Omar faruk

Omar faruk যাদের বিশ্বাস শক্তি কম তারা কখনোই অদৃশ্য জ্ঞানের শক্তি লাভ করতে পারবেনা।

Mbappé is finally a Madridista!🤩 One of the biggest deals in football history!🤝🇫🇷
03/06/2024

Mbappé is finally a Madridista!🤩 One of the biggest deals in football history!🤝🇫🇷

31/05/2024

শ্রেষ্ঠ Call
"হাই'য়া আলাস সালাহ"
অর্থ: নামাজের জন্য এসো

29/05/2024
12/05/2024

অফিস কলিগ ৫ হাজার টাকা ধার নিলো।দেওয়ার নাম নেই।

লজ্জায় চাইতেও পারিনা।উনি আমার সামনে দিব্যি ঘুরে বেড়ান।

হা হুতাশ করতে লাগলাম।টাকা যে বড্ড প্রয়োজন।মুখ ফুটে বলাও যাচ্ছে না লজ্জায়।চিন্তিত হয়ে বিছানায় শুয়ে আছি।

রোজ অফিসে যে রিক্সায় যাই তিনি কল দিলেন।বললেন

" স্যার,রিক্সার টায়ার ফেটে গ্যাছে।রিং ও বেঁকে গেছে।কাল সকালে আমি আসতে পারবো না।আপনি কষ্ট করে অন্য রিক্সায় যাইয়েন "

" আচ্ছা "

কল কে'টে দিলাম।রিক্সাওয়ালা কিছুক্ষণ পর আবার কল করলো।

" স্যার আপনারে খুব মুশকিলে ফেলে দিলাম!ছুডো ছেলেটা রিক্সা গর্তে ফেলে দিয়ে এই অবস্থা করছে "

" সমস্যা নাই।রিক্সা ঠিক করুন,আমি অন্য রিক্সায় যাবোনি এই কয়েকদিন "

" জি স্যার "

কল কাটার কিছুক্ষণ পর আবারো কল।বিরক্ত হয়ে বললাম " কিছু বলতে চাইলে সরাসরি বলো "

" স্যার আমার এক হাজার টাকার প্রয়োজন।দিন মজুর,রিক্সা ঠিক করার টাকা নাই।ঘরে ভাত পানি বন্ধ হয়ে গেছে "

" বাড়ি এসে নিয়ে যাও "

রিক্সাওয়ালা টাকা নিতে আসলো।টাকা দিলাম।মনে মনে ভাবলাম,অফিসের ভদ্রলোক কলিগ যখন টাকা ফেরত দেয়নি এই রিক্সাওয়ালাও দিবে না।টাকা নিয়ে রিক্সাওয়ালা বললো

" স্যার এক সপ্তাহের মধ্যে ফেরত দিবো "

চারদিনের দিন রিক্সাওয়ালা টাকা ফেরত দিলো।সাথে একটা পেঁয়ারা।হেসে বললো " স্যার,আপনে যে এই গরীবের কি যে উপকার করছেন!আপ্নে টাকাটা না দিলে রাস্তায় নামতে হইতো।আমার গাছের পেঁয়ারা স্যার,খান,খুব মিষ্টি "।পেঁয়ারা খাচ্ছি আর ভাবছি মনুষ্যত্ব জিনিসটা অন্যরকম।

আরো ছয় মাস কে'টে গেলো।কলিগ এখনো টাকা ফেরত দেয়নি।বুঝলাম দামী কাপড়,দামী পরিবেশে থেকেও অনেকে মনুষ্যত্বের অধিকারী হতে পারে না।

🏁 Granada 0-4 Real Madrid⚽ 38' FranGarcía⚽ 45'+2' Arda Güler⚽ 49' Brahim⚽ 58' Brahim
11/05/2024

🏁 Granada 0-4 Real Madrid
⚽ 38' FranGarcía
⚽ 45'+2' Arda Güler
⚽ 49' Brahim
⚽ 58' Brahim

Fran García opens the scoring!
11/05/2024

Fran García opens the scoring!

📋 Real Madrid  starting XI!🆚 Bayern München
30/04/2024

📋 Real Madrid starting XI!
🆚 Bayern München

01/08/2023

দেশ চালানোর মতো অনেকেই আছে। আমি মনে করি অনেক যোগ্য নেতা আছে। কিন্তু বাংলাদেশের সমস্যা হল রাজনীতি দুই পরিবারের কাছে জিম্মি হয়ে আছে। বাংলাদেশ পরিবার তন্ত্রের কাছে বন্দী হয়ে গেছে। বাংলাদেশ আজকে কেন উন্নত হতে পারছে না? আজকে কেন এত অরাজকতা এবং এত বৈষম্য? এর মূলেই রয়েছে পরিবার তান্ত্রিক রাজনীতি।
তবে একদিন পরিবর্তন আসবে। আমরা চাই নতুন নেতৃত্ব আসুক। তরুণরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে সকলেই যেন স্বপ্ন দেখতে পারেন যে একদিন সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এটি সকলেরই অধিকার। কিন্তু যখন রাজনীতি পরিবার তন্ত্রের হাতে জিম্মি থাকবে তখন সকলের স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে যায়। পরিবর্তন আশু কাম্য।তাছাড়া বাংলাদেশে যোগ্য ব্যক্তির কদর নেই। যোগ্য, সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তিদের নামে অনেক কালিমা লেপে দেয়া হয়। দুর্নীতিবাজরা এদেশে অভিনন্দিত হয়। লুটপাটকারীরা এদেশে উচ্চ পদে আসীন হয়। এর পেছনে রয়েছে অপশাসন এবং গণতন্ত্রহীনতা। যোগ্য নেতৃত্বের অভাব এর অন্যতম কারণ।কাজেই আমরা যদি যোগ্য ব্যক্তির কদর না দিতে পারি, যোগ্য ব্যক্তিকে সম্মান না দিতে পারি, তাহলে কখনোই আশা করা যায় না যে বাংলাদেশের রাজনীতিতে একজন যোগ্য নেতৃত্বকে আমরা দেখতে পাবো।

31/07/2023

একবার এক ব্যক্তি তেমন বেশি খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলো। ডাক্তারের কাছে যাবার পরে, ডাক্তার তাকে দুটি ট্যাবলেট দিয়ে বলেলেন - এই দুটি ট্যাবলেট খেয়ে নিন ; আশা করি সুস্থ্য হয়ে উঠবেন। এমন অবস্থায় লোকটি বলছে - দুটি ট্যাবলেট খাবার মতন জায়গা যদি পেটে থাকতো, তাহলে বিয়ের অনুষ্ঠানে অরো দুটি রসগোল্লা বেশি খেতাম।

কুমিল্লা - চাঁদপুর মহাসড়কের কাপশতলা বাজারে বোগদাদ ও তেলের লরীর মুখোমুখি সংঘর্ষ ঘটেছে।কতজন বা কারা হতাহত হয়েছে তা এখনও জা...
31/07/2023

কুমিল্লা - চাঁদপুর মহাসড়কের কাপশতলা বাজারে বোগদাদ ও তেলের লরীর মুখোমুখি সংঘর্ষ ঘটেছে।কতজন বা কারা হতাহত হয়েছে তা এখনও জানা যায়নি।আল্লাহ যাত্রীদের নেক হায়াত দান করুক, আমিন।

31/07/2023

বাংলাদেশের পাঁচজন ব্যক্তি কখনোই স্বেচ্ছায় অবসরে যাবেন না।

১।.................??

২। বিসিবির প্রেসিডেন্ট পাপন।

৩। বাফুফের সভাপতি সালাউদ্দিন।

৪। শিল্পকলার ডিজি লিয়াকত আলী লাকী।

৫। ওয়াসার এমডি তাকসিম এ খান ।

বাড়ছে ডেঙ্গু জ্বরের রোগী লক্ষণ, প্রতিকার ও করণীয় কী?ঘরে ঘরে জ্বর। পরীক্ষা করলে অনেকেরই ধরা পড়ছে ডেঙ্গু। এই ভাইরাস ছড়িয়ে ...
29/07/2023

বাড়ছে ডেঙ্গু জ্বরের রোগী
লক্ষণ, প্রতিকার ও করণীয় কী?
ঘরে ঘরে জ্বর। পরীক্ষা করলে অনেকেরই ধরা পড়ছে ডেঙ্গু। এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। এ কারণে ডেঙ্গু নিয়ে বিশেষ সতর্কতা জরুরি।
এডিস মশাবাহিত ভাইরাস রোগ হচ্ছে ডেঙ্গু। এডিস ইজিপ্টি মশা জঙ্গলে থাকে না। রাতে কামড়ায় না। গায়ে দাগকাটা মশাগুলো একবারে অনেককে কামড়াতে পারে।
রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েই চলেছে। তাই এই বিষয়ে সবার সচেতনতা জরুরি। আমাদের সবার উচিত ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসা। এডিস মশার বংশবিস্তার রোধ করুন, ডেঙ্গু থেকে নিরাপদ থাকুন।

নিজে সচেতন হোন,অন্যকে সচেতন করুন।

27/07/2023

Take Back ?
Move forward?
আপনার মতামত?

22/07/2023

একজন ব্যাক্তি যদি মাসে ৩ লাখ ৫০ হাজার টাকা করে আয় করে তাহলে Elon Musk এর সম্পতির সমান অর্থ আয় করার জন্য তাকে ৩০ লক্ষ বছর কাজ করতে হবে। ~ মায়াজাল
বর্তমানে Elon Musk এর নেট সম্পত্তি ২৩৪ বিলিয়ন ডলার।
যেখানে বাংলাদেশের বর্তমান রিজার্ভ ২৩.৫৬ বিলিয়ন ডলার।
আর আমাদের দেশের যুবকরা ৩৫ হাজার টাকার সরকারি চাকুরীর জন্য জীবন যৌবন সব দিয়ে দিচ্ছে।
এই দেশ আরও কয়েকশ বছর এই দেশ-ই থাকবে। যতই সৃজনশীল আর যৌথ পরীক্ষা ব্যবস্থা হোকনা কেন, যে দেশ যুবকদের সঠিক ব্যবহার করতে পারবে না, সেই দেশে কখনই আগাতে পারবে না।
RIP Bangladesh 💔
(সংগৃহিত)

21/07/2023

‏وَمَا تَوْفِيقِي إِلاَّ بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ
আমার সফলতা একমাত্র আল্লাহর কাছে, আমি তাঁরই উপর ভরসা করি এবং তাঁর দিকেই ফিরে যাই

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সিলেটের কোম্পানিগঞ্জ এলাকায় সিএনজি ও হাইএক্স এর মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যু আ...
20/07/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সিলেটের কোম্পানিগঞ্জ এলাকায় সিএনজি ও হাইএক্স এর মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যু আল্লাহপাক যেন তাদেরকে বেহেস্ত নসিব করেন

মেরে হিরো আলমকে দমিয়ে রাখা জাবেনা মনে রাখবেন সে আবার ফিরবে কখনো গান নিয়েকখনো কবিতা নিয়ে
18/07/2023

মেরে হিরো আলমকে দমিয়ে রাখা জাবেনা
মনে রাখবেন সে আবার ফিরবে
কখনো গান নিয়ে
কখনো কবিতা নিয়ে

15/07/2023

"যে ব্যক্তি সৎকাজ করবে, সে পুরুষ হোক বা নারী, সে মুমিন থাকা অবস্থায়, আমি অবশ্যই তাকে উত্তম জীবন যাপন করব এবং তারা যা করত তার সর্বোত্তম প্রতিদান আমরা তাদের দেব।" সূরা আন-নাহল (97)
এই আয়াতটি ইঙ্গিত করে যে প্রকৃত সুখ আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভাল কাজের উপর ভিত্তি করে।

সৌদি আরব দাম্মাম আল হাসায়,,,,কারখানায় আগুন লেগে ৭ বাংলাদেশী নিহত🥲🤲ইন্না-লিল্লাহ অ ইন্না-লিল্লাহি রাইউজিউনমহান আল্লাহ যেন...
15/07/2023

সৌদি আরব দাম্মাম আল হাসায়,,,,
কারখানায় আগুন লেগে ৭ বাংলাদেশী নিহত🥲🤲
ইন্না-লিল্লাহ অ ইন্না-লিল্লাহি রাইউজিউন
মহান আল্লাহ যেন তাদের পরিবারের শোক সইবার তৌফিক দেন আমিন,

14/07/2023

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْزَلَ عَلَىٰ عَبْدِهِ الْكِتَابَ وَلَمْ يَجْعَلْ لَهُ عِوَجًا ۜ

বাংলাদেশের অধিকাংশ  মানুষ কাকে মাথায় উঠাবে আর কাকে ধুলায় মিলাবে তার হিসেব ই জানে না।।।তারা চোর ডাকাত রে সেলিব্রেটি বানায়...
13/07/2023

বাংলাদেশের অধিকাংশ মানুষ কাকে মাথায় উঠাবে আর কাকে ধুলায় মিলাবে তার হিসেব ই জানে না।।।তারা চোর ডাকাত রে সেলিব্রেটি বানায়,কাচা বাদাম রে ভাইরাল করে,হিরো আলম,ক্রিম আপা, মাহফুজুর রহমান,জ্বিনের বাদশাহ নিয়ে মাতামাতি করে নিজেদের মান নিজেরাই নিচে নামায়।
হিরো আলম দুনিয়ার কষ্ট কইরা বড় হইয়া দেশ উদ্ধার কইরা ফেলতেছে,,পাবলিক লিডার হওয়ার নুন্যতম কোন যোগ্যতা লাগে না এই দেশে... কি অদ্ভুত....

12/07/2023

لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على شيءٍ قدير.

07/07/2023

ربنا اتنا في الدنيا حسنه وفي الاخرة حسنه وقنا عذاب النار

উচ্চারণ:

রাব্বানা আতিনা ফিদ্ দুনইয়া হাসানাহ্, ওয়াফিল আখিরাতি হাসানাহ্। ওয়াকিনা আজাবান্নার।

অর্থ:

হে আমার প্রভু! আমাকে দুনিয়াতে সুখ দান কর, আখেরাতেও সুখ দান কর এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। (সূরা: আল বাকারা, আয়াত: ২০১)

ফজিলত:

এ দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়ে থাকে। নবী করিম (সা.) এ দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন।

বিশিষ্ট তাবেয়ি হজরত কাতাদাহ (রহ.) সাহাবী হজরত আনাস (রা.)-কে জিজ্ঞাসা করলেন, নবী করিম (সা.) কোন দোয়া বেশি করতেন? উত্তরে সাহাবী হজরত আনাস (রা.) উপরোক্ত দোয়ার কথা জানালেন। তাই হজরত আনাস (রা.) নিজে যখনই দোয়া করতেন তখনই দোয়াতে এই আয়াতকে প্রার্থনারূপে পাঠ করতেন। এমনকি কেউ তার কাছে দোয়া চাইলে তিনি তাকে এ দোয়া দিতেন। (সহীহ মুসলিম)

হজরত আনাস (রা.) আরো বলেন, আল্লাহ তায়ালা এ দোয়ায় দুনিয়া ও আখেরাতের সকল কল্যাণ ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা একত্রিত করে দিয়েছেন।

মাশা-আল্লাহ
06/07/2023

মাশা-আল্লাহ

Address

Doha

Telephone

+97430728782

Website

Alerts

Be the first to know and let us send you an email when Omar faruk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Omar faruk:

Share

Nearby media companies