mdsohel.prodhan

mdsohel.prodhan I opened a new page. Everyone will like, comment and share me.

29/11/2024
24/01/2024

Arabic cup

24/01/2024

Turkey vs russia Asian Cup 2024

28/12/2023

সুন্দর একটা ভিডিও 🇧🇩🇵🇸🇧🇭💞💖

15/12/2023

Qatar

৬ টি কারণে আপনার বিড়াল পালন করা উচিৎ।'🐈—তারা আপনার বাড়িতে ফেরেশতাদের নিয়ে আসে।—নবী (সাঃ) এর অনেক বিড়াল ছিল।—তারা সুন্...
04/12/2023

৬ টি কারণে আপনার বিড়াল পালন করা উচিৎ।'🐈

—তারা আপনার বাড়িতে ফেরেশতাদের নিয়ে আসে।
—নবী (সাঃ) এর অনেক বিড়াল ছিল।
—তারা সুন্নত নিয়ে আসে।
—তাদের লালা বিশুদ্ধ।
—তারা নিজেদের পরিষ্কার করে।
—তারা খুব শান্ত।

◼️ইসলামে বিড়াল সম্পর্কে তথ্যঃ-
—হযরত মোহাম্মদ (صلى الله عليه وسلم) বিড়াল পছন্দ করেন।
—বিড়াল পরিষ্কার এবং খাঁটি প্রাণী।
—বিড়াল বাড়ি এবং মসজিদে প্রবেশ করতে পারে।
—বিড়ালের প্রতি ভালোবাসা ইসলামে বিশ্বাসের লক্ষণ।
◼️মহানবী(সাঃ) আবুহুরাইরা (রাঃ)-কে বিড়ালের পিতা বলে ডেকেছেন। কারণঃ তিনি বিড়াল পোষতেন এবং ভালোবাসতেন।

◼️একজন মহিলা জাহান্নামে প্রবেশ করেছিল একটি বিড়ালের কারণে। যাকে সে বেঁধে রেখেছিল কিন্তু খাওয়ায়নি, এবং পৃথিবীর কীটপতঙ্গকে খাওয়ানোর জন্য ছেড়ে দেয়নি।
[আল-বুখারি: 3140, মুসলিম: 2242]📖

তাই যদি কোন বিড়াল বা কোন প্রাণী খাবারের সন্ধানে আপনার কাছে আসে, তবে তা উপেক্ষা করবেন না। এটি আপনার কাছে এসেছে শুধুমাত্র আপনার কল‍্যাণের জন্য এবং কিছু গুনাহ দূর করার জন্য।(সুবহানাল্লাহ)🖤

◼️আসুন, বিড়াল সম্পর্কে কিছুটা অবগত হই এবং ভালো ধারণা অর্জন করি।

বিড়াল, খাবারে মুখ দিলে তা নষ্ট হয় না। যেমন,- ভাত, তরকারি ও দুধ ইত্যাদি খাবারে বিড়াল যদি মুখ দেয় বা খায়, তাহলে এই খাবার আপনি খেতে পারেন তাতে দোষ নেই। বিড়ালের মুখ পাক।

◼️একটি সতর্কতাঃ
বিড়াল অসুস্থ হলে সতর্ক থাকবেন। বিড়ালকে সুস্থ করে তুলার জন্য সুচিকিৎসার ব‍‍্যবস্থা করবেন। এটা হবে আপনার জন্য সওয়াবের কাজ।

◼️একটি বিড়াল বাড়ির ভিতরে খারাপ আত্মা এবং মন্দ উপাদানগুলিকে তাড়াতে পারে।

◼️বিড়াল যদি কাঁদে তবে এটি আশেপাশের লোকেদের কাছে একটি খবর বা সতর্কবার্তা প্রদান করতে পারে।

◼️যখন একটি বিড়াল আপনার চারপাশে হেঁটে বেড়ায় এবং আপনার পায়ে তার শরীরকে ঘসে, তখন বুঝবেন বিড়ালটি আপনাকে ভালোবাসা জানাচ্ছে এবং খারাপ আত্মা তাড়িয়ে দিচ্ছে। আপনার মধ্যে যদি দোষীত কোনো কিছু থেকে থাকে তাহলে তা দূর করছে।

◼️আপনি কি জানেন?
আপনি যখন ঘুমাচ্ছেন এবং আপনার
পাশে একটি বিড়াল থাকবে, তখন কোনও অস্বাভাবিক প্রাণী আপনার কাছে আসবে না। কারণ, অস্বাভাবিক প্রাণীগুলো বিড়ালকে ভয় পায়।

তাই বিড়ালদের তাড়িয়ে দিবেন না, আঘাত করবেন না, কারণ বিড়াল উপকারী প্রাণী।

◼️রাসূল (সাঃ) বলেনঃ
আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন, যে আমার কোনো হাদিস শুনেছে। অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।
[আবু দাউদঃ ৫১৫]📖

02/10/2023

💞💞💞

29/09/2023
18/09/2023

মাশাল্লাহ ❤️❤️❤️💖💖

15/09/2023

মাশাল্লাহ 💖💖💖💖💖💞

05/08/2023

❤️❤️যখন তুমি কোন রাস্তা দিয়ে যাও, তখন আল্লাহ্‌র নামে জিকির করো। কেননা ওই কঠিক হাশরের দিন সেই রাস্তাটি তোমার হয়ে তোমার জন্য নালিশ করবে। __(হযরত মোহাম্মাদ (সাঃ))💖💖🤲🤲

04/08/2023
04/08/2023

⭕ জুম'আর দিনের অত্যন্ত দামী একটি সুন্নত আমল হচ্ছে রাসূল ﷺ এর উপর দুরূদ শরীফ পাঠ করা। তাই আসুন আমরা জুম'আর দিনের ফজিলতপূর্ণ সময়টুকু দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে অতিবাহিত করি ইন শা আল্লাহ।

১) “আল্ল-হুম্মা সল্লি 'আলা মুহাম্মাদ, ওয়া 'আলা আ~লি মুহাম্মাদ”

২) “আল্ল-হুম্মা সল্লি'আলা মুহাম্মাদ, আল্ল-হুম্মা বা-রিক 'আলা মুহাম্মাদ”

৩) “আল্ল-হুম্মা সল্লি ওয়াসাল্লিম 'আলা নাবিয়্যিনা মুহাম্মাদ”

৪) “ওয়াস সলাতু ওয়াস সালামু 'আলা রসূলিল্লাহ”

৫) “সল্লল্ল-হু 'আলাইহি ওয়াসাল্লাম”

🔸 এই [ ' ] চিহ্নটি দ্বারা আরবী হরফ আইনের উচ্চারণ এবং এই [ - ] চিহ্নটি দ্বারা ১ আলিফ টান দিয়ে পড়াকে বুঝানো হয়েছে।

🔲 উপরোক্ত দুরূদ শরীফগুলো দৈনিক কমপক্ষে ১০০ বার করে পাঠ করার চেষ্টা করবেন ইন শা আল্লাহ।

⭕ জুম'আর দিন আসরের শেষ মূহুর্তে অর্থাৎ মাগরিবের পূর্ব মূহুর্তে দোয়া কবুল করা হয়। আর তাই আপনারা এই সময়টিতে আল্লাহর প্রশংসা এবং দুরূদ শরীফ পাঠ করে বেশি বেশি করে দোয়া করুন। আপনাদের দোয়াও কবুল করা হবে ইন শা আল্লাহ। [আবু দাউদ- ১০৪৮] 💞✅

Address

Doha

Alerts

Be the first to know and let us send you an email when mdsohel.prodhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to mdsohel.prodhan:

Videos

Share