Mahedi Hasan Ashik

Mahedi Hasan Ashik "মানুষ থেকেই মানুষ আসে ,
বিরুদ্ধতায় ভিড় বাড়ায়
আমিও মানুষ ,তুমিও মানুষ
তফাৎ শুধু শিরদাঁড়ায়।"
(38)

16/03/2024

ফেসবুকে এমন এক সিস্টেম করে পালাই রাখছে,কোন কিছু বিরুদ্ধে লিখতে গেলে ওয়ার্নিং বা রেস্ট্রিকশন মারে৷ এই সমস্যার কারনে সচেতনতা মূলত কোন পোস্ট বা কোন কিছুই শেয়ার করা যায়না।

15/03/2024

রোমানিয়া ভিসা রেস্ট্রিকশন এর পাশাপাশি এখন থেকে বাংলাদেশি নিয়ে ওয়ার্ক পারমিট নিয়েও দেওয়া আছে নানান রেস্ট্রিকশন। এখন কেউ চাইলেই আগের মত ভুরি ভুরি পারমিট করতে পারবেনা রোমানিয়ার। বাংলাদেশিদের জন্য রোমানিয়ার অনেক গুলা আই জি আই ডিপার্টমেন্টে পারমিট ইস্যু বন্ধ করে দিয়েছে। অন্যান্য যে কয়েকটা কাজ করে এরাও,দিনে দিনে আশা হত খুব বড় জুর ৩০% পারমিট কালেক্ট করা পসিবল হচ্ছে,তাও যদি অফিসার কোম্পানি মালিকের পরিচিত হয় কোন ভাবে।

সুতরাং অবস্থা বুঝাই যাচ্ছে বাংলাদেশিরা রোমানিয়া শ্রম বাজার হারিয়ে ফেলেছে। বর্তমানে রোমানিয়ান কোম্পানি গুলাও বাংলাদেশি কর্মী নিতে আগ্রহ দেখাচ্ছে না। যারা অলরেডি রোমানিয়াতে আছে তাদের নিতেও ভয় পায়।।
যে দেশ গুলা দুই চারটা ভিসা দিচ্ছে এখন,সেগুলা স্কিল্ড হওয়া ছাড়া কোন লোক পাঠাইনোই উচিৎ নয় বর্তমানে।
বাংলাদেশ থেকে ৯৫% ফাইল আসে আনস্কিল কোন কাজ কাম কিছুই জানেনা। যাক এসব যুক্তিতে না যাওয়াই ভাল। আমরা প্রায় এই বড় একটা শ্রম বাজার হাত ছাড়া করে দিছি।

ক্রিকেট এবং ফুটবল বুদ্ধা সব গুলারে নিয়ে মিটিং😆😆
11/03/2024

ক্রিকেট এবং ফুটবল বুদ্ধা সব গুলারে নিয়ে মিটিং😆😆

11/03/2024

আলহামদুলিল্লাহ সার্বিয়া ৫ জনের ভিসা এপ্রুভাল পেলাম আজকে। রমজানের প্রথম দিনটা ভালই গেলো।

আফসোস তাদের জন্য যারা গত দুই মাস আগে নো এডভান্সে ইন্টারভিউ দিয়ে চান্স পেয়ে,পারমিট পাওয়ার পরেও তাল বাহানা করে গেলোনা৷ আলহামদুলিল্লাহ আপনাদের জানার স্বার্থে পোস্ট দিলাম, আমি গুনে গুনে ৩-৪ মাস সময় দিছিলাম ভিসা পর্যন্ত।

ইন্টারভিউ সিলেক্টেড ২৪ ডিসেম্বর
ইনবাইটেশন ৬ জানুয়ারি
অনলাইন ১৪ জানুয়ারি
ভিসা এপ্রুভ ১১ মার্চ

হিসাব টা মিলাই নিয়েন, যারা এই সুযোগ টা কাজে লাগাইছে আলহামদুলিল্লাহ আজকে সবাই ভিসা পাইছে। চিন্তা করেন একবার নো এডভান্সে ৩ মাসে শিউর শর্ট ভিসা কত না লাকি পার্সন তারা🤔🤔

09/03/2024

সার্বিয়া নাকি Evisa চালু করবে বা করে দিছে? এই প্রশ্নটা দেখি অনেক ভাল ভাল লোকেরাও করতেছে। সার্বিয়া ভিসা করতে আগেও ইন্ডিয়া যাওয়া লাগেনাই এখনো লাগতেছেনা। আগে স্টিকার দিছে এখন না হয় Evisa দিল, কিন্তু এতে এক্সাইটমেন্ট কি আছে আমি বুঝিনা।

বিষয়টা যদি এমন হত যে Evisa দেওয়ার কারনে সবাই ভিসা পাইতেছে কেউ রিজেক্ট নাই তাহলে একটা বিষয় ছিল। ব্যাপারটা এমন না কিন্তু,সিস্টেম একই ই ভিসা দিলেও অনলাইন আবেদন করে যারা ভিসা পাওয়ার যোগ্য তারাই ভিসা পাবে যাদের কে না দেওয়ার তারা কেউ ভিসা পাবেনা,এইটা হোক ই ভিসা বা গায়েবি ভিসা যাই বলেন আপনারা।

এখন পর্যন্ত পফিসিয়ালি এমন কোন নিউজ বা কোন গনমাধ্যমেও জানা যায়নি আদৌ বাংলাদেশিদের জন্য সার্বিয়া ই ভিসা ইলেজেবল কিনা। ই ভিসা যা পোর্টালে দেখা যায় সেটা শুধু মাত্র যে সব দেশ গুলার জন্য ই ভিসা ইলিজেবল তাদের জন্য আমাদের জন্য না।

ই ভিসা দিলেও আমাদের জন্য সময়,ভিসা গ্যারান্টি সব আগের মতই কোন কিছুর পরিবর্তন হবেনা যদি অদূর ভবিষ্যতে ই ভিসা দিয়েও থাকে আমাদের।

আমরা আসলে কতটা আ*ব*ল ***দা জাতী এইটা নতুন করে না বললেও অনেকে বুঝে যাবেন। কেউ যদি চার কদম সামনে আগাতে চায়,তারে আরো কয়েকজন...
09/03/2024

আমরা আসলে কতটা আ*ব*ল ***দা জাতী এইটা নতুন করে না বললেও অনেকে বুঝে যাবেন। কেউ যদি চার কদম সামনে আগাতে চায়,তারে আরো কয়েকজনে মিলে ৬ কদম পেছনে টানে। কমেন্টে দেওয়া এই লোক গুলা আসলে কতটা বিকৃত মস্তিষ্ক আমার ধারনা নাই। এরা আসলে কি চায়? এই পুরা জমিনের উপর এদের রোলটা কি? আমার মনে এরা এই জমিনটার উপর বুঝা হয়ে আছে জমিন ও এদের অত্যাচারে মারাত্মক ভাবে অত্যাচারিত। মানুষ আর কিভাবে বিশ্বাস নিয়ে কাজ করলে এদের মত দুই চারটা হাত থেকে রক্ষা পাবে?

আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে ৯ জনের একটা গ্রুপ রোমানিয়ার উদ্ধ্যেশ্যে রওনা দিছেন। আপনাদের যাত্রা শুভ হোক।। আমাদের আরো অসং...
08/03/2024

আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে ৯ জনের একটা গ্রুপ রোমানিয়ার উদ্ধ্যেশ্যে রওনা দিছেন। আপনাদের যাত্রা শুভ হোক।। আমাদের আরো অসংখ্য কেন্ডিডেট বাকি আছে যারা ভিসা পেয়ে অপেক্ষমান আছেন,শিঘ্রই সবার ফ্লাইট সিডিউল আমি বুঝিয়ে দিব। ইনশাআল্লাহ সবার সাথেই দেখা হবে রোমানিয়ায়🇹🇩✌️

অপেক্ষার পালা শেষ অফিসিয়ালি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে রোমানিয়া এবং বুলগেরিয়ার বৈধ স্থায়ী এবং অস্থায়ী নাগরিকগন বিনা পাসপো...
07/03/2024

অপেক্ষার পালা শেষ অফিসিয়ালি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে রোমানিয়া এবং বুলগেরিয়ার বৈধ স্থায়ী এবং অস্থায়ী নাগরিকগন বিনা পাসপোর্ট কন্ট্রোলে,ইউরোপের অন্যান্য সেঞ্জেন দেশ গুলাতে যাতায়াত করতে পারবে নৌ এবং আকাশ পথে।।

ইতিমধ্যে এয়ারপোর্টে সেঞ্জেন যাতায়াতের জন্য আলাদা পাসপোর্ট কন্ট্রোল ডেক্স রেডি করা হয়ে গেছে। এপ্রিল ১ তারিখ থেকে বৈধ ভাবে যাতায়াত করা সম্ভব।

07/03/2024

রোমানিয়া সরকার ইইউর বাইরে থেকে কর্মী নিয়োগকারী সংস্থাগুলির জন্য নতুন নিয়ম তৈরি করছে। যারা মানবে না তাদের জন্য রয়েছে বড় জরিমানা।

সরকার নিয়োগকারীদের জন্য নিয়ম পরিবর্তন করতে চায় যারা ইউরোপ ইউনিয়নের বাইরে থেকে কর্মী নিয়োগ করে, যেমন নেপাল, শ্রীলঙ্কা,বাংলাদেশ বা পাকিস্তান থেকে।
একটি খসড়া জরুরী অধ্যাদেশ অনুসারে, নিয়োগকর্তাদের অবশ্যই বিদেশীরা রোমানিয়ায় প্রবেশের মুহূর্ত থেকে 15 দিনের মধ্যে কর্মসংস্থান চুক্তি শেষ করতে হবে, বর্তমানে যা 90 দিনের নিয়ম রয়েছে।

যারা এই সময়সীমা অতিক্রম করবে তারা 10,000 লেই পর্যন্ত জরিমানা করার ঝুঁকি নিতে হবে।
অন্যদিকে, নিয়োগকর্তার ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এভাবে অবৈধ অভিবাসন রোধ হবে।
সোর্স লিংক কমেন্টে দেওয়া আছে।

গত দুইদিন ধরে এই পোস্ট টা ফেসবুকের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। এইখানে ৩ টা সার্বিয়া ফেইক ভিসা সহ সরকার অনুমোদিত আর এল না...
06/03/2024

গত দুইদিন ধরে এই পোস্ট টা ফেসবুকের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। এইখানে ৩ টা সার্বিয়া ফেইক ভিসা সহ সরকার অনুমোদিত আর এল নাম্বার সহ টেগ লাগানো আছে। এই সব অবস্থার জন্য একটাই প্রশ্ন যারা আর এল খোজেন? বাংলাদেশের কয়টা আর এল এর মালিক ইউরোপ নিয়ে খুব বড় আকারে কাজ করে হাতে গুনা নামিদামি দুই একটা এজেন্সি ছাড়া। যে দুই একটা আর এল কাজ করে তাদের নামেও অভিযোগের শেষ নাই,১০০ লোকের মধ্যে ৪০/৫০ জন ঠিকি পাঠায় কিন্তু বাকি ৪০/৫০ জনের সাথে এমন কিছু গঠে যায় যা সে কল্পনাও করতে পারেনা।

যাইহোক সর্বোপরি আর এল এর গুরুত্ব অনেক ম্যান পাওয়ার লাইনের জন্য। সেটাকে এভাবে অপমান করা আর দাগ লাগানোটা তাদের উচিৎ হয়নি। এজন্য ম্যান পাওয়ার লাইনে কাজ করার আগে নিজের অভিজ্ঞতা বাড়ানো উচিৎ যাতে করে একটা ডকুমেন্টস দেখার সাথে সাথে বুঝা যায় যে এইটা রিয়েল নাকি ফেইক।

05/03/2024

ইউরোপে আইসা পোলাপাইন আমাকে নিয়ে ধন্যবাদ দিয়া পোস্ট,দেয় বা যারা ধন্যবাদ দেওয়ার অপশন পাইতেছিনা তারাও বদনাম করার সুযোগ নাই।। সবার জন্যই সর্ব্বোচ্চ চেষ্টা থাকে কিছু করার৷ যদিও ভিবিন্ন সময় নিজের হাতে কিছু থাকেনা অনেকের সাথে খারাপ কিছু গঠে,দিন শেষে অন্তত ২/৪ টা যায়গায় ধরা খেয়ে আইসা আমার হাত ধরে সফল হইছে ইউরোপ যাত্রা অন্তত ধোকা খায় নাই কেউ।

একদম আছে হুদাই আজাইরা কাম নাই কাজ নাই এইজনের টা অই জনের কাছে, আবার অই জনের টা এজনের কাছে লাগায়। আসলে এগুলা করে লাভ টা কি? যত দূর জানি আর মনে পরে কারো কোন ক্ষতি আমি সজ্ঞানে বা জেনে বুঝে করিনাই কোন দিন। আমার মাধ্যমে আসা প্রতিটা ছেলের সাথেই আমি সব সময় আন্তরিক ছিলাম এখনো আছি। তারাও সবাই নিজের দিক থেকে আমাকে সেভাবে সম্মান দেখায় আর ভালবাসা দেখায় এটাই আমার চাওয়া ছিল সময়। সবার মন রক্ষা করা আমার পক্ষে কখনো সম্ভব না। হাজার টা কাজ করলে ২/৩ জনের সাথে বাঝে কিছু হবে এইটা স্বাভাবিক।

তবে পেছনে থেকে যারা সারা দিন আমার বদনাম করেন,আপনাদের কি মুখে ব্যাথা হয়না ভাই? এতে আমার কোন ক্ষতি বা কোন অপকার হইছে আজ পর্যন্ত? উলটা আপনাদের নাম গুলা আমার কাছে চলে আসে কোন না কোন ভাবে। তাই এগুলা না করে নিজের কাজে মনোযোগ দেন।

04/03/2024

নর্থ মেসোডনিয়া যে হারে ফাইল নেওয়ার পোস্ট চোখে পরতেছে,আসলে এই পরিমান ভিসা কি আদৌ করতে পারবে কেউ? মেসোডনিয়া মূলত কাজ করে ২/৩ জন ব্যক্তি,বাকি ৯৫% সাব এজেন্ট। তাই এই দেশ গুলাতে ২/৩ মাসের কথা বলে ফাইল নিলেও আদৌ সিরিয়ালের অভাবে এত কাজ উঠানো সম্ভব নয়৷ তাই বুঝে শুনে ফাইল দেওয়া উচিৎ সবার। দুই চারটা ভিসা দেখেই লাফ দেওয়া যাবেনা।

আমাদের স্বভাব কিছু এমন হয়ে গেছে,নতুন কিছু সফলতা দেখতে দেরি হয় দল বেধে সবাই সেদিকে দৌড় মারি। আসলে সহজ আর তারাতারি খুজতে গিয়ে আমরা সঠিক লাইনটা হারিয়ে ফেলি। যে যত চাপা মারুক কম সময়ে কাজ করার মত লেজ এখনো ৯৫% এজেন্সির তৈরি হয়নাই। তাই ধরে নিতে হবে ভিসা ৬০% হবে সময় লাগবে ৪-৬ মাস তাও যদি সঠিক লাইন থাকে। এইটা নিশ্চিত লিখিত রাখেন যে যে হারে ফাইল নেওয়ার পোস্ট দিচ্ছে সবাই এই হারে জীবনে ভিসা দিবেনা।

03/03/2024

ইউরোপ মানে ইতালি,ফ্রান্স,পর্তুগাল,ইংল্যান্ড বাকি সব রোহিঙ্গা , এখন কে কে ইউরোপ থাকেন!?😁🥱

লিথুনিয়া নিয়া একটা বিজ্ঞপ্তি আসে ৩০/০১/২০২৪ তে যা অনেক এজেন্সি এবং এপয়েন্টমেন্ট বিক্রেতারা জানেইনা। সেজন্য ইন্ডিয়া লিথুন...
29/02/2024

লিথুনিয়া নিয়া একটা বিজ্ঞপ্তি আসে ৩০/০১/২০২৪ তে যা অনেক এজেন্সি এবং এপয়েন্টমেন্ট বিক্রেতারা জানেইনা। সেজন্য ইন্ডিয়া লিথুনিয়া Vfs সেন্টারে এপয়েন্টমেন্ট স্লট গুলা খালি দেখাচ্ছে আর সবাই সেখান থেকে এপয়েন্টমেন্ট বিক্রি করছে। মূলত নিচের নিউজ টা দেখেন লিথুনিয়া সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া একটা নোটিশ। প্রয়োজনে আপনি নিজে গিয়েও চেক করতে পারেন।

বিদেশী দেশগুলির একটি নতুন তালিকা যেখানে লিথুয়ানিয়ায় একটি অস্থায়ী বসবাসের অনুমতির জন্য একটি বহিরাগত পরিষেবা প্রদানকারীর মাধ্যমে আবেদন জমা দেওয়া যেতে পারে তা স্বরাষ্ট্র মন্ত্রী Agne Bilotaitė এর আদেশ দ্বারা অনুমোদিত হয়েছে৷ তালিকাটি 34টির মধ্যে 31টি দেশে সংক্ষিপ্ত করা হয়েছে।

1 মার্চ থেকে, বিদেশীদের আর জর্ডান, লেবানন এবং শ্রীলঙ্কায় অস্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করার সুযোগ থাকবে না - এই দেশগুলিতে লিথুয়ানিয়ায় পরিষেবা প্রদানকারী বহিরাগত পরিষেবা প্রদানকারী "VFS গ্লোবাল" এর শাখাগুলি বন্ধ হয়ে যাবে৷

একই তারিখে, মার্চ 1, ভারতে আউটসোর্সার শাখা শুধুমাত্র নির্দিষ্ট ভিত্তিতে আবেদন গ্রহণ করবে। এখানে, বিদেশীরা একটি অস্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে সক্ষম হবে যদি তারা পারিবারিক পুনর্মিলনের ভিত্তিতে লিথুয়ানিয়ায় আসার পরিকল্পনা করে, উচ্চ দক্ষ কর্মী হিসাবে কাজ করার ইচ্ছা রাখে, অথবা অনুমোদিত অনুযায়ী আমাদের দেশের বৈজ্ঞানিক ও অধ্যয়ন প্রতিষ্ঠানে অধ্যয়নের জন্য আমন্ত্রিত হয়। অধ্যয়ন প্রোগ্রাম, সেইসাথে ডক্টরাল গবেষণা করতে. যদি বিদেশী কোম্পানির মধ্যে স্থানান্তরিত হয় বা একটি গবেষণা এবং অধ্যয়ন প্রতিষ্ঠানের সাথে একটি কর্মসংস্থান চুক্তির অধীনে একজন শিক্ষক বা গবেষক হিসাবে আমাদের দেশে আসতে চায় তবে একটি আবেদন জমা দেওয়াও সম্ভব হবে।

ভারতে বিদেশীরা অন্য সব কারণে লিথুয়ানিয়ায় অস্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারবে না। এছাড়াও এই চারটি দেশে জাতীয় ভিসার জন্য আবেদন করা আর সম্ভব হবে না।

অন্যান্য বিদেশী দেশে 2023 সালের প্রথম দিকে খোলা বহিরাগত পরিষেবা প্রদানকারীর শাখাগুলি যথারীতি কাজ করবে।

লিথুয়ানিয়ায় বসবাসের জন্য অস্থায়ী বসবাসের অনুমতি এবং জাতীয় ভিসার জন্য আলবেনিয়া, আর্জেন্টিনা, আর্মেনিয়া, সব ক্ষেত্রেই আবেদন করা যেতে পারে।

অস্ট্রেলিয়া, আজারবাইজান, ব্রাজিল, কানাডা, জর্জিয়া, ইসরায়েল, জাপান, কাজাখস্তান, কিরগিজস্তান, মালয়েশিয়া, মলদোভা, নেপাল, নিউজিল্যান্ড, ফিলিপাইন,

সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, তাজিকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য,

মার্কিন যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান এবং ভেনিজুয়েলা।

এই দেশগুলির তালিকা, লিথুয়ানিয়া প্রজাতন্ত্রে অস্থায়ী বসবাসের অনুমতি প্রদানের পদ্ধতির বর্ণনায় বর্ণিত

বিদেশী, স্বরাষ্ট্র মন্ত্রী দ্বারা অনুমোদিত হয়. বিদেশী দেশে সেবা করা ব্যক্তির সংখ্যাও মন্ত্রণালয়ের সাথে সমন্বিত

লাইফে দুইটা দুঃখজনক গঠনার সাক্ষি হলাম।নিচে দেওয়া যার ভিসা দেখতেছেন উনার নাম স্বপন,আমার এক এজেন্টের মাধ্যমে ২০২৩ সালে মাল...
28/02/2024

লাইফে দুইটা দুঃখজনক গঠনার সাক্ষি হলাম।
নিচে দেওয়া যার ভিসা দেখতেছেন উনার নাম স্বপন,আমার এক এজেন্টের মাধ্যমে ২০২৩ সালে মালয়শিয়া থেকে ভিসা পায় উনি। দুই দুইবার কাতার ইয়ার এবং তার্কিশ ইয়ারে টিকেট দিয়েও উনাকে বর্ডিং পাস দেওয়া হয়নাই। বাধ্য হয়ে বাংলাদেশে এসেছিলেন ম্যান পাওয়ার করে রোমানিয়া আসবেন। উনার ম্যান পাওয়ার সম্পূর্ন করে ফ্লাইটের ৪ দিন আগে একটা নিউজে দেখতে পেলাম উনি ট্রেন এক্সিডেন্টে মা*রা গেছেন😢উনার বাবা ছিলেন একজন ব্যান চালক। নিউজ টা দেখে পানির গ্লাস হাত থেকে পরে গেলো আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরতেছিলো আমার এইটা কি দেখলাম!! তৎক্ষনাত উনার বাড়িতে ফোন দিয়ে উনার বাবার আইডেন্টি নিশ্চিত করে উনার দেওয়া সম্পূর্ন টাকাটা উনার বাবা মাকে বুঝিয়ে আসলাম। আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন🙏🤲

২য় গঠনাটা আজকেই জানলাম
আমার এক এজেন্ট ক্লাইন্টের প্রেশার সহ্য না করতে না পেরে প্রবাসে পারি দেন কাজের উদ্ধ্যেশ্যে। অতিমাত্রায় মানশিক চাপ নিয়ত্রন করতে না পেরে স্ট্রোকের কারনে মারা যান। জানিনা উনার সমস্যা কতটা বড় ছিল। তবে উনি সব সময় প্রতিটা ক্লাইন্টের জন্য অনেক পরিশ্রম করতেন যার প্রমান আমি নিজেই। উনার কিছু কেন্ডিডেট আজকে আমার মাধ্যমে রোমানিয়া এম্বাসি ফেইস করেন। কিন্তু আমি জানিই না উনি আর দুনিয়াতে নেই,যখন জানতে চাইলাম এইটা কার ফাইল ছিল!তখন শুনি উনার ফাইল ছিল। আমাদের অসিশিয়াল টিম মেম্বাররা নিজ দায়ীত্ব নিয়ে উনার সকল ক্লাইন্ট হেন্ডেল করতেছেন। সেই সাথে উনার পরিবারকে উনার প্রতিটা কাজের লাভের অংশ দিয়ে দেওয়া হবে বলেও প্রতিস্রুতি দেই আমরা।

দুইটা গঠনা আমার মনে দাগ কেটে গেলো। জীবনে নানান সমস্যা থাকলেও এইসব কাজে এতটা স্ট্রেস যা অন্যান্য সমস্যার চেয়েও অনেক বড়। অনেক কেন্ডিডেট মনে করে থাকেন এজেন্ট মনে হয় ফাইল নিয়ে ঘুমায়,কিন্তু একেকটা কাজের জন্য যারা প্রকৃত এজেন্ট তারা কতটা মানশিক চাপ নেয় সে হিসাব হয়ত অনেকে জানেইনা। সবাই নিজ নিজ চিন্তায় ব্যস্থ,কেউ কারো সমস্যা জানার প্রয়োজন মনে করেনা।

আল্লাহ উনাদের দুইজনকে জান্নাত নসিব করুন।

আলহামদুলিল্লাহ  শিঘ্রই নতুন একটা শ্রম বাজার নিয়ে আলোচনা হবে। ভাল কিছুর অপেক্ষায় ইনশাআল্লাহ ✌️
25/02/2024

আলহামদুলিল্লাহ শিঘ্রই নতুন একটা শ্রম বাজার নিয়ে আলোচনা হবে। ভাল কিছুর অপেক্ষায় ইনশাআল্লাহ ✌️

23/02/2024

বাংলাদেশ থেকে যে দেশেই এপ্লাই করা হইতাছে ৮০% রিজেক্ট আসতেছে। চতুর দিকে শুধু হতাশা আর হতাশা।
আলো ছড়াতে পারে সার্বিয়া,মেসোডনিয়া তবে সেটাই সাময়িক থাকবে,আমাদের নিজস্ব চরিত্রের কারনে এই দুইটা শ্রম বাজার ও হারিয়ে ফেলবো শিঘ্রই।

কম সময় আর ভিসা রেশিও দেখে এত পরিমান এপ্লাই করা হচ্ছে,এজেন্সি লয়ার গুলাও হাপিয়ে গেছে। আসলে করবেটা কি। একদিকে মানুষ ফাইল দিয়ে চাপের উপরে রাখে আরেক দিকে দুই নাম্বার এজেন্সির প্রতারনা। সব দিক মিলিয়ে শ্রম বাজার যেটাই উঠে আসার চেষ্টা করে সেটাই নষ্ট হয়ে যাচ্ছে।

অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ আয়োজনে বাংলাদেশ দূতাবাস রোমানিয়া।সকল ভাষা শহীদের বিনভ্র ...
22/02/2024

অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ আয়োজনে বাংলাদেশ দূতাবাস রোমানিয়া।
সকল ভাষা শহীদের বিনভ্র শ্রদ্ধা।
অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ দূতাবাসকে বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিহাস তুলে ধরার এমন আয়োজনের জন্য!!🇧🇩🇷🇴🇪🇺

21/02/2024

The National University in Bucharest🇹🇩

14/02/2024

অনেকেই রোমানিয়া এম্বাসির আজকের মিটিং এর কথা বলতেছেন। আসলে এম্বাসির এসব মিটিং নিয়ে আপনাদের এর মাথা কেন আমি বুঝিনা। এগুলা এজেন্টের সাথে ফাইল কিভাবে জমা দিবে,কি কি ভূল হচ্ছে ফাইল জমার সময় এসব বিষয়ে তাদের জানায়৷ আপনারাও সাথে লাফালাফি শুরু করে দেন এগুলা নিয়ে। এসব মিটিং কারো জন্য প্রয়োজনীয় কোন কিছুই নাই। আজকের মিটিংয়ের মূল কারন ছিল ডকুমেন্টস দেওয়ার সময় এখনো ভূল হচ্ছে,সেগুলা ঠিক করে দেওয়ার কথাই বলা হইছে।

14/02/2024

আজকের রোমানিয়ার ভিসা রেশিও অবিশ্বাস্য 🫢 আলহামদুলিল্লাহ কয়েকিটা রোমানিয়া ভিসা ডেলিভারি পেলাম আজকে৷। আজকের রেশিও হিসাব করলে ৮০% ভিসা দিছে😁😁রোমানিয়া।

রোমানিয়া সেঞ্জেনের বাতাস লেগে গেছে,এখন থেকে রোমানিয়ায় যারা লিগ্যাল ভাবে টি আর সি নিয়ে আছেন। কেউ কোম্পানি পরিবর্তন করতে  ...
13/02/2024

রোমানিয়া সেঞ্জেনের বাতাস লেগে গেছে,এখন থেকে রোমানিয়ায় যারা লিগ্যাল ভাবে টি আর সি নিয়ে আছেন। কেউ কোম্পানি পরিবর্তন করতে নতুন পারমিট ইস্যু করতে হবেনা।

12/02/2024

ইউরোপের বলকান এড়িয়ার দেশ গুলা নিয়ে আপনাদের প্রশ্নের আলোচনা করবো আজকে।

12/02/2024

ইউরোপের বলকান দেশ গুলি নিয়ে আজকে লাইভ হবে। আপনাদের বিশেষ কোন টপিক থাকলে কমেন্টে জানিয়ে রাখুন। বিস্তারিত আলচনা করা হবে। যে সব বিষয়ে আর কাছে সমাধান নাই,অহেতুক এসব ব্যাপারে বারবার কমেন্ট করবেন না। আসলে মূলত যে সব তথ্য বিশেষ প্রয়োজন সেগুলা নিয়ে আলোচনা করলেই ভাল হয়।

কিতাবা ভাইসাব অকল কালি লন্ডন গেলে অইবো নি কোনো?ফুরিন আবিয়াতি রইছন বাক্কা,সবে তুরা নজর দিও অবাই দি,খালি কিতা টেখা রুজি কর...
11/02/2024

কিতাবা ভাইসাব অকল কালি লন্ডন গেলে অইবো নি কোনো?ফুরিন আবিয়াতি রইছন বাক্কা,সবে তুরা নজর দিও অবাই দি,খালি কিতা টেখা রুজি করলে অইবো নি কউ সাইন।

জানুয়ারি ২৫ থেকে রোমানিয়া এই রকম বিয়ের কার্ড দিবে (পারমিট) কেউ আতংকিত হওয়ার কিছু নাই। এইটা নতুন ফরমেট এর পারমিট,যা আমি আ...
10/02/2024

জানুয়ারি ২৫ থেকে রোমানিয়া এই রকম বিয়ের কার্ড দিবে (পারমিট) কেউ আতংকিত হওয়ার কিছু নাই। এইটা নতুন ফরমেট এর পারমিট,যা আমি আমার একটা পূর্বের পোস্ট এ জানিয়েছিলাম। রোমানিয়া পারমিটে কিছুটা পরিবর্তন আসবে। পারমিট পেয়ে কেউ আবার বিয়ের কার্ড খৎনা কার্ড মনে কইরেন না😁

06/02/2024

টাকা যেমন হুবুহু ফটোকপি করলে সেটা টাকা হয়ে যায়না।কোন বি-দে*শি সা*দা চা-মড়া মানেই উকি-ল আর ল-য়ার হয়ে যায়না। আমরা বাঙা*লিরা খুবই আবেগ প্রবল🤣 আরে বেডারা আমরা যেসব যায়গায় কাজ করি ভিবিন্ন দেশ নিয়া এদের কে নাকে তেল দিয়াও খো-জে পাওয়া যায়না।
সকাল বিকাল সিরি*য়াল দিয়ে এদের খোজে বের করি আমরা।সেখানে কেউ আ*ইসা মেসে-স দিলো আম কোম্পা-নির মালি.ক ফাই-ল দাও,আমি তো-মার দে-শে আস*তেছি আমি এই আমি সেই এসব চিন্তা বাদ দাও। নিজেও মরিও না সাথে হাজার হা*জার বাঙা*লিরে মাই*রোনা।

আমি সকল বাংলা*দেশি-দের সাব*ধান করতেছি,ইতিমধ্যে যে সব এজে*ন্সি গুলা ভিবিন্ন ল*য়ার,আমার ফ্রে*ন্ড বি-দেশ থেকে আসছে বলে ফেস-বুকে ছ*বি দিয়ে পোস্ট দিতাছে আপাতত এদের বয়কট করেন, এরা জানেও না এরা কি বিপ*দের মুখে পরতে যাচ্ছে।। বুদ্ধি*মানের জন্য ইশা*রাই কাপি।

আমা-র পোস্ট টা আমি হিজিবিজি করে লিখ-লাম কারন আমার এখানে অনেক গুলা বি*দেশি টাউ-ট আমাকে ফলো করে সেজন্য। যা*তে ট্রান্স*লে-শন না হয় ঠিক ভাবে।

06/02/2024

কসোভো এম্বাসি ঢাকা আগামি এপ্রিলের শেষ পর্যন্ত কোন প্রকার ভিসার জন্য নতুন কোন ডকুমেন্টস জমা নিবেনা। তাদের কাছে ইতিমধ্যে অনেক রিকুয়েস্ট জমা আছে। সেগুলার শেষ হওয়া পর্যন্ত উনারা কোন ফাইল জমা নিবেনা এপ্রিলের শেষ পর্যন্ত।

তাদের দোষ দিয়ে লাভ নেই,আমরাই যে কোন দেশে সহজে কম সময়ে ভিসা দেয় দেখলে এত পরিমান এপ্লাই করে রাখি যে জ্যাম লাগা পর্যন্ত থামাথামি নাই। ধারনা করা যায় যে কসোভো এম্বাসিতে ফেইক রিয়েল মিলিয়ে বর্তমানে ১০ হাজারের উপরে রিকুয়েষ্ট জমা পরে আছে।।

সার্বিয়া এম্বাসিতে এখনো ৮৫০০ এর কাছাকাছি পেন্ডিং ফাইল জমা পরে আছে রিয়েল ফেইক মিলিয়ে৷

এই হিসাব গুলা শুধু বাংলাদেশিদের হিসাব। আপনারাই বলেন উনারা আসলে কোন দিকে যাবে।
সে হিসাবে রোমানিয়া সব দিক দিয়ে আমাদের পাশে ছিল আমরাই তাদের সম্মান দিতে জানিনাই। রোমানিয়া এম্বাসি ইউরোপের মধ্যে সব চেয়ে বেশি ভিসা দেওয়া দেশ এবং সব চেয়ে বেশি এপয়েন্টমেন্ট সহজ শর্তে দেওয়া দেশ। উনারা এখনো সুযোগ দিচ্ছে তাই এত কথা মুখে আছে। একবার ভেবে দেখুন ইউরোপের কোন এম্বাসিতে গনহারে ভিসা দেয় আর গনহারে এপয়েন্টমেন্ট দিতাছে বর্তমানে? সে হিসাবে রোমানিয়াকে খারাপ কিভাবে বলি?!
হিসাব মতে গত ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত শুধু বাংলাদেশিদের ৩০ হাজারের উপরে ভিসা দিছে,বর্তমানে রোমানিয়াতে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা ১ হাজার ও হবেনা সব মিলিয়ে৷

উনারা আমাদের সুযোগ দিয়েছিলো গনহারে ভিসাও দিছে,আমরা তাদের সম্মান দিতে জানিনাই। কাজের কাহিনি শুনায়া লাভ নাই,রোমানিয়া ৩/৪ মাস থেকে পরে কেউ কষ্টে আছে এমন লোক দেখাতে অনেক কষ্ট হবে৷। বাঙালি মাল্টা,চেক রিপাবলিক,ক্রোয়েশিয়া এসব দেশে গিয়েও গেইম দেয় কাজের ইতিহাস আর কার্ডের ইতিহাস আমাদের শুনায়া লাভ নাই৷।

Address

Bucharest

Alerts

Be the first to know and let us send you an email when Mahedi Hasan Ashik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like