তোমাকে যে আমি পাব না
সেইটা আমি বুঝি কিন্তু আমার মন বোঝেনা 💔💔
alhamdulillah for everything 🤲🤲
সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায়।
সেই ভীষণ শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়।
জীবনে চাইলেই কখনো কাউকে নিজের করে পাওয়া যায়না,তার জন্য ভাগ্য থাকতে হয়।
জীবনে চাইলেই কখনো কাউকে নিজের করে পাওয়া যায়না,
তার জন্য ভাগ্য থাকতে হয়।
তবু স্বর্গদ্বারে একা থাকব তার অপেক্ষায় যেন আমার অভ্যর্থনা তাকে করে অবনত।
যার বিশালতার মাঝে
আমি একটুকু পাই নি ঠাঁই
তাকে কৃতজ্ঞতা জানাই,
সে যে দিয়েছে আমায় মহাশূন্যে আশ্রয়।
তোমায় হৃদমাজারে রাখিব যেতে দিব না।
তোমায় হৃদমাজারে রাখিব যেতে দিব না।
আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙ্গে,তাকে কৃতজ্ঞতা জানাই সে দিয়েছে আমার অন্ধ চোখের আলো।
আমার সবটুকু বিশ্বাস
যে দিয়েছে ভেঙ্গে,
তাকে কৃতজ্ঞতা জানাই
সে দিয়েছে আমার অন্ধ চোখের আলো💔💔
সবাই ভালো থাকে,শুধু বলার জন্য বলে তোমাকে ছাড়া ভালো থাকবো না।
সবাই ভালো থাকে
শুধু বলার জন্য বলে
তোমাকে ছাড়া ভালো থাকবো না।
তুমি আকাশের বুকে বিশালতার উপমা,তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা।
🖤তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা🖤
সময়ে যে ভেলোবাসার মূল্য বুঝেনা,সে কখনো সত্যিকারের ভালোবাসার মানুষ হতে পারে না।
সময়ে যে ভেলোবাসার মূল্য বুঝেনা,সে কখনো সত্যিকারের ভালোবাসার মানুষ হতে পারে না।
সত্যি তো এটাই যে হৃদয়ে থাকে সে ভাগ্যে থাকে না।
সত্যি তো এটাই যে হৃদয়ে থাকে সে ভাগ্যে থাকে না।
Song:Apon(আপন)
Singer:Tanveer Evan
Drama:আপন
বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ
নেই তোমার মত কেউ এতটা আপন।
মানুষ হারায় না বদলে যায়।
হয়তো কোন একদিন এইভাবে দেখা হয়ে যাবে।
ভিডিও টি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সেয়ার দিতে ভুলবেন না।
অসাধারণ সুন্দর বাশির সুর,
মন খারাপ থাকলে শুনে দেখতে পারেন।