Mohammad Emon

Mohammad Emon Saudi Arab, Jeddah

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আস সুদাইস হাফিঃ রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন যা থে...
11/04/2023

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আস সুদাইস হাফিঃ রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন যা থেকে আমারা ফায়দা হাসিল করতে পারি।
তা হলো.........

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে যায় , তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম কুর'আন পাঠের সাওয়াব পাবেন।

হযরত আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্।
কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।

চুপ থাকা একটা পরিশ্রমহীন ইবাদত ও নবীর সুন্নাহ।- তিরমিযি-২৫০১
11/04/2023

চুপ থাকা একটা পরিশ্রমহীন ইবাদত ও নবীর সুন্নাহ।

- তিরমিযি-২৫০১

10/04/2023

এই ভিডিওটি আমাকে কাঁদিয়েছে,
এতটুকু একটা বাচ্চা ছেলে, তার রমজান ও ইসলাম নিয়ে কী সুন্দর চিন্তা ভাবনা, আর আমরা কি করছি, আমাদের ওর থেকে অনেক কিছু শেখার বাকি আছে।আল্লাহ যেন আমাকে সহ পৃথিবীর সবাইকে কবুল করে নেয়, আমিন🤲

আল আকসা আমাদের ক্ষমা করে দিও💔আমাদের আর ঈমানের অনুভূতি নেই। আমরা এখনো ইফতারে খেজুর খাওয়ার সুন্নাত পালনেই সন্তুষ্ট হয়ে আরা...
10/04/2023

আল আকসা আমাদের ক্ষমা করে দিও💔
আমাদের আর ঈমানের অনুভূতি নেই।
আমরা এখনো ইফতারে খেজুর খাওয়ার সুন্নাত পালনেই সন্তুষ্ট হয়ে আরামে ইবাদত করে রমজান মাস পার করে দিচ্ছি।
অথচ তুমি রক্তা-ক্ত!
আমাদের ঈমান সালাউদ্দিন আইয়ুবির ঘোড়ার পায়ের ধুলোর চেয়েও নগন্য!
আমরা সংখ্যায় অধিক কিন্তু আমরা পানিতে ভাসমান খড়কুটোর মতো।
আমরা কিয়ামতের নানান আলামত খুঁজে বেড়াই অথচ আমরা নিজেরাই কিয়ামতের আলামত হয়ে আছি!
হে আকসা
হে আমাদের প্রথম কাবা
আমরা পঁচে গেছি পথভ্রষ্ট হয়ে গেছি!
আমাদের চোখে পানি নেই কলবে ঈমান নেই।
তোমায় নিয়ে অন্তরে কোনো পেরেশানি নেই 😢
আমরা ভোগ বিলাসে ব্যস্ত ঈদ শপিংয়ে ব্যস্ত!
আমরা কতই না হতভাগা।😔

10/04/2023

আল্লাহ তায়ালা সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন🤲

Address

Saudi Arab
Jeddah
21445

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies