Abha saudi arabia-আবহা সৌদিআরব

Abha saudi arabia-আবহা সৌদিআরব আমরা সৌদিআরব প্রবাসী

প্রবাসীদের পরিবারকে যদি জিজ্ঞাসা করা হয় ...
আপনার ছেলে; স্বামী; বা ভাই প্রবাসে কি করে?
উত্তর আসবে, বিদেশে থাকে কিন্তু কি কাজ করে জানি না। কিংবা অত কিছু জানতেও চায় না অনেকেই। এ কথাটাই অপ্রিয় সত্য। পরিবারের সদস্যরা কিংবা আত্মীয়স্বজন মনে করেন বিদেশ মানেই রোপন করা টাকার গাছ যা ঝাঁকি দিলেই কেবল টাকা আর টাকা। কোন প্রবাসী যদি ঘরে টাকা কম দেয় পরিবারের সদস্যরা ধরে নেয় যে, তাদের ছেলে টাকা জমা করছে বা উচ্ছন্

নে গেছে। আর যদি বিবাহিত হয় তাহলে তো কথাই নেই। সবাই এক বাক্যে বিশ্বাস করে ছেলে যা কামাই করছে সব শ্বশুরবাড়ি যাচ্ছে।

কিন্তু আসলে যে তার বেতন কত; কোথায় থাকে; কিভাবে থাকে; কি খাচ্ছে; কি কাজ করে; যা আয় করে তা হালাল না কি হারাম তা জানার কোন প্রয়োজন মনে করে না।

শুধুমাত্র মাস শেষে টাকা পেলেই হয়।

প্রবাসীরা যে কতটা অবহেলিত তা বলার অপেক্ষা রাখে না। খুব কম প্রবাসী আছে যারা পরিবারের সমর্থন পেয়ে থাকবে। গড়ে প্রতিদিন ৫৫-৬২ জন প্রবাসীর মরদেহ দেশে যায়। যাদের মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয় "হঠাৎ_মৃত্যু" বা স্ট্রোক।

যার জন্য দায়ী মানসিক চাপ, তাই, প্রবাসীদের পরিবারের প্রতি অনুরোধ রইল যে আপনার ঘরের প্রবাসী সন্তানকে মানসিক চাপ থেকে দুরে রাখতে চেষ্টা করুন।

এক প্রবাসী ভাইয়ের পোষ্ট থেকে সংগ্রহ করা।

যদি কন্যা সন্তান থাকে
18/04/2025

যদি কন্যা সন্তান থাকে

সৌদি আরবের যে কোন ব্যাংক একাউন্ট খুলতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন করে দিতে পারব ৫০ রিয়াল লাগবে আমার সাথে যোগাযোগ...
09/04/2025

সৌদি আরবের যে কোন ব্যাংক একাউন্ট খুলতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন করে দিতে পারব ৫০ রিয়াল লাগবে আমার সাথে যোগাযোগ এর নাম্বার

08/04/2025

how to change SNB bank mobile number in bangla #চরমোনাই #সৌদিআরব

আলহামদুলিল্লাহ,আমার বিগত ২৮ দিন এর ফেসবুক এর ইনকাম, যা বাংলা টাকায় প্রায় ১২ লাখ ৯৮ হাজার ৬৩৫ টাকা মাত্র। 😲জীবনে একটা স...
01/04/2025

আলহামদুলিল্লাহ,
আমার বিগত ২৮ দিন এর ফেসবুক এর ইনকাম,
যা বাংলা টাকায় প্রায় ১২ লাখ ৯৮ হাজার ৬৩৫ টাকা মাত্র। 😲
জীবনে একটা সময় ছিল যখন নিজের একটা ভালো মোবাইল ছিল না অন্যের থেকে ফোন নিয়ে ভিডিও বানাতাম, একটা ক্যামেরা স্ট্যান্ড কেনার মতো সামর্থ ছিলো না আমার,
কিন্তু এখন আমার সব আছে, একটা ফ্ল্যাট ও কিনবো ভাবছি 🥰
অনেক এ ভাববেন আমি শো অফ করছি কিন্তু না, 😒
বিশ্বাস করেন,
আমি শো অফ করছি না, 😒
তবে এই পোস্ট টা দেওয়ার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে 😐
গুগল থেকে ছবিটা খুঁজে বের করতে হইছে
যাতে আপনারা বিশ্বাস করেন। 😬
দোয়া করবেন যেন আমি এমন ছবি গুগলে আরো খুঁজে পাই এবং আপনাদের কাফি ভাইয়ের মতো এতো ইনকাম আর বিনোদন দিতে পারি 🥴 আর ছবিটা যেন সত্যি হয় 🤣🤣

Abha saudi arabia-আবহা সৌদিআরব #ইতিহাসেরখোঁজেগিরিধর #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র

30/03/2025

জীবিকার তাগিদে কে কোথায় ঈদ করতেছেন ❤️

29/03/2025

"সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে! তাই দেশটিতে ঈদ উদযাপিত হবে রবিবার। ইনশাআল্লাহ,

বাংলাদেশেও সোমবার ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আলহামদুলিল্লাহ!⭐️

Abha saudi arabia-আবহা সৌদিআরব পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক 🌙

29/03/2025

কালকে সৌদি ঈদ হয়ার কতোটুক চান্স আছে?

28/03/2025

-এই ঈদ আপনার কত তম প্রবাসের মাটিতে আমার
১৭ তম!!

21/03/2025

যারা যোগাযোগ বন্ধ করে দিয়েছেন দয়া করে আর কখনো কোনদিন যোগাযোগ করবেন না❞

20/03/2025

সৌদিতে প্রায় প্রতিদিন দুআর মধ্যে একটা কথা বলে, "আল্লাহ আমি ছাড়া তোমার আরও বান্দা আছে। কিন্তু আমার তুমি ছাড়া আর কোন রব নাই। আর কোন চাওয়ার জায়গা নাই।"

আরেক জায়গায় দুআ শুনেছিলাম, "আল্লাহ! তুমিই তো অভাবীদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করেছো। তাহলে এই অভাবীকে খালি হাতে কেন ফিরিয়ে দিবা?

অদ্ভুত লাগে! আল্লাহর কিছু বান্দা তার রবের সাথে কীভাবে বন্ধুর মত মন খুলে কথা বলে। কত সুন্দর করে চাইতে থাকে।

আর সেই মহান রবের ঘোষনা তো আছেই-
'কতই না উত্তম বন্ধু তিনি, কতই না উত্তম সাহায্যকারী।' - সুরা হাজ্জ:৭৮

সুবাহান আল্লাহ ❤

১৯৮৮ সালের বন্যায় একটি দোকান।দোকানটির নাম ছিল মেসার্স গোবিন্দ ষ্টোর, সরক বাজার হোক্কাপট্টি, ব্রাহ্মনবাড়িয়া সদর।ছবিতে দোক...
13/03/2025

১৯৮৮ সালের বন্যায় একটি দোকান।

দোকানটির নাম ছিল মেসার্স গোবিন্দ ষ্টোর, সরক বাজার হোক্কাপট্টি, ব্রাহ্মনবাড়িয়া সদর।

ছবিতে দোকানটি বন্যার পানিতে ভর্তি দেখা যাাচ্ছে, অন্যদিকে দোকানের মালামাল রাখার তাকগুলো ভর্তি সেসময়ের অতিপরিচিত নানা পণ্যসামগ্রীততে, যা আজকের দিনে এসে লস্টালজিক করে দেয়।

ছবি: বিশাল বনিক/ বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

#বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

সখের বিদেশ!😅💔
12/03/2025

সখের বিদেশ!😅💔

আহ্ জীবন😭 টাকার মেশিন আরেকজন শেষ🔴ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ছেলেটি নতুন এসেছে আজ সৌদি আরব আল ফাহাদ কেম্পে...
03/03/2025

আহ্ জীবন😭 টাকার মেশিন আরেকজন শেষ🔴ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ছেলেটি নতুন এসেছে আজ সৌদি আরব আল ফাহাদ কেম্পে মারা গেছে তার পাসপোর্টে লেখা জামালপুর মাদারগঞ্জ ৫নং জোরখালী ইউনিয়ন সকলের শেয়ারে হয়তো তার পরিচিত কারও নজরে আসে

03/03/2025

Next official holiday in KSA

Flag Day 🇸🇦 on March 11

28/02/2025

সৌদি আরবে এটা আপনার কততম রমজান মাস?
🌙🌙🌙🌙🌙🌙🌙

কাতারে এখনো অনেক এলাকায় এভাবে সবজি তরকারি বিক্রি করেন কিছু বাংলাদেশি, যা বেআইনি ও দন্ডনীয় অপরাধ। এমন হকারদের বিরুদ্ধে বা...
27/02/2025

কাতারে এখনো অনেক এলাকায় এভাবে সবজি তরকারি বিক্রি করেন কিছু বাংলাদেশি, যা বেআইনি ও দন্ডনীয় অপরাধ। এমন হকারদের বিরুদ্ধে বালাদিয়ার অভিযান অব্যাহত রয়েছে। তাই সাবধান থাকুন, বিরত থাকুন।দয়া করে বাংলাদেশী ভাইয়েরা নিজেদের পায়ে খুড়াল মারবেন না আল্লাহ না করুক যদি একবার ভিসা বন্ধ করে দেয় তাহলে হাজারো পরিবার বিপদে পড়ে যাবে।

সচেতনতার স্বার্থে শেয়ার করুন।

20/02/2025

একজন প্রবাসী স্ত্রীর জন্য এর চেয়ে খারাপ দুঃসংবাদ দুনিয়াতে আর কিছু নেই 😥😥আমি সকল প্রবাসীদের জন্য দোয়া করি আল্লাহ তা'আলা যেন আমাদের সকল প্রবাসী ভাইদেরকে সুস্থ রাখে এবং নেক হায়াত দান করে, পরিবার থেকে যেন কখনো প্রবাসী ভাইদের কে কখনো চাপ না দেয়, অতিরিক্ত টেনশনের কারণে প্রবাসী ভাইরা বেশিরভাগ স্ট্রোক করে মারা যায়, আল্লাহ তায়ালা সকল পরিবারকে বোঝার তৌফিক দান করুক, এবং আমার এই প্রিয় বড় ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক 😥😥🤲🤲🤲

প্রবাসীদের জন্য সুখবর! ১. প্রায় ৫৮,০০০ টাকা (৪৮০ মার্কিন ডলার) থেকে ভাড়া কমে বর্তমানে ঢাকা-জেদ্দা, ঢাকা-রিয়াদ, ঢাকা-দাম্...
13/02/2025

প্রবাসীদের জন্য সুখবর!

১. প্রায় ৫৮,০০০ টাকা (৪৮০ মার্কিন ডলার) থেকে ভাড়া কমে বর্তমানে ঢাকা-জেদ্দা, ঢাকা-রিয়াদ, ঢাকা-দাম্মাম, ঢাকা-মদিনা রুটে ভাড়া প্রায় ৪৩,৫০০ টাকা (৩৬০ মার্কিন ডলার) হয়েছে। অর্থাৎ, ভাড়া কমেছে প্রায় ১৪,৫০০ টাকা।

২. প্রায় ২১,০০০ টাকা (১৭৫ মার্কিন ডলার) থেকে ভাড়া কমে বর্তমানে ঢাকা-কুয়ালালামপুর রুটে ভাড়া প্রায় ১৮,০০০ টাকা (১৫০ মার্কিন ডলার) হয়েছে। অর্থাৎ, ভাড়া কমেছে প্রায় ৩,০০০ টাকা।

"বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরব ও মালয়েশিয়ায় যেতে সম্মানিত প্রবাসী কর্মীদের জন্য ভাড়ায় বিশেষ ছাড় প্রদান করছে। 'ওয়ার্কার ফেয়ার' নামের এই সুবিধা ১০ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে চালু হয়েছে এবং আগামী ৩০ জুন, ২০২৫ পর্যন্ত প্রযোজ্য থাকবে। এই ভাড়া শুধুমাত্র নতুন কর্মী ভিসা এবং একক যাত্রা টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন রুটে বর্তমানে মূল ভাড়া (কর বাদে) ৩৬০ মার্কিন ডলার, যা পূর্বে ঢাকা-জেদ্দা রুটে ৪৮০, ঢাকা-রিয়াদ রুটে ৪০০, ঢাকা-মদিনা রুটে ৪৩০ এবং ঢাকা-দাম্মাম রুটে ৪০০ মার্কিন ডলার ছিল। এছাড়া, ঢাকা-কুয়ালালামপুর রুটের বর্তমান ভাড়া ১৫০ মার্কিন ডলার, যা পূর্বে ছিল ১৭৫ মার্কিন ডলার।

'ওয়ার্কার ফেয়ার' নামের এই সুবিধা পেতে সম্মানিত যাত্রীদের বিএমইটি (BMET) ক্লিয়ারেন্স কার্ড অথবা বিএমইটি (BMET) সত্যায়িত ভিসা থাকতে হবে। এখানে উল্লেখযোগ্য যে, ওমরাহ, ফ্যামিলি ভিজিট অথবা রেসিডেন্স ভিসাধারীরা এই বিশেষ ছাড় পাবেন না।

এই ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেকোন বিক্রয় কেন্দ্র অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মনোনীত যেকোন ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।"

Address

Asir
Abha
62521

Alerts

Be the first to know and let us send you an email when Abha saudi arabia-আবহা সৌদিআরব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abha saudi arabia-আবহা সৌদিআরব:

Share