সৌদি আরব প্রবাসী

সৌদি আরব প্রবাসী প্রবাসী সাহায্য কেন্দ্র।

প্রধান উপদেষ্টা ড. ইউনুস সমীপে বাংলাদেশে আগষ্টে ছাত্র জনতার আন্দোলনের সমর্থন জানিয়ে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীরা প্র...
04/09/2024

প্রধান উপদেষ্টা ড. ইউনুস সমীপে



বাংলাদেশে আগষ্টে ছাত্র জনতার আন্দোলনের সমর্থন জানিয়ে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীরা প্রতিবাদ সমাবেশ মিছিল, র‍্যালি , মানববন্ধন করেছিলেন।

কিন্তু মধ্য প্রাচ্যের দেশগুলোতে রাজনৈতিক কর্মকাণ্ড , মিছিল , সমাবেশ নিষিদ্ধ। এসব দেশে আন্দোলনে সমর্থন করে মিছিল, মানববন্ধন করতে গিয়ে বাংলাদেশিরা আটক হয়েছেন।

আপনাকে ধন্যবাদ, অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আপনার উদ্যোগে ৫৩ জন বাংলাদেশ কারাগার থেকে মুক্তি লাভ করেছেন।তাদের মুক্তি না হলে, ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫৩ জনকে ১০ বছর কারাদণ্ড ,১ জনকে ১১ বছরের কারাদণ্ড ভোগ করতে হতো।

কোটি প্রবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

কিন্তু দু:খের সাথে জানাচ্ছি , ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে সৌদি আরবে দোয়া মাহফিল। সেখানে অংশ নেয়ায় ৮ বাংলাদেশীকে আটক করে দেশটির পুলিশ।

গত ১৬ আগস্ট সৌদি আরবের মাহাইলে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রবাসীরা অংশ নেন। দোয়া মাহফিল ও আলোচনা সভার শেষের দিকে আয়োজক আট বাংলাদেশীকে আটক করে নিয়ে যায় মাহাইল পুলিশ, সৌদিআরব।

সৌদি পুলিশের হাতে আটক হওয়া সেই প্রবাসী বাংলাদেশীরা হচ্ছেন চট্টগ্রামের বাঁশখালীর হাফেজ রহমতুল্লাহ, চট্টগ্রামের সাতকানিয়ার সেলিম উল ইসলাম, চট্টগ্রামের বাঁশখালীর মোঃ খলিলুর রহমান, চট্টগ্রামের বাঁশখালীর মোহাম্মদ জয়নাল আবেদীন, চট্টগ্রামের সাতকানিয়ার মাওলানা ইউসুফ, চট্টগ্রামের বাঁশখালীর মোহাম্মদ ওমর ফারুক, বান্দরবানের মো. আশরাফুল ইসলাম প্রমুখ।

এদিকে আটককৃত আট বাংলাদেশীর মুক্তির জন্য সৌদি আরবের মাহাইল পুলিশ কর্তৃপক্ষের সাথে ভুক্তভোগীর পরিবার ও আত্মীয় স্বজনরা যোগাযোগ করলেও কোন সমাধান আসেনি।

আশংকা করছি, সৌদি আরবে শুধু ৮ জন নয় আরও বেশি মানুষ বিভিন্ন স্থানে আটক হতে পারেন। এছাড়া, কুয়েত, ওমান, বাহরাইন, কাতারেও আটকের ঘটনা থাকতে পারে।

এমতাবস্থায় ভুক্তভোগীদের মুক্তির জন্য বাংলাদেশের পক্ষ থেকে উদ্যোগ নিতে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কোথায়, কতজন আটক হয়েছেন তা খোজ নিয়ে তাদের মুক্তির উদ্যোগ নিন।

সংগ্রহে
চৌধুরী আকবর হোসেন
সাংবাদিক

04/09/2024

অসাধারণ, যাত্রী ছাউনি
সৌদি আরব❤️

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেলেন মো. সাফিকুর ...
04/09/2024

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেলেন মো. সাফিকুর রহমান। তিনি এর আগেও বিমানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনি ২০১৭ সালে অবসরে যান।

সাফিকুর রহমান ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ, পরিচালক প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস সাপোর্ট এবং পরিচালক বিপণন ও বিক্রয় হিসেবে দায়িত্ব পালন করেছেন।

০৪ সেপ্টেম্বর ২০২৪ বিমান পরিচালনা পর্ষদ কর্তৃক তাকে নিয়োগ প্রদান করা হয়।

মো. সাফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড থেকে মার্কেটিংয়ে এমবিএ এবং ২০১১ সালে সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া থেকে ডক্টর অব বিজনেস এডমিনিস্ট্রেশন সম্পন্ন করেন। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন এবং বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার থেকে তিনি এভিয়েশন নিয়ে একাধিক ডিপ্লোমা ও ট্রেনিং করেছেন।

বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালকের কাছে আপনার চাওয়া কী কমেন্ট করে জানান।

04/09/2024

দ্যা গার্ডিয়ানের প্রতিবেদন : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন দিয়ে দোটানায় ভারত।

ইনশাআল্লাহ
04/09/2024

ইনশাআল্লাহ

04/09/2024

জেদ্দা, মকরুনা ৪ টা মার্কেট বন্ধ করে দিয়েছে বলদিয়া।হাজার হাজার প্রবাসীদের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে।খুবই মানবতার জীবন পার করতেছে ওরা

বিক্ষোভের কারণে দুবাইতে যে ৫৭ জন জেলে আছেন সেটির জন্য কনসাল জেনারেল বি এম জামাল হোসেন দায়ী। তার বাড়ি গোপালগঞ্জ।   তিনি দ...
03/09/2024

বিক্ষোভের কারণে দুবাইতে যে ৫৭ জন জেলে আছেন সেটির জন্য কনসাল জেনারেল বি এম জামাল হোসেন দায়ী। তার বাড়ি গোপালগঞ্জ। তিনি দুবাই সরকারকে চিঠি দিয়েছিলেন এসব প্রবাসীদের বিরুদ্ধে যাতে দুবাই সরকার কড়া ব্যবস্থা নেয়। তিনিই তাদের জেলে পাঠিয়েছেন। সে এখনো স্বাধীন বাংলাদেশের টাকায় দুতাবাসে চাকরি করে।

আলহামদুলিল্লাহ
03/09/2024

আলহামদুলিল্লাহ

03/09/2024

" মধ্যেরাত থেকে শুরু হল যৌথ অভিযান" যোগ দিয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড এবং র‍্যাব।

পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ২-০ তে সিরিজ জিতলো বাংলাদেশ। পাকিস্তান হোয়াইটওয়াশ
03/09/2024

পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ২-০ তে সিরিজ জিতলো বাংলাদেশ। পাকিস্তান হোয়াইটওয়াশ

আলহামদুলিল্লাহ, আরব আমিরাতের মহামান্য প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ  বিন যায়েদ আমিরাতে বিক্ষোভ প্রদর্শনকালে আটক ৫৭ বাংলাদেশির...
03/09/2024

আলহামদুলিল্লাহ,
আরব আমিরাতের মহামান্য প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন যায়েদ আমিরাতে বিক্ষোভ প্রদর্শনকালে আটক ৫৭ বাংলাদেশির প্রতি ক্ষমা প্রদর্শন করে দেশত্যাগের অনুমতি দিয়েছেন।

লোহাগাড়া রশিদার পাড়া নিবাসি সৌদি প্রবাসী মহিউদ্দিন বাবর ভাই,সৌদি আরবের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়...
03/09/2024

লোহাগাড়া রশিদার পাড়া নিবাসি সৌদি প্রবাসী মহিউদ্দিন বাবর ভাই,সৌদি
আরবের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মহান আল্লাহ্‌ ওনাকে বেহেস্ত নসীব করুন।
ওনার আত্মার মাগফেরত ও শান্তি কামনা করছি...সৌদি প্রবাসী মহিউদ্দিন বাবর ভাই,সৌদি
আরবের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মহান আল্লাহ্‌ ওনাকে বেহেস্ত নসীব করুন।
ওনার আত্মার মাগফেরত ও শান্তি কামনা করছি...

আমিরাতে ৫৭ বাংলাদেশীর সাজা মওকুফ! বাংলাদেশে গণ আন্দোলনের জের ধরে আরব আমিরাতে একদল বাংলাদেশী বিক্ষোভ প্রদর্শন করে,  স্লোগ...
03/09/2024

আমিরাতে ৫৭ বাংলাদেশীর সাজা মওকুফ!
বাংলাদেশে গণ আন্দোলনের জের ধরে আরব আমিরাতে একদল বাংলাদেশী বিক্ষোভ প্রদর্শন করে, স্লোগান দেয়,যা আমিরাতের আইন সমর্থন করেনা!

এই অপরাধে তাৎক্ষণিক দ্রুত বিচারে ৫৭ বাংলাদেশীর মোটাদাগে সাজা হয়। আবু ধাবি ফেডারেল আদালত গত ২২ জুলাই তিনজন বাংলাদেশীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ৫৩ জনকে ১০ বছরের কারাদণ্ড এবং অবৈধ থাকার ফলে ১ জনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।
আমিরাত প্রেসিডেন্টের আদেশে বর্তমানে এদের সাজা কমিয়ে প্রত্যেককে দ্রুত দেশে পাঠানোর নির্দেশ পালন করা হচ্ছে।

পরবর্তীতে ইউনুস সরকার সাজাপ্রাপ্তদের মুক্তির জন্য আমিরাত প্রশাসনের সঙ্গে জোরালো সংলাপ চালান। যার ফলশ্রুতিতে আমিরাত প্রেসিডেন্টের এই নির্দেশ।

ধন্যবাদ আমিরাত সরকার।
ধন্যবাদ ড.ইউনুস প্রশাসন।

ইহরামের কাপড়ে পরে বিদেশ পালানোর সময় সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইট...
03/09/2024

ইহরামের কাপড়ে পরে বিদেশ পালানোর সময় সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইট উড্ডয়নের আগমুহূর্তে সেখান থেকে আটক হয়েছে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি’র ক্যাশিয়ার সালাহ উদ্দিন।

সৌদি আরবের আবাহ (খামিস মোসেদ) মর্মান্তিক  সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন ছাগলনাইয়া এমদাদুল হক বাবলু ( ইন্না লিল্লাহি ও...
02/09/2024

সৌদি আরবের আবাহ (খামিস মোসেদ) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন ছাগলনাইয়া এমদাদুল হক বাবলু ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তিনি উপজেলার পূর্ব ছাগলনাইয়া মোল্লাবাড়ির মুন্সী সিরাজুল হকের বড় পুত্র।

02/09/2024

Jeddah, Saudi Arabia 🌧️

02/09/2024

চমৎকার সিদ্ধান্ত:
কর্ম বিরতিতে যারাই যাবে তাদের আর ফেরানো হবেনা।
সাথে সাথে ৩ দিনেই হবে নতুন নিয়োগ।
~উপদেষ্টা আসিফ নজরুল

01/09/2024

বদলে গেছে বিমান বন্দর,
নেই যাত্রী হয়রানী লাগেজ চুরি ঘুষ বাণিজ্য

হাইল  ও এর   পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত সকল বাংলাদেশিদের জন্য
01/09/2024

হাইল ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত সকল বাংলাদেশিদের জন্য

জেদ্দা দূতবাস টিমের আবহা-খামিস মুশায়েত সফর আগামী ৬-৭ সেপ্টেম্বর। স্থান : ইস্তেরাহা আহাদ মুনিরা।প্রয়োজনীয় সেবা নিতে আপনিও...
01/09/2024

জেদ্দা দূতবাস টিমের আবহা-খামিস মুশায়েত সফর আগামী ৬-৭ সেপ্টেম্বর। স্থান : ইস্তেরাহা আহাদ মুনিরা।প্রয়োজনীয় সেবা নিতে আপনিও আমন্ত্রিত।



এই এক লাইনের একটি বিজ্ঞপ্তি-ই অনেকের রাতের ঘুম কেড়ে নেবে।সবাইকে চিঠি দিবসের শুভেচ্ছা ❤️
01/09/2024

এই এক লাইনের একটি বিজ্ঞপ্তি-ই অনেকের রাতের ঘুম কেড়ে নেবে।

সবাইকে চিঠি দিবসের শুভেচ্ছা ❤️

31/08/2024

প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয়, হেফাজতসহ ৬ ইসলামি দলের প্রস্তাব

31/08/2024

"জালিমদের প্রতি দয়া দেখানো মানে"
"মাজলুমদের সাথে বিশ্বাস ঘাতকতা করা"

31/08/2024

আমিরাতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা; এই আওতায় নেই ৫৭ বাংলাদেশি
😥😥😥

31/08/2024

সৌদি আরব,মক্কা

30/08/2024

সংযুক্ত আরব আমিরাতে আটক ৫৭ জন ছাড়া বাকি প্রবাসীদের মুক্তির ব্যাপারে বাংলাদেশ সরকারের উপদেষ্টা মন্ডলীদের কোন উদ্যোগ চোখে দেখতেছি না। মানবতার জীবন পার করতেছে জেল খানায়। ওই সব প্রবাসীদের পরিবারের অবস্থা খুবই খারাপ, তাদের বাবা-মা স্ত্রী সন্তান তাদের আশায় তারা নিজেরাও অসুস্থ হয়ে পড়তেছে

30/08/2024

শায়খ আহমাদুল্লাহ জুমার বয়ানে এলান করলেন। আমাদের ত্রাণের টাকা কালেকশন ১০০ কোটি পার হয়ে গেছে।

29/08/2024

৫৩ বছরের বিমানবন্দরের জট ২০ দিনে উধাও। যাত্রী আসার আগেই লাগেজ আসছে কাউন্টারে।
সৎ নেতৃত্ব, দেশপ্রেম থাকলে পরিবর্তন আসবেই।

29/08/2024

Kullu Nafsin zaikatul maut. 🥺❤️

সিলেট বিমানবন্দরে ১৫ কেজি ৯১০ গ্রাম স্বর্ণ উদ্ধারশারজাহ থেকে ২৮ আগষ্ট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আসা এক যাত...
29/08/2024

সিলেট বিমানবন্দরে ১৫ কেজি ৯১০ গ্রাম স্বর্ণ উদ্ধার

শারজাহ থেকে ২৮ আগষ্ট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আসা এক যাত্রীর কাছ থেকে এসব সোনা উদ্ধার করে ,কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সন্দেহভাজন একজন যাত্রীকে গ্রীণ চ্যানেল অতিক্রম করার পর জিজ্ঞাসাবাদ করলে তিনি সোনা থাকার কথা অস্বীকার করেন। পরবর্তীতে তার ব্যাগেজ তল্লাশি করে তার সাথে আনা কফি মেশিনের ভেতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১০৫টি স্বর্ণবার ও ৪টি সিলভারের প্রলেপযুক্ত স্বর্ণের চাকতি পাওয়া যায়। যা স্বর্ণকার দ্বারা পরীক্ষা করে স্বর্ণ হিসেবে প্রমাণিত হয়। মোট উদ্ধারকৃত স্বর্ণবার ১০৫ টি যার ওজন ১২,১৮০ গ্রাম ও স্বর্ণের চাকতি ৪টি, ওজন ৩,৭৩০ গ্রাম। অর্থাৎ উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১৫ কেজি ৯১০ গ্রাম। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬,৩৬,৮৩,১২৭/- (ষোল কোটি ছত্রিশ লক্ষ তিরাশি হাজার একশত সাতাশ) টাকা।

কাস্টমস আইন ২০২৩ এর ধারা ২(২৪) অনুযায়ী আলোচ্য ক্ষেত্রে চোরাচালান অপরাধ সংঘটিত হওয়ায় উক্ত আইনের ১৭৩ ধারা মোতাবেক কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যাত্রীকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে ফৌজদারী মামলা দায়ের করেছে।

চোরাচালান একটি আন্তর্জাতিক বেআইনি কারবার। বিশ্বজুড়ে মাদক ও সোনা চোরাচালানের প্রবণতা বাড়ছে। বৈধ পণ্য শুল্ক ফাঁকি দিয়ে আমদানী বা রপ্তানী করাও চোরাচালান। লোভে পড়ে অনেক প্রবাসী চোরাচালানে জড়িয়ে পড়ছেন।
বৈধ, অবৈধ সকল ধরণের পণ্য/জিনিসের বেআইনি চোরাচালান প্রতিরোধে বাংলা এভিয়েশনকে তথ্য দিন। দেশে বা বিদেশে আপনি যেখানেই থাকুন না কেনো, তথ্য দিয়ে চোরাচালান প্রতিরোধে সহায়তা করুন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। চোরাচালানের বিরুদ্ধে লড়াই আপনিও অংশ নিন।

Address

Jeddah

Telephone

+8801815338330

Website

Alerts

Be the first to know and let us send you an email when সৌদি আরব প্রবাসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সৌদি আরব প্রবাসী:

Videos

Share


Other Digital creator in Jeddah

Show All