প্রেম থেকে বিয়ে নয়-বিয়ের পরে প্রেম

  • Home
  • Saudi Arabia
  • Al Lith
  • প্রেম থেকে বিয়ে নয়-বিয়ের পরে প্রেম

প্রেম থেকে বিয়ে নয়-বিয়ের পরে প্রেম Hi,
Do not do anything that succumbs to emotions that harm your life and our society as a whole.

02/02/2023

Alhamdulillah

29/08/2022

মন থেকে আল্লাহর কাছে কোন কিছু চাইলে তা অবশ্যই পাওয়া যায়। হয়তোবা একটু সময়ের ব্যবধান মাত্র।

11/08/2022

তার সাথেই ভালোবাসা করুন, যে কখনো বিশ্বাস ঘাতকতা করবেনা।

Just admire the beauty of Allah’s creation! ❤️
11/05/2022

Just admire the beauty of Allah’s creation! ❤️

24/02/2022

Allah আপনি হেফাজত করুন

21/01/2022

বিয়ের আগে প্রেম করলে যা হয়। এই বোনটির কপালে তাই হল। 😢😢😢🥰🥰👈👈👈

16/12/2021

Mind of looking

11/12/2021

Mind blowing cupther

15/11/2021

নারীরা হলো সক্তের ভক্ত,
নরমের জম।😂👌🙏

15/11/2021

নিজে ভালো হলে জগৎ ভালো।

07/11/2021

শেষ ভালো যার, সব ভালো তার💘💘💘

My king khan Al mahdi hasan musa
23/03/2021

My king khan
Al mahdi hasan musa

Is it true????
01/11/2019

Is it true????

25/10/2019

ফর্সা হবার চিন্তা তো
সেদিনই ছেড়ে দিয়েছি যেদিন
জেনেছি নামায পড়লে
চেহারার উজ্জলতা বৃদ্ধি পায়🕌🕋

24/10/2019

হারানোর ব্যাথা
কেবল সেই বোঝে
আমার গতকাল
৫ টা টাকা হারিয়ে গেছে😥😥😥

প্রেমিকার কিছু হলে  কমার্সে পড়ুয়া ছাত্রটিও ডাক্তার হয়ে যায়🤔
19/10/2019

প্রেমিকার কিছু হলে
কমার্সে পড়ুয়া ছাত্রটিও
ডাক্তার হয়ে যায়🤔

21/07/2019

বিয়ের আগে পর্যন্ত পুরুষরা বুঝতে পারে না সুখ আসলে কি। যখন বুঝতে পারে তখন বড্ড দেরি হয়ে গেছে।

07/07/2019

আমরা এইখান থেকে অনেক কিছুই শিখতে পারি।
দয়া করে সবাই ভিডিওটি একবার করে দেখি।

I don't Remember it, my hold life,
04/07/2019

I don't Remember it, my hold life,

26/06/2019

“ নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয়, স্ত্রীর সম্বন্ধে তাহার ভাবটা সেইরূপ হইয়া উঠে ”

---- রবীন্দ্রনাথ ঠাকুর

26/05/2019

পরিণয় দুটি হৃদয়কে মিলিয়ে দেয় কিন্তু এই মিলন আবিস্কার করবার জন্যই চলে সারাজীবন তীব্র সংগ্রাম

26/04/2019

""শিশুর আশা বাংলা ভাষা""

স্বাধীন বাংলা দেশে ইংরেজী পরতে হবে-ইংরেজীতে অকৃতকার্য, উত্তীর্ণ নেই তবে।
বাংলা ভাষার জন্য জীবন দিলো যারা-
একুশে ফেব্রুয়ারি নামে পরিচিত করল কারা?
৮ই ফাল্গুন ১৩৫৮ বাংলা,শহীদ স্মৃতি বাংলা ভাষা-
এই ছিলো বাঙালি ছালাম-বরকত-জববারের আশা।
১৯০ বছর ইংরেজ ভারতবাসিকে করে নির্যাতন শাষন।
তখনো ছিলো বাংলায় ওজন।,ছটাক, পোয়া,সের, মন।
ছিলো ইন্চি-ফুট-গজ-পরিমাপ-পরিধি-ক্রোশ-মাইল-
বাংলায় বেচা-কেনা হতো জমি, বিঘা,দোন,আইল।
এখন লিটার-মিটার-কেজি বসলো দেশ ভরে-
বাংলা নামের বদলে ইংরেজি নামকরন করে।
বাংলা নামের জন্য বাঙালির মন আনচান করে-
বাঙালি হয়ে বাংলা ভাষার সর্বনাশ যেন না করে।
বাংলায় খবর আমেরিকা, লন্ডন, জাপান বিশ্বে শুনা যায়-
মধুর উচ্চারন বলে বিদেশিগন বাংলা ভাষা শিখছে তায়।
এই বসন্ত ফাল্গুনে বাংলা ভাষা- বাংলাদেশ উদ্ধার করে-
সময়ে শহীদ মিনার স্মৃতিসৌধ ফুলে ফুলে যায় ভরে।
স্বাক্ষ্য বানী রক্ত পলাশ-শাপলা-শিমুল-কৃষ্ণচুড়া ফুল-
বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে বাঙালি করোনা ভুল।
আজ আমাদের স্বাধীন বাংলাদেশ-বাংলা মাতৃভাষা-
বাংলা ভাষার মাধ্যমে শিক্ষা-দেশ গড়া শিশুর আশা।

::::::::বাংলার ছেলে:::::::

11/03/2019
11/03/2019

স্বামীকে পর করে দিচ্ছেনা তো???

বিয়ে নামক পবিত্র বন্ধনটির মূল ভিত্তি হল স্বামী-স্ত্রীর ভালোবাসা, সম্মান, মনোযোগ, একে অন্যের প্রতি যত্নশীলটা, সামাজিক ও পারিবারিক সম্পর্কগুলোকে মানিয়ে চলা, দায়িত্বশীলতা এবং আর্থিক, মানসিক ও জৈবিক চাহিদা পূরণ।

বিয়ের কিছুদিন স্বভাবতই অনেক আবেগ, মুগ্ধতা ও রোমান্স বিরাজ করে। সবকিছুতেই এক রকমের অদ্ভুত ভালোলাগার অনুভূতির ছোঁয়া পাওয়া যায়। কিন্তু এই মোহটা কিছুদিন পর থেকেই বিলুপ্ত হওয়া শুরু হয় যদি সম্পর্কে কোন নতুনত্ব না থাকে। তাই সম্পর্ক ভালো ও সুস্থ রাখতে সর্বদা সচেতন থাকা অতি আবশ্যক।

বর্তমান আধুনিক সময়ে অনেক স্ত্রী চাকুরি করেন। আমাদের সমাজ এখনো পুরুপুরি আধুনিক হতে পারেনি, এখনো কিছু কিছু ব্যাপারে অনেক রক্ষনশীল মানসিকতা বহন করছে। যেমন- মেয়েরা যত বড় চাকুরিই করুক না কেন রান্না-বান্না ও সংসার সামলানো মেয়েকেই করতে হবে, ছেলেরা করলে যেন তা অনেক বড় পাপ কাজ বলে গণ্য হবে। তাই চাকুরিজীবি মেয়েদের উপর থাকে চাকুরি ছাড়াও রান্না-বান্না ও সংসার সামলানোর সকল দায়িত্ব ও কর্তব্য। সবকিছু সামলিয়েও মেয়েদের আরেকটা বড় দায়িত্ব হল স্বামীকে সন্তুষ্ট রাখা। তার ছোট ছোট ব্যাপারে যত্নশীল থাকা, সকল চাওয়া পূরণ করা যাতে তার জীবনে কোন অপ্রাপ্তি বা অপূর্ণতা না থাকে। কাঙ্ক্ষিত পরিমাণে ভালোবাসা, আদর, মনোযোগ না পেলেই স্বামীর ভালোবাসা, ভালোলাগা, আকর্ষণ সব ধীরে ধীরে কমতে থাকে যা ভবিষ্যতে সংসারে অশান্তি বা পরকীয়ার মত ঘটনার সূত্রপাত হয়। তাই বরের প্রতি সবসময় যত্নশীল থাকা অতি জরুরি।

আবার, বর্তমান সময়ে মানুষ তার সন্তানের প্রতি আগের থেকে অনেক বেশি উদ্বেগী ও যত্নশীল হয়ে গেছে। সন্তানের ছোট ছোট চাহিদা পূরণের জন্য বিশেষ করে মায়েরা অনেক বেশি সচেষ্ট। এর মাঝে অনেকেই ভুলে যায় তার আরও কিছু দায়িত্ব রয়েছে। সবচেয়ে বড় দায়িত্ব হল তার বরের প্রতি। বর যখন এত সময় ধরে তার বউ এর কাছ থেকে সবটা মনোযোগ ও যত্ন পেয়ে অভ্যস্ত হয়ে যায় তখন হুট করে না পাওয়াটা অনেক বেশি অপ্রত্যাশিত হয়ে যায় যা তার অনুভূতিতে অন্যরকম খারাপ একটা প্রভাব ফেলার একটা সম্ভাবনা থাকে। যেমন- সন্তানের কারণে তার আর আগের মত মনে বাসনা হলেই স্ত্রীর কাছে যাওয়ার সুযোগ না পাওয়া, আগের মত রোমান্স না করতে পারা ধীরে ধীরে শারীরিক দুরত্বের তৈরি করে।

বর বাসায় ফেরার পরে আগের মত বরের দিকে খেয়াল না রাখা, তার দৈনন্দিন বাইরের নানাবিধ কার্যকলাপ নিয়ে আলোচনা না করা, কোন দুশ্চিন্তা থাকলে তা ভাগ না করা, তাদের গল্পের বিষয় শুধু বাচ্চাটির দুধ, ডায়াপার, বাচ্চাটি নতুন কি কাজ করেছে, বাচ্চাটির আর কি কি লাগবে এইসব বিষয়েই সীমাবদ্ধ থাকলে মোট কথা বাচ্চার ব্যাপারে ওভার পসেসিভ থেকে বরকে গুরুত্ব না দিলে মানসিকভাবেও স্বামী-স্ত্রীর মধ্যে দুরত্ব তৈরি হয়।

যতকিছু হোক না কেন সর্বদা স্বামীর প্রতি এক প্রকার নজরদারি বহাল রাখতেই হয়। বাচ্চা হলেই সাধারণত মেয়েরা একটু মোটা হয়ে যায় বা চেহারার যত্ন নেয়ার সময় না পাওয়ায় চেহারাও নষ্ট হয়ে যায় এইসবের প্রতি যত্নশীল থাকতে হবে। কারণ সৌন্দর্যটাও স্বামীর মন যোগাতে অনেকাংশে প্রভাব ফেলে। সবকিছুর পরেও বরকে তার মত করে সময় দিতে হবে, তার কাজের প্রশংসা করতে হবে, তাকে মুগ্ধ করে এমন কিছু করা, তার সাথে টিভি দেখা, ঘুরতে যাওয়া, বিশেষ দিনগুলো তার সাথে উদযাপন করার মাধ্যমে তাকে শারীরিক ও মানসিকভাবে স্বস্তি দিতে হবে। অন্যথায়, বর একাকীবোধ করা থেকে অনেক খারাপ কিছুতে নিজেকে জড়িয়ে ফেলতে পারে। আর একবার শারীরিক ও মানসিকভাবে দুরত্ব তৈরি হয়ে গেলে তা দূর করতে অনেক সময় ও শ্রম লেগে যায় তাই শুরু থেকেই সচেতন থাকাই বুদ্ধিমানের কাজ।

” ভালোবাসা কি গাছে ধরে?”আমরা প্রতিনিয়ত এই যে ভালোবাসার কথা বলি, সেই ভালোবাসা আসলে কি? অনেকে আবার এই ভালোবাসা নিয়ে আক্ষেপ...
08/03/2019

” ভালোবাসা কি গাছে ধরে?”

আমরা প্রতিনিয়ত এই যে ভালোবাসার কথা বলি, সেই ভালোবাসা আসলে কি? অনেকে আবার এই ভালোবাসা নিয়ে আক্ষেপ করে বলে ” ভালোবাসা কি গাছে ধরে?” ভালোবাসার সহস্র দোলাচলে এমন প্রশ্ন আপনার মনে তৈরি হতেই পারে। আর এর উত্তর সবাই একদিন না একদিন খোঁজে। ভালোবাসা হচ্ছে মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোনো মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা।তবে ভালোবাসা অনেকসময় আমাদের জীবন থেকে হারিয়ে যেতে বসে।অনেকে ভালোবেসে বিয়ে করে আবার অনেকের বিয়ের আগেই ভালোবাসা ভেঙ্গে যায়। কথায় আছে বিয়ের কয়েক বছরের মধ্যেই নাকি ফিকে হয়ে যায় ভালোবাসা। তাই বলে ভালোবাসা প্রকাশ বন্ধ করে দেবেন না। দুজন মানুষের মাঝে সম্পর্ক বা ভালোবাসা গাছের মতই তারও প্রতিনিয়ত যত্ন দরকার; মনে রাখবেন ভালোবাসাই হতে পারে আজীবন সম্পর্ক ধরে রাখার চাবিকাঠি। নিজের কাছের মানুষকে কখনোই কেউ হারাতে চায় না। তবুও ছোট ছোট কিছু ভুলে হারিয়ে যায় ভালোবাসা। তখন দাম্পত্যজীবনে একঘেয়েমি চলে আসে।

Address

Al Lith

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রেম থেকে বিয়ে নয়-বিয়ের পরে প্রেম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রেম থেকে বিয়ে নয়-বিয়ের পরে প্রেম:

Videos

Share

Category


Other Al Lith media companies

Show All

You may also like