Saudi Arabia Probashi

Saudi Arabia Probashi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saudi Arabia Probashi, Hafar al Batin.

দেশের মধ্যে হাতদিয়ে সারাজীবন জামাকাপড় পরিষ্কার করছি কিন্তু এমন মেশিন জীবনেও দেখি নাই। হাতদিয়ে জামাকাপড় ধুইতে ধুইতে আমাদ...
26/11/2024

দেশের মধ্যে হাতদিয়ে সারাজীবন জামাকাপড় পরিষ্কার করছি কিন্তু এমন মেশিন জীবনেও দেখি নাই। হাতদিয়ে জামাকাপড় ধুইতে ধুইতে আমাদের মা-বোনদের জীবন তেজপাতা হয়ে গেছে। অথচ বিদেশে দেখেন কি সব প্রযুক্তি এই মেশিনটা ১০মিনিটের মধ্যে আপনার জামাকাপড় পরিষ্কার করে দিবে পাশাপাশি আপনার জামাকাপড় শুখানোর ব্যবস্থাও রয়েছে সর্বোচ্চ ৫মিনিট সময় নিবে। দেখেন বিদেশ কি জিনিস তোমরা যারা দেশে আছ তোমরা বিদেশের মজা বুঝবেনা আমরা কি লাইফ লিড করতেছি।উন্নত দেশের সিস্টেমে অন্যরকম।

কালকে হঠাৎ মেশিনটা বউকে আর শ্বাশুড়িকে ভিডিও কলে দেখাইলাম এখন এই মেশিন দেখাইয়া আমি এখন কি যে বিপদে পড়ছি।শ্বাশুড়ি বলতেছে যেমনেই হোক যেভাবেই হোক উনার জন্য এমন একটা মেশিন কার্গো বা কুরিয়ার সার্ভিসে পাঠাইটাম না পাঠাইলে নাকি আমার বউরে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। কি বিপদে পড়লাম ভাই আমার পুরো মাসের বেতন দিয়ে এই মেশিন কিনতে পারবো কিনা সন্দেহ আছে। জীবনে বড়ো ভুল করলাম মেশিনটা দেখাইয়া। আবার আপনারা কেউ দয়া করে ফোন বা মেসেজে দিয়েন না এই মেশিনের জন্য। আপনাদের সাথে ভালো মন্দ শেয়ার করে এখন আমার ঘুম নাই!বিদেশের উন্নত লাইফ আপনাদের সাথে শেয়ার করে এখন আমার মরণ।

রফিক , দাম্মাম
সৌদি আরব প্রবাসী।

বাঙালির বদঅভ্যেস জীবনেও পরিবর্তন হবে না কোম্পানি কতো বড়ো রুম দিসে। ভিআইপি রুম দিসে। বিল্ডিংয়ের মধ্যে চাদ রয়েছে সেখানে জ...
26/11/2024

বাঙালির বদঅভ্যেস জীবনেও পরিবর্তন হবে না কোম্পানি কতো বড়ো রুম দিসে। ভিআইপি রুম দিসে। বিল্ডিংয়ের মধ্যে চাদ রয়েছে সেখানে জামাকাপড় শুকানোর সব ব্যবস্থা রয়েছে কিন্তু না আমরা তো নাছোড় বান্দা। থাকার রুমকে ডাস্টবিন বানিয়েই ছাড়বো। বেডগুলোকে দেশীয় টয়লেটে পরিণত করছে। নতুন কেউ আসলে প্রথমে টয়লেট ভেবে ভুল করতে পারেন সরি এটা হচ্ছে জসিম ভাইয়ের বেড।

তবে আজকে এটা নিয়ে অনেক তর্কাতর্কি হইছে এভাবে লুঙ্গী শুকাতে দেওয়ার কারণে জরিমানা হিসাবে আগামী ১মাস টয়লেট পরিষ্কার থেকে শুরু করে মেসের সবার খাওয়া শেষে তাদের থালাবাসন পরিষ্কার করা প্রতিদিন দুইবার করে রুমে ঝাড়ু দিতে হবে। নুরু মামা ঘোষণা দিয়ে দিসেন যদি তাতেও শিক্ষা না হয় কোনো পরিবর্তন না আসে তাহলে মেসের সিনিয়র নেতৃবৃন্দের মাধ্যম গণভোটের আয়োজন করে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা যারা প্রবাসী আছেন দয়া করে পরিষ্কার থাকুন , নিজের রুম থেকে সবকিছু গোছানো রাখুন। টয়লেট পরিষ্কার রাখুন! নতুন কোনো প্রবাসী আসলে তাদেরকে সহযোগিতা করুন। বিদেশে বাঙালির ইমেজ নষ্ট কইরেন না। খবিশের মতো চলাফেরা করবেন না। চারপাশের সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।

ফখরুল , জেদ্দা
সৌদি আরব প্রবাসী।

জীবনে আরও কতো খাবার দেখার বাকি আছে! আজকে সকালে মরক্কোর দোস্ত আইয়ুবের সাথে ফ্রেঞ্চ ব্যাগেটের সাথে টুনা মাছ দিয়ে ব্রেকফাস্...
26/11/2024

জীবনে আরও কতো খাবার দেখার বাকি আছে! আজকে সকালে মরক্কোর দোস্ত আইয়ুবের সাথে ফ্রেঞ্চ ব্যাগেটের সাথে টুনা মাছ দিয়ে ব্রেকফাস্ট করলাম এককথায় অসাধারণ হয়েছে। ভাবতেছি বিদেশে প্রতিদিন এইভাবে রুটিন করে খাব রুটি থেকে করে ফ্রেঞ্চ জাতীয় খাবার ভাত আর চলবেনা মেসে। ভাত আজকে তোদের শরীর নষ্ট কোনো স্পিড নাই , শক্তি নাই। তোরা মনে হয় আশি বছরের বুড়া বেডা।

অথচ দেশের মধ্যে আমগো বাঙালিরা ভাত ছাড়া কিচ্ছু বুঝে না দিন নাই রাতনাই শুধু ভাত! তারা না পারতে ভাতের পাতিল গলায় ঝুলিয়ে হাঁটতো।আমরা বিদেশে কি খাই ভাই একবার আইসা দেইখা তোরা দেইখা যা। তোদের কসম লাগে তিনবেলা ভাত না খাইয়া একবেলা খা অন্য একবেলা সালাত রাখ আরেক বেলা রুটি খা। তোরা এবার মানুষ হ। ভাত কই কই তোরা জীবনটা ধ্বংস করলি। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি। শ্বাশুড়ি আম্মাকে আবারো সালাম জানাই উনার কারণেই আজকে আমি সৌদি আরবে এসেছি। বিদেশে আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে। আল্লাহ যেনো আমার শ্বশুরের কাছ থেকে ১০০দিন হায়াত নিয়ে আমার শাশুড়িকে দিয়ে দিন। উনার জন্যই বিদেশ উন্নত জীবনযাপন করতেছি।

মতি ভাই , রিয়াদা
সৌদি আরব প্রবাসী।

ফ্রি তে চুল কাটলেন আজকে নুরু মামা! তাই উনাকে চাইনিজ স্টাইলে কাটিং দিয়া দিসেন জনপ্রিয় মতি কাগা!নুরু মামা অভিযোগ দিসে কাটি...
22/11/2024

ফ্রি তে চুল কাটলেন আজকে নুরু মামা! তাই উনাকে চাইনিজ স্টাইলে কাটিং দিয়া দিসেন জনপ্রিয় মতি কাগা!নুরু মামা অভিযোগ দিসে কাটিং ভালো হয় নাই মাগনা কাটিং এর চেয়ে ভালো আর কেমনে আশা করেন।কোনো বাঙালী ভাই যদি ফ্রিতে চুল কাটতে চান তাইলে রিয়াদের ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টের পিছনে চলে আসুন।সম্পূর্ণ ফ্রি সেবা চুল/ দাঁড়ি সব বিনামূল্যে কাটা হয়।

শুধু শুধু ১০/১৫ রিয়াল বাহিরে নষ্ট না করে মতি ভাইয়ের ফ্রি সার্ভিস বার্বার সপে চলে আসুন বিনিময়ে দিবেন মন থেকে দোয়া এবং ভালোবাসা।এতেই সন্তুষ্ট প্রানপ্রিয় মতি ভাই। মানুষ মানুষের জন্য , মতি ভাই শুধু সৌদি আরব প্রবাসীদের জন্য।

মতি ফ্রি সার্ভিস , রিয়াদ
সৌদি আরব প্রবাসী।

বিদেশের মধ্যে অনেক দিন যাবত আছি দেশীয় খাবারগুলো অনেক মিস করি। এইখানে যে সব বাঙালি সাদিক পাইলাম বেশীরভাগ অচল জিনিস না পার...
20/11/2024

বিদেশের মধ্যে অনেক দিন যাবত আছি দেশীয় খাবারগুলো অনেক মিস করি। এইখানে যে সব বাঙালি সাদিক পাইলাম বেশীরভাগ অচল জিনিস না পারে রান্নাবান্না করতে না আছে শিক্ষাদীক্ষা।একেকটা সিবি বানাই নিয়ে আসছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছে কিন্তু বাস্তবতা আরও নির্মম , নিষ্ঠুর সবগুলো ভিতরে পচা , দুর্গন্ধ হয়ে আছে। সিবির সাথে কোনো কিছুর মিল নাই। ক্লাস ফাইভ পাস, টু পাস, স্কুলে কাছে দিয়েও যায়নি। এলাকার নামকরা বাবাখোর, গাঞ্জাখোর , ডাব চোর , কবুতর সব সৌদি আরব আইসা উঠছে। একেকটা পারমাণবিক বোমা ছিল যতই মারি কোনো সাউন্ড হয়না উল্টো আইসা গায়ে পড়তো।

কিন্তু আল্লাহর কোন লিলাখেলা ৩/৪ দিন আগে নতুন দুইটা ছেলে আমার কোম্পানিতে আসছে ভাবলাম এগুলো আগেরটির মতো হাটু ভাঙ্গা হবে। কিন্তু আমার ধারণা ভুল এই প্রথম দুইটা আগুনের গোলা আমার ভাগ্যে মিললো। একটা ছেলে নটরডেম কলেজে পড়াশোনা করছে আরেকটা ছেলে ঢাকা সিটি কলেজে পড়াশোনা করছে যেমন শিক্ষিত , নম্র ভদ্র কাজে কর্মে অসাধারণ। এইসব ছেলেদেরকে নিয়ে গর্ব করা যায়। কালকে আরও আশ্চর্য হয়ে গেলাম একটা নিজে নিজে সবজি পিঠা বানিয়েছে এমনকি সবাইকেই খাওয়াইছে। সত্যি আমরা মুগ্ধ হয়ে গেলাম অথচ মতি ভাই , জসীম এদেরকে দিয়ে একটা ডিম বাজী করাইতে পারতামনা। শালারা কালকে ডাসী খাইছে মাগনা পাই! যাইহোক ,সবাই আমার স্নেহের দুই ছোটো ভাই জিহাদ, সৌমিকে জন্য দোয়া করবেন। মতি ভাই , জসিম ভাইদেরকে ডিভোর্স দিয়ে নতুন দুইভাইকে রুমমেট হিসেবে খুব শীঘ্রই নিয়োগ দিব।

নুরু মামা , রিয়াদ
সৌদি আরব প্রবাসী।

18/11/2024

বাংলাদেশের মধ্যে আমরা কাকড়া আর শামুক খুজতাম হাসেঁর বাচ্চা আর মুরগির বাচ্চার জন্য। ওমা এখন দেখি সৌদির মানুষ কাকড়া আর শামুক খাওয়া শুরু করছে। দামও আকাশচুম্বী দুইটা কাকড়া ১৫০ রিয়াল ৩টা চিংড়ী মাছ ২৬০রিয়াল সব কাচাঁ টাকা ভাই। সৌদিয়ানরা এখন দুনিয়ার হাবিজাবি যা আছে সব খাওয়া শুরু করছে! শফিক ভাইরে বললাম একটা কাকড়া খেয়ে দেখেন টেস্ট কেমন উনি বলেন লাখ টাকা দিলেও নাকি খাবেন না। তবে বর্তমানে সৌদি আরবে অনেক জনপ্রিয় খাবার হয়ে উঠছে এইসব খাবার।

বাংলাদেশ থেকে কেউ সৌদি আরব আসার সময় যদি কিছু কাকড়া আর ঝিনুক নিয়ে আসতে পারেন তাহলে উনাকে ওজন বা পিস হিসাব করে যথাযথ সম্মানি দেওয়া হবে। দেশ থেকে অনেকেই আসার সময় বালা তেল , খেতা ,আচার ,চিড়ামুড়ি নিয়ে আসেন এইসব জিনিস না নিয়ে কয়টা লাগেজে করে কয়টা কাকড়া আর ঝিনুক নিয়ে আইসেন ঐগুলার খরচ দিয়ে দুইমাস সৌদি আরব চলতে পারবেন। কেউ পারলে কমেন্ট বক্সে জানাইবেন এয়ারপোর্টে গিয়ে জসিম ভাই রিচিব করবে দুইদিন উনার বাসায় রাখবে থাকা - খাওয়া সম্পূর্ণ ফ্রী।

কবির, দাম্মাম
সৌদি আরব প্রবাসী ।

17/11/2024

শুধু মাত্র আমাদের বাংলাদেশী ভাইদের জন্য স্পেশাল অফার ঘোষণা করা হলো।আজকে , রফিক ভাইয়ের একমাত্র শালির জন্মদিন তাই এ-উপলক্ষ্যে ৮০% ডিসকাউন্ট থাকবে সকল সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের জন্য।অফারটি থাকবে ৪৮ ঘন্টার জন্য তাই সময় নষ্ট না করে রিয়াদের, ৯নাম্বারে চলে আসুন।এই সুযোগ সবসময় আসেনা বছরে একবারি আসে।আর সবাই রফিক ভাইয়ের শালীর জন্য মন খুলে দোয়া কইরেন।

ইদ্রিস , রিয়াদ
সৌদি আরব প্রবাসী।

17/11/2024

সৌদি আরবে বাংলাদেশি ব্যবসায়ীরা এইভাবে চুনা লাগাই দিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যায়।পরটা ছয়টা আর দুইটা ডাল সবজির বিল নিয়ে নিল ১০রিয়াল। বাংলাদেশি প্রায় ৩২২টাকার কাছাকাছি। তাই সিদ্ধান্ত নিলাম সামনে মতি ভাইরে সাথে নিয়ে একটা হোটেল খুইলা দিমু। মাসে ইনকাম করতে পারবো ১থেকে দেড় লক্ষ টাকা।

সৌদি আরব একটা ভাতের হোটেল খুইলা দিলে আমেরিকা ,লন্ডনের মতো টাকা কামাইতে পারবেন।ভাবতেছি শ্বাশুড়িকে ফোন দিয়ে ভাতের হোটেল সম্পর্কে বিস্তারিত জানাতে হবে।

সেলিম, রিয়াদ
সৌদি আরব প্রবাসী।

17/11/2024

বাংলাদেশে আপনারা ডিম খেয়ে অসুস্থ হয়ে যান কতো দিন আগের ডিম কেউ জানেন না। ৩০টা ডিম কিনলে ৫টা পচা থাকে। আর বিদেশে দেখেন কতো উন্নত সিস্টেম একটা ডিমের ৩/৪ মাস মেয়াদ থাকে তাও কতো ফ্রেশ। অথচ আমাদের দেশে বেশির হোটেলে পচা ডিম খাওয়ায়। এইতে কয়েকদিন আগে খালতো বোনের জামাই ঢাকায় কোন হোটেলে দুপুরের খাবার খেয়েছিল ডিম দিয়ে পরে নাকি বাসায় যাওয়ার পরে পেট খারাপ হয়ে যায় তারপর উনাকে হসপিটালে নিয়ে যায়।আর সৌদি আরব দেখেন কতো ফ্রেশ ডিম কোনো ভেজাল নাই। দুইনম্বরি করার কোনো সুযোগ নাই এটাই হচ্ছে বিদেশ। সব উন্নতি সিস্টেম কেমিক্যাল মুক্ত খাবার। এদেশে খাবার খেয়ে কেউ অসুস্থ হয়ে যায় না , বাসি খাবারের কোনো সুযোগ নাই। মেয়াদ উত্তীর্ণ কোনো জিনিস পাবেন না।

দেশের কোনো ভাইয়ের যদি ফ্রেশ , তারিখসহ ডিম দরকার হয় তাহলে সালাম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। উনি কুরিয়ার সার্ভিসে ডিম পাঠাই দিবে।

রফিক, জেদ্দা
সৌদি আরব প্রবাসী।

এই সোনার নাম নাকি পমোগেনেট জীবনেও এই নাম শুনি নাই সেফ রে কই বাংলায় বলেন। পমোগেনেট ছিনিনা! দুই কলম পড়ালেখা না কইরা এখন পদ...
17/11/2024

এই সোনার নাম নাকি পমোগেনেট জীবনেও এই নাম শুনি নাই সেফ রে কই বাংলায় বলেন। পমোগেনেট ছিনিনা! দুই কলম পড়ালেখা না কইরা এখন পদে পদে মারা খাইতেছি। ডালিম বললে কি হইতো আজকে নিজে নিজে কতক্ষণ বাংলাভাষারে গালি দিলাম কোনো কাজে আসে নাই বাংলা ভাষা। তাই সিদ্ধান্ত নিলাম কাল থেকে নুরু মামার কাছে ইংরেজি শিখবো ১ ঘন্টা করে অবশ্য তিনিও রাজি হইছেন তবে শর্ত দিসে মাসে দুইবার উনাকে পরটা খাওয়াইতে হবে। আমিও মেনে নিছি উনার সব শর্ত কি করার পরিস্থিতিতির স্বীকার।

তাই আপনারা যারা মেডিলিস্টে আসার চিন্তাভাবনা করতেছেন দয়া করে টুকটাক ইংরেজি শিখে নিবেন না শিখে আসলে আমার মতো শুধু পদে পদে গো**য়া মারা খাবেন। পড়ালেখা যারা করছেন হতাশ হবেন না জীবনে কোথাও না কোথাও কেউ আপনার শিক্ষাকে মূল্যায়ন করবে। সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সব প্রিয় মতি ভাই।

মতি ভাই , রিয়াদ
সৌদি আরব প্রবাসী।

ওয়েটারের কাজ করার পর থেকে খুব একটা বকশিস পাইনি।সৌদিয়ান রা এখন কিপটা হয়ে গেছে যে কয় রিয়াল দেয় সেটা মহিলা কাস্টমাররা দেয়। ...
16/11/2024

ওয়েটারের কাজ করার পর থেকে খুব একটা বকশিস পাইনি।সৌদিয়ান রা এখন কিপটা হয়ে গেছে যে কয় রিয়াল দেয় সেটা মহিলা কাস্টমাররা দেয়। দিলেও বড়োজোর ৪/৫ রিয়াল তার বেশি না।তবে কিছু পাই আর না পাই মাঝেমধ্যে ছোটো ছোটো বাচ্চাদের খেলনা পাই রেস্টুরেন্টের মধ্যে। বেশীরভাগ কাস্টমার খাওয়া শেষে যাওয়ার সময় অনেক কিছু রেখে যায় ভুল করে।বিভিন্ন দামী দামী খেলনা রেখে যায় সেগুলো আমি সংগ্রহ করে রাখছি আমার বাসায়। দেশে যাওয়ার সময় আশা করি আমার বাচ্চা মুনতাহার জন্য কোনো খেলনা কিনা লাগবে না। আল্লাহর কাছে দোয়া করি যেনো ২/৩ টা হিরার বা স্বর্নের রিং পাই তাইলে আর বেশিদিন বিদেশ করা লাগবে না। কালকে এই পুতুলটা পেলাম এইটা নেওয়ার জন্য কাস্টমার আর কখনো আসবে না কারণ তাদের টাকার কোনো অভাব নাই। আল্লাহর কাছে দোয়া করি যেনো পরের বার দামী কিছু জোটে এই অভাগার কপালে।অনেকেই রাস্তা ঘাটে হাটার সময় নাকি স্বর্নের বিসকেট পায় আরও কতো কি পায়। সালার আমিই কিছু পাইলাম। না। আল্লাহ উপর ভরসা রাখি , ইনশাআল্লাহ পরের বার হয়তো ভালো কিছু পাবো।

মানিক , দাম্মাম
সৌদি আরব প্রবাসী।

16/11/2024

দুই দিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন! মিলন ভাই বিদেশ আসছে শুক্কুরে শুক্কুরে আষ্ট দিন হয়নি এখোনি বিদেশি বিদেশি ভাব নিয়ে নিচে। ভাতের বদলে ফল দিয়ে সালাত খায় তাও নেপালী সাদিক নিয়ে। দেশে ফোন দিয়ে বলে উনি নাকি ভাত খাওয়া ছেড়ে দিসে সৌদি আরব আইসা এখানে খেপসা আর সালাত ছাড়া নাকি উনি কিছুই খায়না। কালকে অনেক অপমান করছে রফিক ভাইরে। সময়মতো সবকিছুর জবাব দেওয়া হবে এখন একটু সময় খারাপ রফিক ভাইয়ের।

রফিক , মক্কা
সৌদি আরব প্রবাসী।

16/11/2024

আলহামদুলিল্লাহ! কফিলে নিজের গাড়িতে করে আমাকে নিয়ে আসছে সীসা খাওয়ার জন্য। বাঙালি ভাইয়েরা হিংসা করে লাভ নাই সেলিম ভাইকে আটকাতে পারবে না। কফিলের সাথে আমার ভালো সম্পর্ক দেইখা আমাদের অনেক বাঙালি ভাইয়ের সহ্য হয়না, তাদের জ্বালা শরীরে জ্বালা শুরু হয়ে যায়। আমাদের বাঙালীদের সমস্যা এইখানে কেউ কাউকে উপরে যাইতে দেয়না। সবাই শুধু ধান্দায় কাকে কিভাবে নিচে নামানো যাবে। কিভাবে একজন আরেকজনের পিছনে ষড়যন্ত্র করবে এইগুলা নিয়ে পড়ে থাকে। আল্লাহ সবাইকে হেদায়েত দিক। সঠিক বুঝ দিক।

সেলিম , রিয়াদ
সৌদি আরব প্রবাসী

16/11/2024

সৌদি আরব আসছি একদম নতুন! কোনো কাজের অভিজ্ঞতা নাই! তারমধ্যে ঠিকভাবে ইংরেজি বলতে পারি না আরবিতো কিছুই জানিনা। যখন ইন্টারভিউ নিসে যা জিজ্ঞেস করছে সবকিছুর উত্তর দিসি বাংলাতে সাথে আরেকজন ছিল বাঙালী উনি ভালোই ইংরেজি জানেন। আমি ইংরেজি পারি না দেইখা আমাকে তারা ক্লিনার হিসেবে বেচে নিল। আর পাশের বাঙালি ভাইরে ওয়েটার হিসেবে চয়েস করলেন।ক্লিনারের কাজ করি ছয় মাসের মতো কিন্তু মাঝেমধ্যে ওয়েটারের কাজ করতাম কিচেনে ও কাজ করতাম। সৌদি কাস্টমারদের প্রায় সময় বলতে শুনি মাইনস মাইনাস বলে চিৎকার করতে তখন আমি বলি মাইনাস আবার কি জিনিস! এই মেয়োনোজ সস চিনতে আমার একমাস লাগছে। তিন সাপ্তাহ শুধু আমি মাইনাস বলতাম পরে এক লিবিয়ানি বললো এটা মাইনাস না এটা হচ্ছে মেয়োনিজ। মেয়োনেজ যা বেশির সসের সাথে থাকে।সৌদির মানুষের অনেক পছন্দ মেয়োনেজ।সস বানাতে মেয়োনিজ লাগে। বার্গারের সাথেও ব্যবহার করা হয়।

তো হঠাৎ একদিন অনেক কাস্টমার রেস্টুরেন্টে তখন ফিলিপাইনি সেফ আমাকে ডাক দিয়ে বললো রহিম মেয়োনিজ সস নিয়ে আস তাড়াতাড়ি আমি দেরী না করে সাথে সাথে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ ডিউটি শেষ করে যাওয়ার পথে ফিলিপাইনি সেফ বললো কাল থেকে তুমি কিচেনে কাজ করবে তোমার কাজ আমার পছন্দ হয়। আলহামদুলিল্লাহ , আমি এখন পুরোপুরি সেফ হওয়ার পথে সবাই আমার জন্য দোয়া করবেন যেনো অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে।

রহিম , তাবুক
সৌদি আরব প্রবাসী।

Address

Hafar Al Batin
39511

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saudi Arabia Probashi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saudi Arabia Probashi:

Videos

Share