Rajaul karim

Rajaul karim Assalamualaikum Welcome to Rajaul Karim Official page"
(14)

আতশ বাজির ফলাফল।কি পাপ ছিলো ওদের?হিসাব দিতে হবে না আল্লাহর কাছে? কি জবাব দিবেন? পারবেন তো জবাব দিতে? 😢😢😭😭এই দৃশ্য যদি আপ...
02/01/2025

আতশ বাজির ফলাফল।
কি পাপ ছিলো ওদের?হিসাব দিতে হবে না আল্লাহর কাছে? কি জবাব দিবেন? পারবেন তো জবাব দিতে? 😢😢😭😭

এই দৃশ্য যদি আপনাকে ব্যথিত না করে; জেনে নিবেন আপনি মৃত। তাই আপনার অনুভূতি নেই।আল্লাহ

01/01/2025

মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতন কাঠামো অতি শীঘ্রই গেজেট আকারে প্রকাশ করা হবে :
- ধর্ম উপদেষ্টা 💚

টিমের নাম "চট্টগ্রাম"
01/01/2025

টিমের নাম "চট্টগ্রাম"

পৃথিবীর একমাত্র স্ত্রী যে কোনো দিন তার স্বামীর সাথে ত'র্কে জিততে পারবে না!🙂
27/12/2024

পৃথিবীর একমাত্র স্ত্রী যে কোনো দিন তার স্বামীর সাথে ত'র্কে জিততে পারবে না!🙂

21/12/2024

বছরের দীর্ঘতম রাতে আরেকটা চাওয়া, আল্লাহ যেনো বাবা মাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখে, আমিন 🤲🏻❤️

20/12/2024

দানবাক্স মাজারে নয়,
হাসপাতালে থাকা দরকার। মৃত মানুষের চেয়ে, জীবিত মানুষের টাকার বেশি প্রয়োজন

একের পর এক মসজিদ ভেঙ্গে ফেলা হচ্ছে ইন্ডিয়ায়, অথচ নির্বিকার মোদি সরকার!বিখ্যাত বাবরি মসজিদকে ভাঙ্গা হলো কথিত 'রাম মন্দির'...
17/12/2024

একের পর এক মসজিদ ভেঙ্গে ফেলা হচ্ছে ইন্ডিয়ায়, অথচ নির্বিকার মোদি সরকার!

বিখ্যাত বাবরি মসজিদকে ভাঙ্গা হলো কথিত 'রাম মন্দির' থাকার ক্রেজে!

আর এবার উত্তর প্রদেশের ফতেহপুরে ১৮০ বছরের পুরোনো নূরি জামে মসজিদের একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। প্রশাসনের দাবি, মসজিদটি শহরের বান্দা-ফতেহপুর সড়ক অবৈধভাবে দখল করেছিল। মসজিদ কমিটি উচ্চ আদালতে আবেদন করলেও, আদালতের শুনানি না হওয়া পর্যন্ত এই অংশটি ভাঙা হয়।

ওবায়দুল কাদের যে তিন মাস দেশেই ছিলো, এবং সেফ এক্সিট নিশ্চিত করলো, রাষ্ট্র তুমি শহিদদের কী জবাব দিবে?😔💔
17/12/2024

ওবায়দুল কাদের যে তিন মাস দেশেই ছিলো, এবং সেফ এক্সিট নিশ্চিত করলো, রাষ্ট্র তুমি শহিদদের কী জবাব দিবে?😔💔

সফলতা তুমি কতদুর,আমি বড্ড ক্লান্ত।😓
17/12/2024

সফলতা তুমি কতদুর,
আমি বড্ড ক্লান্ত।😓

প্লেন উড়িয়ে আকাশে বাংলাদেশের, মানচিত্র আঁকলেন পাইলট ফাহিম। 💗
16/12/2024

প্লেন উড়িয়ে আকাশে বাংলাদেশের, মানচিত্র আঁকলেন পাইলট ফাহিম। 💗

16/12/2024

আজকের দিনেও যদি কারো মেসেজ না পান তাহলে ধরে নেন আপনি বহু বছর আগেই শহীদ হয়ে গেছেন।

14/12/2024

এই যুগের এইসব open mentality আমি বুঝিনা!
Gf/Bf থাকার পরেও Female/Male bestfriend concept টাও আমি বুঝিনা! প্রেমিকা যদি তোমার bestfriend ই না হলো, তাঁকে যদি মনের সব কথা খুলে বলতেই না পারলে তাহলে কি প্রেম করো! প্রেমটা শুধু শারীরিক? Mental support এর জন্য তোমার opposite gender bestfriend এর কাছে যাওয়া লাগে?? একটু মন খারাপ হলেই Gf/Bf কে বাদ দিয়ে opposite gender এর bestfriend কে জড়িয়ে ধরতে লাগে!
দুজন মানুষের ভাগ শুধু দুজনের। আমি আমার partner এর সিকিভাগও অন্যকারো সাথে share করতে রাজি নই। আমি যার প্রেমিক হবো, সবার আগে তার bestfriend হবো। আমি থাকার পরও যে মানুষের আরেকটা opposite gender এর bestfriend লাগবে আমি ধরেই নিবো তার চরিত্রে দোষ আছে।
হ্যাঁ ভাই, আমি অনেক toxic minded, possessive, backdated. তোমাদের মতো open minded আমি হতেও চাইনা"
🙂

©

13/12/2024

৪০/৫০ দিনের জন্য আপনার ফেইসবুক আইডিটা ডিএক্টিভ করে দেন, দেখবেন কেউ আপনাকে ফোন করে জিজ্ঞেস করবে না আইডি কেন ডিএক্টিভ করেছেন
no one cares about you.

স্যাড রিয়েলিটি হচ্ছে কেউ আপনাকে না করে ভালোবাসা, না করে ঘৃ' ণা। আপনি কারো কাছে এক্সিস্টই করেন না।
প্রমান চান এই এক্সপেরিমেন্টটা করে দেখেন।
©

কবি হেলাল হাফিজের প্রেম ছিলো হেলেন নামের একটি মেয়ে সাথে।হেলেনের বিয়ে হয়ে যায় অন্য কারো সাথে।বিয়ের পর কবি দশ পনেরদিন নাকি...
13/12/2024

কবি হেলাল হাফিজের প্রেম ছিলো হেলেন নামের একটি মেয়ে সাথে।হেলেনের বিয়ে হয়ে যায় অন্য কারো সাথে।বিয়ের পর কবি দশ পনেরদিন নাকি কোন কথা বলতে পারেননি,বাকরুদ্ধ ছিলেন।হেলেনের বিয়ের পর কবি হেলাল হাফিজকে তার পরিবার বিয়ের জন্য পীড়াপীড়ি করতে থাকে।একদিন এক মেয়ের ছবি দেখিয়ে তার কাছে জানতে চাওয়া হয় তার পছন্দ হয়েছে কিনা।কবি প্রতিত্তুরে জানিয়েছিলেন মেয়েটি দেখতে নাকি তার মায়ের মত।তারপর তার পরিবার লজ্জায় কখনও আমৃত্যু তিনি বিয়ে না করে কাটিয়ে দিয়েছেন হেলেনকে ভালোবেসে
আমাদের মত সাধারনের জীবনে এমন দুঃসাহসিক সিদ্ধান্ত নেওয়া অনেকটাই অসম্ভব। বিয়ে না করার কারণ জানতে চাইলে কখনও তিনি হেলেনের দোষ দিতেন না।এমনকি হেলেনের ব্যাপারটিও কখনও বলতেন না।তিনি বলতেন আমি কাউকে বিয়ে করিনি এমনটা ঠিক না,বরং কেউ আমাকে বিয়ে করেনি এমনও হতে পারে। সে যাই হোক, হেলেনও নাকি কবির শূন্যতায় একসময় পাগল হয়ে যায়,পরে স্বামী ডিভোর্স দিয়ে দেয়।হেলেনকে নাকি শেকল দিয়ে বেধে রাখতে হয়।আমরা মনে করি কবিদের জীবন বোধহয় নারীবেষ্টিত হয়ে থাকে কিন্তু সবসময় বোধহয় আমাদের ধারণা সত্য হয় না।রুপবতী মেয়েরা কবিতার প্রেমে পড়ে,এলোমেলো অগোছালো কবির প্রেমে পড়ে না।কবি একজনকেই ভালোবেসে সারাজীবন নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন। নিঃসঙ্গতাই তার প্রিয়।
কবির জীবনে একটি মাত্র মৌলিক কাব্যগ্রন্থ 'যে জলে আগুন জ্বলে' প্রকাশিত হয় হয় ১৯৮৬ সালে। তারপর তিনি অার কেন বই বের করেননি জানতে চাইলে তিনি উত্তর দিতেন যে প্রথম বইয়ের জনপ্রিয়তা আমার লেখা বন্ধ করে দিয়েছে।আমার জীবনের সবটুকু অনুভূতিই এই বইতে দিয়েছি।এরপর লিখলে তা যদি আগের মত জনপ্রিয় না হয় তাহলে তিনি তা সহ্য করতে পারবেন না।আমার কাছে মনে হয় এই 'যে জলে আগুন জ্বলে' কবিতার বইটি হেলাল হাফিজের নয়, সকল প্রেমিকদের মনের অব্যক্ত কথার সমন্বয়। কবি শুধুমাত্র প্রেমিক হৃদয়ের অনুভূতি গুলোর কাব্যরূপ দিয়েছেন।প্রতিবছর বইমেলা থেকে কত প্রেমপ্রার্থী তরুণ কত রুপবতী তরুণীকে এই বইটি উপহার দিয়ে তাদের হৃদয়ের অনুভূতি কবির কবিতা দিয়ে বোঝাতে চেয়েছে তার সঠিক পরিসংখ্যান কেউ জানে না, সেইসব তরুনীরা হয়ত বইটি একবারের জন্য খুলেও দেখে না। এই জন্যই হয়ত আজকের দিনে কেউ আর প্রেমিক-প্রেমিকা হয়ে ওঠেনা,বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়।এদের বিচ্ছেদ হয় না, হয় ব্রেকআপ। কেউ একজনকে ভালোবেসে তাকে না পাওয়ার বেদনা নিয়ে সারাজীবন নিসঙ্গ থাকে না, কেউ আর হেলেনের মত পাগল হয়ে যায় না,পায়ে নুপুরের পরিবর্তে শেকল পরতে হয় না।হয়ত এ কারনেই শতাব্দী জুড়ে এমন প্রেম দুই একটির বেশি হয় না।
ভালবাসা আর শ্রদ্ধার্ঘ্য প্রিয় কবি হেলাল হাফিজ 🌼

©আশিকুর এফ রহমান (কিছুটা সংশোধিত)
ছবিঃ সংগৃহীত

13/12/2024

কিছুক্ষণ আগে কবি হেলাল হাফিজ মা/রা গেছেন নিঃসঙ্গ অবস্থায়।

ম/রে ওয়াশরুমে পড়েছিলেন।

এই নিঃসঙ্গ মৃ/ত্যু/টা এক হিসেবে উনারই চয়েজ ছিলো। সেই যে হেলেনকে ভালোবাসলেন। আর কাউকে ভালো বাসতে পারলেন না।

বিদায়, প্রেমের কবি, দ্রোহের কবি, হেলাল হাফিজ।

আপনার এই নিঃসঙ্গ মৃ/ত্যু আমাদের শিখিয়ে গেল, তুমুল ভালোবাসা মানুষকে নক্ষত্রের চেয়েও নিঃসঙ্গ বানাইয়া দেয়!!

©

13/12/2024

পঙ্গু করা হল দিল্লিকে!
ঢাকায় ভিসা প্রসেসিং শুরু ক্রোয়েশিয়া,অস্ট্রিয়া,জার্মানি এবং সুইডেনসহ ২৭টি ইউরোপীয় দেশ।
স্যারের হেডাম আছে!!

মেহেদী খুব চালাক টেস্ট সিরিজ থেকে লক্ষ্য করতেছি সে যতক্ষণ উইকেটে থাকে অধিকাংশ সময় ব্যাট উঁচু করে মাঝ বরাবর রাখে সম্ভবত এ...
09/12/2024

মেহেদী খুব চালাক টেস্ট সিরিজ থেকে লক্ষ্য করতেছি সে যতক্ষণ উইকেটে থাকে অধিকাংশ সময় ব্যাট উঁচু করে মাঝ বরাবর রাখে সম্ভবত এটা তাদের কোম্পানির প্রচারের মার্কেটিং স্ট্রাটেজি হতে পারে 😂

ইন্ডিয়ার ১৩ বছর বয়সী সবচেয়ে আলোচিত বৈভব সূর্যনাবশীকে আউট করার পর মারুফ মৃধার আগ্রাসী সেলিব্রেশন ছিলো দেখার মতো! ❤️মারুফ...
09/12/2024

ইন্ডিয়ার ১৩ বছর বয়সী সবচেয়ে আলোচিত বৈভব সূর্যনাবশীকে আউট করার পর মারুফ মৃধার আগ্রাসী সেলিব্রেশন ছিলো দেখার মতো! ❤️

মারুফ মৃধাদেরকে দেখে মনে হচ্ছে এরা সত্যিকার অর্থে দেশের হয়ে যু|দ্ধ করতেই গেছে। ভারতের সাথে এই ফাইনালটা মিস করলে অনেক কিছুই মিস করবেন। গ্যালারিতে টাইগার সমর্থকদের উল্লাস আর মাঠে মারুফ মৃধাদের আগ্রাসী মনোভাব। প্রতিটা মুহূর্ত আমার রক্ত গরম করে দিচ্ছে! 💥💪

Address

Jeddah

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajaul karim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajaul karim:

Videos

Share