Rapid Delivery Services

Rapid Delivery Services "Today is difficult
Tomorrow is much more difficult
But Day After Tomorrow is Beautiful
Most people die tomorrow evening"

17/07/2024

হাতে ৫ টা মিনিট সময় নিয়ে মনোযোগ দিয়ে পড়ুন।
২০২৪ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৭ কোটি ৩৮ লক্ষ মানুষ। বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে শহীদ হয়েছেন ৩০ লাখ। যা কিনা বর্তমান জনসংখ্যার ১.৭২%। আমরা ধরে নিলাম মক্তিযুদ্ধের এই ৩০ লাখ শহীদের পরিবার থেকে ১ জন করে সন্তানকে, একজন করে নাতিকে এবং আরো একজন করে সন্তানদের নাতির জন্য ১ টা করে কোটা দেওয়া হলো। তাহলে এই ৩০ লাখ সন্তান, ৩০ লাখ নাতি, আর ৩০ লাখ সন্তানদের নাতি। সব মিলিয়ে ৯০ লাখ। যা কিনা বর্তমান মোট জনসংখ্যার ৫.১৭%।

এখন আসি আসল কথায়। প্রবাসি!
আমরা প্রবাসীরা কি অপরাধ করেছি? ৭৫ লাখ প্রবাসী আমরা দেশের জন্য পরিবারের জন্য দিনের পর দিন, বছরের পর বছর, খেয়ে না খেয়ে যোদ্ধ করে যাচ্ছি। আমাদের কোটা কোথায়? আমাদের সন্তানদের কী ভবিষ্যত? আবার এইদিকে ১ কোটি ৬৫ লাখ কৃষক আমার দেশে। কোথায় সেই কৃষকের কোটা যে নিজে না খেয়ে আমাদের খাবারের জন্য রোদে পুরে বৃষ্টিতে ভিজে যোদ্ধ করছে প্রতিনিয়ত। এগুলো বলার মতো কেউ নেই। সবাই আছে যার যার নিজের কোটা নিয়ে। আমরা প্রবাসী কোটা এবং কৃষক কোটা (যদি আরো কোনো কোটা থেকে থাকে) সহ সমস্ত কোটায় প্রয়োজন অনুযায়ী ভাগ করা চাই।
এবং সমস্ত আইনজীবী এবং সমস্ত লীগ কারী ভাইদের উদ্দেশ্যে করে বলছি, নিজের চাকরি, পদ বাঁচাতে গিয়ে আরেকটা পরিবারের স্বপ্ন টা শেষ করে দিয়েন না। আজকের এই ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। জনগণ হত্যা বন্ধ করুন, ছাত্র হত্যা বন্ধ করুন, মানুষ হত্যা বন্ধ করুন।

#প্রবাসী_কোটা_চাই
#কৃষক_কোটা_চাই
#কাতার_প্রবাসী

Address

Al Mansoura
Doha

Telephone

+97470314776

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rapid Delivery Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rapid Delivery Services:

Share