আমরা কাতার প্রবাসী বাংলাদেশি / Amra qatar probasi bangladeshi

  • Home
  • Qatar
  • Al Mansurah
  • আমরা কাতার প্রবাসী বাংলাদেশি / Amra qatar probasi bangladeshi

আমরা কাতার প্রবাসী বাংলাদেশি / Amra qatar probasi bangladeshi কাতারের সকল খবর পেতে আমাদের সাথেই থাক?
(6)

31/05/2023
17/01/2022
18/05/2021
















আল্লাহ ফিলিস্তিন কে হেফাজত করুক, আমীন!❤️

কাতারে নবনিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ জসীম উদ্দিন আজ দূতাবাসে যোগদান করেছেন। রাষ্ট্রদূত জনাব মোঃ জসীম ...
04/09/2020

কাতারে নবনিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ জসীম উদ্দিন আজ দূতাবাসে যোগদান করেছেন। রাষ্ট্রদূত জনাব মোঃ জসীম উদ্দিন ১৯৯৪ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি ১৩তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। কূটনীতিক জীবনে তিনি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে দায়িত্ব পালন করেন। তিনি ওয়াশিংটন বাংলাদেশ মিশনের মিশন উপপ্রধান হিসেবে এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ডেপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নয়াদিল্লি ও টোকিও-তে বাংলাদেশ মিশনে কর্মরত ছিলেন।

কাতারস্থ বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে গ্রিসে রাষ্ট্রদূত হিসেবে সাফল্যর সাথে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া অনুবিভাগ এবং পূর্ব এশীয় ও প্রশান্ত অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। এসব দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।

নবনিযুক্ত রাষ্ট্রদূত জসীম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় হতে মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজে কনফ্লিক্ট রেজুলেশনসহ অন্যান্য উচ্চতর প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।২০১৪ সালে তিনি ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে সাফল্যের সাথে এনডিসি কোর্স সম্পন্ন করেন। রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন গ্রিসে রাষ্ট্রদূত থাকাকালীন প্রবাসী বাংলাদেশীদের উন্নততর সেবা প্রদানের জন্য ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জনপ্রশাসন পদক গ্রহণ করেন। তিনি একজন কবি এবং প্রাবন্ধিক। ব্যক্তি জীবনে বিবাহিত এবং দুই সন্তানের জনক।

06/07/2020

কাতার প্রবাসী সম্মানিত সকল বাংলাদেশী নাগরিকদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ট্যুরিস্ট ভিসা, বিজনেজ ভিসা এবং ফ্যামেলি ভিসায় কাতারে অবস্থানরত ব্যক্তিবর্গ এবং কাতারের রেসিডেন্ট পারমিটধারী (কাতার আইডিধারী) ব্যক্তিবর্গ যারা কাতারের বাহিরে অবস্থান করছেন তাদের বিষয়ে কাতার সরকার নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেছেন:

ট্যুরিস্ট ভিসা - কোন ফী ছাড়াই নবায়ন করার অনুমতি প্রদান করবে (নিয়মিত ফ্লাইট চালু হওয়ার আগ পর্যন্ত প্রযোজ্য )।

ফ্যামেলি ভিসা এবং বিজনেজ ভিসা - নির্ধারিত মাসিক ফী প্রদান করে নবায়ন করা যাবে (নিয়মিত ফ্লাইট চালু হওয়ার আগ পর্যন্ত প্রযোজ্য )

রেসিডেন্ট পারমিটধারী (কাতার আইডিধারী) - পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং কাতারে আসার জন্য নিয়মিত বিমান চলাচল শুরু হওয়ার পরে রেসিডেন্ট পারমিটধারী ব্যক্তিবর্গ কাতারে ফিরে আসতে পারবেন। ইতোমধ্যে, যাদের কাতার আইডির (রেসিডেন্ট পারমিটের) মেয়াদ শেষ হয়েছে অথবা যারা ছয় মাসের অধিককাল কাতারের বাহিরে অবস্থান করছেন তারা রেসিডেন্ট রিটার্ন ভিসার (Resident Return Visa) মাধ্যমে কাতারে ফিরতে পারবেন। উল্লেখ্য, শুধুমাত্র কোম্পানি বা নিয়োগদাতার মাধ্যমে রেসিডেন্ট রিটার্ন ভিসার (Resident Return Visa) জন্য আবেদন করা যাবে।

সূত্র: কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়

Notice from Bangladesh embassy, doha
02/07/2020

Notice from Bangladesh embassy, doha

Breaking news........!এই বছর হজ্ব পালন করতে পারবে শুধুমাত্র সৌদি নাগরিকরা,অন্য কোন দেশের নাগরিকরা এই বছর হজ্ব পালন করতে ...
22/06/2020

Breaking news........!

এই বছর হজ্ব পালন করতে পারবে শুধুমাত্র সৌদি নাগরিকরা,অন্য কোন দেশের নাগরিকরা এই বছর হজ্ব পালন করতে পারবে না।

14/06/2020

কাতার থেকে বাংলাদেশে যাওয়ার বিশেষ প্লাইটের রেজিস্ট্রেশন এখন বন্ধ আছে,আপনারা কাহারো মাধ্যমে প্রতারিত হবেন না।

Last 24 hours corona update.
13/06/2020

Last 24 hours corona update.

Address

Al Mansurah

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমরা কাতার প্রবাসী বাংলাদেশি / Amra qatar probasi bangladeshi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share



You may also like