Abha saudi arabia-আবহা সৌদিআরব

Abha saudi arabia-আবহা সৌদিআরব আমরা সৌদিআরব প্রবাসী

প্রবাসীদের পরিবারকে যদি জিজ্ঞাসা করা হয় ...
আপনার ছেলে; স্বামী; বা ভাই প্রবাসে কি করে?
উত্তর আসবে, বিদেশে থাকে কিন্তু কি কাজ করে জানি না। কিংবা অত কিছু জানতেও চায় না অনেকেই। এ কথাটাই অপ্রিয় সত্য। পরিবারের সদস্যরা কিংবা আত্মীয়স্বজন মনে করেন বিদেশ মানেই রোপন করা টাকার গাছ যা ঝাঁকি দিলেই কেবল টাকা আর টাকা। কোন প্রবাসী যদি ঘরে টাকা কম দেয় পরিবারের সদস্যরা ধরে নেয় যে, তাদের ছেলে টাকা জমা করছে বা উচ্ছন্

নে গেছে। আর যদি বিবাহিত হয় তাহলে তো কথাই নেই। সবাই এক বাক্যে বিশ্বাস করে ছেলে যা কামাই করছে সব শ্বশুরবাড়ি যাচ্ছে।

কিন্তু আসলে যে তার বেতন কত; কোথায় থাকে; কিভাবে থাকে; কি খাচ্ছে; কি কাজ করে; যা আয় করে তা হালাল না কি হারাম তা জানার কোন প্রয়োজন মনে করে না।

শুধুমাত্র মাস শেষে টাকা পেলেই হয়।

প্রবাসীরা যে কতটা অবহেলিত তা বলার অপেক্ষা রাখে না। খুব কম প্রবাসী আছে যারা পরিবারের সমর্থন পেয়ে থাকবে। গড়ে প্রতিদিন ৫৫-৬২ জন প্রবাসীর মরদেহ দেশে যায়। যাদের মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয় "হঠাৎ_মৃত্যু" বা স্ট্রোক।

যার জন্য দায়ী মানসিক চাপ, তাই, প্রবাসীদের পরিবারের প্রতি অনুরোধ রইল যে আপনার ঘরের প্রবাসী সন্তানকে মানসিক চাপ থেকে দুরে রাখতে চেষ্টা করুন।

এক প্রবাসী ভাইয়ের পোষ্ট থেকে সংগ্রহ করা।

আলরাজি ভিসা কার্ড কারও বানানোর প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন
21/11/2024

আলরাজি ভিসা কার্ড কারও বানানোর প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন

Brahmanbaria 🔥🫣🤣
19/11/2024

Brahmanbaria 🔥🫣🤣

১ কাপ কফির মূল্য ধরা হয়েছে মাত্র ১৫ টাকা!আলহামদুলিল্লাহ হযরত শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য লাউন্স তৈরি হলো। সকল ...
12/11/2024

১ কাপ কফির মূল্য ধরা হয়েছে মাত্র ১৫ টাকা!
আলহামদুলিল্লাহ হযরত শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য লাউন্স তৈরি হলো। সকল প্রবাসীরা এখান থেকে সুলভ মূল্যে খাবার খেতে পারবেন। এছাড়াও প্রবাসীদের জন্য আরো নতুন নতুন সেবা খুব শীঘ্রই আসতে চলেছে, খুব শীঘ্রই এই লাউন্সে একবার যাবো আশা করছি
প্রতিটা খাবারে রয়েছে বিশেষ মূল্য ছাড়!

সৌদি আরবে! ২০২৫ আইপিএলের নিলাম অনুষ্ঠান হতে যাচ্ছে সৌদি আরব শহরের জেদ্দায় অথবা রিয়াদ শহরে,ফুটবলের পর এবার ক্রিকেটের দিকে...
07/10/2024

সৌদি আরবে!

২০২৫ আইপিএলের নিলাম অনুষ্ঠান হতে যাচ্ছে সৌদি আরব শহরের জেদ্দায় অথবা রিয়াদ শহরে,

ফুটবলের পর এবার ক্রিকেটের দিকে নজর দিয়েছে সৌদি আরব।

06/10/2024

আলেম-ওলামাদের মধ্যে ভিন্নমত থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু ইসলাম প্রশ্নে আমরা এক ও অভিন্ন। নানান মতভেদ থাকা সত্ত্বেও এই একটা বিষয়কে পুঁজি করে আমাদের ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। ইসলামের মৌলিক বিষয়সমুহে যেহেতু মতভেদের কোন সুযোগ নেই তাই এসবের উপর ভিত্তি করে আমাদের ঐক্যের জন্য চেষ্টা করা কর্তব্য।

এটা সম্ভবত গতকালের ভিডিও।

📌আমরা দেখে-শুনে রগ কা*টি 😃

Top Ten Unknown Facts About .
1. BMW originally made aircraft engines: Before producing cars, BMW manufactured aircraft engines during World War I.
2. The iconic kidney grille was originally a necessity: The distinctive kidney grille design was initially used to improve airflow to the engine.
3. BMW's logo doesn't represent a spinning propeller: Contrary to popular belief, the BMW logo is actually a representation of the Bavarian flag.
4. BMW's first car was the Dixi: In 1928, BMW acquired the Dixi company and released the Dixi as its first car.
5. BMW has a secret collection of rare cars: In a hidden facility in Munich, BMW stores a collection of rare and historic cars.
6. The M1 was BMW's first sports car: Released in 1978, the M1 was a mid-engined sports car that cemented BMW's reputation for performance.
7. BMW's i8 was a pioneer in hybrid technology: The i8, released in 2014, was one of the first production cars to use a hybrid powertrain.
8. BMW has a strong commitment to sustainability: BMW aims to have 50% of its global sales be electric vehicles by 2030.
9. The X5 was BMW's first SUV: Released in 1999, the X5 marked BMW's entry into the SUV market.
10. BMW's 7-Series has a built-in fragrance system: The "Ambient Air Package" allows drivers to select from several scents to freshen the interior

25/09/2024

ধন্যবাদ---এমন মানুষ গুলা বেঁচে থাকুকক চির কাল
Apu Biswas 1XBET - TP Betting Group also Deposit/Withdraw সৌদিআরব প্রবাসি চাকরির খবর আমরা সবাই বাংলাদেশি প্রবাসী প্রি য় শী

25/09/2024
জানার জন্য পোস্টযারা জানেন তারা আশা করে সাবলীল ভাষায় জানাবেন।উনার প্রতি সম্মান রেখে বলছি। এই সময় উনার যাওয়ার কথা প্রিয় ন...
17/09/2024

জানার জন্য পোস্ট
যারা জানেন তারা আশা করে সাবলীল ভাষায় জানাবেন।

উনার প্রতি সম্মান রেখে বলছি।

এই সময় উনার যাওয়ার কথা প্রিয় নবীজী (সাঃ)
যেখানে শুয়ে আছেন সোনার মদিনায় ! কিন্তু তিনি প্রতি বছর বাংলাদেশে চলে আসেন কেন? মদীনায় যান না কেন?
মদীনার চেয়ে বাংলাদেশের জন্য এত দরদ কি জন্য..? মদিনার কথা বাদ দিলাম,উনি নিজের দেশে মিলাদুন্নবী না করে ভিনদেশে মিলাদুন্নবী পালন করতে আসেন কেন প্রতিবছর...?

(১) আমার প্রশ্নঃ হল শুধু কি বাংলাদেশের আকাশে ঈদে মিলাদুন্নবীর চাঁদ উঠে,মক্কায় মদিনায় কি উঠে না..?

(২) প্রশ্নঃ ঈদে মিলাদুন্নবী নাকি সেরা ঈদ, সেরা ঈদ হলে এক রাকাত নামাজও নাই কেন..? বা একটা খুতবা কেন নাই...?

শুধু জানতে চাচ্ছি,,

বিঃদ্রঃ যাদের এলার্জি আছে আগেই ডাক্তারের সিরিয়াল নিয়ে রাখুন, টিক কি না?

ঢাকায় বদলির আদেশ সাবেক আইজিপি এবং বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী।  আওয়ামী সরকারের জন্য স্যারের অনেক অবদান...
15/08/2024

ঢাকায় বদলির আদেশ সাবেক আইজিপি এবং বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী।
আওয়ামী সরকারের জন্য স্যারের অনেক অবদান থাকলেও নেই প্রবাসীদের জন্য তেমন কিছু তার এই ৪ বছরে।

15/08/2024

Part-1 // বাংলা ভাইয়ের অপরাধটা আসলে কি ছিলো ? was "Bangla Bhai" actually an Extremist ?

10/08/2024

গোপালগঞ্জে আওয়ামী মুক্তিযোদ্ধাদের ট্রেনিং চলছে

10/08/2024

#যশোর ক্যান্টনমেন্ট থেকে আর্মির গাড়ি ট্যাংক সিদ্ধ রওনা করছে গোপালগঞ্জের উদ্দেশ্যে..সোর্স সঠিক।

বেগম জিয়া কি জানি একটা ডায়ালগ দিছিলো..
ভুইলা গেছি,একটু বলেন ত কেউ..

10/08/2024

রাজশাহী রেলগেটে অস্ত্রসহ আটক আওয়ামী সন্ত্রাসীরা...

10/08/2024

গোপালগঞ্জের গোপালীদের এতো সাহস। ওদেরকে পানি বিদ্যুত গ্যাস বন্ধ করে দেয়া হউক। ওদেরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হউক। সেনাবাহিনীর উপর হামলা মানবো না,মানি না। অন্য কোন দল করলেও মানতাম না।

"সেভেন সিস্টার্স" হলো ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে বোঝানোর জন্য ব্যবহৃত একটি পরিচিত নাম। এই সাতটি রাজ্য হল:1....
10/08/2024

"সেভেন সিস্টার্স" হলো ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে বোঝানোর জন্য ব্যবহৃত একটি পরিচিত নাম। এই সাতটি রাজ্য হল:

1. **অসম (Assam)**
2. **অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)**
3. **মণিপুর (Manipur)**
4. **মেঘালয় (Meghalaya)**
5. **মিজোরাম (Mizoram)**
6. **নাগাল্যান্ড (Nagaland)**
7. **ত্রিপুরা (Tripura)**

" দেশে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমারসহ ভারতের সেভেন সিস্টার্সে (উত্তর-পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য) ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

" এই সাতটি রাজ্য পারস্পরিকভাবে সংযুক্ত এবং সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে গভীর সম্পর্কযুক্ত। তারা মিলিতভাবে ভারতের "সেভেন সিস্টার্স" নামে পরিচিত।

মূর্খরা পোস্টটি এড়িয়ে যাওয়ার অনুরোধ করছি-----বাঙ্গালী জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েশ বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল স...
07/08/2024

মূর্খরা পোস্টটি এড়িয়ে যাওয়ার অনুরোধ করছি-----
বাঙ্গালী জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েশ বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। তিনি কত বড় মাপের ব্যক্তিত্ব সেটা বোঝার ক্ষমতাও ৯০ ভাগ বাঙ্গালীর নাই। বাঙ্গালীর আরো ৩০/৪০ বছর লাগবে প্রফেসর ইউনুস কোন মাপের মানুষ এটা বুঝতে।

নোবেল লরিয়েট প্রফেসর ইউনুসের একটা পরিচয়, সব না। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটা পুরস্কার হল:

১। নোবেল।
২। অ্যামেরিকার প্রসিডেন্সিয়াল এওয়ার্ড।
৩। মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড।

ইতিহাসে এই তিনটা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র ১২ জন। তার মধ্যে প্রফেসর ইউনুস একজন।

মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন, আক্ষরিক ভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তুলতে।

বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল আলিম্পক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। আলিম্পক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন (প্রধান অতিথি) আলিম্পক মশাল বাহক। ২০২০ সালের জাপান আলিম্পকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনুস। ভাবা যায়!?

২০২৪ সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মত নাকউঁচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ড. ইউনুসের ছবি!! ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল।

প্রফেসর ইউনুসের ব্রেইন চাইল্ড ক্ষুদ্র ঋন, সামাজিক ব্যবসা, এবং থ্রি জিরো, এই তিনটি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহন করেছে। এই তিনটা তত্ত্বের তিনটাই যে খুব ভাল, আমি এমনটা মনে করি না। তবে পয়েন্ট হল সারাবিশ্ব এটাকে গ্রহন করেছে। সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো— এই দুইটা খুবই জনহিতকর তত্ত্ব, এটা নিয়ে বিতর্ক নেই।

বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়ালের যেকোন তালিকাতে প্রফেসর ইউনুস টপ ৫ এর মধ্যে থাকবেন। অনেকে তাকে ১ নম্বরে রাখবে। একজন বাঙ্গালী মুসলমান দুনিয়ার লিডিং স্কলার, এটা ইতিহাসে কখনো ঘটে নাই। আবার কবে হবে কেউ জানে না।

প্রফেসর ইউনুসের সাথে কিছু মূর্খ যে আচরণ করে এটা লজ্জাজনক।

We welcome in advance the decision from student’s side to appoint Dr. Muhammad Yunus as the head of the government. With...
05/08/2024

We welcome in advance the decision from student’s side to appoint Dr. Muhammad Yunus as the head of the government. With heartfelt support, we believe you, Dr. Younus, have the ability to unite our nation. Take our love and best wishes!

04/08/2024

সাধারণ শিক্ষার্থী এবং সেনাবাহিনী!❤️

Address

Asir
Abha
62521

Alerts

Be the first to know and let us send you an email when Abha saudi arabia-আবহা সৌদিআরব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abha saudi arabia-আবহা সৌদিআরব:

Videos

Share