গতরাতে ১৯ ফেব্রুয়ারী ঢাকা থেকে আমিরাতের উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি ফ্লাইট বিজি ৩৪৭ যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের মহারাষ্ট্র নাগপুরে আজ ২০ ফেব্রুয়ারী সকালে জরুরি অবতরণ করে। ফ্লাইটটিতে দুবাইগামী ৩৯৬ জন যাত্রী ছিলেন।
১৮ ঘণ্টা অমানবিক কষ্ট-যন্ত্রণায় ৩৯৬ জন যাত্রী তখনো নাগপুর এয়ারপোর্ট রানওয়েতে। ফ্লাইটের দৃশ্য এটি। যাত্রীদের অভিযোগে কষ্টের কথা উঠে এসেছে। কবে বিমানে সঠিক ব্যবস্থাপনা হবে. প্রবাসীরা কবে সঠিক মূল্যয়ন পাবে!!
#Bangladesh
একজন প্রবাসী স্ত্রীর জন্য এর চেয়ে খারাপ দুঃসংবাদ দুনিয়াতে আর কিছু নেই 😥😥আমি সকল প্রবাসীদের জন্য দোয়া করি আল্লাহ তা'আলা যেন আমাদের সকল প্রবাসী ভাইদেরকে সুস্থ রাখে এবং নেক হায়াত দান করে, পরিবার থেকে যেন কখনো প্রবাসী ভাইদের কে কখনো চাপ না দেয়, অতিরিক্ত টেনশনের কারণে প্রবাসী ভাইরা বেশিরভাগ স্ট্রোক করে মারা যায়, আল্লাহ তায়ালা সকল পরিবারকে বোঝার তৌফিক দান করুক, এবং আমার এই প্রিয় বড় ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক 😥😥🤲🤲🤲
নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করেন ওনাকে।
যারা কি না, দলের জন্য ঈমান বিক্রি করে দিচ্ছেন!
বিক্রি করা হবে
মদিনা, তরিক হেজাম রোড় এলাকায় রাজ মহল হোটেল টি বিক্রি করা হবে , নেওয়ার আগ্রহ থাকলে নিম্নের মোবাইল নাম্বারে যোগাযোগ করুন
0539276281
ভদ্রলোক হাব-এর নির্বাচনে প্রার্থী হয়েছেন। নির্বাচিত হতে পারলে হাজীদের থেকে বাড়তি ৩০ হাজার করে নিবেন। যা ৩ হাজার কোটি টাকার সমান। হাব সদস্যদের বন্টন করে দেবেন সেই টাকা। এরকম সৎ লোক বাংলাদেশে বিরল। নির্বাচিত হবার আগেই দুর্নীতির সুনির্দিষ্ট একটি প্ল্যান এইভাবে কেউ কখনও প্রকাশ করেনি।
#Bangladesh
#hajj2025 #hajj2025inshaallah
অসাধারণ কথা...
এই নিয়ম করলে প্রবাসীদের অনেক দুংখ কষ্ট দূর হবে...
চট্টগ্রাম, ফটিকছড়ি লেলাং কর্ণফুলী চা বাগানের আবাসন এলাকায় আরেক মাজারপুজারী মুশরিক বেদাতি ভন্ড মহিলার আবির্ভাব ঘটেছে।
তাকে নাকি আল্লাহ রাসূলে বলেছেন কা'বা শরীফ নির্মাণ করতে। সে অলরেডি কা'বা শরীফের আদলে ঘর নির্মাণ করে ধর্মপ্রাণ মুসলিমদের মনে আঘাত হেনে চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে।
লব্বাইক আল্লাহুমা লব্বাইক
মক্কা এখন উখিয়ায়😄
নাউজুবিল্লাহ...