05/05/2024
একবার হযরত উমর (রা.) বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলেন । তিনি বাজারে এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন শুনতে পেলেন সেই ব্যক্তি দো'আ করছে-
'হে-আল্লাহ ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন, হে-আল্লাহ ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন ।
হযরত উমর রা. সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন- 'তুমি এই দো'আ কোথা থেকে শিখেছো ?'
উত্তরে সেই ব্যক্তি বললো- 'আল্লাহর কুরআন থেকে । আল্লাহ কুরআনে বলেছেন,
'এবং আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।'(৩৪:১৩)
উত্তর শুনে হযরত উমর রা. কাঁদতে লাগলেন, এবং নিজেকে উপদেশ দিতে লাগলেন- 'হে-উমর ! মানুষ তোমার থেকে অধিক জ্ঞানী ।' সাথে তিনিও দো'আ করতে লাগলেন-
'হে-আল্লাহ ! আমাকেও আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নাও ।'
আমরা দেখেছি, আমরা যখন কোনো ব্যক্তিকে কোনো পাপকাজ বা আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিতে বলি, তখন সেই ব্যক্তি যুক্তি দেখায়- 'এই কাজ তো অধিকাংশ ব্যক্তিই করে, আমি করলে কি সমস্যা ?'
★ এখন যদি আমরা কুরআনে 'অধিকাংশ ব্যক্তি' বা ‘অধিকাংশ’ লিখে অনুসন্ধান করি তখন পাবো-
> অধিকাংশ ব্যক্তিই তা জানে না । ( ৭:১৮৭)
> অধিকাংশ ব্যক্তিই কৃতজ্ঞতা আদায় করে না । (২:২৪৩)
> অধিকাংশ ব্যক্তিই বিশ্বাস করে না । (১১:১৭)
> তোমাদের অধিকাংশই অবাধ্য । (৫:৫৯)
> তাদের অধিকাংশই মূর্খ । (৬:১১১)
> তাদের অধিকাংশই সত্য জানে না । (২১:২৪)
> তাদের অধিকাংশই বুঝে না । (৪৯:৪)
> অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছ, তারা শোনে না । (৪১:৫)
★ তারপর আমরা যদি 'অল্পসংখ্যক' লিখে অনুসন্ধান করি তখন পাবো আল্লাহ বলেছেন-
> আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ। (৩৪:১৩)
> অল্পসংখ্যকই তাঁর সাথে ঈমান এনেছিলো । (১১:৪০)
> একদল পূর্ববর্তীদের মধ্য থেকে । এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্য থেকে । (৫৬:১৩-১৪)
তাই আসুন আমরা এই অল্পসংখ্যক ব্যক্তিদের দলে শামিল হই। আল্লাহ আমাদের তাঁর অল্পসংখ্যক লোকদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, আমীন । সংগ্রহীত