ABDUL AZIZ FUN CLUB

ABDUL AZIZ FUN CLUB থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে,
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে।

19/07/2024
27/05/2024

সংকল্প
কাজী-নজরুল-ইসলাম

থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, –
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে,
কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে,
কিসের আশায় করছে তারা বরণ মরন-যন্ত্রণারে।।

কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেঁচে মুক্তা আনে,
কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে।
জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি
যুদ্ধ-জাহাজ চলছে ছুটি,
কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু-যানে,
কেমন জোরে টানলে সাগর উথলে ওঠে জোয়ার-বানে।

কেমন করে মথলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ফুঁড়ে,
কিসের আভিযানে মানুষ চলছে হিমালয়ের চুড়ে।
তুহিন মেরু পার হয়ে যায়
সন্ধানীরা কিসের আশায়;
হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিন পুরে;
শুনবো আমি, ইঙ্গিত কোন ‘মঙ্গল’ হতে আসছে উড়ে।।

কোন বেদনায় টিকি কেটে চণ্ডু-খোর এ চীনের জাতি
এমন করে উদয়-বেলায় মরণ-খেলায় ওঠল মাতি।
আয়র্লণ্ড আজ কেমন করে
স্বাধীন হতে চলছে ওরে;
তুরস্ক ভাই কেমন করে কাটল শিকল রাতারাতি!
কেমন করে মাঝ-গগনে নিবল গ্রীসের সূর্য-বাতি।।

রইব না কো বদ্ধ খাঁচায়, দেখব এ-সব ভুবন ঘুরে-
আকাশ-বাতাস চন্দ্র-তারায় সাগর-জলে পাহাড়-চুঁড়ে।
আমার সীমার বাঁধন টুটে
দশ দিকেতে পড়ব লুটে;
পাতাল ফেড়ে নামব নীচে, ওঠব আবার আকাশ ফুঁড়ে;
বিশ্ব- জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে।।

নজরুল রচনাবলী, ৩য় খণ্ড, বাংলা একাডেমী, ঢাকা, ১৯৯৬; পৃষ্ঠা, ৫৬৭-৫৬৮।

বাংলাদেশে ক্রিকেট দল 🇧🇩💪 2024
27/05/2024

বাংলাদেশে ক্রিকেট দল 🇧🇩💪 2024

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
14/02/2024

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

সমালোচনা ও অতৃপ্তি থাকবেই, দেশ আমাদের ভাবনা ও আমাদের! শুভকামনা রইল বাংলাদেশে ক্রিকেট টিমের জন্যতবে তামিম ইকবালকে আনেক মি...
05/10/2023

সমালোচনা ও অতৃপ্তি থাকবেই,
দেশ আমাদের ভাবনা ও আমাদের!
শুভকামনা রইল বাংলাদেশে ক্রিকেট টিমের জন্য

তবে তামিম ইকবালকে আনেক মিস করবো।

02/09/2023

ছাত্র: স্যার, আমি কি একটা প্রশ্ন করতে পারি..?? 😇
স্যার: কর। 😒

ছাত্র: একটা আস্ত হাতিকে কিভাবে ফ্রিজে রাখবেন ..?? 😊
স্যার: জানি না!🙄

ছাত্র: খুব সহজ, আগে ফ্রিজটা খুলবেন, তার পর হাতিটাকে সাবধানে ঢুকাবেন, ব্যস। 😊

আরেকটা প্রশ্ন ..!! 😇
স্যার: কি..?? 😒
ছাত্র: একটা গাধাকে কিভাবে ফ্রিজে ভিতর রাখবেন..?? 😶
স্যার: খুব সহজ, ফ্রিজটা খুলবো তারপর গাধাটাকে রেখে দিবো!! 😊

ছাত্র: হয় নাই স্যার, 😒
আগে হাতিটাকে বের করতে হবে তার পর..। 😊
স্যার: ওহহ... ওকে!!😒

ছাত্র: স্যার, আরেক টা প্রশ্ন, বনের সমস্ত পশুপাখি সিংহ মামার জন্মদিনের অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারবে, কিন্তু একজন ছাড়া। সেটা কে...?? 😶
স্যার: মনে হয় বাঘ!! কারন একজন আরেকজনকে দেখতে পারে না!! 😐

ছাত্র: হয় নাই স্যার, এটা হবে গাধা। কারণ সে এখনো ফ্রিজের ভিতরে..। 😶
স্যার: আমার সাথে মজা কর...না!! 😐

ছাত্র: না স্যার, আরেক টা শেষ প্রশ্ন.....।
প্লিজ স্যার!! 😊
স্যার: ওকে। 😒

ছাত্র: অসংখ্য কুমির ভর্তি নদী আপনাকে পার হতে হবে, কিন্তু কিভাবে?? 🙄
স্যার: কোন অবস্থাতেই সম্ভব না, তবে একটা বড় নৌকা দিয়ে পার হওয়া যাবে!! 😑

ছাত্র: হয় নাই স্যার। 😒
আপনি সাঁতরে সহজেই নদী পার হতে পারেন, কারণ কুমির গুলোও সিংহের জন্ম দিনে গিয়েছে। 🙂



যারা এখনো আমাদের গ্রূপে জয়েন না হয়ে গল্প পড়ছেন তারা এখনোই আমাদের গ্রূপে জয়েন হয়ে নিন আমাদের গ্রুপ টা পাবলিক করা আমাদের গ্রূপের গল্প গল্প মন ছুঁয়ে যাবে নীল লেখায় চাপ দিয়ে জয়েন হন ✫সাহিত্যের-পাতা✫

Address

Brasov

Telephone

+8801822436636

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABDUL AZIZ FUN CLUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ABDUL AZIZ FUN CLUB:

Share