12/01/2025
আপনারা প্রনোধনা বাড়ালেন 2.5% মানে প্রবাসীরা একলাখ টাকা পাঠাইলে ২৫০০টাকা পাবে।
একজন প্রবাসী এভারেজে মাসে ৩০ হাজার করে পাঠালে ১২ মাসে হয় ৩ লাখ ৬০ হাজার
২ বছরে ৭লাখ 20 হাজার।
তার মানে দাড়ালো 2 বছরে প্রনোধনা পাবে ১৭/১৮ হাজার। আর ৪০ হাজার টাকার টিকেট এক লাখ টাকা বিক্রি করলে আপনারা পাবেন ৬০হাজার। মানে কৈ এর তৈল দিয়ে কৈই ভাজা??? একদিকে ১৭/১৮হাজার দিবেন, অন্য দিকে বিমানের টিকেট গলায় রশি লাগাইয়া ৬০হাজার নিবেন, সুন্দর মাস্টার প্লেন। এই সব মাস্টার প্লেন বাদ দেন। বিমানবন্দর, বাংলাদেশ এয়ারলাইন্স, পাসপোর্ট অফিস, বিএমইটি, মেডিকেল সেন্টার গুলো সব সেনাবাহিনী কে দিয়ে দেন। প্রনোধনার দরকার নাই আমরা চাই সেবা।
বাদ দের সার আপনাদের খেলা আর খেলতে হবে না।