ইচ্ছে-wish 2

ইচ্ছে-wish 2 Alhamdulillah for everything �

25/12/2024

সবাই এই পেজ টি ফলো দিয়েন সুন্দর সুন্দর রেসিপি পেতে।

06/12/2024

আজ পবিত্র জুম্মার দিন। হে আল্লাহ এই জুম্মা দিনের উছিলায় আমার বাবাসহ সকল কবরবাসীদের জান্নাতুল ফেরদৌস দান করুন।
🤲 আমিন🤲

ধান কাটার পর অবশিষ্ট এই অংশকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন,,,, 🙂
05/12/2024

ধান কাটার পর অবশিষ্ট এই অংশকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন,,,, 🙂

14/11/2024

নামাজ ছাড়া আযান
সেটা হলো জন্ম ❤️
আযান ছাড়া নামাজ
সেটা হলো মৃত্যু😭

12/11/2024

লক্ষ কোটি শুকরিয়া সেই প্রভুর দরবারে যিনি বিনা দরখাস্তে আমাদেরকে
হযরত_মুহাম্মদ (সা:)
এর উম্মত হিসাবে পাঠিয়েছেন❤️❤️ আলহামদুলিল্লাহ ❤️❤️

11/11/2024
07/11/2024

জমানো টাকা যেমন বিপদে কাজে আসে...
তেমনি ছোট ছোট আমল কিয়ামতের দিন কজে আসবে.
❤ইনশাআল্লাহ ❤

04/11/2024

বাবা আজ খুব মনে পরছে আপনাকে। হে আল্লাহ আপনি আমার বাবাসহ সকল কবরবাসীদের জান্নাতুল ফেরদৌস দান করুন।
আমিন🤲🤲

আমার এক বন্ধু বিশাল শিল্পপতি। ১০ টার উপর ফ্যাক্টরি, শত কোটি টাকার উপর ব্যাংক লোন। এক মুহূর্তের জন্য শান্তি নেই। সারাদিন ...
21/10/2024

আমার এক বন্ধু বিশাল শিল্পপতি। ১০ টার উপর ফ্যাক্টরি, শত কোটি টাকার উপর ব্যাংক লোন। এক মুহূর্তের জন্য শান্তি নেই। সারাদিন ব্যাস্ত দুনিয়ার পেছনে।

একদিন তাঁর অফিসে বসে গল্প করছিলাম, এমন সময় তাঁর এক কর্মচারী আসল। তার কোন কারণে কিছু টাকার দরকার। সে ইনিয়ে বিনিয়ে বলল, সে অত্যন্ত অভাবি ব্যক্তি, তাঁকে সাহায্য করার জন্য।

আমার বন্ধু হেসে বলল ''যদি অভাবের কথাই বলতে হয়, এই পুরো অফিসে আমার চেয়ে অভাবি আর কেউ নেই। আমরা একটু থতমত হয়ে গেলাম। আমি বললাম 'আমাদের সবার মিলিয়ে যত সম্পদ আছে তোর একারই তার বেশি আছে।'

সে বলল তোদের একটা গল্প শুনাই। তাহলেই আমার অভাবের রহস্য বুঝবি।

এক বিশাল ব্যবসায়ি, তাঁর সবই আছে খালি শান্তি নেই। খালি হাহাকার আর টেনশান। চিন্তায় মাথার চুল একটাও বাকি নেই। সে একদিন দেখল তাঁর অফিসের পিয়ন টেবিল মুছছে আর গুনগুন করে গান গাচ্ছে।

সে পিয়নকে দেকে বলল এই যে তুমি মনে মনে গান গাও, তোমার কি অনেক সুখ, তোমার মনে কি কোন দুঃখ নেই, কোন হতাশা নেই ?

পিয়ন বলে না, হতাশা কেন থাকবে স্যার, আপনি যা বেতন দেন তাদিয়ে আলহামদুলিল্লাহ আমার ভালই চলে যায়। আল্লাহর রহমতে কোন অভাব নেই।

ব্যবসাইতো আরো টেনশানে পড়ে গেলেন। ওনার ম্যানেজারকে ডেকে বললেন, আমার সব আছে কিন্তু শান্তি নেই, আর ওই লোককে আমি সামান্য কয়টা বেতন দেই, সে আছে মহা সুখে, এর রহ্স্যটা কি?

ম্যানেজার বলল , রহস্য বললে বুঝবেননা। সত্যই যদি বুঝতে চান তাহলে, ওই পিয়নকে প্রমোশান দিয়ে একটা বড় পোস্টে দিন। আর তাঁকে ১০লক্ষ টাকা দিয়ে দিন। এরপর দেখুন।

ব্যবসায়ি তাই করল। এতোগুলো টাকা,আর এতবড় চাকরি, পেয়ে পিয়ন আনন্দে আত্মহারা। বাসায়ও সবাই খুশি। যেহেতু এখন অফিসার হয়ে গেছে, এখনতো আর টিনের ঘরে থাকা যায়না। কলিগরা কি মনে করবে।

প্রথমেই বাসা পরিবর্তন করে আরেকটু অভিজাত এলাকায় এপার্টমেন্টে উঠলো। দেখল, বিল্ডিং এর সবাই সন্তানকে বড় সকুলে পাঠায়, তাই বাচ্চার স্কুলওচেঞ্জ করতে হল। কিছুদিন পড় বউ ঘ্যনঘ্যন শুরু করলো সবার বাসায় কত দামি আসবাব, ফ্রিজ, টিভি, আর আমাদের বাসায় কিচ্ছু নেই। ওগুলোও কিনতে হোল। এরপর শুরু হোল বাচ্চার প্রাইভেট টিউশান, নানা রকম দাবি দাবা। আগে ঈদে একজোড়া জুতা পেয়েই সবাই কত খুশি হত, আর এখন প্রতি মাসে একজোড়া দিলেও তৃপ্তি নেই।

যেহেতু সে এখন বড় চাকরি করে , পরিবারের সবার তাঁর কাছে প্রত্যশাও অনেক। সাধ্যমত চেষ্টাকরে, তাও সবার চাহিদা মেটাতে পারেনা। আত্মীয় স্বজন বন্ধু গন তাঁকে অহংকারি ভেবে দুরে সরে গেলো।

এদিকে অফিসের সবাই ফ্লাট/ প্লট এ বুকিং দিচ্ছে। বৌ সারাদিন বাসায় খোটা দেয় , তোমাকে দিয়ে কিছুই হবেনা। ছেলে মেয়র ভবিষ্যৎ অন্ধকার। সে চাকরির ফাকে একটা দুইটা টিউশানি করা শুরু করলো। তাতেও কিছু হয়না। নানাবিধ টেনশান আর দুশ্চিন্তায় তারো মাথার চুল আসতে আসতে কমতে লাগলো।

ব্যবসায়ি লক্ষ করলেন ব্যপারটা। উনি বললেন কি ব্যপার , তোমাকে এতো বড় প্রমোশান দিলাম, এতো টাকাদিলাম, আর এখন দেখি তুমি আগের মত আর প্রাণবন্ত নেই। ঘটনা কি?

সে বলল স্যার , কিছু দুনিয়াবি সম্পদ দিয়েছেন, কিন্তু তাঁর সাথে যে এতো চাহিদা আর অভাব আসবে তাতো আর বুঝিনি। আগে আমার কিছুই ছিলনা, অভাবও ছিলনা। আর এখন যে দিকেই তাকাই , খালি নাই আর নাই। আগে আমার অভাব পড়লেও সেটা ছিল এক দুই হাজারের ব্যপার। কোন ভাবে মেটান যেত। আর এখন আমার অভাব লক্ষ কোটি টাকার। এটা মেটাবো সে চিন্তায় আমার এখন আর রাতে ঘুম আসেনা স্যার।

ব্যবসায়ি বলল, এতদিনে বুঝলাম, আমার মুল অসুখ। এক টাকার সম্পদের সাথে ২ টাকার অভাব আসে। যতই দুনিয়ার পিছনে ছুটি কবরের মাটি ছাড়া এই অভাব আর অন্য কিছু দিয়েই পূর্ণ হবে না।

#সংগৃীত

যেই খোদা নিজেকে নিজে রক্ষা করতে পারে না তাকে রক্ষা করার জন্য সেনাবাহিনীর প্রয়োজন হয় সে কখনো খোদা হতে পারে না তাই ভুল স...
11/10/2024

যেই খোদা নিজেকে নিজে রক্ষা করতে পারে না তাকে রক্ষা করার জন্য সেনাবাহিনীর প্রয়োজন হয় সে কখনো খোদা হতে পারে না তাই ভুল সিদ্ধান্ত ছেড়ে ফিরে আসো রবের দুয়ারে আল্লাহ বুঝার তাউফিক দান করুক আমীন..!😍😍

৫০০ টাকা দিয়া কেও নিয়া যা ভাই 😐
21/09/2024

৫০০ টাকা দিয়া কেও নিয়া যা ভাই 😐

21/09/2024

আফসোস একটাই
যে কোনো আফসোস নাই 😅

21/09/2024

রোবট হবো 😅
ব্যাথা নেই, কথা নেই, রাগ নেই ,দুঃখ নেই , অনুভূতি নেই , ভালোবাসা নেই😌

সৌদিআরবে লক্ষ লক্ষ সাহাবিরা শুয়ে আছেন তাদের কোনো মাজার নাই।অথচ আমাদের দেশে অলি গলিতে হাজার হাজার মাজার। মদ গাজা আর শির্ক...
14/09/2024

সৌদিআরবে লক্ষ লক্ষ সাহাবিরা শুয়ে আছেন তাদের কোনো মাজার নাই।
অথচ আমাদের দেশে অলি গলিতে হাজার হাজার মাজার। মদ গাজা আর শির্কের আস্তানা।
মনে হচ্ছে আমাদের দেশের পীর বাবারা সাহাবীদের থেকে বেশি মর্যাদা প্রাপ্য🥲, তারা সাহাবীদের থেকেও বেশি মর্যাদাবান।সাহাবিদের আমলের চেয়ে তাদের আমলের দাম বেশি🥲

10/09/2024

আমাদের সমস্যার চেয়ে তাঁর শক্তি বেশি, আমাদের গুনাহর চেয়ে তাঁর দয়া বেশি, আমাদের চাহিদার চেয়ে তাঁর সম্পদ বেশি। তবুও কেন আমরা আল্লাহর কাছে চাওয়া থেকে উদাসীন?

09/09/2024

মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ঐ ব্যক্তি যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম, অর্থাৎ দোয়া করে না..

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Rahad Hasan, Joya Jo, Md Farid, Asad Asa...
09/09/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Rahad Hasan, Joya Jo, Md Farid, Asad Asad, Md Ibrahim, Monir Khan, Dedar Dedar, Shammi Akther, কেন মানে কেন, Sohel Ahmed Nayan

Address

HQM7+53J Youth Street Roundabout, Mohammed Rashid Rida Street
Jeddah
14515

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইচ্ছে-wish 2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share