Md Sadek Bhai

Md Sadek Bhai The page can be geared towards Traval and professionals in the technology industry

কেউ যদি বিল্ডিং করার চিন্তা ভাবনা করে পর্তুগালে এসে যেকোন প্রতিষ্ঠানে কাজ করে তাহলে তাদের স্বপ্ন বাস্তবায়ন করা কখনই সম্ভ...
05/10/2024

কেউ যদি বিল্ডিং করার চিন্তা ভাবনা করে পর্তুগালে এসে যেকোন প্রতিষ্ঠানে কাজ করে তাহলে তাদের স্বপ্ন বাস্তবায়ন করা কখনই সম্ভব না। পর্তুগালে মিনিমাম বেতন দিয়ে আপনার থাকা খাওয়ার খরচ এবং পরিবারের খরচ দেয়ার পর আর তেমন কোন টাকা হাতে থাকবে না। অল্প সময় এর ভিতর যদি দেশে বিল্ডিং করতে চান তাহলে আপনাকে পর্তুগালে এসেই দালালি শুরু করতে হবে। বিশ্বাস করবেন কিনা জানি না পর্তুগালে দালালি করে অনেক টাকা ইনকাম করা সম্ভব যা আপনি কানাডা, আমেরিকা, অস্টলিয়া গেলেও ইনকাম করতে পারবেন না। পর্তুগালে লিসবনে যদি জান তাহলে দেখতে পারবেন অনেক বাংলাদেশি ভাই আছে দালালি করে প্রতিদিন অনেক টাকা ইনকাম করছে, আর তাদের বলির পাঠা হচ্ছে আমাদেরই কোন না কোন ভাই, বিশেষ করে যারা বাংলাদেশ অথবা অন্যান্য দেশ থেকে নতুন পর্তুগালে এসেছেন।
যেমন ধরেনঃ

👉আপনি যদি নিজে নিজে লিগ্যাল এন্ট্রি করেন তাহলে কোন টাকা লাগবে না, আর যদি দালাল এর কাছে যান আপনার থেকে ৩০-৪০ ইউরো নিবে।

👉ফিনান্স নাম্বার এর জন্য কোন টাকা লাগে না, দালাল এর কাছে গেলে ৮০ - ১০০ ইউরো নিবে ।

👉জুনটা (ঠিকানা) সার্টিফিকেট নিতে শুধুমাত্র ৩ ইউরো ৫০ সেন্ট লাগে, দালালের কাছে গেলে ৪০-৬০ ইউরো নিবে ।

👉সোশ্যাল নাম্বার বের করতে কোন টাকা লাগে না ( কাজের কন্টাক থাকলে নিজে নিজে সোশ্যাল অফিসে গিয়ে নিতে পারবেন আর দালাল এর কাছে গেলে ২৬০-৩০০ ইউরো নিবে।

👉বাংলাদেশী পুলিস ক্লিয়ারেন্স ( বাংলাদেশ এম্বাসির এটাস্টেসন, পর্তুগীজ ট্রান্সলেট এবং নোটারি সব কিছু মিলে ৪৫ ইউরোর মত খরচ হবে আর দালাল এর কাছে গেলে ৭০-১০০ ইউরো নিবে।

👉সেফ এন্ট্রি করতে কোন টাকা লাগে না আপনি চাইলে কানাই অফিসে গিয়ে করতে পারবেন অথাবা অনলাইনে নিজে নিজে করতে পারবেন আর দালালদের কাছে গেলে ৬০-১০০ ইউরো নিবে।

আপনি যদি নিজে নিজে চেষ্টা করে সব পেপার্স রেডি করেন আপনার সর্বচ্চো ৭০-৮০ ইউরো খরচ হবে, আর দালাল আপনার থেকে এই কাজের জন্য ৫০০-৬০০ ইউরো নিবে, আর যে ডকুমেন্টস গুলো আপনাকে দিবে তার ভিতর জাল ডকুমেন্টস থাকার সম্ভাবনা অনেক বেশী কারন তারা কম্পিউটারে ইডিট করে আপনার নাম ও পাসপোর্ট নাম্বার পরিবর্তন করে একি জিনিস অনেককে দিচ্ছে।

অসহায় মানুষদের বিপদে ফেলে এভাবে টাকা ইনকাম করা যায় তা পর্তুগালে না আসে বুঝা যেত না, দালালীর একটা লিমিট থাকা উচিত।

আফসোস লাগে ওইসব দালালদের জন্য, হয়তো এমন একদিন আসবে এই টাকা তাদের অথবা তাদের পরি

28/08/2024

টাকা তো সবারই আছে কিন্তু দেওয়ার মন মানসিকতা সবার নেই!🫡❤️

এরকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ।

যত বিপর্যয়, তত বন্ধন।

যত সঙ্কট, তত সমাধান।

যত প্রলয়, তত প্রতিজ্ঞা।

Rule no 1:Never mess with Students Rule no 2:Always Remember Rule no 1:)যে বাহিনীর পরিস্থিতি বা সময় জ্ঞান নাই তাদের কোন ...
26/08/2024

Rule no 1:Never mess with Students
Rule no 2:Always Remember Rule no 1:)

যে বাহিনীর পরিস্থিতি বা সময় জ্ঞান নাই
তাদের কোন দাবী মানার দরকার নাই।

26/08/2024

সকল স্বৈরাচারী দোসরদের আজ ছাত্র - জনতা আবারো ক্লিয়ার ম্যাসেজ দিয়ে দিলো 🫵🏻
Loud & Clear ✊🏼🇧🇩🔥

23/08/2024

এত পানি কোথা থেকে এলো, কেনই বা গভীর রাতে সব গেট খুলে দিল।

এই অসহায় গরিব দেশ কি এই প্রশ্নের উত্তর কোনদিনই জানবে না?

Where did all the water come from, why did all the gates open late at night.

This helpless poor country will never know the answer to this question?

কারো বোট লাগলে জানান....!!কোন টাকা-পয়সা লাগবেনা...!!যোগাযোগঃ  01615006607
23/08/2024

কারো বোট লাগলে জানান....!!
কোন টাকা-পয়সা লাগবেনা...!!

যোগাযোগঃ 01615006607

অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টা:১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমা...
08/08/2024

অন্তর্বর্তীকালীন সরকার

প্রধান উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূস
উপদেষ্টা:
১. সালেহ উদ্দিন আহমেদ
২. ড. আসিফ নজরুল
৩. আদিলুর রহমান খান
৪. হাসান আরিফ
৫. তৌহিদ হোসেন
৬. সৈয়দা রেজওয়ানা হাসান
৭. মো. নাহিদ ইসলাম
৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন-
১০. সুপ্রদিপ চাকমা
১১. ফরিদা আখতার
১২. বিধান রঞ্জন রায়
১৩. আ.ফ.ম খালিদ হাসান
১৪. নুরজাহান বেগম
১৫. শারমিন মুরশিদ
১৬. ফারুকী আযম

22/04/2024

30/01/2024

Address

Umm Salal
Doha
71

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Sadek Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Sadek Bhai:

Videos

Share