ZILU MIAH

ZILU MIAH আলহামদুলিল্লাহ,,

27/11/2024
23/11/2024

আলহামদুলিল্লাহ,,,

06/11/2024

ভয় পাওয়ায় দোষের কিছু নেই। কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না, তোমাকে উঠে দাঁড়াতে হবে, ফাইট দিতে হবে, হেরে গেলে আবার নতুন উদ্যমে সব শুরু করার উদ্যম থাকতে হবে।

28/10/2024

তোমার যোগ্যতা নয় বরং তোমার আচরণই বলে দেয় তুমি কে।

27/10/2024

যদি সঠিক পথ বেছে নেন, তাহলে আশা ছাড়বেন না। কারণ যতোই বাঁধা-বিপত্তি আসুক না কেন, একদিন না একদিন ভালো মানুষদের জয় হবেই হবে।

25/10/2024

জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর। এতে তোমার চলার পথ যেন থেমে না যায়। বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি কর সাফল্যের সিঁড়ি। —

23/10/2024

স্রষ্টার সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা করাও একটি এবাদত। — হযরত আলী(রাঃ)

21/10/2024

অন্য মানুষ আপনার জন্যে খুশির ব্যবস্থা করে দেবে, সেই অপেক্ষা করবেন না। নিজের খুশি আপনার নিজেরই খুঁজে নিতে হবে।

21/10/2024

জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম।
যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্ন পত্রটা ভিন্ন ভিন্ন।
তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেইল করাটা স্বাভাবিক।

14/10/2024

রাসূলুল্লাহ সাঃ বলেছেনঃ তোমরা (অযাচিত) পার্থিব সম্পদ প্রহন করো না। কেননা, এর দ্বারা তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে।
— তিরমিজি, হাদিস নং ২৩২৮,,

07/10/2024

মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হল মহৎ ব্যক্তিদের আত্নজীবনী ও বাণী।

Endereço

Lisbon

Website

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando ZILU MIAH publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Vídeos

Compartilhar