MD Ashraf

MD Ashraf MD Ashfak is an Entrepreneur, Digital Marketer. Let Me Tell You About Me. I go by Md. Ashraf Ali, am a Digital Marketer/SEO Specialist. You can depend on me.

Author And also a content Creator has known professionally as a Freelancer Ashfak is a Saudi Arabia-based successful Entrepreneur

Who is devoted to Digitalization and further developing it moving around better places. I can say that reaching & Communication with people is the key to reaching your goals. I have the right stuff to work on your site and conquer the dig

ital advertising world. With my unique set of skills and creativity,
I will assist you with accomplishing the objectives, and it's my propensity to further develop individuals and organizations to the following level. Helping others to develop with my innovativeness fascinates me a ton. I am skilled and specialize in Paid Ads such as social media ads, i.e., Facebook, Instagram, Twitter, and Google Ads. I have more abilities and imagination, which draws out the best from you and your Brand. I don't surrender until the outcomes are as indicated by your accomplishments. I would go above and beyond to reach your fulfillment with your Brand. My Dedication towards my profession and the activities are 100%, wherein I put all my creativity for your success. As a youthful brain with bubbling thoughts, you can depend on me for your Brand, and I would care for your brand, product, or service similarly as my own. So if you want your Brand to be the goal achiever, you can rely on me. I assist Businesses with accomplishing their Brand presence and numerous different objectives with my skills (Social Media Marketing, Google Ads, Digital Marketing) that connect and convert. Need to accomplish your objectives and be perceived on the web? Now, as you probably are aware what I'm Specialized in. Here is the outcome that I have dealt with any consequences regarding you.

1."What do I do?"
I am a Paid Marketer.

2."Who do I work with?"
I love to work for all, for everybody, organizations, businesses and brands.

3."Why does it works?"
We live in a completely digital age where we attempt to be simply awesome and be the highest of all. At the point when you join forces with me, you get the most productive, viable, and premium help that you are hoping to accomplish your goals.

4."So where do I come in to be your warrior?"
You need the imagination and the Specialized Skills for it, and in light of the fact that everything is unique, similar to your business. You want an exceptional marketer who is unique in relation to all others. All things considered, you are fortunate that you tracked me down. I'm good with my abilities, you know.

5."What is my role exactly?"
Any abilities you need in this digital world
Social Media Marketing (Facebook Ads, Instagram Ads, Twitter Ads, LinkedIn Ads, YouTube Ads)
Google Ads
Social Media Management (Creating posts+ Hashtag research +Captions)
Digital Marketing

I love to work and put my imagination to new difficulties, and furthermore I'm prepared to acknowledge any given circumstance to chip away at. And being in this profession makes my dreams come true. The best part of the profession that I love is. It challenges my inner strength and the artist in me. Being a Digital marketer is the journey within thyself, and to achieve it, there are different cycles to go under, and afterward the expert is being born. The Best part of being a digital marketer is learning about new people and their behavior and culture. Being a keen explorer, I love to know more about people from different places and their creativity. I am a keen learner; I look for new things to learn in everything around me. Apart from being a digital marketer, I have hobbies that keep me entertained: (Nature Photography, Blogging, and Stargazing). The most accomplished part where I am pleased with being natural is that I love promoting and digital marketing has given me a totally different method for checking out the digital world for me to work on. I love to create new ways of approaching people to other products or brands. This helps me look at the people and the businesses from both perspectives and being the best and challenging point. So this is all about being me. If you are keen on working with me or discussing your brand success together over some espresso or you can reach me using the form below or send an email at [email protected]

26/08/2023

২২ বছর পর দেশে ফিরেছেন কক্সবাজারের মিজানুর রহমান! এয়ারপোর্টে নেমে কোথায় যাবেন জানেন না। মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন ততদিনে। আর্মড পুলিশ, ব্রাকের আশ্রয় শেষে পরিবার খোঁজ পায় মিজানুরের! বৃদ্ধা মা'র দুচোখ সমুদ্র বয়ে যায়! যে ছেলেকে কখনই দেখতে পাবেন ভাবেননি। তাকে দেখলেন ঠিকই কিন্তু ছেলে যে মাকে চেনেনা! শূন্যহাতে, শুধু পাসপোর্ট সাথে নিয়ে যাওয়া, এরকম মানসিক বিকারগ্রস্থ সন্তান নিয়ে কোথায় যাবেন মা!

এটাই প্রবাসীর জীবন, করুণ জীবন।

একজন প্রবাসী গ্রুপে জয়েন করুন

💔কিয়ামতের কাছাকাছি এক রাতে কুরআনুল কারীমের হরফ উঠানো হবে। সকালে মানুষ কুরআন খুলে দেখবে পাতাগুলো খালি, সেখানে একটা কালিও...
25/08/2023

💔

কিয়ামতের কাছাকাছি এক রাতে কুরআনুল কারীমের হরফ উঠানো হবে। সকালে মানুষ কুরআন খুলে দেখবে পাতাগুলো খালি, সেখানে একটা কালিও নেই।

সবাই ছুটে যাবে সেইসব লোকের কাছে যাদের কাছে কুরআন আছে। কিন্তু তারা অনেক চেষ্টা করেও একটি আয়াতও মনে করতে পারে না। (সুনানে দারেমী হা: নং ৩২০৯)

এ দৃশ্য দেখে সবাই ভয় পাবে এবং অনুতপ্ত হতে থাকবে, বিশ্বাসঘাতকদের দল বিশ্বাস করতে থাকবে।

কিন্তু আল্লাহ তাদের তাওবা ও ঈমান কবুল করবেন না। সূরা আনামের ১৫৮ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন। শ্লোক -
এটি এমন একটি আত্মাকে উপকার করে না যার ঈমান আগে বিশ্বাস করেনি বা তার বিশ্বাসে ভালো উপার্জন করেছে
অর্থ-সেদিন সেই ব্যক্তির ঈমান ফলপ্রসূ হবে না, যে অতীতে ঈমান আনেনি বা ঈমান অনুযায়ী ভালো কাজ করেনি।🙂❤️‍🩹
(সূরা আনাম 158)।

বছরে ১৫০ মিলিয়ন বেতন ছাড়াও নেইমার সৌদি আরবে যেসব সুবিধা পাবেন--✅ ২৫ রুম বিশিষ্ট এক প্রসাদ ✅ ৪০×১০ মিটারের সুইমিং পুল✅ ৫ ...
22/08/2023

বছরে ১৫০ মিলিয়ন বেতন ছাড়াও নেইমার সৌদি আরবে যেসব সুবিধা পাবেন--

✅ ২৫ রুম বিশিষ্ট এক প্রসাদ
✅ ৪০×১০ মিটারের সুইমিং পুল
✅ ৫ জন সার্বক্ষণিক কর্মচারী

✅ বিলাসবহুল স্পোর্টস কার -
- একটা বেন্টলি কন্টিনেন্টাল
- একটা এস্টন মার্টিন ডিবিএক্স
- একটা ল্যাম্বরগিনি হুরাকান

✅ সার্বক্ষনিক ড্রাইভার
✅ হোটেল, রেস্টুরেন্ট বিল ছাড়া ছাড়াও ছুটির দিনের সকল খরচ ক্লাব বহন করবে
✅ চলাফেরার জন্য একটা প্রাইভেট প্লেন
✅ সৌদি ফুটবল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতি পোস্টের জন্য ৫ লাখ ইউরো।



[Follow this page : MD Ashraf ❤️ ]

20/08/2023

স্ত্রীকে তালাক দিতে চাওয়ায় স্বামীকে জিজ্ঞেস করা হলো: "তার কোন বিষয়টি আপনাকে কষ্ট দিয়েছে"?

জবাবে স্বামী বললেন: "বিবেকবান লোক কখনও নিজের স্ত্রীর গোপনীয়তা ফাঁস করেনা"।

যখন তালাক দিয়ে দিল পুনরায় জিজ্ঞেস করা হলো: "আপনি তাকে তালাক দিলেন কেন"? স্বামী বললেন: "আমার কি অধিকার আছে নন মাহরাম কোন মহিলা সম্পর্কে মন্তব্য করার"?

-এটাই "ব্যাক্তিত্ব"🖤

এই যে মানুষগুলোকে দেখছেন,এদের পাঠানো রেমিট্যান্স এর অর্থ বিষতুল্য।এদের অমানুষিক পরিশ্রমের অর্থ অপব্যবহার করছেন তো বিষ পা...
20/08/2023

এই যে মানুষগুলোকে দেখছেন,
এদের পাঠানো রেমিট্যান্স এর অর্থ বিষতুল্য।
এদের অমানুষিক পরিশ্রমের অর্থ
অপব্যবহার করছেন তো বিষ পান করলেন।
দূর্ভাগ্যবশত অনেকাংশেই এদের কষ্টার্জিত অর্থের
যথাযথ প্রয়োগ হয়না,
না রাষ্ট্রে, না পরিবারে।
এদের অনেকেই জীবনের সোনালী সময় চরম কষ্টে
পার করে দেশে ফিরে এসে বঞ্চিত ও
প্রতারিত অবস্থায় জীবনযাপন করতে হয়।
তাই পরিবার ও রাষ্ট্রকে বলছি,
সাবধান!
এদের অর্থের যথাযথ প্রয়োগ নিশ্চিত করুন।

জয়েন করুন একজন প্রবাসী

20/08/2023

ধরেন আপনাকে একটা সাপে কামড় দিলো। আপনি কি সাথে সাথে কামড় খাওয়া যায়গাটার পরিচর্যা করবেন, নিজেকে সুস্থ করার জন্য চেষ্টা করবেন? নাকি দৌড়ে গিয়ে সাপটাকে ধরবেন? তাকে জিগ্যেস করবেন সে আপনাকে কেন কামড় দিলো। তাকে বোঝানোর চেষ্টা করবেন এই কামড়টা আপনি ডিজার্ভ করেন না!? কোনটা?

ঠিক একই ভাবে যখন জীবনে কারো কাছ থেকে চূড়ান্ত লেভেলের বিষ পাবেন সেই বিষাক্ত মানুষটার পেছনে ছুটবেন না। তাকে বোঝানোর তো প্রশ্নই আসে না। আপনি কি ডিজার্ভ করেন কি করেন না তাতে সাপের মতো বিষাক্ত মানুষদের কিছুই যায় আসে না।

নিজেকে হিল করেন, নিজের পরিচর্যা করেন। ভাললাগবে।

লজ্জা লাগছে কেউ সাহায্য চাইলে আমরা ভাংতি খুঁজে পাই না.....চট্টগ্রামের বাঁশখালী থানার বাজারে একটি হোটেলে বসলাম। লক্ষ্য ছি...
19/08/2023

লজ্জা লাগছে কেউ সাহায্য চাইলে আমরা ভাংতি খুঁজে পাই না.....

চট্টগ্রামের বাঁশখালী থানার বাজারে একটি হোটেলে বসলাম। লক্ষ্য ছিলো সিংগাড়া খাবো। এই পদার্থটি আমার সহ্য হয় না। খাওয়ার সাথে সাথে এসিডিটি হয়। তবু লোভে পড়ে খাই। মাঝে মাঝে। সিংগাড়া শেষ করেই ঔষধ খাই।

আমি সব সময় হোটেল-রেস্টুরেন্টের এক কোণায় গিয়ে বসি। একটু লুকিয়ে থাকার ইচ্ছে আরকি। আমি অবশ্যই অন্তর্মুখী মানুষ।

গতকাল কোণার টেবিল ফাঁকা না থাকায় ম্যানাজারের খুব কাছের একটি টেবিলে বসলাম। তার সব কথা শুনতে পাচ্ছিলাম।

একজন বয়োঃবৃদ্ধা ভিক্ষুক এলেন। কাতর কন্ঠে বললেন, "বাবা, খুব ক্ষুধা লেগেছে। কিছু খেতে দিতে পারো?"

ম্যানেজার একটা টেবিল দেখিয়ে বললেন, "ঐ জায়গায় গিয়ে বসেন খালা।" তারপর চিৎকার দিয়ে বললেন, "খালাকে এক প্লেট খিচুড়ি দে।"

আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। ছোট্ট হোটেল। তেমন বেচাকেনা হয় বলেও মনে হলো না।

দুই তিন মিনিটের মধ্যেই আরো একজন বৃদ্ধা ভিক্ষুক ভিক্ষা নিতে এলেন। ম্যানেজার বললেন, "খাওয়া দাওয়া হয়েছে খালা?"

খালাকে নিশ্চুপ দেখে আগের খালার পাশের চেয়ারে বসালেন এবং তাকেও এক প্লেট খিচুড়ি দেওয়া হলো। দুই জন ক্লান্ত পরিশ্রান্ত বয়োঃবৃদ্ধাকে খেতে দেখে কী যে ভালো লাগছিলো!

এরপর আরো একজন বয়োঃবৃদ্ধা ভিক্ষুক এলেন। ম্যানাজারের সামনে দাঁড়ালেন। বললেন, "বাবা, ভিক্ষা করতে এসেছিলাম। তেমন ভিক্ষা পাইনি আজ। বাড়ি যাওয়ার ভাড়া নেই। ভাড়াটা দিতে পারো।"

ম্যানাজার বললো, "আমার তেমন বিক্রি হয়নি খালা। আপনি বরং একটু খেয়ে যান। দেখেন কেউ ভাড়াটা দিতে পারে কিনা।"

এতোক্ষণ যে বয়টি খাবার পরিবেশন করছিলো সে বললো, "খালা কয় টাকা ভাড়া লাগে বাড়ি যেতে?"
-১৫ টাকা বাবা।
হোটেল বয়টি পকেট থেকে ২০ টাকার একটা নোট বের করে খালার হাতে দিয়ে বললেন, "নেন, এটা রাখেন। একটু খিচুড়ি খেয়ে বাড়ি যান। আমি খিচুড়ি দিচ্ছি।"

হোটেল ম্যানাজার হাসতে হাসতে বললেন, "শালা যেমন ম্যানাজার, তেমন তার কর্মচারীরা! কেউ মানুষকে ফিরাতে জানে না।"

তারপর বললেন, "শোন, কোন ভিক্ষুক যেন খেতে এসে না ফিরে যায়। সবাইকে খাওয়াবি।"

আমি সব দেখছিলাম। মাথা নিচু করে বসে আছি। চোখ ঝাপসা হয়ে আসছে। মনের ভেতর তোলপাড় চলছে।

ম্যানাজারকে এক সময় কাছে গিয়ে ফিসফিস করে বললাম, "ভাই, আপনার ঐ কর্মচারী ছেলেটি সম্পর্কে আমাকে একটু বলুন তো প্লিজ। কয় টাকা বেতন দেন ওকে।"

- ব্যবসা তো তেমন চলে না ভাই। সারাদিন হোটেল খোলা। রাত নয়টা পর্যন্ত। ওকে ১২০ টাকা দিই।

- বাড়িতে কে কে আছে ওর?

- কেউ নেই তেমন। মা মারা গেছে। বাবা আরেকটি বিয়ে করেছে। ওর নানা-নানি বয়স্ক হয়ে গেছে। কোন কাজ করতে পারে না। এই ছেলেটি কাজ করে নানা-নানিকে খাওয়ায়।

আমার কাছে এবার অনেক কিছু পরিস্কার হয়ে গেল। সারাজীবন ভালোবাসা, মায়া, স্নেহ বঞ্চিত বলেই, এই ছেলেটার হৃদয় ভালোবাসা আর মায়ায় পরিপূর্ণ।

ছোট্ট ছেলেটিকে কাছে ডাকলাম। বললাম, "লেখাপড়া করেছো?"
- না স্যার।
- ঢাকার দিকে কোন কাজ ম্যানেজ করে দিলে যাবা? একটু বেশি বেতনের?

- নানা-নানি চলতে পারে না। তাদের গোসল করার পানি তুলে দিতে হয়। টয়লেটের, অযুর। খাওয়ার রান্না করতে হয়। আমি এদের রেখে যেতে পারবো না স্যার।

আরো কিছুক্ষণ কথা বলে ফিরে এসেছি। মনটা কেমন ভার হয়ে আছে। ছেলেটা সারাদিন কাজ করে একশত কুড়ি টাকা পায়। তিন জন মানুষের সংসার। কীভাবে চলে! এর থেকে সে আবার অসহায়দের দান করে!

মন খারাপ হলে আমি আল-কুরআন খুলে বসি। আজও কুরআনুল কারীম খুলতেই সূরা আল-বাকারার একটি আয়াতে চোখ আটকে গেল। "এরা নিজেদের রিজিক থেকে অসহায়দের দান করে.. "

আমি আয়াতটির তাফসীর পড়া শুরু করলাম। সেখানে লেখা, "মানুষের এমন পরিমাণ দান করা উচিত, যাতে তার নিজের খাবারে টান পড়ে।"

মনের মধ্যে তোলপাড় হচ্ছে। নিজের খাবারে টান পড়া মানে, গোশত খেতাম, দান করার কারণে এখন মাছ খেতে হচ্ছে। দুই প্লেট ভাত খেতাম এখন এক প্লেট খেতে হচ্ছে।

কী অদ্ভুতভাবে আয়াতটি আমার কাছে খুলে যাচ্ছে! তাবুক যুদ্ধের সময় আল্লাহর রাসূল মুহাম্মদ(সাঃ) বললেন, "আজ কে বেশি দান করতে পারো দেখি?"
উসমান (রাঃ) একশত উট দিয়েছিলেন। উমর (রাঃ) তার সম্পদের অর্ধেক দিয়েছিলেন। আবু বকর (রাঃ) দিয়েছিলেন এক মুষ্টি খেজুর বা একটু যব জাতীয় কিছু আর তার বাড়িতে ঐটুকু সম্পদই ছিলো।

রাসূল (সাঃ) যা বলেছিলেন তার সারমর্ম হলো, আবু বকর সিদ্দিক (রাঃ) দানে প্রথম হয়েছে। সে তার সম্পদের শতভাগ দিয়েছে।

আমার চোখে ইসলামের ইতিহাসের সেই সোনালী দিন, আজকের ঐ হোটেল কর্মচারী আর আল-কুরআনের আয়াত "তারা রিজিক থেকে অসহায়দের দান করে" এই বিষয়গুলো এক অসহ্য ভালোলাগার এবং পরিতাপের বিষয় হয়ে উঠলো। কী করতে পারলাম জীবনে ভাবতে গিয়ে চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়লো আল-কুরআনের পাতায়। আমি তাড়াতাড়ি কুরআনুল কারীম বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে থাকলাম। আরশে আজীম থেকে আল্লাহ তায়ালাও নিশ্চয় আমার দিকে তাকিয়ে আছেন। কোন কিছুই তো তার দৃষ্টির আড়ালে নয়।

কোন এক ভাই এর লিখা 💜

সদ্য ঘোষিত হওয়া প্রবাসীদের পেনশন নিয়ে কিছু কথা! ধরুন আপনি একটা বিমা করেছেন "আমার লাইফ ইন্সুইরেন্স কোম্পানীতে" এখন তাদের ...
19/08/2023

সদ্য ঘোষিত হওয়া প্রবাসীদের পেনশন নিয়ে কিছু কথা!

ধরুন আপনি একটা বিমা করেছেন "আমার লাইফ ইন্সুইরেন্স কোম্পানীতে" এখন তাদের মূল টার্গেট হলো তারা মানুষের টাকা নিয়ে যাবে প্রতি বছরে এমনভাবে গোটা কয়েক হাজার মানুষের কাছ থেকে নেবে এবং এভাবে নিতে নিতে ১০বছর নিবে!

১০বছর নেওয়ার পর প্রতি ১০০টাকার হিসাবে আপনাকে ১৫ টাকা দিবে?
মানে বাৎসরিক ১৫ টাকা লাভ -
এখন প্রতি বছরে আপনি দিবেন ১০০ টাকা বিনিময়ে আপনি পাচ্ছেন ১৫ টাকা 🤷‍♂️

কিন্তু এই যে ১০ বছর আপনি টাকা দিয়ে গেলেন সেটার গড় হিসাব দাড়ালো -

প্রতি মাসে ১০০×১২= ১২০০টাকা এটা আপনার!

তাদের কাছ থেকে লাভ পাচ্ছেন ১৫×১২=১৮০ টাকা!
১০ বছর পর আপনার মূলধন হলো- ১২০০×১০=১২,০০০/-
আপনার লাভ- ১৮০×১০=১৮০০/-

মোট পাওনা টাকা ১২,০০০+১৮০০=১৩৮০০/-

এখন হিসেব শেষ আপনার লাভ সহ টাকা উঠানোর পালা -টাকা কিভাবে আসবে? মনে করুন আপনার টাকা দিয়ে তারা বিজনেস করলো এখন সেই টাকা দিয়ে যে লাভ করে টাকা দিবে তবে সেই বিজনেসে লাভ করতে পারবে তার কোনো গ্যারান্টি নাই!

আর ব্যবসায় যে শুধু লাভ ই আছে লস নাই তা কিন্তু না -
এখন ১০ বছরে ১০০জন মানুষের টাকার অংক কত দাড়ালো?

এবার তারা কি করবে?
যদি ১০বছরে ১০টা প্রজেক্ট নেয় এবং সেখান থেকে ৪টা লস খায় তাহলে লসের হিসাব কোথায় গিয়ে দাড়ালো?

এবার আসি প্রবাসীদের পেনশন নিয়ে সরকারের উদ্যোগ!

আজ থেকে ৪২ বছর পর যদিএই সরকার না থাকে তখন এই পেনশনের টাকা কে পরিশোধ করবে?

এখনকার ১০,০০০ টাকা ৪২ বছর পরে 4 লাখ টাকার সমান হবে।

যেমন ২০০৬ সালে স্বর্ণের ভরি ছিল মাত্র ৭ হাজার টাকা। মাত্র 18 বছর পর ২০২৩ সালে এক লাখ পাঁচ হাজার টাকা।

অর্থাৎ মাত্র ১৮ বছরের মূল্যস্ফীতি ১৫গুণ ?

তাহলে ৩৬ বছরে ৩০ গুন- আর ৪২ বছরে ৩৫ গুণ ?

"অর্থাৎ ৪২ বছর পর আজকের ১০ হাজার টাকা হয়ে যাবে ৩ লাখ ৫০ হাজার টাকা"।

আবার এই হিসাব গুলো অনেকটা ডেসটিনির মতো লাগছে। জীবন বীমা কর্পোরেশনের মধ্যে খুব একটা পার্থক্য নেই। নেওয়ার সময় নিবে কিন্তু দেওয়ার সময় কোম্পানি থাকেনা,

আবার কথা হলো- ঠিক ৪২ বছর পর পাবে পেনশন-

ধরুন এখন আপনার বয়স চলতেছে ২৪ তারমানে আপনি আরো ৪২ বছর পরে বয়স হবে ৬৬ বছর 😉 এবং সেই টাকা তোলার জন্য আপনাকে আরো বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে যা আরো ১ বছর চলে যাবে!

তারপরেও আপনি সেই টাকার জন্য ব্যাংক+বাড়ি+দেশ নেতা সহ দৌড়াদৌড়ি আরো ১বছর?
তারমানে আপনি মোট ৬৮বছর বেঁচে থাকতে হবে সেই পেনশন নামক টাকার জন্য!

তবুও গ্যারান্টি নেই 🙃
কিন্তু আপনি যে ৬৮ বছর বাঁচতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে?

এখন এই সরকার যদি ৪২ বছর পর না থাকে তখন এটার দায়ভার কে নেবে?

সরকার পরিবর্তন হবে না এটার গ্যারান্টি নাই - এখন নতুন সরকার আসার পরে যদি নতুন নিয়ম করে আর এই পেনশনের টাকার দায়ভার না নেয় তাহলে কি হবে?

একটু চিন্তা করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে!

সুতরাং প্রবাসী যারা এই খুশিতে লাফাচ্ছেন দয়া করে সামন পেছন - বর্তমান আর ভবিষ্যত চিন্তা করে তারপর সিদ্ধান্ত নিবেন!

বিদ্রঃ- এটা আমার একান্ত ব্যাক্তিগত অভিমত দিলাম- সুতরাং বিষয়টি সবার কাছে ভালো না ও লাগতে পারে - চাইলে আপনি ইগনোর করতে পারেন!

ধন্যবাদ

মোঃ আশরাফ
জেদ্দা সৌদি আরব

13/08/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
-
ইস্তেখারা নামাযের নিয়ম:-

ইস্তেখারা শব্দের অর্থ :

ইস্তেখারা শব্দটি আরবী। আভিধানিক অর্থ, কোন কোন বিষয়ে কল্যাণ চাওয়া।

ইসলামী পরিভাষায় :

দুই রাকাত সালাত ও বিশেষ দুয়ার মাধ্যমে আল্লাহর তায়ালার নিকট পছন্দনীয় বিষয়ে মন ধাবিত হওয়ার জন্য আশা করা। অর্থাৎ দুটি বিষয়ের মধ্যে কোনটি অধিক কল্যাণকর হবে এ ব্যাপারে আল্লাহর নিকট দু রাকায়াত সালাত ও ইস্তিখারার দুয়ার মাধ্যমে সাহায্য চাওয়ার নামই ইস্তেখারা।

[ইবনে হাজার, ফাতহুল বারী শরহু সহীহিল বুখারী]

ইস্তেখারা করার হুকুম :

এটি সুন্নাত। যা সহীহ বুখারীর হাদীস দ্বারা প্রমাণিত।

ইস্তিখারা কখন করতে হয়?

মানুষ বিভিন্ন সময় একাধিক বিষয়ের মধ্যে কোনটিকে গ্রহণ করবে সে ব্যাপারে দ্বিধা-দন্ধে পড়ে যায়। কারণ, কোথায় তার কল্যাণ নিহীত আছে সে ব্যাপারে কারো জ্ঞান নাই। তাই সঠিক সিদ্ধান্তে উপণিত হওয়ার জন্য আসমান জমীনের সৃষ্টিকর্তা, অতীত-বর্তমান-ভবিষ্যত সকল বিষয়ে যার সম্যক জ্ঞান আছে, যার হাতে সকল ভাল-মন্দের চাবী-কাঠি সেই মহান আল্লাহর তায়ালার নিকট উক্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের জন্য সাহায্য প্রার্থনা করতে হয়। যেন তিনি তার মনের সিদ্ধান্তকে এমন জিনিসের উপর স্থীর করে দেন যা তার জন্য উপকারী। যার ফলে তাকে পরবর্তীতে আফসোস করতে না হয়।

যেমন: বিয়ে, চাকরী, সফর ইত্যাদি বিষয়ে ইস্তেখারা করতে হয়।

শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহঃ বলেন:

“সে ব্যক্তি অনুতপ্ত হবে না যে স্রষ্টার নিকট ইস্তিখারা করে এবং মানুষের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয় এবং তার উপর অটল থাকে।”

আল্লাহ তায়ালা বলেন:

“আর তুমি সিদ্ধান্তের ক্ষেত্রে মানুষের সাথে পরমর্শ কর। অত:পর আল্লাহর উপর ভরসা করে (সিদ্ধান্তে অটল থাক)। আল্লাহ ভরসাকারীদেরকে পছন্দ করেন।“

[সূরা আলে ইমরান: ১৫৯]

কাতাদা(রহঃ) বলেন:

“মানুষ যখন আল্লাহ তায়ালা সন্তুষ্টির উদ্দেশ্যে পরষ্পরে পরামর্শ করে তখন আল্লাহ তায়ালা তাদেরকে সব চেয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছার তওফীক দেন।”

ইমাম নওবী রহ. বলেন:

“আল্লাহ তায়ালার নিকট ইস্তেখারা করার পাশাপাশি অভিজ্ঞতা সম্পন্ন ভাল লোকদের পরামর্শ গ্রহণ করা দরকার। কারণ, মানুষের জ্ঞান-গরীমা অপূর্ণ। সৃষ্টিগতভাবে সে দূর্বল। তাই যখন তার সামনে একাধিক বিষয় উপস্থিত হয় তখন কি করবে না করবে, বা কি সিদ্ধান্ত নিবে তাতে দ্বিধায় পড়ে যায়।”

ইস্তিখারা করার নিয়ম:

১) সালাতের ওযুর মত করে ওযু করতে হয়।

২) ইস্তিখারার উদ্দেশ্যে দু রাকায়াত সালাত পড়তে হয়। এ ক্ষেত্রে সুন্নত হল, প্রথম রাকায়াতে সূরা ফাতিহার পর কুল আইয়োহাল কাফিরূন এবং দ্বিতীয় রাকায়াতে সূরা ফাতিহার পর কুল হুওয়াল্লাহু আহাদ পড়া।

৩) নামাযের সালাম ফিরিয়ে অথবা সালাম ফিরানোর ঠিক পূর্বমুহুর্তে আল্লাহ তায়ালা বড়ত্ব, ও মর্যাদার কথা মনে জাগ্রত করে একান্ত বিনয় ও নম্রতা সহকারে আল্লাহর প্রশংসা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর দুরূদ পেশ করার পর নিচের দুয়াটি পাঠ করা:

اللَّهُمَّ إنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ , وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ , وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلا أَقْدِرُ , وَتَعْلَمُ وَلا أَعْلَمُ , وَأَنْتَ عَلامُ الْغُيُوبِ اللَّهُمَّ إنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ (………) خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي) أَوْقَالَ : عَاجِلِأَمْرِيوَآجِلِهِ) فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ , اللَّهُمَّ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ(……...) شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي (أَوْقَالَ : عَاجِلِأَمْرِيوَآجِلِهِ) فَاصْرِفْهُ عَنِّي

ভয়াবহ বন্যায় একজন জনম দুখী মায়ের ইন্তেকাল।লাশ দাফন করার নেই কোন শুকনো জায়গা। বন্যার পানির শ্রুতে ভাসিয়ে দিলো মায়ের ল...
11/08/2023

ভয়াবহ বন্যায় একজন জনম দুখী মায়ের ইন্তেকাল।লাশ দাফন করার নেই কোন শুকনো জায়গা। বন্যার পানির শ্রুতে ভাসিয়ে দিলো মায়ের লাশ! ছোট্ট একখানা সাদা কাগজে লিখে দিলো, লাশটি আমার মায়ের।

আমি বানভাসি,আশ্রয় কেন্দ্রে বর্তমানে অবস্থান করছি,শুকনো জায়গা না থাকায় কলিজার টুকরা মাকে ভাসিয়ে দিলাম! আল্লাহ এই মা কে জান্নাতুল ফেরদৌস নসীব করুক।

30/07/2023

কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দ যা আপনার জীবন বদলে দিবে♥

"লা তাহযান"_
অর্থঃঅতীত নিয়ে কখনো হতাশ হবেন না।

"লা তাখাফ"_
অর্থঃভবিষ্যত নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহর কাছে।

" লা তাগদাব"_
অর্থঃজীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে। রাগ করবেন না।

" লা তাসখাত"_
অর্থঃআল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না।

27/07/2023

Stop scrolling and say....
Subhanallah ×3
Alhamdulillah ×3
La ilaha illallah ×3
Allahu Akbar ×3
Astagfirullah ×3
Subhanallahi wa bihamdihi ×3
Subhanallahil 'azeem ×3
La hawla wala quwata illa billah×3
Astagfirullah wa atubu ilahi×3
Imagine your rewards from Allah when someone reads it bcz of you🌼♡

Share it now 💗

মহররম মাসের ১০ তারিখের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। এবার ১০ তারিখ পড়ছে আগামী শুক্রবার। তবে, মনে রাখার বিষয় ১ টি নয়, দুটো রোজ...
26/07/2023

মহররম মাসের ১০ তারিখের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। এবার ১০ তারিখ পড়ছে আগামী শুক্রবার। তবে, মনে রাখার বিষয় ১ টি নয়, দুটো রোজা রাখতেই উৎসাহিত করা হয়। শুধুমাত্র ১০ তারিখের রোজা না রেখে, ৯ এবং ১০ দুইদিন রোজা রাখাটাই অধিকতর উত্তম বলে ইসলামি স্কলারগণ মতামত দিয়েছেন।

তাই সৌদি আরবে এবং আরবি তারিখের মিল আছে এরকম মধ্যপ্রচ্যের এবং মধ্যপ্রচ্যের বাইরের অন্যান্য দেশগুলোতে অবস্থানকারী যাদের রোজা রাখার ইচ্ছা এবং সুযোগ আছে, তারা আজ রাতে সেহেরি খেতে পারেন ৯ তারিখের রোজার জন্য। আগামীকাল বৃহস্পতিবারই ৯ মহররম।

আল্লাহ সবাইকে নেক আমলের তৌফিক দিন।

22/07/2023

আল্লাহর উপর ভরসা রাখেন,
যা হারাচ্ছেন, আফসোস করবেন না,
আল্লাহ অবশ্যই, আপনার হারানো জিনিসকে ভালো কিছু দিয়ে রিপ্লেস করার ক্ষমতা রাখেন 💕

হৃদয়🖤

প্রতিষ্ঠিত হওয়ার পর যে ছেলে বিয়ে করে, সে ছেলের বিয়ে করা বউটা লাইফ পার্টনার হিসেবে থাকেনা। বরং সেটা ভোগবিলাসের বস্তু হিসে...
11/07/2023

প্রতিষ্ঠিত হওয়ার পর যে ছেলে বিয়ে করে, সে ছেলের বিয়ে করা বউটা লাইফ পার্টনার হিসেবে থাকেনা।
বরং সেটা ভোগবিলাসের বস্তু হিসেবে পরিণত হয়। কারন, প্রতিষ্ঠিত ছেলের কোন অভাব থাকেনা।
ফলে, তার জীবন যুদ্ধে সাহায্য করার জন্য কোন পার্টনার দরকার হয় না।

পার্টনার দরকার হয় তার,
যে অধিক কষ্টে জীবন যাপন করে। তাকে হেল্প করার জন্যই পার্টনার দরকার হয়।
কিন্তু আজকাল মেয়েদের অভিভাবকরা সবসময় চান ছেলে যেন পুরোপুরি এস্টাবলিশড হয়। তার যেন অলরেডি বাড়ি গাড়ি থাকে!
..আসলে এস্টাবলিশমেন্ট নয়,
দেখা উচিৎ পটেনশিয়ালিটি। দেখা উচিত স্বভাব চরিত্র। আর বিয়েটা দেয়া উচিৎ সবকিছু গুছিয়ে নেয়া বা প্রতিষ্ঠিত হবার পর নয়, ছেলেমেয়েদের জীবনে সংগ্রাম বাকি থাকতেই। যাতে করে জীবনের বাকি যুদ্ধটা তারা দু'জনে একসাথে চালিয়ে নিতে পারে। যুদ্ধ করে জীবন এগিয়ে গেলে তবেই সম্পর্কটা হবে ইস্পাতের মতো কঠিন ও নিঃস্বার্থ ভালোবাসাময়।❤😍

মানুষ সবসময় তাকেই বেশি ভালবাসে, বেশি আপন মনে করে, যে ছিল বিপদ মুহূর্তের সাথী। জীবনের বিভিন্ন কঠিন সময়ে যারা আমাদের সঙ্গে থাকে তাদেরকে আমরা ভুলতে পারিনা। তাদের সাথে সম্পর্কটা একসময় সত্যি সত্যিই স্বার্থের উর্ধ্বে উঠে যায়। বিয়ের ক্ষেত্রেও অবস্থাটা ভিন্ন কিছু নয়। যে স্বামী স্ত্রী একসাথে সংগ্রাম করে করে জীবনের পথে এগিয়ে যায়- তাদের বন্ধনটাই হয় সবচেয়ে দৃঢ়। 😍

তাদের ভালোবাসা হয় সবচেয়ে গাঢ়। সবচেয়ে দীর্ঘস্থায়ী। কারণ, কঠিন সময়গুলোই মানুষের অন্তরে দাগ কেটে যায়। জীবনের শেষ দিনেও হয়তো মনে পড়ে - #একদিন_আমরা_এক_বেলা_উপোস_ছিলাম!!!!🙂
আর এটাই লাইফ পার্টনারের প্রয়োজনীয়তা...☺️

যখন একা একা জীবন যুদ্ধে জয় প্রায় নিশ্চিত হয়ে যায়, তখন কাউকে সহযোদ্ধা হিসেবে পেলে তা কখনো যে কঠিন সময়ে পাশে ছিলো তার মত হয়না।

যারা এই কুদ্দুস নাম ব্যাঙ্গ করছেন, আপনারা কি জানেন । এই নামটি আল্লাহ রাব্বুল আলামিনের গুনবাচক নাম গুলোর মধ্যে একটি, যার ...
09/07/2023

যারা এই কুদ্দুস নাম ব্যাঙ্গ করছেন, আপনারা কি জানেন । এই নামটি আল্লাহ রাব্বুল আলামিনের গুনবাচক নাম গুলোর মধ্যে একটি, যার অর্থ • পবিত্র, নির্ভুল | যেইখানে একজন মানুষের নাম কুদ্দুস বলে ডাকা নিষেধ, ডাকলে আব্দুল কুদ্দুস বলে ডাকতে হয়

কত বড় হতভাগা মুর্খ আমরা, আল্লাহ তায়া'লার নামের ব্যাঙ্গটা ভাইরাল করি।

হে আল্লাহ আপনি আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন "🤲

09/07/2023

৩ দিন না খেয়ে থাকেন- সমাজ আপনাকে দেখবে না!!

একদিন গাঁ-জা খান, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে!

এটাই সমাজ😷

Address

Jeddah Halaka Al Safa Street
Jeddah

Alerts

Be the first to know and let us send you an email when MD Ashraf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Ashraf:

Videos

Share