সিদ্দিকী হজ্ব কাফেলা

সিদ্দিকী হজ্ব কাফেলা হজ্ব ও ওমরাহ বুকিং চলছে।
অভিজ্ঞ মুয়াল্লিম দ্বারা পরিচালিত। Stay with us, benefit from our advice. I wish you the best from Allah.

Through this page, informing people of various information, and creating all kinds of video content, which gives warning messages to people.

আলহামদুলিল্লাহ, সবাইকে সুন্দর ভাবে ওমরাহ করার তাওফিক দান করুন।
17/02/2025

আলহামদুলিল্লাহ, সবাইকে সুন্দর ভাবে ওমরাহ করার তাওফিক দান করুন।

07 ই মার্চ ট্রানজিট ফ্লাইট: 165,০০০/-ঈদের পরে 1টি কাফেলা প্রস্তুত করা হচ্ছে।🚎উমরাহ ভিসা।🚎এয়ার টিকেট।🚎মক্কায় ও মদীনায় হো...
11/02/2025

07 ই মার্চ ট্রানজিট ফ্লাইট: 165,০০০/-
ঈদের পরে 1টি কাফেলা প্রস্তুত করা হচ্ছে।
🚎উমরাহ ভিসা।
🚎এয়ার টিকেট।
🚎মক্কায় ও মদীনায় হোটেল
🚎ট্রান্সপোর্ট সেবা ৷
🚎 2 বেলা দেশি খাবার ৷ (সকালে নাস্তা)
🚎 মক্কার ও মদিনার দর্শনীয় স্থান সমূহ যিয়ারাহ ৷
অভিজ্ঞ মোয়াল্লিম সেবা ।
সকল হাজীদের জন্য এজেন্সির পক্ষ থেকে একটি পাসপোর্ট ব্যাগ, জুতার ব্যগ ও আইডি কার্ড প্রদান করা হবে।
প্যাকেজ সময়কাল: 13 রাত ১৩/১৪দিন।
বিঃ দ্রঃ তায়েফ, জেদ্দা, বদর ও জ্বীন পাহাড় ভ্রমণ নিজ খরচে।
আপনার বুকিং নিশ্চিত করার জন্য আজই যোগাযোগ করুন।
------------------
সিদ্দিকী হজ্ব কাফেলা-
অফিস: আস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা।
ভূশ্চিবাজার, পুলিশ ফাড়ির দক্ষিণে, লালমাই, কুমিল্লা।
যোগাযোগ : 01629-134312

ওমরাহ🥤🥤🥤20 জন হওয়ার জন্য মাত্র 3 টি সিট খালি রয়েছে। আগামী 07 ই মার্চ যাওয়া, এমিরাট এয়ারল্যাইনস, আগ্রহীগণ যোগাযোগ করতে পা...
11/02/2025

ওমরাহ🥤🥤🥤
20 জন হওয়ার জন্য মাত্র 3 টি সিট খালি রয়েছে। আগামী 07 ই মার্চ যাওয়া, এমিরাট এয়ারল্যাইনস, আগ্রহীগণ যোগাযোগ করতে পারেন।
01629-134312

08/02/2025
ইনশাআল্লাহ,  ২০ জনের একটি গ্রুপ নিয়ে ৭ মার্চ পবিত্র ওমরাহ যবো। সামান্য কিছু সিট খালি রয়েছে।  আগ্রহীগণ যোগাযোগ করতে পারেন...
03/02/2025

ইনশাআল্লাহ, ২০ জনের একটি গ্রুপ নিয়ে
৭ মার্চ পবিত্র ওমরাহ যবো। সামান্য কিছু সিট খালি রয়েছে। আগ্রহীগণ যোগাযোগ করতে পারেন।

06/01/2025

মদিনায় আজকে বৃষ্টি হয়েছে।

03/01/2025

জুমা

✈️ফ্রেব্রুয়ারী/রমজান মাসে স্পেশাল উমরাহ কাফেলা ট্রানজিট / ডিরেক্ট ফ্লাইট। 🟪 প্যাকেজ বিবরণঃ🕐 প্যাকেজ: ১৪/১৫ দিন৷🔹 উমরাহ ভ...
02/01/2025

✈️ফ্রেব্রুয়ারী/রমজান মাসে স্পেশাল উমরাহ কাফেলা ট্রানজিট / ডিরেক্ট ফ্লাইট।

🟪 প্যাকেজ বিবরণঃ
🕐 প্যাকেজ: ১৪/১৫ দিন৷
🔹 উমরাহ ভিসা।
🔹 এয়ার টিকেট।
🔹 ডিরেক্ট ফ্লাইটের হোটেল : মক্কায় মসজিদে হারামের নিকটবর্তী ৫০০-৬৫০ মিটার
মদীনায় মসজিদে নববীর নিকটবর্তী ২০০-২৫০ মিটার
🔹 ট্রান্সপোর্ট সেবা ৷
🔹 সকালে নাস্তা, দুপুর এবং রাতে দেশি খাবার ৷
🔹 মক্কার দর্শনীয় স্থান সমূহ যিয়ারাহ ৷
🔹 মদিনার দর্শনীয় স্থান সমূহ যিয়ারাহ ।
🔹সার্বক্ষণিক অভিজ্ঞ মোয়াল্লিম সেবা ।
বিঃ দ্রঃ তায়েফ, জেদ্দা, বদর ও জ্বীন পাহাড় ভ্রমণ নিজ খরচে।

📞+8801629 134312
📞+8801929 134312

🏠কুমিল্লা অফিস : আস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ভুশ্চি দক্ষিণ বাজার, পুলিশ ফাড়ির পাশেই, লালমাই, কুমিল্লা।

সিদ্দিকী হজ্ব কাফেলা,
31/12/2024

সিদ্দিকী হজ্ব কাফেলা,

সিদ্দিকী হজ্ব ওমরাহ কাফেলা
31/12/2024

সিদ্দিকী হজ্ব ওমরাহ কাফেলা

30/12/2024

রাতের দৃশ্য। ❤️

হেরা গুহা’ হলো মক্কায় অবস্থিত ‘জাবালে নূর’[2]-এর একেবারে ওপরে অবস্থিত ছোট্ট একটি গুহা, আর ‘জাবালে নূর’ একটি সুপ্রসিদ্ধ প...
29/12/2024

হেরা গুহা’ হলো মক্কায় অবস্থিত ‘জাবালে নূর’[2]-এর একেবারে ওপরে অবস্থিত ছোট্ট একটি গুহা, আর ‘জাবালে নূর’ একটি সুপ্রসিদ্ধ পাহাড়; আর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম নবুওয়্যাতের আগে ও পরে এখানে এসেছিলেন।

‘সাওর গুহা’[3]:

‘সওর গুহা’ এমন এক গুহা, যা ‘সাওর পাহাড়’ -এ অবস্থিত, আর তা বিরাট এক পাহাড়, যার চূড়া ক্রমান্বয়ে ছুঁচালো; যা মক্কার দক্ষিণে অবস্থিত এবং ‘তান‘য়ীম’-এর দক্ষিণ থেকে তা দেখা যায়, আর গুহাটি দক্ষিণ দিকে অবস্থিত।

এ গুহার বিষয়টি আলোচনায় এসেছে মক্কা থেকে মদীনা মুনাওয়্যারায় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের হিজরত প্রসঙ্গে; নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ কাফিরদের থেকে আত্মরক্ষার্থে আবূ বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ‘আনহুকে সাথে নিয়ে তাতে লুকিয়ে ছিলেন।

আর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এ দু’টি পাহাড়ে যাতায়াত করা এবং তাতে উঠা-বসা ও অবস্থান করার কারণে কোনো কোনো জাহিল বা অজ্ঞ মুসলিমের জন্য উভয়ের ব্যাপারে একটা আকীদা-বিশ্বাস সৃষ্টি হয়েছে, ফলে তারা বরকত হাসিলের জন্য পাহাড় দু’টি যিয়ারত করতে থাকে। আর কোনো কোনো হাজী সাহেবও তা যিয়ারত করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে।

আর এ দু’টি পাহাড়ের সাথে সংশ্লিষ্ট ঐতিহাসিক ঘটনাবলীকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ, প্রথমটি সম্পর্কিত নবুওয়্যাতের সাথে, আর দ্বিতীয়টি সম্পর্কিত হিজরতের সাথে; কিন্তু এটা এ দু’টি পাহাড়ের কেনোটিকেই কোনো বিশেষ বিশেষত্ব দান করেনি এবং এটা কোনো দলীল ছাড়া সাব্যস্ত হয় না। আমরা পূর্বে আলোচনা করেছি যে, ‘হাজরে আসওয়াদ’ সম্মানিত ও মর্যাদাবান হয়েছে শরী‘আতের বক্তব্যের মাধ্যমে, আর এটা সত্ত্বেও তাকে আমাদের চুম্বন ও স্পর্শ করাটা তার দ্বারা বরকত হাসিলের উদ্দেশ্যে নয়; বরং নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুসরণ করার উদ্দেশ্যে। আর আমাদের পক্ষে অবশ্যই দলীল হিসেবে ভূমিকা রাখবে ‘ওহুদ পাহাড়’ প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত উক্তিটি, যেখানে তিনি বলেছেন:

«أُحُدٌ جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ».

“ওহুদ এমন এক পাহাড়, যে আমাদেরকে ভালোবাসে, আর আমরাও তাকে ভালোবাসি।”[4] এটা সত্ত্বেও তার দ্বারা বরকত হাসিলের জন্য তাতে আরোহণ করা বৈধ নয়। সুতরাং তা ভিন্ন অন্যান্য পাহাড় থেকে বরকত হাসিলের বিষয়টি কীভাবে বৈধ হতে পারে?! আর পূর্বে কয়েকবার আলোচনা হয়েছে যে, জড়বস্তুকে সম্মান করা এবং তার দ্বারা ব

27/12/2024

জুম্মা মোবারক, মুক্কাতুল মুকারমা। ২০২৪ শেষ জুমা

সিদ্দিকী হজ্ব কাফেলার হাজীদের জন্য পানি এবং  ফলের ব্যবস্থা।
27/12/2024

সিদ্দিকী হজ্ব কাফেলার হাজীদের জন্য পানি এবং ফলের ব্যবস্থা।

ডিসেম্বর শেষ গ্রুপ। পরবর্তী গ্রুপ ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ।
26/12/2024

ডিসেম্বর শেষ গ্রুপ।
পরবর্তী গ্রুপ ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ।

আগ্রহীগণ যোগাযোগ করুন।
21/12/2024

আগ্রহীগণ যোগাযোগ করুন।

Address

Jubail

Telephone

+966539435685

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিদ্দিকী হজ্ব কাফেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিদ্দিকী হজ্ব কাফেলা:

Videos

Share