Md Raton Ali

Md Raton Ali I am a Digital Marketer This is Md Raton Ali . I am a Digital Marketer .

25/08/2023

Assalamalaikum. Kemon asen sobai

মানুষতো সমালোচনা করবেই। এদিকে নজর না দিয়ে, নিজের ক্যারিয়ারের দিকে নজর দিলেই ইনশাল্লাহ ইনশাল্লাহ সফলতা আসবে।
21/08/2023

মানুষতো সমালোচনা করবেই। এদিকে নজর না দিয়ে, নিজের ক্যারিয়ারের দিকে নজর দিলেই ইনশাল্লাহ ইনশাল্লাহ সফলতা আসবে।

আমাদের সমাজের কিছু মানুষ এভাবে হাসি ঠাট্টা করে। কিন্তু যাকে নিয়ে হাসি ঠাট্টা করে তাকে ভাবেনা  সে একজন মানুষ।🤔🤔🤔🤔
21/08/2023

আমাদের সমাজের কিছু মানুষ এভাবে হাসি ঠাট্টা করে। কিন্তু যাকে নিয়ে হাসি ঠাট্টা করে তাকে ভাবেনা সে একজন মানুষ।🤔🤔🤔🤔

বর্তমানের আমাদের সমাজের পরিস্থিতি। কেউ না খেয়ে ঘুমিয়ে আছে। কেউ টাকার উপরে ঘুমিয়ে আছে। কাউকে কিছু দিতে হলে, আগে ছবি তু...
20/08/2023

বর্তমানের আমাদের সমাজের পরিস্থিতি। কেউ না খেয়ে ঘুমিয়ে আছে। কেউ টাকার উপরে ঘুমিয়ে আছে। কাউকে কিছু দিতে হলে, আগে ছবি তুলতে হবে। হায়রে আমাদের কপাল।

Reality 🤔🤔🤔
01/08/2023

Reality 🤔🤔🤔

একদিন এক কৃষকের গাধা কুঁয়োয় পড়ে গেল। সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য  প্রাণীটি কয়েক ঘন্টা ধরে জোরে জোরে কাঁদছিল। কৃষক তখ...
27/07/2023

একদিন এক কৃষকের গাধা কুঁয়োয় পড়ে গেল। সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীটি কয়েক ঘন্টা ধরে জোরে জোরে কাঁদছিল। কৃষক তখন তাকে গাধাটাকে উদ্ধার করবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিন্তু কোনভাবেই তাকে উদ্ধার করতে পারল না।

অবশেষে, কৃষক সিদ্ধান্ত নিল, যেহেতু গাধাটি বুড়ো এবং একে দিয়ে আর কোন কাজ করা যায় না আর কুঁয়োটিও ও শুকনো হয়ে গেছে।এখান থেকে কোন জল তোলা যায় না, সেই হেতু কুঁয়া থেকে গাধাটিকে তোলার যে খরচ, করে বিশেষ কোনো সুবিধা হবে না।সুতরাং, যেভাবেই হোক কুঁয়োর মুখটি ঢেকে রাখা দরকার; গাধাটিকে কূপ থেকে টেনে বের করে আনার আর কোন প্রয়োজনই নেই।

শুকনো কুঁয়োটি ঢেকে দেবার জন্য তিনি তার সমস্ত প্রতিবেশীকে তাকে সাহায্য করার জন্য আমন্ত্রণ জানান। তারা প্রত্যেকে একটি করে বেলচা ধরে কূপে ময়লা ফেলতে লাগল।

গাধা কি ঘটছে বুঝতে পেরে ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠল। তারপর, সবাইকে অবাক করে দিয়ে,সে গা থেকে ময়লা ঝেড়ে ফেলে শান্ত হয়ে গেল।

কৃষক অবশেষে কূপের দিকে তাকালেন এবং যা দেখলেন তা দেখে তার চোখ ছানাবড়া ... প্রতিটি ময়লা গা থেকে ঝেড়ে ফেলার সাথে সাথে গাধাটি অবিশ্বাস্য কিছু করছে: এক একটি ময়লা ঝেড়ে ফেলছে এবং ময়লার উপরে পা রাখছে।

খুব শীঘ্রই সবাই অবাক হয়ে দেখল যে, গাধাটা কিভাবে কূপের মুখে পৌছে গেল, ধার দিয়ে গেল এবং বেরিয়ে গেল...

জীবনে আপনার দিকে অনেকেই ময়লা ফেলবে, সব ধরনের ময়লা... গর্ত থেকে বেরিয়ে আসার কৌশল হল এটিকে ঝেড়ে ফেলা এবং এটিকে ধাপে ধাপে ব্যবহার করা। আমাদের প্রতিটি সমস্যা একটি ধাপ উপরে। আমরা হাল ছেড়ে না দিলে গভীর গর্ত থেকে বেরিয়ে আসতে পারি...

এগিয়ে যাওয়ার জন্য আপনার শত্রুরা যে ময়লা ফেলেছে তা ব্যবহার করুন!!!

সুখী হওয়ার ৫টি নিয়ম মনে রাখবেন:

1. আপনার হৃদয়কে ঘৃণা থেকে মুক্ত করুন।

2. আপনার মনকে বিভ্রান্তি থেকে মুক্ত করুন।

3. আপনার জীবন সহজ করুন.

4. বেশি দিন বাঁচুন এবং কম আশা করুন।

5. আরও ভালবাসুন এবং... ময়লা ঝেড়ে ফেলুন, কারণ এই জীবনে আপনাকে সমস্যা নয়, সমাধান হতে হবে!
✍️Md Raton

22/07/2023

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?

21/07/2023

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Address

Doha

Telephone

+97470180427

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Raton Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Raton Ali:

Share