07/09/2024
আজকের দিনে৷ জীবনে এক ধাক্কা পেলাম।।। আবার কিছু শিক্ষা অর্জন করলাম।।।
মোট ৪৫০০০ হাজার টাকা থেকে লাস্ট ২৫০০০ টাক দিতে হয়েছে।।
কিন্ত টাকা টা দেখলাম না নিজের কোনো কাজে ব্যবহার করলাম না টাকা টা দিতে হয়েছে একটু ভুলের কারনে,,,,,,, ৷
তার একটা মিনিট কল না করার জন্য আজ আমি অপরাধী৷৷ কি আজব তাই না,,,
তাই আমি বলতাছি বিকাশে যাহারা ব্যবসা করতাছেন তারা সতর্ক হবেন৷৷৷ কেনো না পৃথিবীর মাঝে অনেক প্রতারক মেলা বসিয়ে রয়েছে,,, ৷৷৷
আল্লাহ কারিম সামান্য কিছু টাকা নিয়েছে এর চেয়ে বড়ো কিছু হতে পারতো৷৷ ৷
দোয়া করি প্রতারক যারা তাদের প্রতি আল্লাহ
রহমত নাযিল করুক ভালো পথে ফিরে আসুক তারা ভালো থাক আমিন৷৷৷৷৷৷
আর কি বলবো প্রবাসী ভাইয়েরা বিকাশে লেনদেন করেন জানি অবশ্যই কখনো ভয়েজ বা এসএমএসে বলে কখনোই টাকা ছাড়তে যাবেন না।।।
সব সময় বিকাশ এজেন্টের সঙ্গে সরাসরি দেখা করে টাকাটা দেশে ছাড়বেন।।আশা করি বুঝতে পারছেন।।।।৷৷৷
🤗আমি চেষ্টা করলাম সবাইকে একটু সতর্ক করতে কারণ আমি প্রতারিত 🤔