QB News-কিউবি নিউজ

QB News-কিউবি নিউজ أخبار عن بنغلاديش وقطر

Qatar-Bangladesh News

কাতার - বাংলা?

05/01/2025
জাতীয় সার্বভৌমত্ব ও মানবাধিকার আন্দোলনের মহানায়ক মাজলুম সাংবাদিক মাহমুদুর রহমান নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন আগামী ২৭...
25/09/2024

জাতীয় সার্বভৌমত্ব ও মানবাধিকার আন্দোলনের মহানায়ক মাজলুম সাংবাদিক মাহমুদুর রহমান নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন আগামী ২৭ সেপ্টেম্বর।

১৯ মাস আগে গুমের শিকার মাদ্রাসা শিক্ষক মাওলানা আবুল হোসাইন আলামীন'কে গোপন বন্দীশালায় অমানবিক নির্যাতন করে হত্যা করেছে ঢা...
09/09/2024

১৯ মাস আগে গুমের শিকার মাদ্রাসা শিক্ষক মাওলানা আবুল হোসাইন আলামীন'কে গোপন বন্দীশালায় অমানবিক নির্যাতন করে হত্যা করেছে ঢাকা মহানগর পুলিশের কুখ্যাত ইউনিট সিটিটিসি। (CTTC)

গাজীপুরে নিজ মাদ্রাসা থেকে ১৯ মাস আগে গুমের শিকার হন কিশোরগঞ্জের মাওলানা আবুল হোসাইন আলামীন। বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, মাওলানা আবুল হোসাইনকে সিটিটিসির সাইবার ইউনিট গুম রাখা অবস্থায় টর্চার করতে করতে মেরে ফেলেছে।

স্বৈরাচার হাসিনার পতনের পর গত ১ মাস সমস্ত কারাগার ও গুম-সেল গুলোতে ব্যাপক খোঁজখবর নেওয়ার পর বিষয়টি আরো নিশ্চিত হওয়া গেছে।

২০১৬ সাল থেকে কথিত জঙ্গি দমনের নামে সারাদেশে নিরপরাধ মাদ্রাসা ছাত্র-শিক্ষক, তালিবে ইলম, জেনারেল পড়ুয়া দ্বীনদার হাজারো তরুণদের গোপন বন্দীশালায় আটকে নির্যাতন, গুম-খুন করে আসছে কুখ্যাত এই ফোর্স।

পুলিশের কুখ্যাত এই ইউনিটকে অতি দ্রুত বিলুপ্ত করা হোক!

08/09/2024

আজকের নতুন শ্লোগান,

"প্রথম আলোর মিথ্যাচার,
তৈরি করে স্বৈরাচার।"

07/09/2024

শুভ জন্মদিন, কোটা বিরোধী আন্দোলনকে ছাত্র-গণঅভ্যুত্থানে রূপ দেওয়ার অন্যতম প্রধান কারিগর আখতার হোসেন।

বাংলাদেশের রাজনীতিতে অন্ধকারের ঐতিহ্য আছে।।গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারাই ছিল বৈষম্য বিরেধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়ক, তারাই সরকারে গেছে৷ তবে গণতান্ত্রিক ছাত্রশক্তির প্রতিষ্ঠাতা আখতার হোসেনের কোনো মূল্যায়ন হয়নি। এটি পুরোপুরি মওলানা ভাসানী ও মুজিবের ঘটনার মতো। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মওলানা ভাসানী, কিন্তু তাকে ইতিহাস থেকে মুছে দিয়ে শেখ মুজিবকেই করা হয়েছিল সর্বেসর্বা। এখনও ভাসানী-মুজিব ধারা আছে, তাই আখতারকে আমরা ভুলি না।

লড়াইয়ে থাক, সংগ্রামে থাক ভাই আমার।

আলহামদুলিল্লাহ!ছাত্র-জনতার খুনি, হাসিনা এবং তার দোসরদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিস...
07/09/2024

আলহামদুলিল্লাহ!

ছাত্র-জনতার খুনি, হাসিনা এবং তার দোসরদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে সরকার সঠিক ব্যাক্তিকেই বেছে নিয়েছে।
অ্যাডভোকেট তাজুল ইসলাম একজন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ। ইতিপূর্বে তিনি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ অনেকের মামলায় আইনজীবী হিসেবে যথেষ্ট পরিমাণ যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।

খবর:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়।

তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হোসাইন তামিম, বিএম সুলতান মাহমুদ, আব্দুল্লাহ আল নোমান।

প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন।

এতে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

07/09/2024

গতকাল রাতে ভারতে অবস্থান করা খুনি হাসিনার প্লানিংয়ে কি মসজিদের সামনে জয় শ্রীরাম শ্লোগান বাংলাদেশে??

ওরা এমন অবস্থা তৈরি করতে চাচ্ছিলো যাতে সেনারা ওদের এটাক করতে বাধ্য হয়। আর এটাকে পুজি করে ভারত ফায়দা লুঠতে পারে!!!

আর সেই মিশনের নেতৃত্বে ছিল খুনি হাসিনার আস্থাভাজন, চট্টগ্রামে আওয়ামিলীগের সাবেক মেয়র আজম নাছিরের গুন্ডাবাহিনী! যারা চট্টগ্রামের মুরাদপুর, ষোলশহর ও নিউ মার্কেট এলাকায় ছাত্র হত্যা মিশনে ছিল......

নানীর নাতিরা নানিকে মিস করতেছে। মোদি, তুমি আমাদের নানীরে ফিরিয়ে দাও।
05/09/2024

নানীর নাতিরা নানিকে মিস করতেছে। মোদি, তুমি আমাদের নানীরে ফিরিয়ে দাও।

02/09/2024

আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

31/08/2024
কথা কিন্তু সত্য...
23/08/2024

কথা কিন্তু সত্য...

21/08/2024

বন্যায় যদি মানুষ মরে
সেভেন সিস্টার থাকবে না রে ✊
📍 ডুয়েট, গাজীপুর

21/08/2024

ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও
ভারতীয় আগ্রাসন

আবরার তোমায় মনে পড়ে
বন্যায় যখন মানুষ মরে

পেতে চাইলে মুক্তি
ছাড়ো ভারত ভক্তি

Address

B Ring Road
Doha

Website

Alerts

Be the first to know and let us send you an email when QB News-কিউবি নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share