে ডুবে মানুষ মানুষকে হাজারটা প্রতিশ্রতি দেয় ঠিকই,রাখার বেলায় তা কানাকড়িও রাখেনা।মাঝখান থেকে ধুঁকে ধুঁকে শুধু মরে যায় অন্ধের মত কাউকে বিশ্বাস করা মানুষগুলো।যাদেরকে একপৃথিবী স্বপ্ন দেখিয়ে কেউ মাঝপথে হাতদুটো অবলিলায় ছেড়ে গেছে।

কেউ কারো জন্য এতটাও অপরিহার্য নয় যে,তাকে ছাড়া এক্কেবারেই বেচে থাকা অসম্ভব হবে।সবকিছু ঝেড়ে ফেলে নতুন করে বেচে থাকার স্বপ্ন দেখতে হয়।কারো প্রতি কোন প্রকার অভিযোগ,আক্ষেপ না রেখেই নিজের চলার পথটা নিজেই তৈরি করে নিতে হয়।কেউ কারো জন্য থেমে থাকেনা।একবেলা না খেয়ে থাকলে কেউ খোঁজখবর রাখেনা।বাচতে হয় নিজের জন্য,ভালবাসতেও হয় একমাএ নিজেকেই।আর সকল পিছুটানকে এক্কেবারেই পিছনে রেখে যারা নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে,তাদের জীবনে না পাওয়া শব্দের কোন অস্তিত্বই থাকেনি।

"কেউ কারো জন্য এতটাও অপরিহার্য নয় যে,তাকে ছাড়া এক্কেবারেই জীবনটা থমকে যাবে"

লেখা: এম.এস.এ.সাগর ভাইএর লেখা
📸: S+N

give your favourite person
01/09/2022

give your favourite person

Priyo manustar abdar kokhono fela jay na❤️®️
28/08/2022

Priyo manustar abdar kokhono fela jay na❤️®️

26/08/2022

জীবনের রং বড় বিচিত্র, কখনো লাল কখনো নীল। কখনো মুক্ত পাখির মতো। কখনো আবার চুপসে যাওয়া ফুলের মতো। হারিয়ে যায় কত চেনা মুখ। থেকে যায় সুধু অনাবিল সূখ।

Send a message to learn more

Address

Dammam
Khobar
34217

Alerts

Be the first to know and let us send you an email when Saudi360 Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saudi360 Life:

Videos

Share