উম্মাহর জনগণヾ

উম্মাহর জনগণヾ রাসুল ﷺ বলেছেন, আমার কথা পৌঁছিয়ে দাও, যদি তা এক আয়াতও হয়।❞

(সহিহ বুখারী;৩৪৬১) I'm a vlooger I lve page follow me get my video's every time

06/04/2023

রাসুলুল্লাহ (সা:) বলেছেন একজন নারী যদি চারটা কাজ করতে পারে জান্নাতের যেকোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে সুবাহানাল্লাহ

ইফতার সেরে মাগরিব সালাতের জন্য বের হতেই চোখ পড়লো মাথার ওপরে থাকা অর্ধ-গোলাকার চাঁদটার দিকে৷ কী এক অজানা ব্যথায় ভেতরটা যে...
02/04/2023

ইফতার সেরে মাগরিব সালাতের জন্য বের হতেই চোখ পড়লো মাথার ওপরে থাকা অর্ধ-গোলাকার চাঁদটার দিকে৷ কী এক অজানা ব্যথায় ভেতরটা যেন হুঁহুঁ করে উঠলো! কতো দ্রুত নিজের পূর্ণতার দিকে ধেঁয়ে যাচ্ছে এই চাঁদ আর কতো দ্রুত আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে রামাদান!

গুনে গুনে আজ দশটা রামাদান চলে গেলো, অথচ আমাদের অনেকের রামাদান এখনো শুরুই হয়নি৷ আমরা অনেকেই এখনো সালাতগুলোতে নিয়মিত হতে পারিনি। এখনো ভালোমতো শুরু করা যায়নি তারাবীহ। কিয়ামুল লাইলের সময়টুকুতে জাগতে পারার সৌভাগ্য এখনো হয়ে উঠেনি আমাদের অনেকেরই৷

আমাদের অনেকেই এখনো বুঁদ আছি সোশ্যাল মিডিয়ায়, সিনেমা আর নাটক দেখায়। খারাপ অভ্যাসগুলো ছেড়ে আসার যে তাগিদ নিয়ে রামাদান আসে— সেই তাগিদে সাড়া দেওয়ার ফুরসত এখনো পাইনি আমরা অনেকে। চোখ কচলাতে কচলাতে ঘুম থেকে উঠে দুমুঠো মুখে পুরে আবার বিছানা ধরার যে গতানুগতিক রামাদান আমাদের— সেই চক্রে পড়ে আছি এখনো৷ জীবনের কোথাও কোন বদল নেই, পরিবর্তন-পরিমার্জন নেই, নেই কোন ভাবোদয়৷

তবে— ভালোভাবে রামাদান শুরু করা হয়নি বলে কি আমাদের উচিত হাল ছেঁড়ে দেওয়া? একদম তা নয়৷ ভালোভাবে রামাদান শুরু করতে না পারাটা একটা ব্যর্থতা, তবে বড় ব্যর্থতা নয়৷ বড় ব্যর্থতা হবে— যদি আমরা পুরো রামাদান মাসটাকে অবহেলায়, অবমূল্যায়নে চলে যেতে দিই।

খালিদ ইবন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা তো জানিই আমরা৷ ইসলামের ইতিহাসের সেরা একজন বীর। যুদ্ধের কৌশলে যিনি ছিলেন অনন্য, অপ্রতিরোধ্য! ইসলামের জন্য তিনি লড়েছেন অনেক অনেক সম্মুখ সমরে— অপরাজেয় হিশেবে। রণকৌশলে আর যুদ্ধজয়ে নিপুণতার জন্যে তিনি ‘সাইফুল্লাহ’ তথা ‘আল্লাহর তরবারি’ উপাধি পেয়েছিলেন।

কিন্তু, এই মহান সাহাবি জীবনের শুরুর লগ্নে ছিলেন ইসলামের চরমতম শত্রু৷ মুসলমানদের জীবনকে যে ক’জন শত্রু অতিষ্ট করে তুলেছিলো, যে ক’জনকে ‘আমলে’ নিয়ে মুসলমানদের যুদ্ধজয়ের কৌশল সাজাতে হতো— খালিদ ইবন ওয়ালিদ তাদের একেবারে প্রথমসারির একজন। মুসলমানদের অনেক জান আর মালের ক্ষয়ক্ষতির নেপথ্য নায়ক তিনি৷

কিন্তু, তাঁর জীবনের শেষটা দেখুন! নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ‘আল্লাহর তরবারি’ উপাধি লাভ করে তিনি দুনিয়া ছেঁড়েছেন।

তাঁর জীবনের শুরুটা সুখকর ছিলো না, কিন্তু শেষটা কতো অনিন্দ্য, অনবদ্য একবার ভাবুন!

খালিদ ইবন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে আমরা দীক্ষা নিই চলুন। কতো ম্লান আর জৌলুশহীনতায় আমাদের রামাদান শুরু হয়েছে তা আর মুখ্য নয়, মুখ্য হয়ে উঠুক কতো অনবদ্য রূপকথায় আমরা এই রামাদানকে বিদায় দিতে পারি— সেটা।
Arif azad

05/02/2023

সমুদ্রের মাঝখানে একটি তিমির পক্ষে কীভাবে তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো সম্ভব?

উত্তরটি দুধের সংমিশ্রণে রয়েছে। যখন এই অল্পবয়সী তিমি খাওয়ার জন্য প্রস্তুত হয়, তখন মা তিমি তার সন্তানের কাছে থাকা অবস্থায় তার দুধ সরাসরি পানিতে ছেড়ে দেয়। কিন্তু তিমির দুধে এত বেশি চর্বিযুক্ত উপাদান থাকায় এটি পানিতে দ্রবীভূত হয়ে পানির সাথে মিশে যায় না।

বরং দুধের এই ঘন এবং আঠালো ফর্মটি আলাদাভাবে পানিতে ভাসতে থাকে যাতে বাচ্চা তিমি তা খেয়ে নিতে পারে।

"তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্তাকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোন খুঁত দেখতে পাবেনা; আবার দেখ, কোন ত্রুটি দেখতে পাও কি?"

---সূরা মূলক।

04/02/2023

❝রাগের বশে কখনো একজন মানুষ এমন কথাও বলে, যার মাধ্যমে সে নিজের ষাট-সত্তর বছরের আমল ধ্বংস করে ফেলে।❞

- ‘আত্বা ইবন আবী রাবাহ (রাহিমাহুল্লাহ)
[ইবনু রজবের ”ফাতহুল বারী”: ১/২০০]

🤍
04/02/2023

🤍

Subhan'Allah!!!✨Just admire the beauty of Allah’s creation!🖤🤍
03/02/2023

Subhan'Allah!!!✨
Just admire the beauty of Allah’s creation!🖤🤍

05/10/2022

♥️

03/06/2022

Heart touching Quran Recording ❤️

03/01/2022

▌প্রচলিত তাবলীগ জামাত সম্পর্কে সতর্কবার্তা ........

🎙️শাইখ ড. আব্দুর রহমান আল-মাগামসী (হাফিজাহুল্লহ),
খতিব,মসজিদে কুবা,মদীনা।(ইসলামের প্রথম মসজিদ)▌

27/12/2021

আর তুমি মহাপরাক্রমশালী পরম দয়ালুর উপর
তাওয়াক্কুল করো

25/12/2021

সূরা আন নূর।

Reality 💔
24/12/2021

Reality 💔

22/12/2021

সূরা-আল:মুযযাম্মিল-Surah- Al :muzammil
[৭৩:৭] আল- মুয্‌যাম্মিল
إِنَّ لَكَ فِي النَّهارِ سَبحًا طَويلًا
নিশ্চয় তোমার জন্য দিনের বেলায় রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা।

21/12/2021

সূরা আল- মূলকঃ হৃদয় প্রশান্ত কারী তেলাওয়াত 🌸

🎙️ tilawat by Ridjaal Ahmed

20/12/2021

সূরা -আদ :দুহা চমৎকার তেলাওয়াত 🥀

ما وَدَّعَكَ رَبُّكَ وَما قَلى
তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি।

19/12/2021

সূরা আল আ'লা তেলাওয়াত আব্দুল রহমান মুসাদ

18/12/2021
18/12/2021

[৩:৮] আল ইমরান

হে আমাদের রব, আপনি হিদায়াত দেয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা।

17/12/2021

আরো (স্মরণ কর) যখন ইব্রাহীম বলল, ‘হে আমার প্রতিপালক! কিভাবে তুমি মৃতকে জীবিত কর, আমাকে দেখাও।’[সূরা- বাকারা:২৬০]

আমিন ইয়া রব।
14/12/2021

আমিন ইয়া রব।

11/12/2021

শ্রেষ্ঠ মানুষেরা - [ পর্ব ১৮ ] - মুসা ( আঃ ) -
( মাদিয়ানের অধ্যায় )

Alhamdulillah , I am Muslim 💖🥀
14/10/2021

Alhamdulillah , I am Muslim 💖🥀

Ameen
14/10/2021

Ameen

13/10/2021

রাষ্ট্র তুমি নিরব থাকো আমার ধর্মের বেলায়! ঠিকই তুমি মেতে উঠো অন্য ধর্মের খেলায়।|🙂

এ কেমন বিচার?এ কেমন সমাজ?আচ্ছা ভাই?আল্লাহ কি আমাদেরকে এই পৃথিবীতে শুধু হালাল খাবার আহার করার জন্য প্রেরণ করেছেন?বা ঈদের ...
13/10/2021

এ কেমন বিচার?
এ কেমন সমাজ?
আচ্ছা ভাই?
আল্লাহ কি আমাদেরকে এই পৃথিবীতে শুধু হালাল খাবার আহার করার জন্য প্রেরণ করেছেন?বা ঈদের দিন কোলাকুলি করার জন্য?
আমাদের কি আর কোন কাজ নেই?
একজন মুসলিম উম্মাহর সদস্য হওয়ার মানে কি?
কোন মুসলিম ভাইয়ের গায়ে আঘাত লাগলে কি আসলেই আমাদের অন্তরে ব্যাথা অনুভব করি?
যেমন টা নবী বলছেন;আমরা গোটা উম্মাহ একটা শরীরের অংশ!
জিহাদ কি?
নবী সাহাবী এরা কেন জিহাদ করেছেন?
আমাদের হাত কেটে গেলে আমরা কি করি? আমাদের করনীয় কি?আমরা কেউ কি বলি এই হাত তুমি স্টূপিড! আমি যদি তোমাকে কেটে ফেলতে পারতাম! তোমাকে আর আমার সহ্য হচ্ছে না! নাকি ক্ষতস্থান চিহ্নিত করি তারপর ডক্টর এর পরামর্শ তারপর হাতে যত্ন এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করি।তাহলে উম্মাহর ব্যাপারে কেন কোন পদক্ষেপ গ্রহণ করি না? একই রকম পরিস্থিতিতে আমাদের বারবার পড়তে হচ্ছে! কোরআন কি বলে? পবিত্র কোরআনে কি এর কোন সমাধান নেই?
নাকি ফেইসবুকে জিহাদ করেছেন বলে রবের দিদার পেয়ে যাবেন!

02/10/2021

-Surah muzammil )

01/10/2021

আপনার বাসায় যে কাজের মেয়েটা থাকে আপনি তাকেও তুচ্ছ জ্ঞান করেন।

30/09/2021

আমরা যখন নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ার সুযোগ পাই এটা আমাদের জীবনের সবচাইতে বড় নেয়ামত গুলোর একটি 🖤

Masha Allah 😍 The baby is as beautiful as a flower 😘🦋মাশা আল্লাহ 😍 বাচ্চাটা ফুলের মত সুন্দর 😘🦋
29/09/2021

Masha Allah 😍
The baby is as beautiful as a flower 😘🦋
মাশা আল্লাহ 😍
বাচ্চাটা ফুলের মত সুন্দর 😘🦋

Address

Buraydah

Website

Alerts

Be the first to know and let us send you an email when উম্মাহর জনগণヾ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies