বাস্তব জীবনের গল্প

বাস্তব জীবনের গল্প পেইজে পোষ্ট দিতে চাইলে ইনবক্স করুন । নাম সহ পোষ্ট দেওয়া হবে :)

https://web.facebook.com/groups/815589428803486/ বাস্তব ই জীবন , বাস্তব ই শক্তি !!!!

আসুন সকলে সচেতন হই
24/07/2021

আসুন সকলে সচেতন হই

25/04/2021
😇
01/04/2021

😇

প্রশ্নঃ কিভাবে আজানের জবাব দিব?উত্তরঃমুওয়াযযিন যখনﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ“আল্লাহু আকবার, আল্লা-হু আকবার"বলে ত...
01/03/2021

প্রশ্নঃ কিভাবে আজানের জবাব দিব?
উত্তরঃ
মুওয়াযযিন যখন
ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ
“আল্লাহু আকবার, আল্লা-হু আকবার"
বলে তখন আপনি ও আন্তরিকতার সাথে তার জবাবে বলবেনঃ
ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ
"আল্লাহু আকবার, আল্লাহু আকবার"।
যখন মুওয়াযযিন বলে
ﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥْ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ
"আশহাদু আল লা- ইলা-হা ইল্লাল্ল-হ"
এর জবাবে আপনিও বলবেনঃ
ﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥْ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ
"আশহাদু আল লা- ইলা-হা ইল্লাল্ল-হ"।
অতঃপর মুওয়াযযিন বলেঃ
ﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥَّ ﻣُﺤَﻤَّﺪًﺍ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ
"আশহাদু আন্না মুহাম্মাদান রসূলুল্ল-হ"
এর জবাবে বলবেনঃ
ﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥَّ ﻣُﺤَﻤَّﺪًﺍ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ
"আশহাদু আন্না মুহাম্মাদান রসূলুল্ল-হ”।
অতঃপর মুওয়াযযিন বলেঃ
ﺣَﻰَّ ﻋَﻠَﻰ ﺍﻟﺼَّﻼَﺓِ
"হাইয়্যা আলাস সলা-হ"
এর জবাবে বলবেনঃ
ﻻَ ﺣَﻮْﻝَ ﻭَﻻَ ﻗُﻮَّﺓَ ﺇِﻻَّ ﺑِﺎﻟﻠَّﻪِ
“লা-হাওলা ওয়ালা- কুওওয়াতা ইল্লা বিল্লা-হ"।
অতঃপর মুওয়াযযিন বলেঃ
ﺣَﻰَّ ﻋَﻠَﻰ ﺍﻟْﻔَﻼَﺡِ
"হাইয়্যা 'আলাল ফালা-হ"
এর জবাবে আপনি বলবেনঃ
ﻻَ ﺣَﻮْﻝَ ﻭَﻻَ ﻗُﻮَّﺓَ ﺇِﻻَّ ﺑِﺎﻟﻠَّﻪِ
“লা- হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা- বিল্লা-হ”।
অতঃপর মুওয়াৰ্যযিন বলেঃ
ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ
"আল্লা-হু আকবার, আল্লাহু আকবার"
এর জবাবে আপনি বলবেনঃ
ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ
"আল্লাহু আকবার, আল্লাহু আকবার"।
অতঃপর মুওয়াযযিন বলেঃ
ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ
“লা-ইলা-হা ইল্লাল্ল-হ"
এর জবাবে আপনি বলবেনঃ
ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ
“লা- ইলা-হা ইল্লাল্ল-হ"

আসসালাতু খাইরুম মিনান নাউমের জবাব
ইসলামী ফিকহের বিভিন্ন কিতাবের বর্ণনামতে, ফজরের আজানে ‘আসসালাতু খাইরুম মিনান নাউম’-এর জবাবে ‘সাদাকতা ও বারারতা’ পড়বে। কিন্তু হাদিস ও সুন্নাহে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই বিশুদ্ধ মতানুসারে এর জবাবেও মুয়াজ্জিনের অনুরূপ ‘আসসালাতু খাইরুম মিনান নাউম’ বলাই উত্তম। কেননা হাদিস শরিফে এসেছে, আজানের জবাবে তোমরাও মুয়াজ্জিনের অনুরূপ বলবে।
তাকরিরাতে রাফেয়ি : ১/৪৭ আহসানুল ফাতাওয়া : ১০/২০৬)
অতঃপর দুরুদ শরীফ ও আযানের দোয়া পড়বেন।।
যে ব্যক্তি আন্তরিকতার সাথে আযানের জবাব দেয় সে বেহেশতে যাবে।
মুসলিম হাঃ ৩৮৫।
আবু দাঊদ হাঃ ৫২৭।
সহীহ আল জামি‘ হাঃ ৭১৪।
মিশকাতুল মাসাবীহ হাঃ ৬৫৮।

30/01/2021
আংটির ভেতর দিয়ে গলে গেল আস্ত একটি শাড়ি! ঢাকাই মসলিন ফিরিয়ে আনলেন বাংলাদেশের গবেষক-এক্সপার্টরা, এর চেয়ে আনন্দের দৃশ্য আর ...
31/12/2020

আংটির ভেতর দিয়ে গলে গেল আস্ত একটি শাড়ি! ঢাকাই মসলিন ফিরিয়ে আনলেন বাংলাদেশের গবেষক-এক্সপার্টরা, এর চেয়ে আনন্দের দৃশ্য আর কী হতে পারে!

পুরো গল্পটিই রুদ্ধশ্বাস দুর্দান্ত। ঢাকাই মসলিনের তুলাগাছ ঠিক কোনটা, কোথায় সেই গাছের বীজ পাওয়া যাবে, কীভাবে তুলা থেকে সুতা হবে, সেই সুতা কীভাবে বুনতে হবে, সেই স্কিল কাদের আছে, কোনরকম তথ্যই শুরুতে ছিল না! এক্সপার্টরা ঘাঁটাঘাঁটি করে একটি স্কেচ তৈরি করলেন তুলাগাছ দেখতে কীরকম, সেই স্কেচ প্রচার করা হল, যদি বন্য অবস্থায় হলেও তুলাগাছটি খুঁজে পাওয়া যায়! কাপাসিয়ায় এক ভদ্রলোক জানালেন এরকম গাছ আছে ওখানে, গবেষকরা নমুনা আনলেন। কিন্তু এটাই যে ঠিক গাছ শিওর হবেন কীভাবে? অরিজিনাল ঢাকাই মসলিনের স্যাম্পল তো হাতের কাছে নেই। বহু যন্ত্রণার পর লন্ডনের মিউজিয়াম থেকে নমুনা আনা হল, ডিএনএ তুলনা করে শিওর হওয়া গেল যে গাছ ঠিকঠাক, সেই গাছ চাষও করা হল রাজশাহীতে। ভালো কথা, কিন্তু তুলা থেকে সুতা হবে কী করে? কুমিল্লায় কারিগর পাওয়া গেল যারা ১০ 'কাউন্টের' মোটা সুতা তৈরি করেন, অথচ দরকার ৫০০ কাউন্ট! সেই সুতা তৈরিতে তিন আঙুলের কারিশমা প্রয়োজন, আর সেই আঙুল হতে হবে একেবারে নরম। কারিগরদের আঙুলে সারারাত লোশন মেখে সকালে সুতা কাটার কাজ করা হল, ধীরে ধীরে একটি দল দাঁড়িয়ে গেল যারা ৩০০ কাউন্টের সুতা তৈরি করতে পারছেন। একেবারে হয়তো মিললো না, কিন্তু কিছু তো এগুলো। এবার শাড়ি বুনবেন কীভাবে? এক্সপার্ট তাঁতি খুঁজে বের করা হল, আর্দ্রতা ঠিক রাখার জন্য মাটির গর্তে তাঁত বসানো হল, সুতা বারবার ছিঁড়ে যাওয়া রোধ করার জন্য বালতিতে পানি রেখেও কাজ করা হল। তৈরি হল মসলিনের শাড়ি!

চারদিকে লুটপাট ছাড়া আর কোন খবর শুনি না, এদিকে এই প্রজেক্ট ১৪ কোটি টাকা বাজেট নিয়ে শুরু করে মাত্র সোয়া চার কোটিতে পুরোটা এগিয়ে নিতে পেরেছে, বাকি টাকার সিংহভাগ সরকারকে ফেরতও দিয়েছে। পুরো টিমের সবার জন্য আন্তরিক অভিনন্দন, ভালোবাসা!

ছবি এবং তথ্য - প্রথম আলো

" জ্যাঁ ইউজিন পল ক্যা - মুক্তিযুদ্ধে সহায়তাকারী এক পাগলাটে ফরাসি যুবক"প্যারিসের কাছাকাছি, অরলি বিমানবন্দর। পাকিস্তান ইন্...
28/12/2020

" জ্যাঁ ইউজিন পল ক্যা - মুক্তিযুদ্ধে সহায়তাকারী এক পাগলাটে ফরাসি যুবক"

প্যারিসের কাছাকাছি, অরলি বিমানবন্দর।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের ৭২০ বি ফ্লাইটটি মাত্রই রানওয়েতে যাচ্ছিল টেকঅফের জন্য ।এমন-ই সময়ে বিমানের ককপিটে পিস্তল হাতে ঢুকে পড়ে এক ফরাসি যুবক। একহাতে শক্ত তার আর ট্যাপ প্যাঁচানো ব্যাগ আর আরেক হাতের পিস্তল দেখিয়ে ইঞ্জিন বন্ধ করতে বলে পাইলটকে। সবার বুঝতে আর বাকি নেই বিমান ছিনতাই হয়েছে বোমা ও পিস্তল হাতে এক দুধর্ষ সন্ত্রাসীর হাতে। তবে খানিক পরেই পাইলট ও গ্রাউন্ড স্টেশনের সাথে কথা বলার পর সবাই বুঝতে পারে এ পাগল আর বোকা যুবকটি যা-ই হোক, কোন সন্ত্রাসী সংগঠনের সাথে সংশ্লিষ্ট নয়!
অন্য কোন ছিনতাইকারীর মত কোন সন্ত্রাসী নেতার মুক্তি বা অর্থকরী কিছুই তাঁর চাই না। তাঁর দাবি অদ্ভুত!
তাঁর একটাই হুমকি, এই পিআইএ ফ্লাইটে করেই ২০ টন চিকিৎসা সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধপত্র পাঠাতে হবে যুদ্ধ পীড়িত বাংলাদেশে। আর নয়তো, বিমানকে কোথাও যেতে দেবে না সে।
এই পাগল যুবকটির নামই জ্যাঁ ইউজিন পল ক্যা।

বোমা সদৃশ ওই ব্যাগে পরে পাওয়া যায় একটা বাইবেল ও দুটো ডিকশনারি।যা দিয়েই সবাইকে সে ভয় দেখাচ্ছিল। এভাবে, ৭ ঘন্টা প্লেনটিকে আটকিয়ে রাখে সে। পরে ফরাসি সরকার তাঁর দাবি মেনে নেয়। তবে ককপিটে প্যানিসিলিন রাখার নাম করে ছদ্মবেশী ফরাসী পুলিশের দল ধরে ফেলে জ্যাঁ ইউজিনকে।শাস্তি হিসেবে পাঁচ বছরের জেল।
কিন্তু, ফরাসি সরকার তারপরে নৈতিক দায়িত্ব মনে করে যুদ্ধ পীড়িত বাংলাদেশের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবারহ করে ভারতের শরনার্থী শিবিরে। আর এই ঘটনার কারণেই ফ্রান্স বন্ধুরাষ্ট্র স্বাধীনতাবিরোধী যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে পাকিস্তানের স্বাধীনতার প্রশ্নে ভোট দান থেকে বিরত থাকে।
বোকা জ্যাঁ ইউজিন পল ক্যা এর এই সাহসীকতা ইয়োরোপ ও বহির্বিশ্বে আলোচিত এক সংবাদ হয়।
মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বর্বরতা, শরনার্থী ও স্বাধীনতাকামীদের দুর্দশা এসব জেনে ব্যথিত হয় যুবক জ্যাঁ ইউজিন। বাংলাদেশের জন্য কিছু একটা করতে হবে ভেবে বিমান ছিনতাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল সে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ এমন কত না অজানা ঘটনার জন্ম দিয়েছিল!
মুক্তিযুদ্ধে সহয়তাকারী এমন সব বোকা-সাহসী মানুষদের সবসময় স্মরণ ও শ্রদ্ধা করবে প্রতিটি বাঙালি।

(ছবিতে জ্যাঁ ইউজিন)

তথ্যসূত্রঃহাসানুজ্জামান তারেক

ভাইরাল হোক এসব তথ্য 🙂🙂সর্ববৃহৎ উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং বিমানের ভিতরকার দেয়ালের উপাদান তৈরিতে কাজ করতে গিয়ে এক...
26/12/2020

ভাইরাল হোক এসব তথ্য 🙂🙂

সর্ববৃহৎ উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং বিমানের ভিতরকার দেয়ালের উপাদান তৈরিতে কাজ করতে গিয়ে একদিন তার মনে হল, আমি এখানে কি করছি! আমার সব গবেষণা, উদ্ভাবন তো বিদেশের এদের কাছে চলে যাচ্ছে, এদের কাজে লাগছে। আমার দেশের কাজে তো লাগছে না!

আমেরিকার সর্বোচ্চ সুবিধা ছেড়ে তিনি দেশে ফিরে আসলেন। বানালেন পলিথিনের বিকল্প পাটের তৈরি বিশ্বে চমক সৃষ্টিকারী সোনালি ব্যাগ। বানালেন পাটের তৈরি ঢেউটিন, পাট দিয়ে হেলমেট, টাইলস, গরুর হাড় থেকে উন্নত জিবানুকরন উপাদান, চিংড়ির খোসা দিয়ে বানিয়েছেন প্রাকৃতিক প্রিজারভেটিভ, সামুদ্রিক শেওলা থেকে বানিয়েছেন উদ্ভিদের বৃদ্ধি সহায়ক সার, লালশাকের মতো সবজির উৎপাদন সময় কমিয়ে এনেছেন অর্ধেক।

পরিবারে তাকে সবাই চিনে খসরু নামে। বাল্যকাল থেকেই মেধাবী ছাত্র খসরুর আগ্রহ ছিল সাইন্টিফিক এক্সপেরিমেন্টের প্রতি। ছোটবেলায় বিজ্ঞান বইয়ের ছবি আঁকা পরীক্ষাগুলো বাসায় নিজে নিজে করে দেখতেন। কখনও সফল কখনও ব্যর্থ, ব্যর্থতা তাকে থামায়নি বরং গবেষণার প্রতি আরও আগ্রহী করে তোলে।

কাজ করেছেন জার্মানিতে ডিএএডি এবং অ্যাভিএ’র সহকর্মী হিসেবে, জাপানে জেএসএসএস, এমআইএফ এর ফেলো হয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রে (মিশিগান স্টেট ইউনিভার্সিটি) এবং অস্ট্রেলিয়ায় আইএইএ এর সহযোগী হিসেবে।

১৭ টি বই এবং একটি পেটেন্টসহ ৬০০ টির বেশি প্রকাশনার লেখক, সহ-লেখক।

তিনি পাট ভালোবাসেন। বলেন, আমি যেখানেই যাই, হাতে করে একগাছি পাট নিয়ে যাই। এইটা তো একান্তই আমাদের।

পাটের তৈরি পলিথিনের বিকল্প সোনালি ব্যাগ উনার আলোড়নসৃষ্টিকারী উদ্ভাবন। পরিবেশ রক্ষায় যেখানে দুনিয়া জুড়ে চলছে আন্দোলন, প্রায় বাহাত্তুরটি রাষ্ট্র আইন করে নিষিদ্ধ করে দিয়েছে পলিথিনের ব্যবহার। সবাই খুঁজছে পলিথিনের বিকল্প। বিলিয়ন বিলিয়ন ডলারের বাজার বসে উন্মুখ হয়ে বসে আছে।

সোনালি ব্যাগ সেই জাদুর বিকল্প। সোনালি ব্যাগ, মাটিতে পুতে রাখলে এক থেকে ছয়াসের মধ্যে পচে যায়, পরে পরিণত হয় জৈব সারে। পানিতে ফেললে একমাসের মধ্যে পানিতে দ্রবীভূত হয়ে মাছের খাদ্যে রুপান্তরিত হয়ে যায়।

দুনিয়া পাল্টে দেয়া এই উদ্ভাবক বিজ্ঞানি মোবারক আহমদ খান।

সোনালি ব্যাগ উৎপাদনে গিয়েছিল বহু আগেই। কিন্তু তারপর? দুইহাজার দুই সালে পথিলিন ব্যাগ নিষিদ্ধ হয়েছিল। বাকিটা ইতিহাস। বর্তমান বাজারে পলিথিন ব্যাগের ছড়াছড়ি। বাজারে সোনালি ব্যাগের দেখা নেই। বিশ্ব বাজারে বাংলাদেশী পণ্য হিসেবে সোনালি ব্যাগের প্রচারণা নেই।

কিছুদিন আগে শুনেছিলাম এই বিজ্ঞানী অসুস্থ, জানি না এখন কেমন আছেন, কোথায় আছেন। জানি না তার উদ্ভাবিত সোনালি ব্যাগের ভবিষ্যৎ।

'বাবু খাইসো' নিয়ে মিডিয়া আলোড়িত হয়, ভাস্কর্য নিয়ে রাষ্ট্র তোলপাড় হয় আর মোবারক আহমদ খানের মতো মানুষরা বিশ্ব বদলে দেয়া পণ্য দেশের মাটিতে আবিষ্কার করে নীরবে পড়ে থাকে।

তবুও নির্লজ্জের মতো বলবো,

#থ্যাংকস_ফর_বিং_বাংলাদেশী

Writer : Md Rifatuzzaman Sifat.
Copy

যা ভাইরাল হবার কথা ছিল কিন্তু যা ভাইরাল হয়ে যায়-**তনিমা তাসনিম অনন্যাবাছাই করা ১০ বিজ্ঞানীর একজন হয়েছেন বাংলাদেশি বিজ্ঞা...
25/12/2020

যা ভাইরাল হবার কথা ছিল কিন্তু যা ভাইরাল হয়ে যায়-

**তনিমা তাসনিম অনন্যা

বাছাই করা ১০ বিজ্ঞানীর একজন হয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী তনিমা তাসনিম অনন্যা। যুক্তরাষ্ট্রের বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন 'সায়েন্স নিউজ' বিজ্ঞানীদের এ তালিকা প্রকাশ করেছে। কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার জন্য এই স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি এই বিজ্ঞানী। তনিমা তাসনিম একজন জ্যোতির্পদার্থবিদ।

আর আরেকজন লেফটেনেন্ট তৌফিকুল ইসলাম প্রশিক্ষণ চলাকালীন সময়ে গ্রেনেড বিস্ফোরণে মর্মান্তিক ভাবে শহীদ হলেন।আমরা কতজন তা ভাইরাল করেছি?না দেশের সম্পদদের ভাইরাল কেন করব আমরা?আমাদের তো এসব ইম্যাচিউর আচরণ করে নিজেদের হীনমন্যতার পরিচয় দিতে হবে।অদ্ভুত খুবি আমরা।

One of those rare, defining moments of love and kindness in the midst of cruel and hypocrit 'civilizations' ©Kamrul Hasa...
24/12/2020

One of those rare, defining moments of love and kindness in the midst of cruel and hypocrit 'civilizations'



©Kamrul Hasan

বৃদ্ধা থেকে তরুণী সবাই এসেছে মনের আকুতি দিয়ে গুলিস্তানের গোলাপ শাহের কবরে (আসলেই এখানে কারো কোনো কবর আছে কিনা কে জানে) ক...
23/12/2020

বৃদ্ধা থেকে তরুণী সবাই এসেছে মনের আকুতি দিয়ে গুলিস্তানের গোলাপ শাহের কবরে (আসলেই এখানে কারো কোনো কবর আছে কিনা কে জানে) কিছু চাইতে।

কি সর্বনাশা ধর্মবিশ্বাস এদের !!

চোখের সামনে এই রকম অন্যায় কাজ দেখেও প্রতিবাদ না করে শুধু মনে মনে ঘৃণা করেই আফসোস করতে হচ্ছে বিপথগামী এসব নারী পুরুষের জন্যে। কারণ এইসব শিরকের আড্ডাখানা গুলো চলে রাষ্ট্রের প্রচ্ছন্ন সহযোগিতায়।

লা হাওলা ওয়া লা কু’য়াতা ইল্লাবিল্লাহ।

ওগো দয়াময় আল্লাহ !
শিরকে লিপ্ত এসব নারী পুরুষকে তুমি দ্বীনের সঠিক বুঝ দাও। তুমি আমাদের ঈমানকে হেফাজত করো।

লেখাঃ Masood Sayedee

22/12/2020
21/12/2020

নতুন ধরনের করোনা ভাইরাসটি নিজে নিজেই আপগ্রেড হয়েছে আগের করোনা ভাইরাস থেকে এবং এটির যে বর্তমান শক্তি তা আগের ভাইরাস টি থেকে ৭০% দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম।

এটির কারণে নানা দেশ অলরেডি তাদের বর্ডার বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে ইংল্যান্ড ও ইউরোপ এ খাদ্য সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছে দেশ গুলোর বিশেষজ্ঞরা।

এইটি এখন পর্যন্ত UK / Australia তেই পাওয়া গেছে বলে জানা গেছে।

সবাই দয়া করে সর্তক থাকুন সাবধানে চলা ফেরা করুন। Mask পরে বাহিরে যান।

এটি আমাদের একটি ছদ্মবেশী ট্যুর ছিল। একটি এক্সপেরিমেন্ট এর অংশ হিসেবে, পারফর্মিং আর্ট ও বলা যেতে পারে। স্থান হিসেবে আমাদে...
21/12/2020

এটি আমাদের একটি ছদ্মবেশী ট্যুর ছিল। একটি এক্সপেরিমেন্ট এর অংশ হিসেবে, পারফর্মিং আর্ট ও বলা যেতে পারে। স্থান হিসেবে আমাদের পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জ ঠিক করেছিলাম।

যেখানে আমরা দুজন (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী) সাধারন দিনমজুরের বেশে সারাদিন শহরের বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেড়িয়েছিলাম।

আমাদের উদ্দেশ্য ছিল মূলত সাধারন দিনমজুর হয়ে সারাদিন অতিবাহিত করা, তাদের ফিল করা এবং মানুষ তাদের কি দৃষ্টিভঙ্গিতে দেখে বা ট্রিট করে তা বোঝার চেষ্টা করা। এবং বলা যেতে পারে আমরা অনেকটাই সফল হয়েছিলাম। পোশাক যে সমাজে মানুষের শ্রেনীবিভাগ করার একটি শক্তিশালী মানদন্ড তা খুব ভালভাবেই বুঝতে পেরেছিলাম সেদিন। সবকিছু উল্লেখ করে লিখা দীর্ঘ করতে চাচ্ছি না, তবে বিশেষ কিছু ঘটনা উল্লেখ না করলেই নয়।

প্রথমেই বাস থেকে নামার পরে আমাদের হাতে স্মার্টফোন দেখে কয়েকজন ভেবে বসে ছিলেন আমরা মোবাইল চোর / চোরাই মোবাইল বিক্রেতা এবং আমাদের দিকে ছুটেও এসেছিল। যদিও আমাদের সাথে কথা বলার পর তাদের ভুল ধারণা দুর হয়, এর পর সারাদিন আমরা আর জনসমূক্ষে মোবাইল ফোন ব্যবহার করিনি।

আমরা প্রথমেই ঠিক করেছিলাম যাই কিছু হোক সবকিছু ফেস করবো এবং আমরা আমাদের পরিচয় প্রকাশ করা থেকে বিরত থাকবো। কয়েকজন ভিক্ষুকের মুখোমুখি হয়েছিলাম সারাদিনে তারা আমাদের আশেপাশে লোকদের কাছ থেকে সাহায্য(ভিক্ষা) চাইলেও আমাদেরকে এড়িয়ে গিয়েছিল প্রত্যেকবারই। একবার ইচ্ছাকরেই ১০০ টাকা ক্যাশ আউট করতে গিয়ে দোকানদারের বিরক্তিকর মন্তব্য শুনতে হয়েছিল। বাসে আসার সময় ভাঙ্গা সিটে বসতে হয়েছিল। বাস কাউন্টারের রেস্টরুমে দুর্ব্যবহারের শিকার হতে হয়েছিল।

একদিনের মধ্যে অনেক নতুন কিছু শিখেছিলাম সেদিন যা হয়ত নাটক সিনেমা দেখে বা বই পড়ে অর্জন করা সম্ভব হতো না।

তবে সাধারণের সাথে মিশে যাওয়াটা খুব সহজ ছিল ওই পোশাকে, তারাও আমাদের তাদেরই একজন মনে করেছিল, ভাল পোশাকে তাদের সাথে মেশাটা হয়তো অতোটা গভীরে ভাবে সম্ভব হতো না। ভুল ত্রুটি মার্জনীয়।

(সাথে আমাদের এক জুনিয়র ছোট ভাই তামিম ছিল যে গোপনে সব ছবিগুলো তুলেছিল)।

১. মাসুদ রানা রাসেল,
২. শরিফুল,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
তারিখ ১৫-১০-২০২০

Esports কী?Esports সম্পর্কে অনেক এ জানেন আবার অনেক এ জানেন না। Esports হচ্ছে একটি Professional গেমারদের জনপ্রিয় ইভেন্ট। ...
19/12/2020

Esports কী?

Esports সম্পর্কে অনেক এ জানেন আবার অনেক এ জানেন না।

Esports হচ্ছে একটি Professional গেমারদের জনপ্রিয় ইভেন্ট। পৃথিবী জুড়ে বর্তমানে Esports নিয়ে চলছে নানারকম পরিকল্পনা বর্তমানে এটির কারণে Gaming কে একটি জব হিসেবে দেখা হচ্ছে। এতে রয়েছে অনেক ভালো ফিউচার ও।

কিছুদিন আগে যখন চীনের Guangzhou তে গেলাম সেখানে দেখেছিলাম চীন সরকারি ভাবে ২ থেকে ৩ মিলিয়ন ছাত্র ছাত্রীদের সরকারি অনুদান দিয়ে Esports Players হিসেবে তৈরী করছে পৃথিবীতে নানা Professional Gaming Event গুলোতে Dominant করার জন্য।

কিন্তু অন্য দিকে আমরা বাংলাদেশীরা অনেক এ Esports সম্পর্কে জানি না এইদিকে আমাদের বাংলাদেশী অনেক গুলো টিম ইতিমধ্যে নানা Esports ইভেন্ট এ অংশগ্রহণ করেছে International পর্যায়ে।

আমরা সকল বাংলাদেশী টিম যারা Esports এ অংশগ্রহণ করেছে কিংবা ফিচার এ করবে তাদেরকে আ Support করছি এবং উৎসহ দিচ্ছি।

এই ইভেন্ট গুলোতে জয়ী হলো আমাদের দেশে অনেক বড় পরিমানে Revenue আসবে যা দেশের অর্থনীতিতে অনেক ভালো ভুমিকা রাখবে। সাথে বাংলাদেশ কেও বিশ্বের সামনে তুলে ধরা কিংবা Represent করার অন্য একটি মাধ্যম হচ্ছে এই Esports!

বাংলাদেশী সকল Esports টিম গুলোর জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা।

পরিবর্তন হোক চিন্তা ভাবনা।

🇧🇩

লেখাঃ আব্দুল্লাহ আল জাবের।

কিছু দিন আগে কিছু তরুণ ইস্রায়েলীয়কে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দেখা গেছেযার উপরে এটি লেখা হয়েছিল, (খাইবার আপনার ...
18/12/2020

কিছু দিন আগে কিছু তরুণ ইস্রায়েলীয়কে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দেখা গেছে
যার উপরে এটি লেখা হয়েছিল, (খাইবার আপনার শেষ সুযোগ ছিল)
আপনি জানেন ওটার মানে কি ... হয়তো জানেন না
সুতরাং আসুন খুঁজে বের করা যাক
হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবদ্দশায় ইহুদিদের সাথে যুদ্ধ হয়েছিল। হযরত আলী (রাঃ )ও এই যুদ্ধে জড়িত ছিলেন।
যার মধ্যে হযরত আলী (রাঃ) এর ঢাল নষ্ট হয়ে গিয়েছিল এবং তার আবেগে হযরত আলী (রাঃ) খাইবার (খাইবার গেট) দরজা উপড়ে ফেলেছিলেন।
আপনি জেনে অবাক হবেন যে এই দরজাটি এতটাই ওজন ছিল যে যুদ্ধের পরে ৪০ জনেও এটি একসাথে নাড়াতে পারেনি। এই যুদ্ধে ইহুদিরা খারাপভাবে পরাজিত হয়েছিল।
এই যুদ্ধ এত পুরানো যে ৮০%মুসলমানদের মনে নেই কারণ মুসলমানরা কেবল একটি শব্দ হয়ে গেছে।
কিন্তু আজও ইহুদিরা সেই লেখা ফলকটি নিয়ে তাদের অন্তরে শত্রুতা বহন করছে।
মুসলমানরা, খাইবারের বিজয় ছিল আপনার শেষ বিজয়, এখন তোমরা কখনও আমাদের কাছ থেকে জিততে পারবেন না।
আমাদের( মুসলিমদের) মধ্যে এবং ইহুদী কাফেরদের মধ্যে পার্থক্য কেবল তারা এখনও তাদের পরাজয় ভুলে যায় নি। এবং আমরা টিকটক নিয়ে ব্যাস্ত।

#কপি পোষ্ট

রাজাকারের নাম দিয়ে দাড়ি-টুপিকে প্রতিনিয়ত ব্যঙ্গ করো, এই রাজাকারদের দাড়ি-টুপি কয়?
16/12/2020

রাজাকারের নাম দিয়ে দাড়ি-টুপিকে প্রতিনিয়ত ব্যঙ্গ করো, এই রাজাকারদের দাড়ি-টুপি কয়?

টানা ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায় করার পর মসজিদ কমিটির পক্ষ থেকে একটি করে নতুন বাইসাইকেল উপহার দেয়া হয়েছে। (স্থান ঃ রং...
12/12/2020

টানা ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায় করার পর মসজিদ কমিটির পক্ষ থেকে একটি করে নতুন বাইসাইকেল উপহার দেয়া হয়েছে। (স্থান ঃ রংপুর, গনেশপুর)

08/12/2020

*Facebook হবে সবচেয়ে বৃহত্তম Virtual কবরস্থান*

আগামী ৫০ বছর পর অধিকাংশ Fb Id গুলো মৃত থাকবে, শুধু থাকবে তাদের কর্ম! (যা সে পোস্ট করেছিল)

১. যারা মানুষকে Love story শিখিয়েছে, সেটার শাস্তি তার জাহান্নামে পাবে!

২. যারা অশ্লীল ও বেহায়াপনা মেয়েদের ছবি upload করেছে, তাদের সাক্ষী Liker ও Commenter দিবে!

পক্ষান্তরে,

যারা ফেসবুক কে আল্লাহর বাণী ও ইসলাম প্রচারের মাধ্যম বানিয়েছে, এর মাধ্যমে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে তার পুরষ্কার আল্লাহ নিজেই দিবেন!

বোনেরা- এখনও সময় আছে, দয়া করে কেউ ফেসবুকের অপব্যবহার ( ইসলামে যে কাজগুলো নিষিদ্ধ ) করবেন না!

কারণ, আপনার আমার মৃত্যু যে কোনো সময় হতে পারে। যদি আপনি ফেসবুকে খারাপ কিছু পোস্ট করেন, সেই
খারাপ পোস্ট কিয়ামতের দিন পর্যন্ত যতজন দেখবে বা পড়বে, ততজনের গুনাহ'র অংশ আপনার উপরও বর্তাবে ।

আর আপনি যদি কুরআন ও হাদিসের আমলগুলো পোস্ট করেন, সেই পোস্ট কিয়ামত পর্যন্ত যতজন দেখবে, পড়বে, তা অনুযায়ী আমল করবে, ততজনের সওয়াবের অংশও আপনি পাবেন ইং শা আল্লহ! 🍂

©

07/12/2020

▌মুমিনদের জন্যে এটা একটা লোভনীয় হাদিস!
আল্লাহকে খুশি করার জন্যে নিজের চরিত্রকে শুধরানো অনেক জরুরি। এটা চিন্তা করেই কত ভালো লাগে যে, আমি যদি কোনোভাবে আমার চরিত্রটাকে সুন্দর করতে পারি, কিয়ামতের দিন আমার পাল্লা সবচেয়ে ভারী হবে! (আল্লাহ কবুল করুক! আমিন।) কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী হবে সুন্দর চরিত্র!" (তিরমিজী)।
চরিত্রকে কিভাবে সুন্দর করা যায় - এটার হয়তো বাঁধা-ধরা কোনো সিলেবাস নেই. রাসূল (সা:) কে নিয়ে পড়াশোনা করতে গিয়ে তাঁর চরিত্রের এমন কিছু দিক আমার সামনে এলো - যেটা নিয়ে সচরাচর আলোচনা শুনিনা।
যেমন, রসূল (সা:) কখনো উচ্চ স্বরে কথা বলতেন না, খুব অল্প শব্দে গভীর জ্ঞানপূর্ণ কথা বলতেন। তিনি সবসময় হাসি খুশি থাকতেন। কখনো বদমেজাজী হয়ে থাকতেন না! ছোট বাচ্চাদের কোলে নিয়ে নামাজ পড়তেন। তাঁর চরিত্রই হচ্ছে কুরআন।
আল্লাহর জন্যে নিজের ভিতরটাকে সুন্দর করার কিছু চর্চা এমন হতে পারে --
১. সবসময় সবাইকে নিয়ে ভালো চিন্তা করা. উপযুক্ত প্রমান ছাড়া কাউকে খারাপ ভেবে না বসা. সাহাবীদের সময় একবার এক সাহাবী যখন দেখলেন আরেকজন সাহাবীর দাড়ি থেকে মদের ফোঁটা বেয়ে বেয়ে পড়ছে, সে তাকে প্রথমেই দোষ না দিয়ে ভাবলেন, হয়তো তার সাথে কারো ঝগড়া হয়েছে, এর ফলে রাগ করে কেউ তার দিকে মদের গ্লাস ছুড়ে মেরেছে। সেখান থেকেই ফোঁটা বেয়ে বেয়ে পড়ছে।
২. নিয়তেই বরকত! প্রতিনিয়ত নিজের নিয়তকে চেক করা. আমি এই কাজটা কেন করছি? কাকে খুশি করার জন্যে করছি? কেউ যদি সত্যি কোনো কাজ আন্তরিক ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্যে করে - তাহলে সেই কাজে খুব উঁচু মানের কোয়ালিটি থাকবে! একটা সিম্পল নিয়ত করলে যে কোনো কাজ বরকতপূর্ণ হয়ে যায়।
যেমন কেউ যদি ঘুমানোর আগে এই নিয়ত করে ঘুমায় যে, "হে আল্লাহ! আমি এই ঘুমের মাধ্যমে যে কর্মশক্তি আর তেজ পাবো, সেটা দিয়ে যেন ঘুম থেকে উঠে যেন আরো ভালোভাবে তোমার ইবাদাত করতে পারি।" তাহলে পুরা ঘুমটাই তার জন্যে ইবাদাত হবে এবং সে যতটা সময় ঘুমাযে তার জন্যে নেকী পেতে থাকবে! সুবহানাল্লাহ ঘুমানোর জন্যেও পুরস্কার!
৩. অপ্রয়োজনীয় কথা-আলাপে মশগুল না হওয়া। কেউ কথা বলার সময় তাকে কথার মাঝে cut-off না করা (বিঘ্ন না ঘটানো)! শেইখ বলেন, "কেউ কথা বলতে থাকলে কখনো তাকে মাঝখানে কাট করে দিয়ে নিজের কথা বলা শুরু করে দিও না. কারণ, যে কথা বলছে সে যদি জ্ঞানী হয়, তাকে শুনতে থাকো, তোমার জ্ঞান বাড়বে!
আর যে কথা বলছে, সে যদি মূর্খ হয় তাকে শুনতে থাকো - তোমার ধৈর্য্য বাড়বে! নিশ্চয়ই তোমার ধৈর্য্য অর্জন করা জ্ঞান অর্জন করার থেকে বেশি জরুরি!"
৪. নিজের সমালোচনা শুনলে ক্ষুব্ধ না হওয়া! আসলেই চিন্তা করে দেখা - আমার মাঝে কি আসলেই এই ভুল আছে? ইমাম শাফি'ই (রা:) একবার ভরা সমাবেশে ক্লাস করাচ্ছিলেন। তখন এক লোক হুড়মুড় করে তার ক্লাসে ঢুকে গেলেন।
তার দিকে আঙ্গুল তুলে বললেন, "তুমি কি ইমাম শাফি'ই?". ইমাম বললেন, "জ্বী, আমি শাফি'." তখন লোকটি সবার সামনে চেঁচিয়ে ইমামকে বললেন, "তুমি একটা ফাসিক, কাফির এবং জঘন্য প্রকৃতির লোক!"
ইমাম চুপ করে শুনলেন। শুধু সমালোচনা না, তাকে সবার সামনে খুব খারাপ ভাবে অপমান করা হয়েছে! তিনি অফেন্ডেড তো হলেনই না, বরং এর উত্তরে তৎক্ষনাৎ দুই হাত তুলে সবার সামনে দুআ করলেন,
"হে আল্লাহ! এই ব্যক্তি যদি সত্য বলে থাকেন, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর দয়া করো এবং আমার তাওবা কবুল করে নাও! আর যদি এই ব্যক্তি যা বললেন, সেটা যদি সত্য না হয়, তাহলে তার এ আচরণের জন্যে তুমি তাকে ক্ষমা করে দাও, তার উপর দয়া করো এবং তার তাওবা কবুল করে নাও!"
৫. প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে সবাইকে মাফ করে দিয়ে অন্তর পরিষ্কার করে ঘুমানো
৬. কোনো ব্যাপারে অন্তরে অহংকার ঢুকে যাচ্ছে কি না চেক করা. যার অন্তরে সরিষার দানা পরিমান অহংকার থাকবে, সে জান্নাতের ঘ্রাণ-ও পাবে না (সহীহ হাদিস)
৭. যদি কারো উপর হিংসা হতে থাকে, সেই ব্যক্তির নাম ধরে তার সাফল্যের জন্যে বেশি বেশি দুয়া করা. এটাকে অনেক স্কলার হিংসার সর্বোত্তম চিকিৎসা বলেছেন। একটা উদাহরণ দেই, ধরেন ক্লাসে আব্দুল্লাহ অনেক ভালো রেজাল্ট করলো, এতে উমরের হিংসা হচ্ছে। উমর কন্ট্রোল করতে পারছে না।
তার মনে এটা নিয়ে কষ্ট লেগেই আছে যে, তার বন্ধু তার থেকে এতো ভালো অবস্থানে আছে, অথচ সেও তো অনেক পরিশ্রম করে যাচ্ছে, তার কেন উন্নতি হচ্ছে না? উমর সেই দিন থেকে বেশি বেশি আব্দুল্লাহর জন্যে দুয়া করতে থাকলো, আল্লাহ যেন আব্দুল্লাহকে আরো বেশি সাফল্য দেন, রহমত এবং বরকত দেন!
আলহামদুলিল্লাহ দুয়া করতে করতে কয় মাসের মধ্যেই উমরের অন্তর থেকে হিংসা দূর হয়ে গেলো। আল্লাহ সুবহানাতায়ালা উমর এবং আব্দুল্লাহ দুইজনকেই সামাজিক এবং অর্থনৈতিকভাবে অনেক ভালো অবস্থানে যাবার তাওফিক দিলেন।
৮. নিজের ভুল/গুনাহ -র একটা লিস্ট বানানো। নিজের ভুল নিয়ে বেশি ব্যতিব্যস্ত থাকা, যেন অন্যের ভুল নিয়ে গল্প/গীবত করার কোনো সুযোগ না থাকে।
৯. এমন কোনো কথা কারো পিছনে কখনো না বলা, যেটা সে যদি সামনে থাকতো, তাহলে তার সামনে কখনোই বলা যেত না. এটাই গীবতের ক্লাসিক সংজ্ঞা! গীবত মৃত ভাইয়ের মাংস খাবার মতন জঘন্য গুনাহ (কুরআন: সুরাহ হুজুরাত)
১o. রাস্তার মধ্যখানে কখনো ময়লা না ফেলা! আমার স্বামীকে দেখতাম সে দেশে গেলে একটা ব্যাগ নিয়ে ঘুরতো। বলতো, দেশে তো সব জায়গায় ময়লা ফেলার ঝুড়ি খুঁজে পাওয়া যায় না. সারাদিনের ময়লা সে তার ঐ ব্যাগে রাখতো। ঘরে এসে ময়লার বিনে ফেলে দিতো।
১১. বড় - ছোট সবাইকে নিয়ে ভালো চিন্তা করা. যারা আমাদের থেকে বয়সে বড়, তারা আমাদের থেকে বেশি বছর ধরে বেঁচে আছেন, কাজেই তারা আমার থেকে বেশি নেক কাজ করার সুযোগ পেয়েছেন। আবার যারা আমাদের থেকে বয়সে ছোট, তারা আমাদের থেকে কম গুনাহ করার সুযোগ পেয়েছে। কাজেই বড় হোক, ছোট হোক - সবাই আমার থেকে ভালো। কারো সাথে তুলনা করে যেন আমার নিজের মধ্যে অহংকার না আসে।
আল্লাহ সুবহানুতায়ালা আমাদের ভিতর-বাহির সব সুন্দর রাখুক।আমাদেরকে উত্তম চরিত্রের হবার তাওফিক দিন। আমিন!
~ inspired by Imam Omar Suleiman's Course - "Behind the Scene - Spiritual Cleansing of the Believer"
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
লেখাঃ শারিন শফি অদ্রিতা

#ওহী

সূরা বাক্বারার ১৫৫ নং আয়াতে আল্লাহ তা'আলা মানুষকে কী কী জিনিস দিয়ে পরীক্ষা করবেন, তার একটা সংক্ষিপ্ত তালিকা দিয়েছেন। তাল...
28/11/2020

সূরা বাক্বারার ১৫৫ নং আয়াতে আল্লাহ তা'আলা মানুষকে কী কী জিনিস দিয়ে পরীক্ষা করবেন, তার একটা সংক্ষিপ্ত তালিকা দিয়েছেন। তালিকার প্রথমেই যেটা উল্লেখ করেছেন, তা হলো "ভয়"। মানুষকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করা হবে। এই ভয়ের স্বরূপ কী?

ইসলাম মেনে চললে ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে- এটা হলো ভয়। যাকাত দিলে সম্পদ কমে যাবে- এটা হলো ভয়। দাড়ি রাখলে পুলিশ ধরে নিয়ে যাবে- এটা হলো ভয়। বিয়েতে খরচ কম করলে লোকে সমালোচনা করবে- এটা হলো ভয়। সুদী ব্যাংকের লাখ টাকার চাকরি ছেড়ে দিলে চলবো কিভাবে- এটা হলো ভয়।

শয়তান এই ভয়গুলো তৈরি করে দেয়। অথচ মানুষের কাজ হলো আল্লাহর উপর ভরসা করে দ্বীনের উপর অটল থাকা, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া। এই 'লিপ অব ফেইথ'টা কজন নিতে পারে?

বেশিরভাগ মানুষ সমাজকে প্রভু বানিয়ে নেয়; আল্লাহকে নয়। সমাজের লোকেরা কী বললো, কে কী মনে করলো- এই ভয়ে, চিন্তায় তটস্থ থাকে। অথচ সবাইকে কবরে যেতে হয় একা, সম্পূর্ণ একা। যেদিন ভাই ভাইয়ের শত্রু হবে, মা ছেলেকে চিনবে না, যেদিন সমাজের মানুষ একে অন্যের পাপের ভার নেবে না। নিরাপত্তাজনিত কারণে আজকে দাড়ি কাটছি, টাখনুর নিচে প্যান্ট নামাচ্ছি; কবরের নিরাপত্তা কে দেবে ভাই?

আমার বেশভূষা দেখে পরিচিতদের অনেকে বলেন- 'তোমাকে নিয়ে চিন্তায় থাকি, যা দিনকাল পড়েছে!' আমার বলতে ইচ্ছে হয়-
"আমিতো আপনাদের নিয়ে এর চেয়েও বেশি চিন্তায় থাকি। আমি দুনিয়া হারালেও অন্তত আখিরাতের আশা করতে পারি, আপনারা কীসের আশা করেন?"

অনেককেই বলতে শুনি, হারাম কাজ ছাড়তে চায়, কিন্তু ছাড়ি ছাড়ি বলেও ছাড়তে পারে না। কারণ- ছেড়ে দিলে কীভাবে থাকবে? হারাম রিলেশান বন্ধ করতে গিয়ে বাধা, গার্লফ্রেন্ডকে ছাড়া কীভাবে থাকবে? কিন্তু বাস্তবতা হলো, আপনি আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিন, আপনার অন্তরকে আল্লাহ এমনভাবে প্রশান্ত করে দেবেন যে, আপনি কল্পনাই করতে পারবেন না। যে হারামে আসক্তি আছে, তা আর না ধরার সংকল্প নিয়ে ছেড়ে দিয়েই দেখুন, আসক্তি দূর করার দায়িত্ব আল্লাহই নিয়ে নেবেন। "চয়ন" (প্রথম পদক্ষেপ)
কপি

কতটা অসহায় হলে মানুষ এভাবে কাঁদে?আজ সকালে অফিসে আসার পথে সাইন্স ল্যাব ফুট ওভারে উঠেই উনাকে দেখি। কাছে গিয়ে জানতে পারি উন...
26/11/2020

কতটা অসহায় হলে মানুষ এভাবে কাঁদে?

আজ সকালে অফিসে আসার পথে সাইন্স ল্যাব ফুট ওভারে উঠেই উনাকে দেখি। কাছে গিয়ে জানতে পারি উনি একজন শিক্ষক ( ইংরেজিতে মাস্টার্স ) পরিয়েছেন রাজউক, মাইলস্টোনের মত শিক্ষা প্রতিষ্ঠানে । করোনার কারনে স্থগিত রয়েছে শিক্ষকতা । এর-ই মধ্যে পায়ে পানি জমে গেছে, করাতে হবে চিকিৎসা , টোটাল ২২০০০ টাকার টেস্ট দিয়েছে তবে আর্জেন্ট ৫,৫০০ টাকার টেস্টের জন্য এই শিক্ষক আজ ফুটপাতে । আমার কাছে কিছু ছিল দিয়েছি, স্বার্থের দুনিয়ায় সবাই পাস কাটিয়ে যেতে পছন্দ করেন। যেমনটা উনার সাথে হচ্ছে । উনার সাথে যখন কথা বলছিলাম তখন খুব কান্না করছিল।
চাই না কোন শিক্ষক আর পথে বসুক ।

- আদিবা মিম, টিম পজিটিভ বাংলাদেশ গ্রুপ।

বিদায় হে কিংবদন্তি মেরাডোনা..R.I.P
25/11/2020

বিদায় হে কিংবদন্তি মেরাডোনা..
R.I.P

Address

Moscow
3000

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাস্তব জীবনের গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Magazines in Moscow

Show All