Mamun saudi 94

Mamun saudi 94 i am nothing without allah...allah always help me and i belive it.

15/06/2024

সবাইকে ঈদুল আজহা শুভেচ্ছা 🌹🌹🌹
আল্লাহ আমাদের সবাইকে কোরবানি দেওয়ার তৌফিক দিন,,আমিন 🤲🤲

ঈদ মোবারক 🌙🌙🌙🌙🌙🌙🌙

07/04/2024

😔😔😔😔😔 স্বপ্ন সবার সত্যি হোক 😔😔

সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা। 🌹🌹🌹

16/01/2024

ফেইসবুকে ছবিটা পেয়ে অনেক্ষন তাকিয়ে ছিলাম।
কত সুন্দর মিনিংফুল একটি ছবি।
ইগো, অহংকার, রাগ এসবের মধ্যে আমরা বন্দি😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
অথচ সবার ভেতরেই একটা শিশু সুলভ মন আছে।

যে মিশতে চায়। মিলে মিশে থাকতে চায়। কম্প্রোমাইজ করতে চায়। কারণ এই পৃথিবীতে আমরা অনেক একা। বড় একা।

তারা ভরা রাতে ছাদে শুয়ে নিরিবিলি আকাশের দিকে তাকালে বুঝা যায় কত ছোট আমাদের পৃথিবী।
তার মাঝে কত কত ক্ষুদ্র আমরা।

ওই দিন আমার এক ফ্রেন্ড খুব হাইথট একটা কথা বলল। ওর কথাটা আমাকে অনেক্ষন ভাবিয়েছে।
বলল, তোর হাতের মোবাইলটার মালিক তুই, মানে এই মোবাইলটা তোর কিন্তু মোবাইলটা কিন্তু তুই না। তেমনি এটা তোর হাত কিন্তু হাতটা তুই না। তোর হাতটা কেটে ফেলেও তুই বেঁচে থাকবি। এই পা, মাথা সব কিছুই তোর কিন্তু কোনটাই তুই না। তাহলে তুই কে? হু আর ইউ? হয়ার আর ইউ?
আমি কিছুক্ষন টাসকি খেয়েছিলাম। আসলেইতো আমি কে? আমার পরিচয় কি? আমার দেহের ভেতর তন্ন তন্ন করে খুঁজে কোথাও আমাকে পাইনি। তার মানে জ্বীন ভুত মানুষের উপর যেভাবে ভর করে আমরাও এই দেহটার মধ্যে ভর করে আছি। ব্রেন আমাদের শরীরকে নিয়ন্ত্রন করে। আর ব্রেনকে নিয়ন্ত্রণ করি আমরা। কিন্তু আমি কে? কোথায় আমি? আমার পরিচয় কি?
পৃথিবীর জন্ম থেকে শুরু করে মিলিওন মিলিওন বছর কেটে গেছে। সামনে আরো মিলিওন বছর হয়তো টিকে থাকবে। তার মাঝে আমরা মাত্র কয়েকটা বছর থাকব। পৃথিবীর হিসেবে মাত্র কয়েক মিলিসেকেন্ড আমাদের স্থায়িত্ব।
তবুও কেন এতো মারামারি, এতো হানাহানি, এতো লোভ, এতো লালসা? এতো বিবেধ, এতো দূরত্ব?
নিজের পরিচয় জানিনা অথচ অন্যের জাত বংশ নিয়ে প্রশ্ন তুলি। হাস্যকর না?
মানুষের দেহের গতি খুব বেশি না। কিন্তু মানুষটার গতি বিদ্যুতের চাইতেও বেশি। মানুষ চাইলে মুহুর্তেই বাংলাদেশ থেকে আমেরিকা চলে যেতে পারে সেখান ধাম করে মঙ্গলগ্রহে।
মানুষ চাইলে পৃথিবীটাকে মুহুর্তেই ধ্বংস করে ফেলতে পারে আবার চাইলে শান্তিতে ভরিয়ে দিতে পারে।
ভাল থাকুক মানুষ। ইগো, রাগ, হিংসার হাজতে বন্দি না থেকে চারিদিকে ছড়িয়ে পরুক ভালবাসা। একে অপরের সাথে জাপটে লেপ্টে থাকুক। 😌🙂

13/01/2024

অনেক কিউট একটা বিড়াল 🐱🐱🐈🐈‍⬛

🥰🥰🥰🥰🥰

03/10/2023

Thank you Dear, 😘🏝️
created for for this video🥰🏞️

যত যাই হোক টিমটা আমাদেরই,🇧🇩🇧🇩all the Very Best Tigers 🐅🐅🙌💪
03/10/2023

যত যাই হোক টিমটা আমাদেরই,🇧🇩🇧🇩

all the Very Best Tigers 🐅🐅🙌💪

ধৈর্যের ফল মিষ্ট হয়,দোয়া করি আল্লাহ যেন সকল আশা পূর্ণ করেন।💓💓💓💓💓
14/09/2023

ধৈর্যের ফল মিষ্ট হয়,দোয়া করি আল্লাহ যেন সকল আশা পূর্ণ করেন।
💓💓💓💓💓

06/09/2023

💔💔💔💔💔💔💔💔💔💔

কথার সাথে বাস্তবতার মিল কতটুকু????? 🤔🤔🤔🤔🤔🤔🤔🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
20/08/2023

কথার সাথে বাস্তবতার মিল কতটুকু?????
🤔🤔🤔🤔🤔🤔🤔
🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

27/07/2023

প্রবাসী কষ্ট বুঝার কেউ নাই। দিন মাস বছর কিভাবে চলে যায় টের পাওয়া যায় না। কাজ শেষে রুমে যাওয়া রান্না করে খাওয়া সত্যি অনেক কষ্টের।
তার পরও পরিবার যদি একটু সুখে শান্তিতে চলতে পারে এই কষ্ট আর কষ্ট মনে হয় না।
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

21/07/2023
আলহামদুলিল্লাহ,🤲দীর্ঘ ৭বছর ৬ মাস ১৩ দিন পর নিজের পরিবারের (ছোট ভাই) কে কাছে পেলাম 💓💓💓💓আল্লাহ আমার ভাই কে কামিয়াব হওয়ার ত...
21/07/2023

আলহামদুলিল্লাহ,🤲
দীর্ঘ ৭বছর ৬ মাস ১৩ দিন পর নিজের পরিবারের (ছোট ভাই) কে কাছে পেলাম 💓💓💓💓

আল্লাহ আমার ভাই কে কামিয়াব হওয়ার তৌফিক দিক।🤲🤲🤲🤲💓💓💓💓💓

Address

Jubail

Alerts

Be the first to know and let us send you an email when Mamun saudi 94 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Jubail

Show All