shahalam molla

shahalam molla Future Valuvable in this content..

30/08/2024
26/08/2024

আলহামদুলিল্লাহ উস্তাজে মুহতারাম শায়েখ জসিম উদ্দিন রাহমানী হাফিজাহুল্লাহ এখন মুক্ত বাতাসে।

16/08/2024

প্রবাসে শুধু ১০/১৭ বছর না
সারাজীবন থাকলেও আপনি কারো
ইচ্ছা পূরণ করতে পারবেন নাহ।

সবাই ভাবে আমাদের কাছে টাকার পাহাড় আছে বিশ্বাস করেন এমনও সময় যায় নাস্তা করার টাকাও থাকে না পকেটে !!

প্রবাসীদের জীবন

05/08/2024
18/07/2024

এক বন্ধু পুলিশে কর্মরত। কিছুক্ষণ আগে কল দিয়ে খুব কান্নাকাটি করে বলছে, আমাদের বুক ফেঁটে যাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছিনা। আমাদের হাত-পা'ও বাঁধা।

ও সবার প্রতি কিছু পরামর্শ দিয়েছে:

১) এখন পুলিশ সর্বোচ্চ টিয়ারশেল এবং শটগান ব্যবহার করবে। এর উপরে কিছুই করবেনা। এটাই তাদের নির্দেশনা। সুতরাং ভয় পাওয়ার কিছুই নাই। মাঠে বুক চিতিয়ে লড়াই করার অনুরোধ রেখেছেন।

২) টিয়ারশেল মারার পরে কখনোই মুখে পানি দেয়া যাবেনা বা ভিজা কিছু দিয়ে মুখ মোছা যাবেনা। এতে গ্যাসের তীব্রতা বাড়বে, মুখে জ্বালাপোড়া করবে। এক্ষেত্রে, লাইট জাতীয় কিছু রাখার পরামর্শ দিয়েছেন।

৩) শটগান সাধারণত রাবার বুলেটই। এটার ক্ষেত্রে ভারী কাপড় পরিধানের পরামর্শ দেয়া হয়েছে। মাথাতে পারলে হেলমেট জাতীয় কিছু ব্যবহার করতে বলা হয়েছে।

সর্বোপরি, ওর বারবারই কথা ছিলো। বন্ধু আমাদের বুক ফেঁটে যাচ্ছে কষ্টে। আমরা কিছুই করতে পারছিনা। তোরা তোদের সর্বোচ্চটুকু দিয়ে এই আন্দোলন চালিয়ে যা। ভয় পেয়ে মাঠ ছাড়িস না। ইনশাআল্লাহ নতুন সূর্য উদিত হবে।❤️

- ধন্যবাদ।
(এক পুলিশের আর্তনাদ)

~জীবনের শেষ বেলায় এসে মনে হবে,এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল 🤦‍♂️।রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে...
06/07/2024

~জীবনের শেষ বেলায় এসে মনে হবে,

এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল 🤦‍♂️।
রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট করাটা ভুল ছিল 🌙📱।
কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ভুল ছিল 💔।
দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোও ভুল ছিল 😠👊।

~শেষ বেলায় মনে হবে,

ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি 🎓।
অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি 💰।
জীবনের শেষ সময়ে এসে, কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ চাওয়া 🌿🙏।

~শেষ বেলায় মনে হবে,

মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা আমি অর্জন করতে পারিনি 🙏✨।
মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল 💔।
শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান 😔💨।

অথচ এত কিছু ভেবে ও আমরা যৌবনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না 🤷‍♂️🌱

*কি সুন্দর উত্তর!*দুই "জেনারেশন" এর মধ্যে তুলনা.......একজন যুবক তার বাবাকে জিজ্ঞাসা করেছিল: "আপনারা আগে কীভাবে থাকতেন-শী...
06/07/2024

*কি সুন্দর উত্তর!*
দুই "জেনারেশন" এর মধ্যে তুলনা.......

একজন যুবক তার বাবাকে জিজ্ঞাসা করেছিল: "আপনারা আগে কীভাবে থাকতেন-
শীতাতপ নিয়ন্ত্রিত যানবাহন নেই
ওয়াইফাই নেই
কোন ইন্টারনেট নেই
কম্পিউটার নেই
অনলাইন শপিং নেই
টিভি নেই
মোবাইল ফোন নেই?
শপিং মল নেই
মাল্টিপ্লেক্স নেই"

তার বাবা উত্তর দিলেন:
"ঠিক যেমন তোমাদের প্রজন্ম আজকের
সাথে জীবনযাপন করে -

প্রার্থনা নেই
সমবেদনা নেই
সম্মান নেই
কোনো শ্রদ্ধাবোধ নেই
কোন চরিত্র নেই
লজ্জা নেই
বিনয় নেই
সময় পরিকল্পনা নেই
খেলাধুলা নেই
পড়া নেই"
আমরা যারা 1940-1980 সালের মধ্যে জন্মগ্রহণ করেছি তারাই ধন্য। আমাদের জীবন একটি জীবন্ত প্রমাণ:

👉 স্কুলের পর সন্ধ্যা পর্যন্ত খেলতাম। আমরা কখনো টিভি দেখিনি।
👉 আমরা প্রকৃত বন্ধুদের সাথে খেলতাম, ইন্টারনেট বন্ধুদের সাথে নয়।
👉 আমরা যদি কখনও তৃষ্ণার্ত অনুভব করি, আমরা বোতলের জল নয় কলের জল পান করি।
👉 আমরা কখনই অসুস্থ হইনি যদিও আমরা চার বন্ধুর সাথে একই গ্লাস জুস শেয়ার করতাম।
👉 আমাদের কখনই ওজন বাড়েনি যদিও আমরা প্রতিদিন প্রচুর ভাত খেতাম।
👉 খালি পায়ে ঘোরাঘুরি করেও আমাদের পায়ের কিছুই হয়নি।
👉 আমাদের মা ও বাবা কখনোই আমাদের সুস্থ রাখার জন্য কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করেননি।
👉 আমরা নিজেদের খেলনা তৈরি করতাম এবং সেগুলো দিয়ে খেলতাম।
👉 আমাদের বাবা-মা ধনী ছিলেন না। তারা আমাদের ভালবাসা দিয়েছেন, পার্থিব উপকরণ নয়।
👉 আমাদের কখনই সেলফোন, ডিভিডি, প্লে স্টেশন, এক্সবক্স, ভিডিও গেম, ব্যক্তিগত কম্পিউটার, ইন্টারনেট চ্যাট ছিল না - তবে আমাদের প্রকৃত বন্ধু ছিল।
👉 আমরা আমাদের বন্ধুদের বাড়িতে বিনা আমন্ত্রণে যেতাম এবং তাদের সাথে খাবার উপভোগ করেছি।
👉 আমরা হয়ত কালো এবং সাদা ফটোতে ছিলাম কিন্তু সেই ফটোগুলিতে রঙিন স্মৃতি খুঁজে পেতাম।
👉 আমরা একটি অনন্য এবং, সবচেয়ে বোধগম্য প্রজন্ম, কারণ *আমরা শেষ প্রজন্ম যারা তাদের পিতামাতার কথা শুনেছি*। আর *প্রথম প্রজন্ম যারা তাদের সন্তানদের কথা শুনতে হচ্ছে।*
আমরা একটি *সীমিত* ​​সংস্করণ!

05/07/2024

15.8K likes, 293 comments. “সঠিক কাজ”

16/06/2024

আবূ হুরায়রা (রাঃ)

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে দিন আল্লাহ্‌র (রহমতের) ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ তা‘আলা তাঁর নিজের (আরশের) ছায়ায় আশ্রয় দিবেন। ১. ন্যায়পরায়ণ শাসক, ২. সে যুবক যার জীবন গড়ে উঠেছে তার প্রতিপালকের ইবাদতের মধ্যে, ৩. সে ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছে, ৪. সে দু’ ব্যক্তি যারা পরস্পরকে ভালবাসে আল্লাহর ওয়াস্তে, একত্র হয় আল্লাহ্‌র জন্য এবং পৃথকও হয় আল্লাহ্‌র জন্য, ৫. সে ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী আহবান জানায়, কিন্তু সে এ বলে প্রত্যাখ্যান করে যে, ‘আমি আল্লাহকে ভয় করি’, ৬. সে ব্যক্তি যে এমন গোপনে দান করে যে, তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে না, ৭. সে ব্যক্তি যে নির্জনে আল্লাহর যিক্‌র করে, ফলে তার দু’ চোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে।

সহিহ বুখারী, হাদিস নং ৬৬০
হাদিসের মান: সহিহ হাদিস

সৌদি আরব প্রবাসীদের পক্ষ থেকে জানাই ঈদ মোবারক।
15/06/2024

সৌদি আরব প্রবাসীদের পক্ষ থেকে জানাই ঈদ মোবারক।

11/06/2024

Address

Jeddah
12244

Telephone

+966534825305

Website

Alerts

Be the first to know and let us send you an email when shahalam molla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to shahalam molla:

Videos

Share

Nearby media companies