AHMED

AHMED Nothing

04/03/2024
24/11/2023

মাঝে মাঝে আমার ফিল হয় আমার কিছুই ভালো লাগেনা, একদম দম আটকে আসে, কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না, ঘুম আসে না শান্তি লাগে না কোন কিছুতেই বুক ভারী হয়ে আসে, কেমন জানি একটা অস্থিরতা কাজ করে মনের ভিতর, মন খুলে হাসতে পারিনা চোখে কান্না আসে না, নীরবতা যেন আঁকড়ে ধরেছে প্রতিটা মুহূর্ত, কিছু বুঝে উঠতে পারিনা মন উযার করে কাউকে বলতে পারিনা আমার ভীষণ মন খারাপ আমার একটু শান্তি প্রয়োজন একটু শান্তি

20/11/2023

লিখবো ভেবে কত শব্দ ভুলে যাই,বলতে গিয়েও কত কথা আটকে যায়, প্রিয় সময় গুলো অপ্রিয় খাতায় চলে যায়, কত শত অভ্যাস পরিবর্তন হয়ে যায়, সময়ের ব্যবধানে ভালোলাগাগুলো হারিয়ে যায়, তুমি কেন এত কিছু হওয়ার পরও আমাকে বোঝনি 💔

16/11/2023

যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ!!!

সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দি ভাবিনা, কারও ভালো দেখে আমি কাতর হইনা। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনদিন।আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।

নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবেনা, এই আওকাত আল্লাহ তায়ালা কাউকে দেননি।
"রিজিকের ফায়সালা আসমানে হয়, জমিনে না"

আর হ্যা! শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়!পরিবারের সুখশান্তি, পেশাজীবনের সফলতা, নেক জীবনসঙ্গী, নেক সন্তান, উত্তম আখলাক,টাকা পয়সা, নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ।🌸

08/11/2023

ক্ষ'মার অযো'গ্য কাওকে,ক্ষ'মা করে
দেওয়াই শ্রে'ষ্ঠ প্রতি'শোধ!

24/10/2023

কি খুঁজছো- আপন মানুষ? আকাশের দিকে তাকাও সৃষ্টিকর্তা ছাড়া কাউকে আপন মনে হবেনা! 🖤

23/10/2023

চাঁদ মূলত একা, আশেপাশের সবাইকে সৌন্দর্য বিলিয়ে দেয়, এমন কিছু মানুষ ও আছে যারা অন্যদেরকে বিনোদন দেয়, অন্যদের মেন্টাল সাপোর্ট দেয় কিন্তু তারা একা! তাদের কেউ-ই নাই!'💔

23/10/2023

তোমার ভালোবাসা পেতে দুঃখের সাথে ভালোই বন্ধুত্ব করে নিয়েছি। তাইতো বলি; "দুনিয়ায় সুখী মানুষের দুঃখ বেশি।" 💔

21/10/2023

❝ভালোবাসা এমন এক 'বদ অভ্যাস', যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্যে - সারা জীবন কষ্ট সইতে দ্বিধা বোধ করে না।❞
—হুমায়ূন ফরীদি

19/10/2023

কিছু নীরবতা অকারণে হয় না,!
যন্ত্রণাটা এমন হয় যে, মুখের ভাষা একবারে বন্ধ হয়ে যায়।

19/10/2023

কেউ আপনার অকল্যাণ চায় সেটা বুঝতে পেরেও তার সাথে হাসিমুখে কথা বলা, তার বিপদে এগিয়ে যাওয়া, তার সাথে সম্পর্ক রক্ষা করে চলা—এসব খুব উঁচু স্তরের ধৈর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার খুব সালেহিন বান্দা না হলে ধৈর্যের এমন স্তরে পৌঁছানো যায় না।

19/10/2023

"বান্দা যখন দোয়ার জন্য হাত উঠায়, সে হাত খালি ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান"
(আবু দাউদ: ৩৩৭০)
সুবহানাল্লাহ 🌸🌸

19/10/2023

কোন কারণে পেরেশানে আছেন, ডিপ্রেশনে ভুগছেন, কোনকিছু না ভেবে সরাসরি সিজদায় লুটিয়ে পড়ুন।
ইনশা‘আল্লাহ সব দূর হয়ে যাবে।

18/10/2023

ফুল হিসেবে শিউলি বড়ই অভিমানী। খুব ভোরে যদি তুমি তাকে নিজের করে নিতে না যাও সে আর ধরা দেবে না তোমায়। মানুষ হিসেবে আমিও না।
ঠিক তেমন অভিমানী। তুমি যদি ঠিক সময়ে ভালোবাসতে না পারো আমায়, অসময়ে খুঁজতে এলে খালি হাতে ফিরে যেতে হবে তোমাকে। সমাধান করার কিছুই থাকবে না তখন আর।

16/10/2023

একটা জিনিস খেয়াল করে দেখবেন যারা রিলেশনে সৎ থাকতে চায়, একজন নিয়ে পরে থাকতে চায়, নিজের কিছু গোপন করে না, লুকায় না, একটা মিথ্যা বলতে গেলে দশবার ভাবে,একেবারে তার মতো চলে, নিজের ব্যাক্তিত্ব বলতে কিছু নাই,তাদের সম্পর্ক টিকে না! দিন শেষে তারাই মিথ্যাবাদী খারাপ বলে প্রমানিত হয়! তারা অল্পেই ভেঙে পড়ে! আর ওইদিকে খারাপ'রাই ভালো থাকে সবসময়, খারাপ'রাই ভালোবাসা পায়,খারাপ'রাই সার্থক হয়!'🖤

Address

Doha

Telephone

+8801962156063

Website

Alerts

Be the first to know and let us send you an email when AHMED posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AHMED:

Videos

Share

Category