Azizian 365 lifestyle

Azizian 365 lifestyle Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Azizian 365 lifestyle, Digital creator, Kingdom of Saudi Arabia, Jeddah.

10/02/2023

#ঝালপিঠা

26/01/2023

#পাকিস্তানেরপাঞ্জাবিড্যান্স।
Pakistani community stage performance.
Heritage Festival-2023 KAU.

26/01/2023

A scene you will only see in the Arabian Peninsula, specifically south of Mecca 🇸🇦🇸🇦🇸🇦.

07/01/2023

Mountains is Makkah covered with greenery after the recent rains.

04/01/2023

মক্কা এবং জেদ্দা এখন বন্যার কবলে।

28/12/2022

Winter in Arabia

23/12/2022

NOW: Rain in Masjid Al Haram, Makkah

‎اللهم صيبا نافعا

18/12/2022

মদিনা টুর ২০২২
কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি।

11/12/2022

একটা মজার কৌতুক পড়লাম বউ, শুনবে? বলো শুনি...
▪️স্ত্রী: আচ্ছা! স্ত্রীরাই শুধু স্বামীদের রান্না করে খাওয়ায় কেনো?
▪️স্বামী : এটাই দুনিয়ার নিয়ম। সব কয়েদীকে জেল কর্তৃপক্ষই খাওয়ায়!
আমার বউ খুব সন্দেহের চোখে আমার দিকে তাকিয়ে বলছে- আচ্ছা এত জোকস থাকতে এটাই আমাকে শোনাতে হলো কেনো?
তোমার কি মনে হয় তুমি জেলে আছো! আমি কি এতটাই খারাপ রেখেছি তোমায়....(কিছুক্ষন পরে এসে আবার) আর শোনো তোমার চেয়ে স্বাধীন কয়েদি আল্লাহর দুনিয়ায় আর একটাও নাই! সাত দিনে একবার বাসায় ফিরে কয়েদীর জোকস শুনাচ্ছে!

▪️কোন দুঃখে যে হাঁসিমুখে এই কৌতুক শুনাতে গেলাম! আজ আকাশে কুয়াশার ঘনঘটা! পরিবেশ গুমোট! হে আল্লাহ দ্রুত সূর্য উঠান!

20/11/2022

শুধু বিয়ে করাটা কঠিন কোন কাজ নয়, আসল চ্যালেঞ্জটা হলো এমন একজন সঠিক সঙ্গী খুঁজে পাওয়া, যে আপনার ঈমানকে আরো বৃদ্ধি করতে, এবং আল্লাহ'কে বেশি বেশি স্মরণ করতে আপনাকে সহায়তা করবে!

- ড.বিলাল ফিলিপ্স

18/11/2022

পর্দার হুকুম নাযিল হয়েছিল রাতে। রাতে এই হুকুম সম্পর্কে অবহিত হওয়া সবার পক্ষে সম্ভব হয় নি!!
যে সকল নারীরা পর্দার হুকুম সম্পর্কে জানতে পেরে ছিলেন, তারা সকালে মসজিদে পর্দা করেই হাজির হলেন।
একজন মহিলা এ সংবাদ জানতে পারেনি। এ মহিলা মসজিদে উপস্থিত হয়ে অন্যান্য মহিলাদের দেখে, আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? তোমাদের কি হল?
মহিলারা বললেন, রাতে পর্দার হুকুম নাযিল হয়েছে।
সেই মহিলা আফসোস করে বললেন, আহা! আমি তো এই সংবাদ জানতে পারিনি। সাথে সাথে একটি বাচ্চা কে বাড়ী পাঠিয়ে চাদর আনালেন।
মহিলা বাড়ী ফিরে যাওয়ার পর, তার স্বামী বললেন, এভাবে তাড়াহুড়া করার কি দরকার ছিলো?
মহিলা বললেন...... আল্লাহর হুকুম শোনার পর তার নাফারমানির সাথে একটি কদম বাড়াতেও আমার সাহস হলো না। তাই বাচ্চাটিকে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ! This is Submission...
আফসোস! আজ পর্দার আয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আসা হলেও মানুষ অজুহাত দেখায়ঃ গরম সহ্য হয়না, শ্বাসকষ্ট, এখনও সময় হয়নি, বিয়ের পর পর্দা করবো..... আরো কত কিছু!?
অথচ 'আত্মসমর্পণ' মানেই হলো সর্বাবস্থায় বিনা যুক্তি তে আল্লাহর নির্দেশকে নিজের মতামতের উপরে স্থান দেওয়া।
আল্লাহ তা'আলার এতটুকু আদেশ মেনে নিতে পারিনা, সেই আমরাই কি করে আশা করি আল্লাহ আমাদের জান্নাতে ডেকে নেবেন?? আল্লাহ আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। (আমিন)

14/11/2022

কন্ঠের পর্দা

একটা বিষয় মনে পড়লো। এক ভাই উনার জীবনে দেখা পর্দার সবচেয়ে সুন্দর নিদর্শন সম্পর্কে এভাবে বলেছিলেনঃ

লালখান বাজার মাদ্রাসার বইমেলা চলছিল। অনেকগুলো বইয়ের দোকান। একটা দোকানে বই দেখছিলাম। দেখি পাশে এক ছোট বাচ্চা এসে একটা কাগজ দিল দোকানদারকে।

বাচ্চাটার পাশে একজন মহিলা। সম্ভবত তার মা। দোকানদারের সাথে কথা বলা দূরে থাক, তিনি কাগজটা নিজে দিতে পারতেন চাইলে। কিন্তু যেহেতু ভিন্ন উপায় আছে, এতটুক কমিউনিকেশনও তিনি করলেন না। কী বই লাগবে, আছে নাকি–তা তিনি জানালেন তার বাচ্চার মাধ্যমে, কাগজটা দিয়ে।

ব্যাপারগুলো সুন্দর না? কারো কাছে স্রেফ সুন্দরের চেয়েও অনেক বেশি কিছু, কারো কাছে বাড়াবাড়ি, কারো কাছে.........! (থাক, আর না বলি)

যারা বিভিন্ন ক্বিরাত/গজল প্রতিযোগিতায় গিয়ে নিজেদের মিষ্টি কন্ঠ হাজারো গাইরে মাহরামের সামনে উন্মুক্ত করে দিচ্ছে, তারাও তো বাহ্যিকভাবে পর্দাশীল। তাদের পর্দা আর ঐ বোনটির পর্দার মধ্যে কতই না তফাৎ।

একই পথের যাত্রী, কিন্তু পথ চিনার ক্ষেত্রে কতই না ব্যবধান!

©সংগ্রহীত

10/11/2022

সাহাবীদের সময়ে একটা সুন্দর সিস্টেম ছিল। সাহাবারা কোনো নারীকে একা ফেলে রাখতেন না। সে বিধবা হোক, তালাকপ্রাপ্তা হোক, তার আবার বিয়ে হত।

আমরা দেখি, আল্লাহর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যুগে কোনো কোনো সাহাবিয়াতের তিন-চার-পাঁচবারও বিয়ে হয়েছে! কিন্তু আমাদের বর্তমান সময়ে একজন মেয়ের এতবার বিয়ের কথা ভাবাই যায় না। ৪/৫ বার তো দূরের কথা ২য় বার বিয়েতেই কত সমস্যা।

আবু বকর, উমার রাদিয়াল্লাহু আনহুম, উনাদের মত সেরা সেরা সাহাবীরাও তালাক দিয়েছেন, একাধিক বিয়ে করেছেন। তাদের তালাকপ্রাপ্ত স্ত্রীদের আবার অন্য সাহাবীরা বিয়ে করে নিয়েছেন।
কেউ এমন ভাবেনি, "নিশ্চয়ই অমুক মেয়ের দোষ আছে, নইলে কি আবু বকর-উমারের মত মানুষ তাকে তালাক দেয়! এমন মেয়েকে কে বিয়ে করে!"

বরং তারা মানুষকে মানুষ-ই মনে করতেন, ফেরেশতা মনে করতেন না।

মানুষের কিছু চাহিদা বাবা-মা-ভাই-বোন-সন্তান-সন্ততি দ্বারা পুরা করা যায় না। একজন সঙ্গী লাগে। যে বিধবা তারও একজন সঙ্গীর প্রয়োজন। যে তালাকপ্রাপ্ত তারও একজন সঙ্গী দরকার। সাহাবীদের আমলে কেউ কোনো নারীকে একাকী নিঃসঙ্গ পড়ে থাকত না। মায়ের বয়সী হোক, দাদীর বয়সী হোক, তার আগে বাচ্চাকাচ্চা থাকুক -- সব রকম নারীকেই বিয়ে করে নেওয়া হত।

আল্লাহ তা’আলা আমাদেরকে ইসলাম দান করেছেন যেন আমাদের জীবনগুলো সুন্দর হয়, শান্তির হয়। একাকী পড়ে থাকার মত অসহনীয় জীবন আর কিছু নেই। তাই আল্লাহ তায়ালা বিয়ের বিধান দিয়েছেন।

বিয়ের সময় কম-বয়সী, কুমারী নারীকে বিয়ে করতে কোনো বাধা নেই। কিন্তু সমাজের সার্বিক দিকের কথা চিন্তা করে বিধবা এবং তালাক-প্রাপ্ত, গরীব, অসহায় বোনদেরও তো কাউকে না কাউকে অন্তত আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করা উচিৎ।

স্বয়ং আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রথম স্ত্রী খাদিজা (রাঃ) তাঁর চেয়ে বয়সে বড় ছিলেন। দুই-এক বছরের না, বেশ কয়েক বছরের বড়। এমনকি তাঁর আগে একাধিক বিয়েও হয়েছিল। অর্থাৎ তিনি কুমারী ছিলেন না। কাজেই পূর্ব বিবাহিত পাত্রীকে বিয়ের ব্যাপারে কোন ধরনের অস্বস্তিবোধের জায়গা ইসলাম দেয় না।

আমরা আসলেই গোঁড়া। একবিংশ শতাব্দিতে এসেও আমরা সাহাবীদের মত উন্নত মানসিকতা ধারণ করতে পারি না। সাহাবী-সাহাবিয়াতরা সব ক্ষেত্রেই সর্বোত্তম দৃষ্টান্ত রাখতে পেরেছিলেন।

-Collected..

 #সৌদি_আরবে উচ্চশিক্ষার নতুন নিয়ম⭕যে সকল শিক্ষার্থী সৌদি আরবে উচ্চ শিক্ষা গ্রহনে ইচ্ছুক তারা এখন থেকে  https://studyinsa...
26/10/2022

#সৌদি_আরবে উচ্চশিক্ষার নতুন নিয়ম

⭕যে সকল শিক্ষার্থী সৌদি আরবে উচ্চ শিক্ষা গ্রহনে ইচ্ছুক তারা এখন থেকে https://studyinsaudi.moe.gov.sa এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। ⭕২০২৩ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে।
⭕সৌদি আরবে উচ্চশিক্ষার প্রোগ্রামে বিশ্বের ১৬০ টি দেশের ছাত্র এবং ছাত্রী শিক্ষার্থী, শিক্ষাবিদ এবং গবেষকরাও আবেদনের সুযোগ পাবে।
⭕শিক্ষা মন্ত্রণালয় গত ২৭ সেপ্টেম্বর স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী শিক্ষা ভিসা চালু করার জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহন করে।
⭕সৌদি আরবে উচ্চ শিক্ষার নতুন আবেদন করার জন্য যে সকল ডকুমেন্টস লাগবে-
১. Birth certificate
২. Birth certificate translated to Arabic language
৩. Certificate of absence from security precedents in Arabic (Should not be older than 6 Months)
৪. Father's ID
৫. Grade Statement translator for Arabic language
৬. High School Certificate
৭. High School Certificate Translated Into Arabic
৮. Medical Report in Arabic (Should not be older than 6 Months)
৯. Medical Report(Should not be older than 6 months)
১০. Mother's ID
১১. Passport
১২. Personal Picture (4 x 6)
১৩. Score Detection
১৪. Security Case-Free Certificate

ادرس في السعودية - وزارة التعليم

26/10/2022

সৌদি জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সৌদিদের কালচার ফুটিয়ে তোলে।
#কিংফয়সালকনভেনশনহল।
#কিংআব্দুলআজিজইউনিভার্সিটি।
#জেদ্দাসৌদিআরব।

Address

Kingdom Of Saudi Arabia
Jeddah

Telephone

+966557383985

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azizian 365 lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azizian 365 lifestyle:

Videos

Share