![](https://img3.medioq.com/495/963/246472204959631.jpg)
11/08/2023
ট্যুরিজম ইদানিংকালে বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। দেশের মধ্যে অনেক পর্যটনকেন্দ্রেই প্রতিদিন ভিড় করছে দেশ ও বিদেশের বহু মানুষ। এই বর্ষাকালে ঘুরার জন্য একটি চমৎকার জায়গা হতে পারে স্বরূপকাঠি।
স্বরূপকাঠির ব্যাপারে কিছু তথ্য:
👉 স্বরূপকাঠি কিংবা নেছারাবাদ উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে।
👉 বরিশালের সন্ধ্যা নদীর কোলে গড়ে ওঠে স্বরূপকাঠি।
👉 ঘুরতে যাওয়ার ভালো সময় বর্ষাকাল।
👉 দর্শনীয় জলাশয়- কালিগঙ্গা, বাইনাকাঠি, সন্ধ্যা, গবখানা খাল
👉 সবুজের মায়ার হাতছানি আর খাল-নদীর ওপর ভাসমান পেয়ারা বাজার এখানকার প্রধান আকর্ষণ।