Deshi Fellow

Deshi Fellow WHAT EVER YOU DO MAKE SURE YOU START WITH THE NAME OF ALLAH. ALLAH WILL MAKE YOU SUCCESS ON YOUR WORK Hi Saurav Ahamed is here. welcome to my world.
(5)

I am a Muslim, this is the only identification of my life . I have a Message for all you guy's that " Always try to make your life happy" .

মক্কা থেকে সবাইকে ইফতার মোবারক
07/04/2023

মক্কা থেকে সবাইকে ইফতার মোবারক

04/04/2023

কি আছে জেদ্দা এয়ারপোর্টের ভিতরে চলুন দেখে আসি ।

এটা শুধু আগুন বললে ভুল হবে। এটা স্বপ্ন পুড়ে যাওয়ার দৃশ্য। হাজারো মানুষের স্বপ্ন চোখের পলকে শেষ হয়ে গেলো। ঈদকে ঘিরে কতই ন...
04/04/2023

এটা শুধু আগুন বললে ভুল হবে। এটা স্বপ্ন পুড়ে যাওয়ার দৃশ্য। হাজারো মানুষের স্বপ্ন চোখের পলকে শেষ হয়ে গেলো। ঈদকে ঘিরে কতই না স্বপ্ন বুনে রেখেছিলো কতই না আশায় বুক বেধেছিলো। আল্লাহ্ এই রমজান মাসে তাদের পরিবার কে ধৈর্য্য ধরার তৌফিক দান করুন।
📍 বঙ্গ বাজার, ঢাকা
#বঙ্গ_মার্কেট #ঢাকা

ইনশাআল্লাহ্‌ রমজান মাসে বেশি বেশি আমল করি।
02/04/2023

ইনশাআল্লাহ্‌ রমজান মাসে বেশি বেশি আমল করি।

29/03/2023

কি একটা দলের সাথে খেলতে আছে
উইকেট পাওয়ার পর মন খুইলা সেলিব্রেশন ও করতে পারে না ।
স্কোরের দিকে দেখতে হয় আউট হইছে না হয় নাই🤣🤣🤣

এই চাচায় মনে হয় আয়ারল্যান্ড কে সাপোর্ট করে। লিটন আর রনির মাইর দেইখা ঘুমাই গেছে 🤣😴
29/03/2023

এই চাচায় মনে হয় আয়ারল্যান্ড কে সাপোর্ট করে।
লিটন আর রনির মাইর দেইখা ঘুমাই গেছে 🤣😴

28/03/2023

সৌদি আরবে আইফোনের দাম কেমন চলুন দেখি!!!

24/03/2023

পবিত্র মক্কা শরীফে প্রথম রমজানে ইফতার!!!

23/03/2023

পবিত্র মক্কা শরীফে তারাবির নামাজের জন্য ডাক পরে গেছে !!! 😇

আমরা যে কতটা ক্রিকেট পাগল জাতি এই ছবি দেখলেই বুঝা যায়। বিয়ের আসরে বউ রেখে খেলা দেখতে চলে এসেছে এক জামাই 🙄🤦
23/03/2023

আমরা যে কতটা ক্রিকেট পাগল জাতি এই ছবি দেখলেই বুঝা যায়।
বিয়ের আসরে বউ রেখে খেলা দেখতে চলে এসেছে এক জামাই 🙄🤦

🖤🖤🖤
22/03/2023

🖤🖤🖤

21/03/2023

সৌদি আরবে আজকে চাঁদ দেখা যায় নি
সৌদি আরবে পবিএ মাহে রমজান বৃহস্পতিবার থেকে শুরু

বাংলাওয়াস 😌😌😌
14/03/2023

বাংলাওয়াস 😌😌😌

Your father did it tiger cubs.Love you Taskin Ahmed ❤️
12/03/2023

Your father did it tiger cubs.
Love you Taskin Ahmed ❤️

জুম্মা মোবারক 🕋🖤
03/03/2023

জুম্মা মোবারক 🕋🖤

01/03/2023

Best of Luck Bangladesh
Bangladesh Won the toss and opted to Bat
🇧🇩♥️

দুই বলে খেলা শেষ😂😂😂ঘটনাটি ঘটেছে ২৬ তারিখ Isle of Man যখন Spain এ টি২০ ম্যাচ খেলতে যায়।
27/02/2023

দুই বলে খেলা শেষ😂😂😂
ঘটনাটি ঘটেছে ২৬ তারিখ Isle of Man যখন Spain এ টি২০ ম্যাচ খেলতে যায়।

26/02/2023

ইংল্যান্ডের সাথে ওডিআই ম্যাচ!

তামিম: ওই মিরাজ, তোর সাকিব ভাইরে ক.. বোলিং এ আইতে
সাকিব: মিরাজ তোর তামিম ভাইকে বইলা দে আমি বল করতাম না

16/02/2023

সবাইকে মক্কা শরীফ থেকে স্বাগতম।কারো কোন জিঙ্গাসা থাকলে বলতে পারেন।

16/02/2023

মক্কার রাস্তা

ছবিটা একটু ভালো করে দেখেন। চিনতে কষ্ট হয়নিতো?সবাই বলছে ১৫ ওভারে সাকিব কেনো মাঠে নামলো না।  সে নামলে হয়তো বা আরো কিছু বেশ...
13/02/2023

ছবিটা একটু ভালো করে দেখেন। চিনতে কষ্ট হয়নিতো?

সবাই বলছে ১৫ ওভারে সাকিব কেনো মাঠে নামলো না। সে নামলে হয়তো বা আরো কিছু বেশি রান হতো। কে জানে হয়তো বা হতো তবে কতটা বেশি?

করিম জানাত ২৫ বলে ৩৩ রান করেছে রাজা পাকসা ১০ বলে ১৭ করেছে। সাকিব নামলে হয়তো বা আর ১০টা রান বেশি হতো। তবে তার মাথায় হয়তো বা ঘোড়পাক খাচ্ছিলো যদি করিম জানাত ছোটখাটো একটা ক্যামিও দিয়ে রানের ধারাবাহিকতা বজায় রাখে। তার আগের ম্যাচ গুলোর মতো একটা রানের ঝড় তুলতে পারতো তবে তা আজকে হয়নি।
তবে যাইহোক টোটাল রানটাও কম হয়নি ১৭০+ একটা ভালো এমাউন্টই বলা চলে।

তবে হয়তোবা দিনটা সাকিবের ছিলো না। ম্যাচটা জেতার জন্য যে কি পরিমান প্রচেষ্টা ছিলো সেটা যারা ফিল্ডিংয়ের সময় সাকিবের ক্যাপ্টেন্সি দেখেছে তারা বলতে হবে।

এবারের জন্য তাদের রাস্তাটা হয়তোবা এখানেই শেষ কিন্তু তার হতাশা ভরা মুখটা দেখে বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের আরো বেশি কষ্ট হচ্ছে।

King will be back again with his Crown on International Vanue.
Bangladesh people love you Mr. Shakib Al Hasan

Deshi Fellow

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত ১১০০০+ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। অনেকে এখনো নিখোঁজ রয়েছেন। আল্...
08/02/2023

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত ১১০০০+ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। অনেকে এখনো নিখোঁজ রয়েছেন। আল্লাহ আমাদের নিহত মুসলিম ভাই-বোনদের শাহাদাতের মর্যাদা দান করুন, তাদের পরিবারকে ধৈর্যধারণের তাওফিক দিন। আহত-নিহতদের উদ্ধার কাজে যারা সহযোগিতা করছেন, আল্লাহ তাদের উত্তম বিনিময় দিন।

মানুষ যে কত অসহায়, মাঝেমধ্যে এই ধরনের কিছু ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়। এসব ঘটনা প্রমাণ করে— আমাদের অর্থ-বিত্ত, ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তি মাটিতে মিশে যাওয়া এক মুহূর্তের ব্যাপার মাত্র; তবু আমাদের অহঙ্কারের অন্ত নেই, দাম্ভিকতার শেষ নেই। দুনিয়ার মোহে আমরা অন্ধ হয়ে আছি।

প্রিয়নবী (সা.)-এর ভাষ্যানুযায়ী কিয়ামতের আগে অত্যধিক ভূমিকম্প হবে। কিয়ামতের নিকটবর্তী সময়ে বড় বড় ভূমিকম্প হওয়া হাদীস দ্বারা প্রমাণিত। (সহীহ বুখারী-৯৮৯)

কাজেই আমাদের উচিত, ভূমিকম্প বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ দেখলে আল্লাহর শরণাপন্ন হওয়া, আল্লাহর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করা এবং আখিরাতের সম্বল আহরণের চেষ্টা বাড়িয়ে দেওয়া। আল্লাহ আমাদের আমল করার তাওফিক দিন।
-আমিন
#زلزال

06/02/2023

তুরস্ক ,লেবানন,সিরিয়ায় আজকে ৭.৮স্ক্যালের তীব্র ভূমিকম্পে পুরো শহর ধ্বংস হয়ে গেছে এবং হাজারো মানুষের মৃত্যু হয়েছে।

#زلزال. .

তুরস্ক, লেবানন,সিরিয়ার মাঝামাঝি ৭.৮স্ক্যালের তীব্র ভূমিকম্পে হাজারো মুসলমানের প্রান চলে গিয়েছে। আল্লাহ্ তুমি তাদের হেফাজ...
06/02/2023

তুরস্ক, লেবানন,সিরিয়ার মাঝামাঝি ৭.৮স্ক্যালের তীব্র ভূমিকম্পে হাজারো মুসলমানের প্রান চলে গিয়েছে।
আল্লাহ্ তুমি তাদের হেফাজতে রাখো তাদের পরিবারকে ধৈর্য্য ধরার তৌফিক দান করো 😢😥
‫ #زلزال‬

এটা হলো সদ্য প্রাইমারিতে নিয়োগ পাওয়া একজন সহকারী শিক্ষকের ফেসবুক স্ট্যাটাস😊তর্কের খাতিরে যদি ধরেও নেই মানুষ মাত্রই ভুল হ...
23/01/2023

এটা হলো সদ্য প্রাইমারিতে নিয়োগ পাওয়া একজন সহকারী শিক্ষকের ফেসবুক স্ট্যাটাস😊
তর্কের খাতিরে যদি ধরেও নেই মানুষ মাত্রই ভুল হয় তাই বলে ছোট্ট একটা স্ট্যাটাস এ দুটো প্রধান শব্দই ভুল😡
আমি কোনো বানান বিশেষজ্ঞ নই তবুও যারা এনার মতো নানান পন্থা অবলম্বন (কোটা,টাকা দিয়ে,ডিভাইস ব্যবহার করে) করে শিক্ষকতার মতো মহান পেশায় নিজেকে নিয়োজিত করেন তারা শিক্ষার মানকে কতটা উন্নত করার যোগ্যতা রাখে🤔
আর অন্যদিকে শত শত মেধাবীরা এই চাকরির জন্য হতাশায় ভুগছে 😭

আল্লাহ সত্যিকারের মেধাবীদের উত্তম প্রতিদান এর ফয়সালা করুন।

সংগৃহীত

রিয়াদ সিজন   ২০২৩ এর উপলক্ষে  Saudi All Star XI এর বিপরীতে খেলার জন্য পুরো   টিম পৌছে গেছে সৌদি আরব রিয়াদে। যেখানে তাদের...
19/01/2023

রিয়াদ সিজন ২০২৩ এর উপলক্ষে Saudi All Star XI এর বিপরীতে খেলার জন্য পুরো টিম পৌছে গেছে সৌদি আরব রিয়াদে। যেখানে তাদের বিপরীতে খেলবে সদ্য সৌদি ক্লাব Al Nassr FC যোগ দেয়া Cristiano Ronaldo ও।

খেলাটি শুরু হবে সৌদি সময় আজকে রাত ৮.০০টায়
Welcome to Leo Messi Neymar Jr. Kylian Mbappé

কাতার বিশ্বকাপের জন্য তৈরি করা ৩০০০হাজার বাস লেবাননের উদ্দেশ্যে পাঠাবে কাতার সরকার। লেবাননের যাতায়াত ব্যবস্থা স্বচ্ছল কর...
10/01/2023

কাতার বিশ্বকাপের জন্য তৈরি করা ৩০০০হাজার বাস লেবাননের উদ্দেশ্যে পাঠাবে কাতার সরকার। লেবাননের যাতায়াত ব্যবস্থা স্বচ্ছল করতে এই সিদ্ধান্ত নিয়েছে কাতারের প্রিন্স তামিম বিন হামাদ।

Well decision . need this badly.

Address

2331 Ubayd Allah Bin Malik/AL Bawadi
Jeddah
23531

Alerts

Be the first to know and let us send you an email when Deshi Fellow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deshi Fellow:

Videos

Share

Category