Mohammad Zahidul Islam

Mohammad Zahidul Islam I am sharing my personal opinion only.

আলহামদুলিল্লাহ 🌸As sunnah Foundation
25/08/2024

আলহামদুলিল্লাহ 🌸
As sunnah Foundation

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।১. আমি দ্বীন ইসলামকে...
01/05/2024

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।

১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।

২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।

৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।

৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।

৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।

৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।

আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন,
আ-মীন।

Ramadan Mubarak to all  my muslim brothers & sisters 🌙
10/03/2024

Ramadan Mubarak to all my muslim brothers & sisters 🌙

১০০০ টাকার নোট প্রথম ছাপানো হয় ২০০৮ সালে। ২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়)। অর্থাৎ আপনি ...
26/12/2023

১০০০ টাকার নোট প্রথম ছাপানো হয় ২০০৮ সালে। ২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়)। অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১০০০ টাকার নোট দিয়ে এক ভরি স্বর্ণ পেতেন।

আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ১০৮০০০ টাকা (প্রায়)। অর্থাৎ আজকে আপনাকে ১০৮ টি ১০০০ টাকার নোট লাগবে এক ভরি স্বর্ণ কিনতে।

এবার আসুন এই ১০০০ টাকার মান এখন কত ?
২৬০০০ ÷ ২৬ = ১০০০ টাকা
২৬০০০ ÷ ১০৮ = ২৪০.৭৪ টাকা

অর্থাৎ আপনার ২০০৮ সালের ১০০০ টাকার নোটটির আজকের মূল্য ২৪০.৭৪ টাকা।

এখানে চালাকি করে বলা হয় যে স্বর্ণের দাম বেড়েছে। আমি বা আপনিও সেটা ধরে নিই। কিন্তু প্রকৃত ব্যাপার হলো আমাদের পকেটের/ব্যাংকের টাকার মূল্যমান কমেছে। যা আমাদের বুঝতে দেওয়া হয়না এবং আমরাও বুঝি না।

স্বর্ণ ১ ভরি, ১ ভরিই আছে।
কিন্তু ২৬টা ১০০০ টাকার নোট থেকে বেড়ে ১০৮টা ১০০০ টাকার নোটে পরিণত হয়েছে।

11/12/2023

-koi achos?
-Ber hobi?
জীবন থেকে হারিয়ে ফেলা একটা লাইন...🥺

28/06/2023

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।

ঈদ মোবারক 🌙

যারা ভবিষ্যতে বিদেশে যেতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শঃ☛ যাদের পাসপোর্ট নেই তারা পাসপোর্ট করে ফেলুন।☛ পুলিশ ক্লিয়...
20/05/2023

যারা ভবিষ্যতে বিদেশে যেতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শঃ

☛ যাদের পাসপোর্ট নেই তারা পাসপোর্ট করে ফেলুন।

☛ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করে রাখুন।

☛ ২-৩ ধরনের CV এবং Cover letter তৈরি করে রাখুন।

☛ একটা ইনকাম সোর্স তৈরি করুন বা এমন একটা দক্ষতা অর্জন করুন যা দিয়ে ইনকাম করা যায়।

☛ ফ্যামিলি সাপোর্ট ভাল থাকলে তবেই বিদেশ যাওয়ার চিন্তা করুন। (লোন নিয়ে বিদেশ না যাওয়াই ভালো )

☛ ইংরেজিতে দক্ষ হয়ে উঠুন।

☛ গাড়ী ড্রাইভিং শিখে রাখুন।

☛ কম্পিউটারের বেসিক প্রোগ্রামগুলো শিখে রাখুন।

☛ রান্না বা নিজের খাবার নিজে তৈরী করা শিখুন।

☛ বিনোদনের পিছনে সময় নষ্ট না করে পেশাদার যেকোনো কাজ শিখে রাখুন।

☛ ইন্টারনেট ব্রাউজিংয়ের আসক্তি থেকে বেরিয়ে আসুন।

☛ ভাগ্যে থাকলে বিদেশ যাবেন, তাই বলে কাজ বন্ধ না করে কাজ শিখুন অথবা চাকুরি করুন, ডিপ্রেশন আসবে না, বিদেশ গিয়ে কাজ করতে হতাশ হবেন না।

Eid Mudarak 🌸🌙ঈদ মোবারাক 🌸🌙
20/04/2023

Eid Mudarak 🌸🌙
ঈদ মোবারাক 🌸🌙

Address

Sector 3
Bucharest
032363

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Zahidul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies