ব্যাস্ত সময়

ব্যাস্ত সময় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ব্যাস্ত সময়, Digital creator, Hafar Al Batin, Hafar al Batin.
(50)

22/02/2025

দুনিয়ার মোহে দৌড়ে ক্লান্ত না হয়ে, সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ টা স্থাপন করো। দেখবে পুরো পৃথিবী তোমার দিকে ঝুকে পড়েছে।

22/02/2025

বান্দার জীবনে সবচেয়ে ফযিলতপূর্ণ দিন হচ্ছে, যেদিন সে আল্লাহর কাছে তাওবাহ করে এবং আল্লাহও বান্দার তাওবাহ কবুল করে নেন।

ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)

[সূত্র: যাদুল মাআদ, ৩/৫১২]

21/02/2025

ইব-লিস তার রবকে বলছে! আপনার ই'জ্জ'ত ও বড়'ত্বের ক'সম! আমি বনি আদমকে ভ্র'ষ্ট করতেই থাকব যতক্ষণ তাদের মধ্যে রু'হ থাকে!!

আল্লাহ বলেনঃ! আমার ই'জ্জ'ত ও বড়'ত্বের ক'সম! আমি তাদের ক্ষমা করতে থাকব যতক্ষণ তারা আমার নিকট ইস্তেফার করে!!

-সুবহানাল্লাহ♡

[ সহীহ হাদিসে কুদসি - ৩২]

20/02/2025

জীবনসঙ্গী হোক এমন একজন- যার সাথে দ্বীনের পথে চলা সহজ হয়, যে সুখে-দুঃখে আল্লাহর দিকে ডাকবে, আর যার সঙ্গ হৃদয়কে প্রশান্তি দান করবে। এবং সে সম্পর্কের মূল হোক ভালোবাসা, কিন্তু তার শিকড় হোক তাকওয়ার বৃষ্টিতে সজীব।

19/02/2025
19/02/2025

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই

19/02/2025

ইবলিস কে ধোঁকা দিল কে?
কার প্ররোচনায় সে আল্লাহর আদেশ অমান্য করেছে?
ভিডিও কালেট islam and life
#ইবলিশ #আল্লাহ

19/02/2025

এটাই বাস্তবতা। পাপে নিমজ্জিত দেহ-মন কখনোই প্রকৃত অর্থে সুখী হতে পারে না। একবুক হাহাকার আর সীমাহীন একাকীত্বই হয় তাদের সারাটি জীবনের সঙ্গী।

19/02/2025

যাকে খুশি করার জন্য আমি আল্লাহকে অখুশি করেছি, অচিরেই সে ব্যক্তি অন্যকে খুশি করার জন্য আমাকে অখুশি করবে। পক্ষান্তরে, আল্লাহকে খুশি করার জন্য পুরো জগতকে অখুশি করলে, আল্লাহ অচিরেই গোটা জগতকে আমার প্রতি খুশি করে দিবেন। রাদিতু বিল্লাহি রাব্বান।

~ শাইখ আতিক উল্লাহ

Shout out to my newest followers! Excited to have you onboard! Ruben Zandbergen, Lavlu Bissash, Roshan Hridoy, Riajul Is...
18/02/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Ruben Zandbergen, Lavlu Bissash, Roshan Hridoy, Riajul Islam, Md Abu Hanif

18/02/2025

শেখ সাদি (রহ) এর ফার্সি কবিতা।

কতো দামি কথাগুলো-

“এখনো সময় আছে একটু চোখের পানি ঝরাও, মুখ দিয়ে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাও। এখন তুমি ডুবে আছো কোমর সমান পানিতে, একবার পুরো ডুবে গেলে পারবে না আর বাঁচিতে।”

18/02/2025

আল্লাহর দরবারে হাত উঠালেই চোখ দিয়ে টপটপ করে পানি ঝরে! এতোবড় নিয়ামতের বিপরীতে একজীবনে আপনার আর কি চাই?

রবের কাছে প্রাণ খুলে কাঁদতে পারাও এক বিশাল বড় নিয়ামাত, যা সবাই পায় না।

আল্লাহ যাকে পছন্দ করেন কেবল তাকেই এই নিয়ামত দান করেন।

18/02/2025

যখন আল্লাহ কাউকে খুব করে চান, তখন তার চারপাশ থেকে সবাইকে সরিয়ে দেন। সবার প্রতি হতাশ করে দেন মানুষটিকে। কারো প্রতি বিন্দু পরিমাণ আশা ভরসা অন্তরে অবশিষ্ট রাখেন না। গোটা সৃষ্টির থেকে বান্দার মুখ সরিয়ে নেন। একাকীত্বের এমন এক জগতে তাকে নিয়ে যান, যেখানে শুধু সে আর আল্লাহ আছেন।

18/02/2025

একদিন সব ব্যথা কমে যাবে, তবুও আপনার মনে থাকবে-কোনো কাঁধ ছিল না মাথা রাখার জন্য, কেউ হাত বাড়িয়ে দেয়নি খারাপ সময়ে।

একদিন সব ব্যথা সয়ে যাবে, তবুও আপনার মনে থাকবে-কত কথা গিলে ফেলেছিলেন, কত কান্না চেপে রেখেছিলেন গোপনে।

একদিন জীবন বদলে যাবে, কিন্তু কিছু অভিমান, কিছু শূন্যতা, কিছু নামহীন কষ্ট আজীবন মনে রয়ে যাবে। মুছতে চাইলেও মুছবে না-কখনোই না।

মাহবুব সরদার সবুজ

18/02/2025

বাদ দিন তো, আর কত নিজেকে ভাঙবেন?

নিজের জন্যও একটু মায়া করতে শিখুন।

বিশ্বাস করুন, মানুষ ধরে রাখার চেষ্টা করা হলো; সবচেয়ে বড় বোকামি,

মানুষকে ধরে রাখা যায় না-বড়জোর সীমিত কিছু সময় আটকে রাখা যায়।

যে স্বেচ্ছায় থাকতে চায়, তাকে কখনো ধরে রাখতে হয় না।

নিজেকে ভালোবাসুন, আর নিজেকে আঘাত দেবেন না।

মাহবুব সরদার সবুজ

17/02/2025

কেউ একা থাকতে চায় না। তবুও কখনো কখনো ভিড়ের মধ্যেও একা লাগে, কাছে থেকেও কেউ পাশে থাকে না।

দিনের পর দিন সঙ্গ চেয়ে সঙ্গহীন চলতে চলতে একাকিত্ব একসময় অভ্যাস হয়ে যায়।

শুরুতে এটা কষ্টের ছিল, তারপর ধীরে ধীরে প্রয়োজন হয়ে উঠলো।

শেষমেশ একা থাকাই ভালো লেগে গেলো।

এখন আর কাউকে দরকার পড়ে না। একা চলতে শিখে গেছি, একা সামলাতেও পারি।

□ মাহবুব সরদার সবুজ

17/02/2025

আমি তার নিদারুণ অবহেলা

আমাকে ভোরের অপেক্ষায় রেখে যে সকাল চলে গেছে-সে এখন পরিপক্ক দুপুর।

আমাকে ঢেউয়ের উন্মাদনা দেখাবে বলে যে সমুদ্র তীরে আছড়ে পড়েছে-সে এখন বালুকাবেলা।

আমাকে ভালোবাসে ভেবে আমি যার অপেক্ষায় থেকেছি সে এখন অন্যকারোর, আমি তার নিদারুণ অবহেলা!

17/02/2025

দোষ না থাকা সত্ত্বেও যারা আপনাকে কষ্ট দেয়, কটু কথা শোনায়- তারা আসলে আপনার নয়, নিজেদের চরিত্রেরই পরিচয় দেয়।

তাদের কথায় ভেঙে পড়ার দরকার নেই; কারণ আল্লাহ সব দেখছেন, সব জানেন। তাই ধৈর্য ধরুন, ন্যায়বিচার একদিন হবেই; নিশ্চয় আল্লাহ উত্তম ন্যায়বিচারক!

Address

Hafar Al Batin
Hafar Al Batin

Telephone

+966566433786

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্যাস্ত সময় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ব্যাস্ত সময়:

Videos

Share