AL Mamun P2

AL Mamun P2 এই সুন্দর পৃথিবীতে সুন্দর ভাবে বেছে থ?

দেশটা এখন লোভনীয় মাংসের টুকরোতে পরিনত হয়েছে🥺 যে যেভাবে পারছে সেভাবে খাচ্ছে
28/06/2024

দেশটা এখন লোভনীয় মাংসের টুকরোতে পরিনত হয়েছে🥺 যে যেভাবে পারছে সেভাবে খাচ্ছে

রাসেল'স ভাইপার : গুজব সত্যের চেয়ে ঝোড়োবেগে চলে! রাসেল'স ভাইপার নিয়ে যেভাবে প্রচারণা চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে দেশের সব...
22/06/2024

রাসেল'স ভাইপার : গুজব সত্যের চেয়ে ঝোড়োবেগে চলে!

রাসেল'স ভাইপার নিয়ে যেভাবে প্রচারণা চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে দেশের সব জেলায় জেলায় রাসেল'স ভাইপার কিলবিল কিলবিল করছে! অতি উৎসাহের প্রচারণায় একটা মেকি আতঙ্ক তৈরি হয়েছে! এখন মাছরাঙা কিংবা মাইট্টা সাপের মত বিষহীন সাপকেও ভয় লাগছে! বাইম মাছ কিংবা কুঁচিয়ার মধ্যেও রাসেল'স ভাইপারের ছায়া! প্রচারণা এতো প্রবল যে স্বপ্নে-জাগরণে কেবল রাসেল'স ভাইপার! চন্দ্রবোড়া বিষয়ক সত্য-মিথ্যা মিশ্রিত সংবাদ যে হারে প্রচার ও শেয়ার হচ্ছে তাতে আতঙ্কিত না হয়ে উপায় নাই। গুজব সত্যের চেয়ে বেশি বেগে চলে!

বাঙালি কোন সাপ দেখেছে আর সেটাকে পিটিয়ে না মেরে ক্ষান্ত হয়েছে- এ ঘটনা এখনো প্রায় বিরল। রাসেল'স ভাইপার বা চন্দ্রবোড়া সাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়ানো হচ্ছে তার অধিকাংশ ভূয়া তত্ত্ব। পথেঘাটে কিংবা ক্ষেতখামারে কৃষক চোখ বুঝে হাঁটে না! এই অপপ্রচার দ্বারা শখের কৃষকের কৃষিকাজ বন্ধ হবে। তাতে কার লাভ কে জানে! সাপ আতঙ্কে গাও গেরামের কৃষাণী আর শাকপাতা তুলতে বাগানে-ক্ষেতে যাবে না!

রাসেল'স ভাইপার নিঃসন্দেহে বিষধর সাপ তবে বাংলাদেশে এন্টিভেনম আছে এবং সাপও নিধন হচ্ছে। রাসেল'স ভাইপার কামড় দিলে নিশ্চিত মৃত্যু এটা সত্য নয়। চন্দ্রবোড়ার নাম সেই ছোটকাল থেকে শুনি। বেজি এবং গুইসাপ আমরাই হত্যা করে সাপের বংশ বাড়াতে সুযোগ দিয়েছি। তবে দেশে প্রতিবছর মশার কামড়ে যে সংখ্যক মানুষ মারা যায় তার মাত্র ৩% মানুষ মারা যায় সব সাপের ছোঁবলে। আতঙ্কিত না হয়ে অপপ্রচারকে নিরুৎসাহিত করি।

কাউকে যেকোন ধরনের সাপে কাটলে ওঝা এবং বৈদ্যের কাছে না নিয়ে যথা দ্রুত ডাক্তারের কাছে নিলে দূর্ঘটনার মাত্রা কমে আসবে। অসচেতনতার কালে মানুষ জা'ত সাপের দংশনেও মারা যেতো। কাজেই হুজুগে কৃষি এবং কৃষক যেনো ক্ষতিগ্রস্ত না হয়। রাসেল'স ভাইপার বিষয়ে সচেতনতা মূলক প্রচারণা হোক। অপপ্রচারে আতঙ্ক ছড়ায়।

বাস্তুসংস্থানে কে কখন উড়ে এসে জুড়ে বসবে তা মানুষের সৃষ্টি! প্রকৃতির গতিপথ বিঘ্নিত করলেই মানুষের হারিয়ে যেতে যা যা লাগবে তা হাজির হবে। সচেতন হই তবে সমাধান মিলবে। নাক চোখ খোলা রেখে চললে রাসেল'স ভাইপার কারো ক্ষতির কারণ হবে না বরং খুনীই খুন হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-অপপ্রচার যতদিন চলবে ততদিন এখান সেখান থেকে প্রচুর রাসেল'স ভাইপার আবিস্কার হবে! কেউ কেউ কেঁচোর মধ্যেও রাসেল ভাইপার খুঁজে পাবে। আতঙ্কিত নয়, সচেতন হোন। সবাইকে ধন্যবাদ

জমির দলিল বৈধ কি না কিভাবে বুঝবেন?জমি কেনা বা বিক্রি একটি গুরুত্বপূর্ণ লেনদেন, এবং এর সাথে জড়িত আইনি প্রক্রিয়াগুলি বোঝ...
11/06/2024

জমির দলিল বৈধ কি না কিভাবে বুঝবেন?

জমি কেনা বা বিক্রি একটি গুরুত্বপূর্ণ লেনদেন, এবং এর সাথে জড়িত আইনি প্রক্রিয়াগুলি বোঝা জরুরি। জমির দলিল হলো একটি গুরুত্বপূর্ণ নথি যা মালিকানার অধিকার প্রমাণ করে। তাই, জমি কেনার আগে দলিলটি সঠিকভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জমি কেনা একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ, এবং আইনি জটিলতা এড়াতে জমির দলিলের বৈধতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একটি জমির দলিল বৈধ কিনা তা নির্ধারণ করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।

১. দলিলের মূল কপি পরীক্ষা করুন:

👉নিশ্চিত করুন যে দলিলটি সঠিকভাবে সাব-রেজিস্ট্রারের দ্বারা স্বাক্ষরিত এবং সিল করা আছে।
👉দলিলের মূল কপিতে থাকা ছবি এবং মালিকের বর্তমান ছবি মিলে যাচ্ছে কিনা তা পরীক্ষা করুন।
👉দলিলের সকল পাতায় সঠিকভাবে স্ট্যাম্প লাগানো আছে কিনা তা নিশ্চিত করুন।

২. দলিলের তথ্য যাচাই করুন:

👉দলিলে উল্লেখিত মালিকের নাম, ঠিকানা, জমির পরিমাণ, খতিয়ান নম্বর, দাগ নম্বর ইত্যাদি তথ্য সঠিক কিনা তা খতিয়ান, দাগ খতিয়ান, এবং সরকারি রেকর্ডের সাথে মিলিয়ে দেখুন।
👉দলিলে উল্লেখিত সাক্ষীদের নাম এবং ঠিকানা সঠিক কিনা তা যাচাই করুন।

৩. আইনি পরামর্শ নিন:

👉একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া জমির দলিলের বৈধতা নিশ্চিত করার সবচেয়ে নিরাপদ উপায়।
👉আইনজীবী দলিলের সকল দিক বিশ্লেষণ করে আপনাকে দলিলটি বৈধ কিনা তা জানাতে পারবেন।

৪. অনলাইন মাধ্যম ব্যবহার করুন:
👉সরকারের ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে জমির দলিলের তথ্য অনলাইনে যাচাই করতে পারেন।
👉কিছু বেসরকারি প্রতিষ্ঠানও জমির দলিলের বৈধতা যাচাই করার সার্ভিস প্রদান করে।

৫. সতর্কতা অবলম্বন করুন:

👉দলিলের বৈধতা সম্পর্কে কোন সন্দেহ থাকলে দলিলটি ক্রয় করা থেকে বিরত থাকুন।
অসৎ ব্যক্তিদের প্রতারণার শিকার হতে সাবধান থাকুন।
👉জমি কেনার আগে জমির দলিলের বৈধতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপরে উল্লেখিত পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি একটি জমির দলিল বৈধ কিনা তা নির্ধারণ করতে পারবেন।

জমির দলিল বৈধ কিনা তা বোঝার জন্য কিছু প্রশ্ন ও উত্তর

১) দলিলে কি সকল প্রয়োজনীয় তথ্য আছে?

দলিলে জমির মালিকের নাম, ঠিকানা, জমির পরিমাণ, খতিয়ান নম্বর, দাগ নম্বর, মৌজা, উপজেলা, জেলা স্পষ্টভাবে উল্লেখ আছে কিনা?
,👉দলিলের সাক্ষীদের নাম, ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ আছে কিনা?
👉দলিলের স্বাক্ষর ও তারিখ স্পষ্টভাবে আছে কিনা?

২) দলিলের স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন

👉দলিলে সরকার নির্ধারিত স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে কিনা?
👉দলিলটি সঠিকভাবে রেজিস্ট্রি করা হয়েছে কিনা?
রেজিস্ট্রারের স্বাক্ষর ও তারিখ স্পষ্টভাবে আছে কিনা?

৩) দলিলের মালিকানার ধরণ।

👉দলিলের মাধ্যমে মালিকানা কিভাবে অর্জিত হয়েছে (উত্তরাধিকার, ক্রয়, বিনিময়, দান ইত্যাদি)?
👉মালিকানার ধরণ কি (মালিকানা, দখল, ভাগচাষ ইত্যাদি)?
👉মালিকানার কোনো শর্ত বা বাধা আছে কিনা?

৪) জমির অবস্থা

👉জমি কি বাস্তবে বিদ্যমান?
👉জমির মালিকানা বিতর্কমুক্ত কিনা?
👉জমির উপর কোনো ঋণ বা বন্ধক আছে কিনা?

৫) আইনি পরামর্শ
জমির দলিল বৈধ কিনা তা নিশ্চিত করার জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত।

৬. দলিলের বয়স:
প্রশ্ন: কত বছরের পুরোনো দলিল বৈধ?
উত্তর: দলিলের বয়সের কোন নির্দিষ্ট সীমা নেই। তবে, 1976 সালের আগের দলিলগুলো "পুরাতন দলিল" হিসেবে বিবেচিত হয় এবং বৈধতা যাচাইয়ের জন্য অতিরিক্ত যাচাই-বাছাই প্রয়োজন হতে পারে।

৭. দলিলের ধরন:
প্রশ্ন: কত ধরণের জমির দলিল আছে?
উত্তর: বাংলাদেশে 4 ধরণের জমির দলিল আছে:
°দাগ নম্বর খতিয়ান
°মৌজা খতিয়ান
°সিএস খতিয়ান
°আরএস খতিয়ান

৮. দলিলের মালিকানা:

প্রশ্ন: দলিলে একাধিক মালিকের নাম থাকলে কী করবেন?
উত্তর: সকল মালিকের সম্মতি ছাড়া জমি বিক্রি করা যাবে না। মালিকানা পরিবর্তনের জন্য সকলের স্বাক্ষর এবং সম্মতি প্রয়োজন।

৯. দলিলের মিউটেশন:

প্রশ্ন: মিউটেশন কী?
উত্তর: মিউটেশন হলো জমির মালিকানা পরিবর্তনের নথিভুক্তি প্রক্রিয়া। নতুন মালিকের নাম খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য মিউটেশন করা আবশ্যক।

১০. দলিলের জালিয়াতি:
প্রশ্ন: জাল দলিলের বৈশিষ্ট্যগুলো কী কী?
উত্তর: জাল দলিলে ভুল বানান, অস্পষ্ট তথ্য, মিথ্যা স্বাক্ষর, এবং অসঙ্গতিপূর্ণ তথ্য থাকতে পারে।

১১. দলিল যাচাই:
প্রশ্ন: জমির দলিল যাচাই করার সর্বোত্তম উপায় কী?
উত্তর: সাব-রেজিস্ট্রার অফিস: আপনি যেখানে জমি অবস্থিত সেখানকার সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে দলিলের মূল কপি এবং খতিয়ানের সাথে মিলিয়ে দেখতে পারেন।

ভূমি অফিস: আপনি যেখানে জমি অবস্থিত সেখানকার ভূমি অফিসে গিয়ে দলিলের তথ্য অনলাইনে যাচাই করতে পারেন।
আইনজীবীর পরামর্শ: একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া জমির দলিলের বৈধতা যাচাই করার সবচেয়ে নির্ভরযোগ্য উপায়।

১২. দলিল সংক্রান্ত আইনি জটিলতা:

প্রশ্ন: জমির দলিল সংক্রান্ত আইনি জটিলতা সমাধানের জন্য কী করবেন?
উত্তর: জমির দলিল সংক্রান্ত আইনি জটিলতা সমাধানের জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করা উচিত।

উল্লেখ্য: এই তথ্যগুলো শুধুমাত্র সাধারণ ধারণার জন্য। জমির দলিলের বৈধতা যাচাই করার।
Copy post
Help Repost....✒️

゚viral #দলিল

◾যোগ্যতার ৪টি উপাদান:১। জ্ঞান  ২। দক্ষতা  ৩। মূল্যবোধ ও ৪। দৃষ্টিভঙ্গি১. জ্ঞান  :  গাড়ি চালানোর নিয়ম কানুন জানা হলো জ্ঞা...
11/06/2024

◾যোগ্যতার ৪টি উপাদান:
১। জ্ঞান ২। দক্ষতা ৩। মূল্যবোধ ও ৪। দৃষ্টিভঙ্গি

১. জ্ঞান : গাড়ি চালানোর নিয়ম কানুন জানা হলো জ্ঞান।
২. দক্ষতা : গাড়ি ভালোভাবে চালাতে পারা হলো দক্ষতা।
৩. দৃষ্টিভঙ্গি : সিগন্যালে গাড়ি নেই, সার্জেন্টে নেই , আপনি নিয়ম মানবেন কিনা, সেটা আপনার দৃষ্টিভঙ্গি।
৪. মূল্যবোধ : সব সময় নিয়ম মেনে গাড়ি চালানোর প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হওয়া হলো মূল্যবোধ।

🍀যোগ্যতা : নিয়ম কানুন মেনে ভালো ভাবে গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছাতে যেতে পারা হচ্ছে তার যোগ্যতা।

মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই।ওরা এখন কোথায়???
07/06/2024

মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই।
ওরা এখন কোথায়???

বাস্তবতা মানে না কেউ
05/06/2024

বাস্তবতা মানে না কেউ

আপনি সচেতন হন, অন্যকে সচেতন করুন। বিড়ম্বনার আরেক নাম ডিজিটাল প্রিপেইড মিটার। এই মিটার ব্যবহার করতে গিয়ে ইতিমধ্যেই বিরক্ত...
04/06/2024

আপনি সচেতন হন, অন্যকে সচেতন করুন।
বিড়ম্বনার আরেক নাম ডিজিটাল প্রিপেইড মিটার।
এই মিটার ব্যবহার করতে গিয়ে ইতিমধ্যেই বিরক্তির সীমা ছাড়িয়ে গেছে।
অত্যন্ত এটা খুবই বাজে অভিজ্ঞতা।
১. ধরুন আপনি ৫/৭দিনের জন্য বাড়ির বাইরে আছেন এখন টাকা শেষ হয়ে গেলো। তো আপনার ঘরের ফ্রিজে থাকা সকল দ্রুব্য পচে যাবে।
২. ধরুন এমন সময়ে আপনার টাকা শেষ হয়ে গেলো তখন আপনার হাতে টাকা নেই। হয়তো দুই/তিন দিন পরে আপনার টাকা হবে।
তাহলে এই দুই/তিন দিন কিভাবে চলবে? হয় আপনাকে বিদ্যুৎবিহীন থাকতে হবে, নতুবা অনাকাঙ্ক্ষিত ভাবে কারো কাছে টাকা ধার করতে হবে।
এতে আপনার পারসোনালিটি ক্ষতিগ্রস্ত হবে।
৩. ধরুন আপনার মিটারে মধ্যরাতে টাকা শেষ হয়ে গেলো তখন আপনার বিকাশে/নগদে টাকা নেই। বাকি রাতে আপনি বিদ্যুৎ পাচ্ছেন না। গরমে ঘুম হলো না। পরেরদিন আপনার ব্যক্তিগত বা অফিসিয়াল কাজের ব্যাঘাত ঘটবে।
অন্ধকার রুমে আপনি বাথরুম খুজে পাওয়া, দরজা খুজে পাওয়া কষ্টকর হবে। এমনকি কোথাও ধাক্কা খেয়ে আহতও হতে পারেন।
৪. ধরুন আপনার বাড়িতে বৃদ্ধ বাবা-মা থাকেন। তাদের বিকাশে বা দোকানে টাকা রিচার্জ করার অভিজ্ঞতা নেই বা সুযোগ কম। তাহলে তাদের মারাত্মক ভোগান্তিতে পড়তে হবে।
৫. রিচার্জ করার সাথে সাথে একটা বিরাট অংশ সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া কেটে নেয়। এতো টাকা কেনো একজন গ্রাহককে দিতে হবে? এটা অন্যায্য। অন্যায়। জুলুম।
একটা রাষ্ট্র, রাষ্ট্রের প্রধান ম্যানেজমেন্ট এভাবে নিরীহ মানুষের উপরে জুলুম করতে পারে না।
তাদের সেই অধিকার নেই। এমন অন্যায্য একটা বিষয় আইনগত ভাবে অধিকার থাকাও অনুচিত।

এটা অন্যায়।
এটা জুলুম।
এই জুলুম বন্ধ হোক----
Post by Collected
#প্রিপেইডমিটারবর্জনকরুন
#পূর্বেরমিটারব্যবহারকরুন

হে আল্লাহ নোয়াখালী বাসিসহ বাংলাদেশের সকল জেলার মানুষকে ঘূর্ণিঝড় রিমালের হাত থেকে রক্ষা করো-আমিন 🤲
27/05/2024

হে আল্লাহ নোয়াখালী বাসিসহ বাংলাদেশের সকল জেলার মানুষকে ঘূর্ণিঝড় রিমালের হাত থেকে রক্ষা করো-আমিন 🤲

শেষ হল দীর্ঘ দুই মাসের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। দীর্ঘ ১০ বছর পর আবারও শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ফাইনালে সানরা...
26/05/2024

শেষ হল দীর্ঘ দুই মাসের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। দীর্ঘ ১০ বছর পর আবারও শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে কোন পাত্তাই দেয়নি তারা। এবারের আইপিএলে যেমন রান হয়েছে, তেমনি ব্যাটারদের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছে বোলাররাও।

২ বছর আগে কিম জং উনের এক কাহিনী শুনেছিলাম। উত্তর কোরিয়ার ফুটবল টিম ২০১০ বিশ্বকাপে নাস্তানাবুদ হয়ে দেশে ফেরার পর কিম সেই ...
24/05/2024

২ বছর আগে কিম জং উনের এক কাহিনী শুনেছিলাম। উত্তর কোরিয়ার ফুটবল টিম ২০১০ বিশ্বকাপে নাস্তানাবুদ হয়ে দেশে ফেরার পর কিম সেই দলের সব খেলোয়াড়দের কিড*ন্যাপ করে কয়লার খনিতে শ্রমিক হিসাবে পাচার করে দিয়েছিলেন এবং আর কোনোদিন ফুটবল খেলতে দেন নি। তখন কিম জং উনের উপর অনেক মেজাজ খারাপ হয়েছিলো।

কিন্তু এখন আর সেই অনুভূতি নেই। আমাদের দেশেও অনেক বড় একটা কয়লার খনি আছে বড়পুকুরিয়ায়। এ মায়ের দোয়া ক্রিকেট টীম কে যদি কাজে লাগানো যায়।😄

24/05/2024

যখন কেউ একজন আপনার কাছে দোয়া চাইবে,,তখন সাথে সাথে তার জন্য দোয়া করে দিবেন। পরে তার কথা আপনার মনে নাও থাকতে পারে। আর অন্যের জন্য দোয়া করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন
প্লিজ ১ বার পড়ে দিয়েন,,,,
"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ্, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়্যুম।’

দোয়াটা পড়ে আমিন লিখে দিবেন অনুরোধ রইল।
৪০ জন আমিন বল্লে ওই দোয়া কবুল হয় আল্লাহ যেন আমার মনের নেক আশা পূরন করে দেয়,, মাবুদ যেন আমার দোয়া কবুল করেন!
ইয়া জাল জালালি ওয়াল ইকরাম..,
আল্লাহুম্মাগ ফিরিলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি,
ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি

আমিন 🤲

প্রথমে একটি খেজুর নিন। তারপর খেজুরের ভিতরের আঁটিটা হাতে নিন।দেখবেন সেটা একটা হালকা আবরণে বেষ্টিত।এরপর সেটার পেটের কাটা অ...
15/05/2024

প্রথমে একটি খেজুর নিন।
তারপর খেজুরের ভিতরের আঁটিটা হাতে নিন।
দেখবেন সেটা একটা হালকা আবরণে বেষ্টিত।

এরপর সেটার পেটের কাটা অংশের দিকে খেয়াল করলে দেখবেন একটা সুতা আলগা হয়ে আছে।

তারপর পেটের উল্টা দিকের ঠিক মাঝখানে দেখবেন একটা বিন্দু আছে।

এবার নিচের আয়াত তিনটা মনযোগ দিয়ে লক্ষ্য করুন।

(এক)
وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ (فاطر: ১৩

“আর তোমরা আল্লাহ ব্যতিত যাদেরকে ডাকো, তারা খেজুরের তুচ্ছ আঁটির আবরণেরও অধিকারী নয়।“

এখানে ‘ক্বিতমির’ শব্দটিই হলো সেই আবরণ যার দ্বারা খেজুরের আঁটি বেষ্টিত থাকে।

(দুই)
فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَٰئِكَ يَقْرَءُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلا (الإسراء: ৭১

“যাদেরকে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি ‘ফাতিল’ পরিমানও জুলুম করা হবেনা।“

আর এখানে ‘ফাতিল’ হলো সেই আলগা সুতা যা আঁটির পেটের কাটা অংশে দেখা যায়।

(তিন)
وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا ( النساء: ১২৪

কোনো পুরুষ কিংবা নারী ইমান থাকা অবস্থায় যদি ভালো কাজ করে, তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রতি ‘নাক্বির’ পরিমান জুলুম করা হবেনা।“

আর এখানে ‘নাক্বির’ মানে হলো আঁটির পিঠের ঠিক মাঝখানে থাকা সূক্ষ্ম বিন্দুটি।

সুবহানাল্লাহ, কি অনন্য আর নিখুঁত উপমা দিয়েছেন আল্লাহ!

সুবহানাল্লাহি ওবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম!

12/05/2024

➪যি*না কারীর লজ্জা স্থানের দূর্গন্ধে জা*হা*ন্নাম বাসী অস্থির হয়ে উঠবে😭
➪যি*না কাকে বলে?
কোন কাজ গুলো যি*না?
যি*না সম্পর্কে বিস্তারিত জেনে নিন এবং যি*না করার পূর্বে এই হাদীসটি একবার পড়ে নিন!!
➪যি*না কী?
➪শুধুই অবৈধ ভাবে মেলামেশা করাকেই যিনা বলা হয়?
☞︎︎︎উত্তর, "না" !!
●হাদীসের ভাষায় যি*না বহু প্রকারে বিভক্ত। যেমনঃ ১.কোন বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চোখের যি*না!
২.যৌ*নতা সম্পর্কিত অ*শ্লীল কথাবার্তা বলা জিহ্বার যি*না!
৩.বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধ ভাবে কাউকে স্পর্শকরা হাতের যি*না!
৪.ব্যা*ভি-চারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের যি*না!
৫.সে সম্পর্কিত খারাপ কথা শোনা কানের যি*না।
৬.যি*নার কল্পনা করা ও আকাংখা করা মনের যি*না!
৭.অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়!
-(বুখারী, মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে আন-নাসাঈ)!
➪অথচঃ আমরা কেবলমাত্র সর্বশেষ ধাপ টিকেই যি*না মনে করে থাকি! এবার ভেবে দেখুন আপনি এসব কাজের কোনো একটির সাথে জড়িত ননতো?
➪যি*না স্পষ্ট হারামঃ
মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যি*নাকে হারাম ঘোষণা করে বলেন -------"তোমরা যি*নার ধারের কাছেও যাবে না। কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ।"
___(সূরা বনী-ইসরাঈল-৩২)___
➪যি*নার শা*স্তিঃ
যি*নার শা*স্তি অত্যন্ত ভয়াবহ!
★রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম বলেছেন...
👉"আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম। যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত। আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল এবং ভিতরে নারী পুরুষরা চিল্লাচিল্লি করছিলো! আগুনের শিখা উপরে আসলে তারাও উপরে উঠছে, আবার আগুন স্তিমিত হলে তারা নিচে যাচ্ছিলো! সর্বদা তাদের এঅবস্থা (এমন)চলছিলো! আমি জিবরাঈল(আঃ)কে জিজ্ঞেস করলাম, এরা কারা???"
➪জিবরাঈল(আঃ) বললেন_ "তারা হলো অবৈধ যৌ"ন*চারকারী নারী ও পুরুষ!"
___°(বুখারী শরীফ)°___
➪যি*না কারীর ল*জ্জা স্থানের দূর্গন্ধে জাহান্নাম বাসী অস্থির হয়ে উঠবে!
-সেদিন যি*না কারীকে পিপাসা মেটানোর জন্য এই পঁচা পানিই পান করতে দেওয়া হবে!
➪তাই সবারই উচিত প্রেমিক-প্রেমিকা নামের বিবাহ বহির্ভূত এই সব শয়-তানি সম্পর্ক বাদ দেওয়া এবং অবৈধ প্রেমিক/প্রেমিকা'কে আশা না করে তা ত্যগ করে আল্লাহর কাছে তওবা করা।
__আমিন 😥🤲🥲

একটা বিয়ের আংটি ❤️‍🔥বাকী গুলো বিয়ের পর সমস্যা সমাধানের আংটি🙂
11/05/2024

একটা বিয়ের আংটি ❤️‍🔥
বাকী গুলো বিয়ের পর সমস্যা সমাধানের আংটি🙂

কাল রাতে পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছিলাম। পাশেই রুটির দোকান। অনেকেই রুটির জন্য অপেক্ষা করছেন।একটা লোক বাইক থামিয়ে, সীটে বসেই ...
08/05/2024

কাল রাতে পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছিলাম। পাশেই রুটির দোকান। অনেকেই রুটির জন্য অপেক্ষা করছেন।

একটা লোক বাইক থামিয়ে, সীটে বসেই হেঁকে উঠলো.. ”ফটাফট দশটা রুটি দাও।"

বলেই সিগারেট ধরিয়ে আবার.." জলদি করো, তাড়াতাড়ি। "

ভাবলাম কোনো হোমরাচোমরা ব্যস্ত বাগীশ লোক হবে হয়তো। কিন্তু রুটিওয়ালার কোনো হেলদোল নেই।
তিনি পরপর গ্রাহক ছাড়তে লাগলেন।

আরও দু-তিনবার রুটি চাওয়ার পরও যখন দোকানী ভদ্রলোক পরপরই দিয়ে যাচ্ছেন, লোকটা এবারে খেঁকিয়ে উঠলো..” কি ব্যাপার, কথা কানে যাচ্ছে না? তারাতাড়ি রুটি দিতে বলছি যে।"

উত্তরে রুটিওয়ালা ভদ্রলোক যা বললেন, তাতে আমার তো মনে হয়না পৃথিবীর কেউ আর রুটির জন্য তাড়াতাড়ি করবে।

উনি বললেন : " মাস্তানি করবেন না দাদা। চুপচাপ লাইনে দাঁড়ান। আপনি যদি সত্যিই মস্তান হতেন, তো বাড়িতেই বউকে দিয়েই রুটি বানিয়ে নিতেন। "

" বাড়ি ঘর জায়গা জমি সন্তানদের লিখে দিবেন না । আপনার ঘরে আপনি বসবাস করবেন । দরকার হলে ছেলে মেয়েরা  বাড়ি ঘর তৈরি করে '...
06/05/2024

" বাড়ি ঘর জায়গা জমি সন্তানদের লিখে দিবেন না । আপনার ঘরে আপনি বসবাস করবেন । দরকার হলে ছেলে মেয়েরা বাড়ি ঘর তৈরি করে 'যৌবনাশ্রমে ' থাকবে " :

পরিণত বয়সে এসে আমাদের অনেকেরই হয়তো কাজেও লাগতে পারে গল্পটি!!!

"যৌবনাশ্রম খুঁজে দেখো!"

আব্দুর রহমান সাহেব ক'মাস ধরেই কিছু আঁচ করছিলেন। উনি তিন বছর হয় রিটায়ার করেছেন। সরকারী উচ্চপদে ছিলেন। ভাল অঙ্কের পেনশন পান। স্ত্রী গত হয়েছেন বহুদিন আগে।

দুটি ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন। বাবা এবং মায়ের দুজনের স্নেহ দিয়ে ভালভাবে লেখাপড়া করে তারা প্রতিষ্ঠিত হয়েছে। তারপর বড় ছেলের বিয়ে দিলেন। একটি নাতি হল। উনার মনে আর আনন্দ ধরে না ।

এরপর ছোট ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে বাবাকে জানালে তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন। রিটায়ারের আগেই বড় ছেলের বিয়ে হয়েছিল। তারপর ছোট বৌমা এল।

আব্দুর রহমান সাহেব এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান। সংসারের অনেকটা ব্যয় ভার বহন করেন।

একদিন ইজি চেয়ারে বসে সকালে কাগজ পড়ছেন বড় বৌমার গলা পেলেন, আজ বাজার শর্ট আছে.রাতে রান্না হবে না। সে চাকরী করে। বলছে জা কে।

এ বাড়িতে ছেলেদের জন্মের আগে থেকে কাজের মেয়ে জয়নব আছে। সে তাঁর ছেলেদের থেকে বেশ কিছুটা বড়। জয়নব মাতৃহারা দুই ছেলেকে অপার স্নেহে আগলে রেখেছিল।

সে বলল--ভাইজানরা কেউ এনে দেবে।

বড় বৌ বলল--কেন বাবা তো বসে আছেন বাজারটা রোজ করলেই পারেন।

আব্দুর রহমান সাহেবের কানে কথাটা বাজল। বুঝলেন সংসারে তাঁর প্রয়োজন ফুরিয়েছে।

নিজের মনকে বললেন-- মন তুই তৈরী থাক।

এরপর থেকে বৌদের নানা আচরণে তাঁর প্রতি বিরূপতা প্রকাশ পেতে থাকল।

একদিন সকালে বড় ছেলে রাগত গলায় বৌকে বলছে--আমার শার্টটা লণ্ড্রী থেকে আনা হয়নি?

বড় বৌ বললো-- না যাবার সময় হয়নি।

বড় ছেলে -বাবা একটু আনতে পারল না? সারাদিন তো বসেই থাকে।

আব্দুর রহমান সাহেবের কানে গেলে ভাবলেন-- যুগধর্ম!

এরপর একদিন এক ছুটির দিনে সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন--সবাই আগে ভাগেই উপস্থিত।

জয়নব প্লেটে গরম লুচি, আলু ভাজি আর সন্দেশ পরিবেশন করছে।

বড় ছেলে বলল --বাবা একটা কথা ছিল।

আব্দুর রহমান সাহেব বুঝলেন এরা সকলে কিছু প্ল্যান করেছে। বললেন, বল।

বড় ছেলে বললো, জানো বাবা কাল অফিসের কাজে গাজীপুর গিয়েছিলাম। কাজের ফাঁকে সময় পেয়ে ওখানকার দর্শনীয় জায়গা গুলো দেখতে বেড়িয়েছিলাম। দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে। দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে শেষ জীবনটা থাকতে পারো। আমরা যাব আসব। কিরে ভাই কি বলিস?

ছোট ছেলে বলল, বেশ ভালো হবে।

আব্দুর রহমান সাহেব হেসে বললেন--সব তো শুনলাম। কিন্তু বাবারা তোমরা যেমন আমার জন্য ভাবো, আমিও তোমাদের জন্য ভাবি। তাই আমারও একটা প্রস্তাব আছে তোমাদের জন্য। তোমরাই বরং যুতসই এবং মনোরম পরিবেশের একটা যৌবনাশ্রমের খোঁজ করে নিয়ে সেখানে গিয়ে থাকোনা কেন। বাড়ীটাতো আমারই, পেনশনও পাই ভাল। জয়নব মাকে নিয়ে আমরা বাপ বেটিতে বেশ ভালই থাকব। তোমরাও আসবে যাবে।

এই ভাবে তিনি এক ছক্কায় বাজীমাত করে দিলেন। জয়নবকে বললেন--জয়নব মা, লুচিগুলো ঠাণ্ডা হয়ে গেল। গরম গরম নিয়ে আয় তো।

ছেলেরা আর ছেলেদের বৌয়েরা রীতিমতো হতভম্ব হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে বসে রইলো.....!!

দিন কাল পালটাচ্ছে। তাই যোগ্য জবাব দেবার জন্য তৈরী থাকা উচিৎ ........

তা নাহলে ভবিষ্যতে বড় বিপদে পড়তে হতে পারে।

🪺🌿🍂🫒🍁☘️🌶️©️🌶️☘️🍁🫒🍂🌿🪺

বিড়ম্বনার আরেক নাম ডিজিটাল প্রিপেইড মিটার। এই মিটার ব্যবহার করতে গিয়ে ইতিমধ্যেই বিরক্তির সীমা ছাড়িয়ে গেছে। অত্যন্ত এটা খ...
05/05/2024

বিড়ম্বনার আরেক নাম ডিজিটাল প্রিপেইড মিটার। এই মিটার ব্যবহার করতে গিয়ে ইতিমধ্যেই বিরক্তির সীমা ছাড়িয়ে গেছে।
অত্যন্ত এটা খুবই বাজে অভিজ্ঞতা।
১. ধরুন আপনি ৫/৭দিনের জন্য বাড়ির বাইরে আছেন এখন টাকা শেষ হয়ে গেলো। তো আপনার ঘরের ফ্রিজে থাকা সকল দ্রুব্য পচে যাবে।
২. ধরুন এমন সময়ে আপনার টাকা শেষ হয়ে গেলো তখন আপনার হাতে টাকা নেই। হয়তো দুই/তিন দিন পরে আপনার টাকা হবে। তাহলে এই দুই/তিন দিন কিভাবে চলবে? হয় আপনাকে বিদ্যুৎবিহীন থাকতে হবে, নতুবা অনাকাঙ্ক্ষিত ভাবে কারো কাছে টাকা ধার করতে হবে। এতে আপনার পারসোনালিটি ক্ষতিগ্রস্ত হবে।
৩. ধরুন আপনার মিটারে মধ্যরাতে টাকা শেষ হয়ে গেলো তখন আপনার বিকাশে/নগদে টাকা নেই। বাকি রাতে আপনি বিদ্যুৎ পাচ্ছেন না। গরমে ঘুম হলো না। পরেরদিন আপনার ব্যক্তিগত বা অফিসিয়াল কাজের ব্যাঘাত ঘটবে।
অন্ধকার রুমে আপনি বাথরুম খুজে পাওয়া, দরজা খুজে পাওয়া কষ্টকর হবে। এমনকি কোথাও ধাক্কা খেয়ে আহতও হতে পারেন।
৪. ধরুন আপনার বাড়িতে বৃদ্ধ বাবা-মা থাকেন। তাদের বিকাশে বা দোকানে টাকা রিচার্জ করার অভিজ্ঞতা নেই বা সুযোগ কম। তাহলে তাদের মারাত্মক ভোগান্তিতে পড়তে হবে।
৫. রিচার্জ করার সাথে সাথে একটা বিরাট অংশ সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া কেটে নেয়। এতো টাকা কেনো একজন গ্রাহককে দিতে হবে? এটা অন্যায্য। অন্যায়। জুলুম।
একটা রাষ্ট্র, রাষ্ট্রের প্রধান ম্যানেজমেন্ট এভাবে নিরীহ মানুষের উপরে জুলুম করতে পারে না।
তাদের সেই অধিকার নেই। এমন অন্যায্য একটা বিষয় আইনগত ভাবে অধিকার থাকাও অনুচিত।
এটা অন্যায়।
এটা জুলুম।
এই জুলুম বন্ধ হোক----
collected

একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ◑ দুধে: ফরমালিন।◑ গরুর দুধ বৃদ্ধিতে: পিটুইটারী গ্ল্যান্ড ইনজেকশন। ◑ মাছে: ফরমাল...
30/04/2024

একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ
◑ দুধে: ফরমালিন।
◑ গরুর দুধ বৃদ্ধিতে: পিটুইটারী গ্ল্যান্ড ইনজেকশন।
◑ মাছে: ফরমালিন।
◑ শাকসবজি টাটকা রাখতে: কপার সালফেট।
◑ আম, লিচু জাম পাকাতে: কারবাইড।
◑ আম, লিচু, জাম সংরক্ষণে: ফরমালিন।
◑ ফল গাছে থাকতেই: হরমোন ও কীটনাশক।
◑ তরমুজে সিরিন্জ দিয়ে দেয়: পটাশিয়াম পার ম্যাঙ্গানেট।
◑ কলা পাকানো হয়: ক্যালসিয়াম কারবাইড।
◑ কফি পাউডারে: তেঁতুলের বিচির গুড়া।
◑ মসলায়: ইটের গুড়া।
◑ হলুদে: লেড ক্রোমেট/ লেড আয়োডাইড।
◑ মুড়িকে ধবধবে সাদা ও বড় করতে: হাইড্রোজ ও ইউরিয়া।
◑ দীর্ঘক্ষন মচমচে রাখার জন্য জিলিপি, চানাচুরে: পোড়া মবিল।
◑ আকর্ষণীয় করতে আইসক্রিম, বিস্কুট, সেমাই, নুডলস ও মিষ্টিতে: কাপড় ও চামড়ায় ব্যবহৃত রং।
◑ ফলের রস তৈরী: ক্যামিকেলস দিয়ে।
◑ বিদেশী মেয়াদোত্তীর্ণ খাদ্য/ঔষধ/ক্যামিকেলস: নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে।
◑ চাল চকচক করতে: ইউরিয়া।
◑ পিয়াজু, জিলাপিতে: এমোনিয়া।
(সূত্র: ইত্তেফাক, পৃষ্ঠা: 2, তারিখ: 26/05/2018)
আরও আছে...
◑ পানি-২০ লিটার (২ টাকা গ্লাস) অধিকাংশই অটোমেশিনে নয় হাতে ঢালা হয়। পারক্সাইড দিয়ে নয় নাম মাত্র পানিতে ধুয়া হয়।
◑ ফলে হরমোন প্রয়োগ করা হয়।
◑ সবুজ ফল ও শাকশব্জিতে কাপড়ের সবুজ রঙ ব্যাবহার হয়, সসেও তাই।
◑ খামারের মুরগিতে বিশাক্ত ক্রোমিয়াম, লেড আর এন্টিবায়োটিক তো আছেই, চাষের মাছেও তাই।
◑ জুস, লাচ্ছি তো উচ্চ মাত্রার প্রিজারভেটিভ।
◑ রুহ আফজাহ আর হরলিক্স তো প্রমানে অপারগ যে এতে আসলে কল্যাণকর কিছু আছে।
◑ মসল্লায় আলাদা রঙ (মেটালিক অক্সাইড)।
◑ সরিষার তেলে ঝাঁজালো ক্যামিকেল।
◑ সয়াবিনে পামওয়েল।
◑ শুটকিতে কিটনাশক।
◑ কসমেটিক্সে ক্যান্সারের উপাদান লেড, মারকারি ও ডাই।
কি খাবেন? কিভাবে খাবেন? একটু ভাবেন! অন্যকেও ভাবতে দিন। বাঙালির আরো অনেক আবিষ্কার আছে যা আমরা হয়তো জানি না। আমরা এক রাতে ধনী হতে চাই এই জাতিকে ধ্বংস করার বিনিময়ে। আসুন আমরা সবাই মিলে এই চক্রকে প্রতিহত করি। জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাই...
সংগৃহিত

৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন সবাই একটু শীতল জায়গায় আশ্রয় খুঁজতে ব্যস্ত!ঠিক তখন'ই একজন যোদ্ধা তীব্র রোদে পুড়ে গায়ে ক...
28/04/2024

৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন সবাই একটু শীতল জায়গায় আশ্রয় খুঁজতে ব্যস্ত!

ঠিক তখন'ই একজন যোদ্ধা তীব্র রোদে পুড়ে গায়ে কাঁদা, পাথর মেখে তীব্র গতিতে তার কাজ চালিয়ে যাচ্ছেন!

__ কারণ সন্ধ্যা বেলা তিনি বাজার না নিয়ে ঘরে ফিরলে রাতে হয়তো পরিবারের সদস্যদের ঠিক মতো কয়টা খাওয়া হবে না..! 🖤

তিনি হচ্ছেন আপনার আমার বাবা 💚

ভালো থাকুক পৃথিবীর সকল বাবা।

💥আসছে নওতাপ ২০২৪🔥☀️🔥NASA রা জানিয়েছেন যে আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর...
27/04/2024

💥আসছে নওতাপ ২০২৪🔥☀️🔥

NASA রা জানিয়েছেন যে আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে, সেই সময়টায় সবেচেয়ে বেশি গরম পড়ে। আগামী ২৫ মে ৩টে ১৬ মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। ১৫ দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই ১৫ দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়। *সূর্য রোহিণী নক্ষত্রে ১৫ দিন থাকলেও তার মধ্যে প্রথম ৯ দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। এই ৯ দিনকে নওতাপ বলা হয়। এই বছর নওতাপ চলবে আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত।*

🌡️🌞 সাবধানে থাকবেন সবাই 🙂

ধানমন্ডির ভেতরের একটা রোডের পাশে এরকম দুইটা পানির পয়েন্ট খুঁজে পেলাম। বাড়িওয়ালা এভাবে বাড়ির বাইরের ওয়ালের সাথে পানির ট্য...
26/04/2024

ধানমন্ডির ভেতরের একটা রোডের পাশে এরকম দুইটা পানির পয়েন্ট খুঁজে পেলাম। বাড়িওয়ালা এভাবে বাড়ির বাইরের ওয়ালের সাথে পানির ট্যাপ লাগিয়ে দিয়েছে, সেই পানি আবার ফিল্টারকৃত, যাতে নির্দ্বিধায় সবাই পান করতে পারে। পথচারীরা প্রয়োজনমাফিক পানি পান করতে পারে নিজেদের মত করে সম্পূর্ণ বিনামূল্যে। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে পেলাম রিক্সাওয়ালা মামারা রিক্সা দাঁড় করিয়ে এই পয়েন্টগুলো থেকে পানি পান করে, মনে হলো তারাই হয়ত সবচেয়ে বেশি ব্যবহার করে এই ট্যাপগুলো। তীব্র এই গরমের ভেতর সবাই যখন প্রচণ্ড তৃষ্ণা নিয়ে ছুটে বেড়াচ্ছে, তখন এই পানি অনেকের জন্য স্বস্তির নিঃশ্বাস বয়ে আনে।

আমি জানিনা এই বাড়িওয়ালা কারা, তবে এই মহৎ উদ্যোগ দেখে তাদের জন্য মনের ভেতর থেকেই দোয়া চলে আসলো। এই ব্যাপারটা পোস্ট করলাম এজন্যই যাতে ইনাদের দেখাদেখি আরও অনেকে এরকম মানবহিতৈষী উদ্যোগ নেওয়ার প্রতি অনুপ্রেরণা পায়। প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সামর্থ্যবানরা যদি সামান্যতম হলেও এরকম চেষ্টাটুকু জারি রাখে, তাহলে আমাদের চারপাশটা অনেকবেশি সুন্দর হওয়া সম্ভব।
Collect.

 # বামের প্রথম ছবিতে, সাধারণত ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তার পিচ গলার সম্ভাবনা নাই। যদি বিটুমিন ব্যবহার না করে...
24/04/2024

# বামের প্রথম ছবিতে,
সাধারণত ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তার পিচ গলার সম্ভাবনা নাই। যদি বিটুমিন ব্যবহার না করে তাহলে গলার সম্ভাবনা আছে। কারণ, বিটুমিন ১০০ ডিগ্রি তাপমাত্রাতেও গলে না। যদি বিটুমিনের পরিবর্তে 'টার' ব্যবহার করে তবেই এরকম ঘটতে পারে, কারণ 'টার' ৪০ ডিগ্রিতেই নরম বা গলতে পারে।

সাউদি আরব কাতার কুয়েতে প্রায় ৪০~৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও হয়ে থাকে সেখানে পিচ গলেনা কারণ ১০০% বিটুমিন ব্যবহার করা হয়ে থাকে। এখন আপনি হিসেব করে দেখেন আমাদের রাস্তায় বিটুমিনের পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে !

ভিন্ন তথ্য মোতাবেক, সাউদি, কাতার দুবাই ইউরোপ আমেরিকার চেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল খরচের রাস্তা কিন্তু বাংলাদেশেই হয়ে থাকে ।

# ডানের ছবিতে ,
এই দাবদাহে, বয়স্ক রিকশা চালকদের রিকশায় যাতায়াত এড়িয়ে চলুন।
তাদের দেখলে সাধ্যমতো আর্থিক সহযোগিতা করুন। এই গরমে বৃদ্ধ রিকশা চালক (বিশেষ করে পেডেল রিকশাচালক) অনেক কষ্টে আছেন, তাদের সহযোগিতা করুন।

এত সোজা!! বেচে যাবো,পার পেয়ে যাবো!!!পাপ কখনো বাপকেও ছাড়ে না,কিছু পাপের লিস্ট বলি, # বনভূমি উজাড় করার তালিকায় আমরা শীর্ষে...
23/04/2024

এত সোজা!! বেচে যাবো,পার পেয়ে যাবো!!!
পাপ কখনো বাপকেও ছাড়ে না,
কিছু পাপের লিস্ট বলি,
# বনভূমি উজাড় করার তালিকায় আমরা শীর্ষে অবস্থান করছি।
#2001থেকে 2020 সাল পর্যন্ত আমরা 94 হাজার একর বনভূমি উজাড় করেছি
#2020 সালে করোনা কালীন সময়ে ও বনভূমি কমেছে 50হাজার একর,
#কক্সবাজারে পেয়ারা বনের মতো এক বিশাল বন এখন আর নেই
#সুন্দরবন উজাড় হবার পথেই আছে 🙂
#2009 সালে এর আয়তন ছিলো প্রায় ৬০০০ হাজার একর।বর্তমানে তা ৪০০০ হাজার একরে নেমে এসেছে।
#গাজীপুর ও টাংজ্ঞাইলে ৬০,০০০(ষাট হাজার) একর বনভূমি দখলে চলে গেছে রিসোর্ট মালিকদের।
#যেখানে 25 শতাংশ বনভূমি থাকা উচিৎ সেখানে বর্তমানে আছে 7 থেকে ৮ শতাংশ।
রাস্তা ঘাট করতে গেলে সবার আগে গাছ কাটা হয়,

যশোরের একটা রাস্তার কথা অনেকের ই মনে আছে হয় তো,বাংলাদেশ অংশের সেই রাস্তায় অনেক শতবর্ষি গাছ ছিলো, সেগুলোকে কেটে রাস্তা বানানোর কাজ করার পরিকল্পনা নিয়েছিলো বাংলাদেশ।অথচ একই রাস্তার ভারত অংশে তারা গাছ না কেটেই রাস্তা বড় করেছে।কি মাথা এই দেশে,তাই না!!!!!
শান্তির মা মইরা গেছে, এখন থেকে প্রতিবছর গরমে সবাই পুরে ফ্রাই হবো আমরা।আর কিছু বড়লোক ইতর শ্রেণী এসি কিনে দেশটাকে আরো জাহান্নামে নিয়ে যাবে।সেজন্য এসি কোম্পানি গুলো ও মোটামুটি উঠেপড়ে লেগেছে।

#এই বছর ওয়ালটন ও গ্রী এসি নয় লক্ষ এসি বিক্রির টার্গেট দিয়েছে। যা ইতিহাসে সব চেয়ে বেশি।আহা কি আনন্দ আকাশে বাতাসে।

20 বছরের এই দীর্ঘ ক্ষতি 50 বছরেও পোষানো যাবে কি না কে জানে।
আর এই ক্ষতির দায় বা কে নেবে আর কেই বা প্রতিশ্রুতি দেবে আর গাছ অযথা কাটা হবে না,প্রচুর বনায়ন করা হবে। কেউ নেই এই কথা বলার এই কাজ করার।

আছে প্রতিদিন নোংরা বেহাইয়া টিকটক করার মনমানুষিকতা নিয়ে। আর ইউটিউবে কিছু সস্তা কনটেন্ট দিয়ে দু পয়সা আয়ের ধান্ধা নিয়ে।
ইতর গুলোর কোন সেন্সই নেই কি হতে চলেছে।
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আমিন💔💔

বিশ্ব রেকর্ডটা গাছ রোপণ করেও হতে পারতো।
22/04/2024

বিশ্ব রেকর্ডটা গাছ রোপণ করেও হতে পারতো।

*আজ মানুষ অনুভব করছে খুব গরম, কিন্তু কতদিন তারা এসির সাহায্য নেবে, আজ পুরো দেশে 500 কোটি গাছের প্রয়োজন।**এটা তো সবে শুরু...
20/04/2024

*আজ মানুষ অনুভব করছে খুব গরম, কিন্তু কতদিন তারা এসির সাহায্য নেবে, আজ পুরো দেশে 500 কোটি গাছের প্রয়োজন।*

*এটা তো সবে শুরু 45°C থেকে 49°C থেকে 55°C থেকে 60°C 'হতে বেশি সময় লাগবে না। 🥵🔥*

*56°C হলে মানুষের বাঁচা মুশকিল হবে। আমাদের এখন থেকে চারা গাছ রোপন করতে হবে; কারন একটি গাছ মোটামুটি বড়ো হতে পাঁচ থেকে সাত 'বছর সময় লাগে।🔥💥*

*'কিছু মাস পরে বৃষ্টি আসতে চলেছে, অবশ্যই দুটি গাছ লাগাবেন 'সরকারের উপর সব ছেড়ে দেবেন না।*

* দয়া করে এই বিজ্ঞপ্তিটি আরো কিছুজনকে পাঠান যাতে বার্তাটি বাড়তে থাকে, গাছই জীবন...

*গাছ লাগান প্রাণ বাঁচান 🌳*

সব রং ধরা শেষ! এবার তিনি আ'ত্মপ্র'কা'শ করতেছেন একদম সাদাসিধে বিধবা হয়ে! এরপরও কি জনগণ গ্রহ'ণ করবে!?অসম্ভব,, আমরা তো তার ...
17/04/2024

সব রং ধরা শেষ! এবার তিনি আ'ত্মপ্র'কা'শ করতেছেন একদম সাদাসিধে বিধবা হয়ে!
এরপরও কি জনগণ গ্রহ'ণ করবে!?

অসম্ভব,, আমরা তো তার রুপ দেইখ্যা তা'লাক দেইনাই,,,তা'লাক দিছি তার জাত দেই'খ্যা!

ব'য়'ক'ট অব্যাহত থাকুক ।

কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এস সি পাশ করা একজন নওমুসলিমকে জিজ্ঞাস করা হয়েছিল আপনি কি দেখে মুসলিম হলেন।তিনি জবাবে বললেন...
13/04/2024

কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এস সি পাশ করা একজন নওমুসলিমকে জিজ্ঞাস করা হয়েছিল আপনি কি দেখে মুসলিম হলেন।

তিনি জবাবে বললেন, হিন্দুদের যারা পূজনীয় ব্যক্তি তাদের আদর্শ যদি পৃথিবীর সর্বত্র বাস্তবায়ন করা হত তাহলে আজ সমাজের অবস্থা কি দাড়াত তা দেখে আমি মুসলমান হয়েছি।

প্রতি হিন্দু যদি আজ শ্রীকৃষ্ণের চরিত্র ধারণ করে যুবতী মেয়েদের কাপড় নিয়ে গাছে উঠে বসে থাকে তাহলে সমাজের অবস্থা কি দাড়াত তা দেখেই আমি মুসলমান হয়েছি।

হিন্দু ধর্মের দেবতাদের কথাগুলা কাগজেকলমে লিখাও লজ্জাকর। যেমন এই বিংশশতাব্দীতেও শীবের লিঙ্গের পূজার ন্যায়ও দৃষ্টান্ত পাওয়া যায়।মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন একসাথে লিঙ্গের উপর ভক্তি করে।এটা খুবি লজ্জা লাগে।এগুলা কি কোন ধর্মীয় কাজ হতে পারে?
আমি এসব দেখতে পারব না বলেই মুসলমান হয়েছি।

আপনি ধ্রুপদীর কথা চিন্তা করুন।একজন মহিলাকে পাচ ভাই স্ত্রীর দাবী করে।আবার সেটাকে হিন্দু ধর্মের লোকেরা তাদের জন্য খুব গৌরবের কাজ মনে করে।এটা নিয়ে তারা খুব গর্ববোধ করে।এসব ভেবে আমি আর হিন্দু ধর্মে থাকতে পারি নাই।

আমি চিন্তা করেছি যে কোথায় হিন্দুদের ভগবান দেবতাদের লীলা আর কোথায় মুসলমানদের নবী রাসুল গণের চরিত্র।আমি এসব চিন্তা ভাবনা করে আর হিন্দু থাকতে পারিনি।

ইসলামের দৃষ্টিতে সত্যিকারের পূণ্যবান ব্যক্তি হচ্ছেন যারা দ্বীনের কথা বলে,আল্লাহর কালাম যারা প্রচার করে। দ্বীন সম্পর্কে তাদের জ্ঞান যথেষ্ট। তাদের চলাফেরা, পোষাক, পাক পবিত্রতা থাকা তাদের ধর্মীয় আদেশ এবং তারা কেউ সংসার ত্যাগী নন।
ইসলামে কাউকে সংসার ত্যাগী হতে বলে না।আমি সম্পুর্ণ কোরআন স্টাডি করেছি,এমন কোনো তথ্য আজও পাইনি।

অন্যদিকে আপনি হিন্দু সাধুদের অবস্থা দেখুন।হিন্দু ধর্মের বেশিরভাগ সাধুদের ধর্মীয়জ্ঞান নেই।অশিক্ষিত, গেরুয়া বসন পরিধানকারী, চিমটাধারী সংসারত্যাগী, ল্যাংটা, শ্মশানে বসবাসকারী। যাদের সঙ্গে কিছু বিধবা নারী কদুর বস হাতে নিয়ে শ্মশানে একত্রে বসবাস করে। কলকাতার কালী মন্দিরের চেহারা তো আরো ভয়ঙ্কর। সেখানের সাধুরা মেয়েদের ন্যায় মাথায় লম্বা চুল রাখে আর সমস্ত শরীরে ছাই মেখে উলঙ্গ হয়ে পড়ে থাকে।সকল হিন্দুরা এসে তাদের কাছ থেকে আর্শীবাদ নিতে আসে।

এসব আমার কাছে পছন্দ হয়নি,বরং এটা সম্পুর্ণ একটা কুসংস্কার, ভ্রান্ত,পথভ্রষ্ট হওয়ার একটা সহজ মাধ্যম। এগুলা দেখে ইসলাম গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ
তথ্যসূত্রঃ- সত্যের ডাক
পৃষ্ঠা নং-৬৪

হিন্দু দাদারা যারা ভুলের মাধ্যমে পড়ে আছেন,আশাকরি আপনারাও এসব কুসংস্কার পরিত্যাগ করে ইসলামের ছায়াতলে আসবেন।আপনাদের অগ্রীম স্বাগতম।
(সংগৃহীত)

বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান অথবা বারবার কোক তুমি বাড়িয়ে দাও দাম!!মার্কেটে স্ট্রং কম্পিটিটর দাঁড়িয়েছে। সাথে মোজো ত...
12/04/2024

বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান অথবা বারবার কোক তুমি বাড়িয়ে দাও দাম!!

মার্কেটে স্ট্রং কম্পিটিটর
দাঁড়িয়েছে। সাথে মোজো তাদের পন্যের মান উন্নত করেছে। এই সময় মার্কেটে দেশি পণ্যের প্রতি পাবলিকের সিমপ্যাথি অনেক বেশি।সাথে আছে ইহুদি ও ইন্ডিয়ার পন্য বয়কট এর আবেগ। দেশের অন্যান্য প্রোডাক্ট গুলো যদি তাদের মান ভালো করে, সামনে প্রত্যেকটা দেশী আইটেম মার্কেট লিডার হওয়ার সম্ভাবনা আছে।
সবাই মিলে আওয়াজ তুলি,
দেশীয় পণ্য, কিনে হই ধন্য।

প্রবাসী দুই ধরনের! এক নাম্বার মিডেলিস্ট আরব দেশ ও মালয়েশিয়ায় সিঙ্গাপুর বুনাই মালদ্বীপ যারা এই দেশ গুলোতে কাজের উদ্দেশ...
09/04/2024

প্রবাসী দুই ধরনের!
এক নাম্বার মিডেলিস্ট আরব দেশ ও মালয়েশিয়ায় সিঙ্গাপুর বুনাই মালদ্বীপ যারা এই দেশ গুলোতে কাজের উদ্দেশ্যে যায় তারা নিজেকে সাধারণ প্রবাসী পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে।

দুই নম্বর যারা ইউরোপ- আমেরিকার মতো উন্নত দেশে কাজের উদ্দেশ্যে যায়। তারা নিজেকে প্রবাসী বলতে চায় না! বলে ইউরোপ থাকি আমেরিকায় থাকি।
এবার মূল কথায় আসি। এক নম্বর প্রবাসীরা মধ্যবিত্ত বা গরিব ধার দেয়ানা করে এশিয়ার দেশে গুলোতে যায় নিজের ভাগ্য চাকা গুরাতে। অনেকে সফল হয় অনেকে দীর্ঘ সময় প্রবাস করতে হয় অল্প টাকা বেতনে। দিন শেষে এরা অনেকেই সুখী।

সময় মত ইচ্ছা করলেই বিয়ে করতে পারে। যে কোন সময় দেশে যেতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল থাকে তাদের অর্থে। বাংলাদেশের মেটো পথের ধারে গ্রামের বেশিরভাগ পরিবার সচ্ছল হয়েছে এসব পরিবারের সন্তানরা এশিয়ার ছোট দেশগুলোতে প্রবাসী হিসেবে যাওয়ার কারণে।
প্রবাস জীবনের একটা সময় পার করে এরা দেশে অবসরে যেতে পারে এবং এদের বেশিরভাগই মৃত্যু মাতৃভূমিতে নসিব হয়। কবরটাও নিজের মা-বাবার পাশে হয়। এদের শেষ স্বপ্ন থাকে প্রবাসের ইনকামের টাকা জমিয়ে নিজদেশে ফিরে যেয়ে কোনরকম ডাল ভাত খেয়ে শেষ জীবন দেশে কাটানো। এরা যদি সুন্দর করে প্ল্যানিং করে দিনশেষে এরাই সবচেয়ে সুখী প্রবাসী।

আর দুই নম্বর প্রবাসী যারা ইউরোপ-আমেরিকা থাকে তারা একটু অহংকারী হয়ে থাকে। আর এরা যেকোনোভাবে ইউরোপ আমেরিকায় ঢুকতে চেষ্টা করে এইসব দেশে যাওয়াই যেন জীবনের সকল সার্থকতা এরা মনে করে। এরপর বৈধ থাকার জন্য জীবনের ১০-১৫ বছর হেলায় ফেলায় নষ্ট করে এর ভিতর জীবন যৌবন বিয়ের বয়স পার হয়ে গিয়ে আঙ্কেলের বয়সে চলে যায় এদের।

একটা সময়ের পর বিয়ে করে এবং নিজের সন্তানের ইনকামে খাওয়ার আগে এদের কবরের টিকেট অনেক ক্ষেত্রে চলে আসে। ইউরোপ আমেরিকা প্রবাসী হওয়ার কারণে সবচেয়ে বেশি লাভবান হয় তাদের আত্মীয়-স্বজন এবং পরিবার।

সবচেয়ে লস হয় তার জীবনের দীর্ঘ সময় একটা গ্রিনকার্ড জন্য অপেক্ষা করতে করতে জীবনটাকে শেষ করে দেয়। একটা সময়ের পর ইউরোপ প্রবাসীদের স্বপ্নের সুন্দর ইউরোপ থেকে নিজের মাতৃভূমির বেশি ভালো লাগে। তখন জীবনের পড়ন্ত বেলা চলে আসে।
পৃথিবীর যত উন্নত দেশে যান না কেন? প্রবাসী হিসেবে? আপনাকে কাজ করেই খেতে হবে এখানে অহংকারের কিছু নেই।

Address

Jeddah

Alerts

Be the first to know and let us send you an email when AL Mamun P2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Jeddah

Show All