Gazi Asaduzzaman

Gazi Asaduzzaman Digital Content Creator Guideline

08/08/2024

ইন্টারেস্টিং… 😁
“হাসিনা আর যাই করুক, দেশের জন্য অনেক কাজ করেছে” বলা পাবলিকগুলার জন্য একটা তথ্য:
বাংলাদেশের বর্তমান ঋণ ৯৯.৩ বিলিয়ন মার্কিন ডলার, আর গত ১৬ বছরে পাচার হইছে ৯৪ বিলিয়ন মার্কিন ডলার।

"11 trillion BDT" That's The amount laundered over past 16years!

১টা ১০০০টাকা নোটের ডাইমেনশন
~162mmx70mmx0.25mm

১১লক্ষ কোটি টাকা ১০০০টাকা নোট দিয়ে একটার উপর একটা রাখলে হাইট হবে ২৭৫০.৫ কিমি.

বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার পাহাড় Saka Haphong এর উচ্চতা ১০৬৩মি

এক লেয়ারে সাজালে এই টাকা জায়গা নেয় ১২৪.৭৬ বর্গকিমি।

ঢাকার সাইজ হলো ৩০৬বর্গকিমি
চট্টগ্রাম ১৫৫বর্গকিমি
এই দুই বিভাগীয় শহর বাদে বাকি সব বিভাগীয় শহর এই টাকা দিয়ে ঢাকা যাবে।

পাশাপাশি বসালে লেংথ হয় ১৭৮২৩৪৯.৬ কিমি

পৃথিবীর পরিধি ৪০০০০কিমি। এই টাকা পাশাপাশি বসিয়ে পৃথিবীর পুরোটা ৪৪.৫ বার রাউন্ড দেয়া যাবে।

কেউ যদি হাসিনার উন্নতির হিসাব দিতে আসে তাকে হাতে কলমে এই হিসাব বুঝিয়ে দেওয়া আপনাদের সবার দায়িত্ব।
©
Copy post

08/08/2024

এখন কিছু সুশীল দেখা যাচ্ছে তাদেরকে আমি চাটুকার বলবনা খুব সুশীলগিরী দেখাচ্ছে দেশ হেন হচ্ছে তেন হচ্ছে আগে তারা
কানা ছিলো।এটা যুদ্ধবিধ্বস্ত দেশ সময় লাগবে।

চাটুকার পদলেহন কারি সেই সহ-সভাপতিরা পাসপোর্ট না থাকায় এখন দেশে থেকে এগুলো করে বেড়াচ্ছে।
08/08/2024

চাটুকার পদলেহন কারি সেই সহ-সভাপতিরা পাসপোর্ট না থাকায় এখন দেশে থেকে এগুলো করে বেড়াচ্ছে।

ইনশাআল্লাহ খুব শীগ্রই আমরা এক নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি। যেখানে সবাই বুক ভরে শ্বাস নেবে বুক ফুলিয়ে নিজের মনের ভাব প্রকাশ...
08/08/2024

ইনশাআল্লাহ খুব শীগ্রই আমরা এক নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি।
যেখানে সবাই বুক ভরে শ্বাস নেবে
বুক ফুলিয়ে নিজের মনের ভাব প্রকাশ করবে
থাকবেনা কোন বৈষম্যতা
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামায়াতে ইসলাম জিন্দাবাদ 🥰🥰

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহীদ মোঃ জহিরুল ইসলাম রাসেল, মহেশপুর, দেবিদ্বার, কুমিল্লা। একটি ঘর নির্মাণ ও তার ছোট...
07/08/2024

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহীদ মোঃ জহিরুল ইসলাম রাসেল, মহেশপুর, দেবিদ্বার, কুমিল্লা। একটি ঘর নির্মাণ ও তার ছোট মেয়ের লেখাপড়ার দায়িত্ব সহ আজীবন পাশে থাকার ঘোষণা।
ইনশাআল্লাহ , আল্লাহ কবুল করুণ।

07/08/2024

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহীদ আবু সাঈদ এর পরিবারকে নগদ ৬ লক্ষ টাকা প্রদান, দালান বাড়ী তৈরি সহ আজীবন পাশে থাকার ঘোষণা।

এই অবৈধ সহ আরো কিছু চাটুকার দালাল আমার লেখা বন্ধ করার জন্য আমার ফ্যামিলিতে হুশিয়ারি দিয়েছিল।আমি ব্যাক্তিগতভাবে ওদেরকে ক্...
06/08/2024

এই অবৈধ সহ আরো কিছু চাটুকার দালাল আমার লেখা বন্ধ করার জন্য আমার ফ্যামিলিতে হুশিয়ারি দিয়েছিল।
আমি ব্যাক্তিগতভাবে ওদেরকে ক্ষমা করে দিয়েছি।
আল্লাহ ওদেরকে পূর্ন হেদায়াত দিক।

06/08/2024
প্রিয় বন্ধু শহীদ Zahirul Islam rasel জানাজার নামাজ শেষ হলো।আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুণ
05/08/2024

প্রিয় বন্ধু শহীদ Zahirul Islam rasel জানাজার নামাজ শেষ হলো।
আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুণ

প্রিয় বন্ধু , ক্লাসমিট, বাল্যকালের খেলার সাথি Zahirul Islam Zahir Rasel এই স্বাধীনতা সংগ্রামে শহিদ হয়েছেন 😢🥲তোর রক্ত বৃথ...
05/08/2024

প্রিয় বন্ধু , ক্লাসমিট, বাল্যকালের খেলার সাথি Zahirul Islam Zahir Rasel এই স্বাধীনতা সংগ্রামে শহিদ হয়েছেন 😢🥲
তোর রক্ত বৃথা যায়নি।
আল্লাহ তোকে শহিদি মর্যাদায় স্থান দিক
আমিন

05/08/2024

হৃদয়ের সবটুকু শক্তি দিয়ে মন প্রান উজার করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে বলছি
আমি
বাংলাদেশ জামায়াতে ইসলামী

In’Sha’Allah
28/03/2024

In’Sha’Allah

“আল্লাহ তা’আলা সমুদ্রে জীবন্ত প্রাণী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তা থেকে খাদ্য গ্রহণ করো এবং যাতে তোমরা তার সৌন্দর্য উপভোগ...
24/02/2024

“আল্লাহ তা’আলা সমুদ্রে জীবন্ত প্রাণী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তা থেকে খাদ্য গ্রহণ করো এবং যাতে তোমরা তার সৌন্দর্য উপভোগ করো।” (সূরা আন-নাহল, আয়াত: ১৪)

27/01/2024

Masahallah

Address

Ash Shati
Jubail
23411

Alerts

Be the first to know and let us send you an email when Gazi Asaduzzaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gazi Asaduzzaman:

Videos

Share

Nearby media companies


Other Jubail media companies

Show All