LIFE IN Europe

LIFE IN Europe Xplore Europe, Lifestyle, Education, Immigration, Communities News through LIFE IN EUROPE.
(1)

আমার ফেইজবুক পেইজ এবং ইউটিউবে যুক্ত হতে পারেন নিত্য নতুন ব্লগ পেতে।
@ইউটিউবঃ https://www.youtube.com/LIFEINEUROPE.OFFICIAL
@ব্লগের সমস্ত লিখা আর্টিকেল হিসাবে পাবেন এই লিংকেঃ
https://lifesineurope.com

প্রবাসে আসা আর লাল পাসপোর্ট ই সব কিছু না 😊একটা সময় মানুষ ভাবে দেশের বাইরে যেতে পারলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে, নিজের...
05/12/2024

প্রবাসে আসা আর লাল পাসপোর্ট ই সব কিছু না 😊

একটা সময় মানুষ ভাবে দেশের বাইরে যেতে পারলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে, নিজের ইচ্ছেমত ইনকাম, গাড়ি বাড়ি করা যাবে সহজে, আসার পর নিজেকে নানা প্রতিকুলতায় মানিয়ে নিতে নিতে, বৈধ ডকুমেন্টস হাতে পেতে পেতে মনে হয় এবার কিছু একটা হবে, ভাল ইনকাম, সেভিংস হবে। সকল আশা পুরন হবে। কয়েক বছর এইভাবে থাকার পর দেখা যায় না তাতেও ফলাফল কিছু ই না। তখন মনে হয় পাসপোর্ট টা পেলে হয়তো অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে! লাল পাসপোর্ট এর ওজন অনেক, ইউরোপের সব দেশে(ধনী দেশে) যেয়ে জব করতে পারলেই ২;৪ হাজার ইউরো ইনকাম হবে। লাল পাসপোর্ট ও হাতে চলে আসল তত দিনে কিন্তু আমাদের প্লানের কিছুই পরিপূর্ণ হল না। বয়স ৪০+- ছুই ছুই কিন্তু এই বয়সে আমার পক্ষে কি সুইজারল্যান্ড, আর নরওয়ে যেয়ে থালা বাসন মাজা সম্ভব? আবার নতুন করে ক ভাষা শিখে কিছু করা সম্ভব? ২/৪ বছর দেখতে দেখতে ধনী দেশে কামলা দিয়ে কেটে গেল, তারপর মনে হয় আসলে পাসপোর্ট এর ত তেমন কোন মূল্য ই নেয়। কারন আমার কাছে এটা জাস্ট ভ্রমনের বৈধ ডকুমেন্টস এখন, ৪৫/৫০ প্লাস বয়সে এখন আর বিজনেস বা রিস্ক নেয়া পসিবল হয় না। সব মিলিয়ে ইউরোপে ২০ বছরের তাগরা এখন ৫০+- ছুয়েছে কিন্তু লাইফে জাস্ট এক্টাই অর্জন সেটা হল নিজে লাল পাসপোর্ট পেয়েছে, আর ছেলে মেয়ের একটা পথ করে দিয়েছে।। তাদের অন্তত আমার মত ঘেটে লাল পাসপোর্ট এর জন্য ৫০+ পার করতে হবে না। পাওয়া বলে এটাই মেইন সার্থকতা।

এটা কাল্পনিক না, জীবনের গল্প। প্রতিটি ইউরোপের প্রবাসী যুবকের ৫০+ বয়সের এর চিত্র।

গল্পের মোড়াল: আপনাকে লাল পাসপোর্ট এর দিকের চেয়ে অর্থনৈতিক সক্ষমতার দিকে বেশি প্রায়োরিটি দিতে হবে। শেষ বয়সে যেন নিজের কাছে অর্থ আর লাল পাসপোর্ট দুইটা ই থাকে।

স্পেনে দুই বছরে বৈধ হওয়ার নতুন নিয়ম (Arraigo Social)স্পেনে অভিবাসীদের জন্য বৈধকরণের প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে Arra...
25/11/2024

স্পেনে দুই বছরে বৈধ হওয়ার নতুন নিয়ম (Arraigo Social)

স্পেনে অভিবাসীদের জন্য বৈধকরণের প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে Arraigo Social নামে পরিচিত নতুন নিয়ম চালু হতে যাচ্ছে। এই নিয়মটি ২০২৫ সালের এপ্রিল থেকে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে নিয়মের চূড়ান্ত কার্যকারিতা এবং প্রক্রিয়াগুলো সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ করা আবশ্যক।

নিচে প্রয়োজনীয় শর্তাবলী, প্রক্রিয়া, এবং কাগজপত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো:
সাধারণ শর্তাবলী:

১. স্পেনে বসবাস:
আবেদনকারীকে টানা কমপক্ষে দুই বছর স্পেনে বসবাস করতে হবে।
গত দুই বছরে স্পেনের বাইরে সর্বোচ্চ ৯০ দিন থাকা যাবে।
২. চাকরির চুক্তি:
কাজের সময়সীমা: সপ্তাহে কমপক্ষে ৩০ ঘণ্টা।
চুক্তির মেয়াদ: মিনিমাম ৬ মাস।
বেতন: ন্যূনতম বেতন স্কেল (Salario Mínimo Interprofesional - SMI) মেনে দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
১. ফর্ম EX-10:
বিশেষ পরিস্থিতির জন্য অনুমোদনের আবেদনপত্র। সঠিকভাবে পূরণ এবং স্বাক্ষরিত হতে হবে।

২. পাসপোর্ট:
সক্রিয় পাসপোর্টের সম্পূর্ণ ফটোকপি (সব পৃষ্ঠা, এমনকি ফাঁকা পৃষ্ঠাও)।
৩. এমপ্যাড্রোনমেন্ট সার্টিফিকেট (Empadronamiento):
গত দুই বছর ধরে স্পেনে বসবাসের প্রমাণপত্র।
4. চাকরির চুক্তি:
উভয় পক্ষ (কর্মচারী ও নিয়োগকর্তা) দ্বারা স্বাক্ষরিত মূল ও কপি।
নিয়োগকর্তাকে বেতন প্রদানের আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে।
৫. কোম্পানির নথিপত্র:
নিয়োগকর্তার আইডি (যদি ব্যক্তি হন, তাহলে DNI/NIE; কোম্পানির ক্ষেত্রে NIF)।
IRPF এবং সামাজিক নিরাপত্তার বকেয়া নেই, এই মর্মে প্রমাণপত্র।
৬. সামাজিক সংহতির রিপোর্ট (Informe de Arraigo):
পৌরসভা থেকে প্রদত্ত রিপোর্ট যা আপনার সামাজিক সংহতির পরিমাণ নির্ধারণ করবে।
এটি বাধ্যতামূলক নয়, তবে আবেদন প্রক্রিয়াকে সহজ করতে পারে।
৭. প্রশাসনিক ফি:
মডেল ৭৯০ কোড ০৬২ ফি পরিশোধ করতে হবে।
৮. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট:
নিজের দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
এটি স্প্যানিশ ভাষায় অনুবাদ এবং আইনগতীকরণ করতে হবে।
কোথায় এবং কিভাবে আবেদন করবেন?

১. সশরীরে:
আপনার প্রদেশের বিদেশী দপ্তরে (Oficina de Extranjería)।

২. অনলাইনে:

যদি আপনার ডিজিটাল সার্টিফিকেট থাকে, তাহলে স্পেনের মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।
গুরুত্বপূর্ণ তথ্য:

এই প্রক্রিয়াটি একটি চূড়ান্ত দিকনির্দেশনা নয়। স্পেনে আইন প্রয়োগ ও পরিবর্তনের বিষয়টি বিভিন্নভাবে প্রভাবিত হতে পারে।

কাগজপত্রের সঠিকতা ও আবেদন প্রক্রিয়ার জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আবেদন জমা দেওয়ার আগে আপনার সমস্ত নথি সঠিকভাবে প্রস্তুত ও যাচাই করে নিন।
রেফারেন্স এবং তথ্যসূত্র:

স্পেনের অভিবাসন বিষয়ক অফিসিয়াল ওয়েবসাইট (Ministerio de Inclusión, Seguridad Social y Migraciones): https://extranjeros.inclusion.gob.es

সাম্প্রতিক অভিবাসন নীতি এবং প্রাসঙ্গিক দিকনির্দেশনার জন্য স্থানীয় অভিবাসন অফিস বা আইনজীবীর পরামর্শ নিন।

এই নতুন নিয়মের মাধ্যমে অভিবাসীরা একটি বৈধ অবস্থান তৈরি করতে পারবেন এবং স্পেনে তাঁদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান উন্নত করতে পারবেন

18/03/2024

রমজান | দেখতে দেখতে চলে যাচ্ছে। কে কোন দেশে কত ঘন্টা রোজা রাখতেছেন?

24/12/2023

পর্তুগালে এত সমস্যা থাকার পরেও ইমিগ্রান্টসরা কেন পছন্দ করে? কেন তারা পর্তুগাল আসেন? এই দেশের স্পেশালিটি ই বা কি? বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওতে। 📸 Watch this video on Facebook
https://fb.watch/p7WaredPEk/

20/12/2023

রোমানিয়া থেকে হাঙ্গেরি ঢোকার চেষ্টা, বাংলাদেশিসহ আ-ট-ক ১০৭

নতুন বছরের প্লান তুর্কীতে যাওয়ার | আপনার প্লান কি?
20/12/2023

নতুন বছরের প্লান তুর্কীতে যাওয়ার | আপনার প্লান কি?

পর্তুগালের শতবর্ষী পুরনো ট্রাম।
20/12/2023

পর্তুগালের শতবর্ষী পুরনো ট্রাম।

পর্তুগাল সবার জন্য সপ্নের হলেও এখানকার বাস্তবতা ভিন্ন।  একটা দেশে নতুন আসার আগে জেনে বুঝে আসুন।
19/12/2023

পর্তুগাল সবার জন্য সপ্নের হলেও এখানকার বাস্তবতা ভিন্ন। একটা দেশে নতুন আসার আগে জেনে বুঝে আসুন।

গত এক বছরে ইমিগ্রান্টসরা পর্তুগালের সোসাল সিকিউরিটিতে অবদান রেখে প্রায় ১.৭ বিলিয়ন ইউরো। একটা দেশের মুল ইনকামের বড় একটা অ...
18/12/2023

গত এক বছরে ইমিগ্রান্টসরা পর্তুগালের সোসাল সিকিউরিটিতে অবদান রেখে প্রায় ১.৭ বিলিয়ন ইউরো।

একটা দেশের মুল ইনকামের বড় একটা অংশ যদি আসে অভিবাসী থেকে সেখানে ইমিগ্রেশন বিরোধী যাই কিছু হোক বন্ধ হবে না।

যারা গ্রীসে সরকারের বেধে দেয়া আইনে কাগজ জমা করবেন তাদের জন্য দুতাবাসের তরফ থেকে আগাম সতর্কতা।  ৩ বছর বসবাসের প্রমান দিতে...
18/12/2023

যারা গ্রীসে সরকারের বেধে দেয়া আইনে কাগজ জমা করবেন তাদের জন্য দুতাবাসের তরফ থেকে আগাম সতর্কতা। ৩ বছর বসবাসের প্রমান দিতে পারলে পারবেন বৈধতা এই মর্মে অনেকেই জেনেছেন। কিন্তু পেপারস জমা করতে গিয়ে কেউ জাল জালিয়াতির মাধ্যমে কিছু জমা না করে সেটার বেপারে সতর্ক করেছে। সবাই চেস্টা করে যেন অরিজিনাল ভাবে সব কিছু করে ট আর সি নিতে পারেন। শুভ কামনা রইলো।

Important Notice

16/12/2023

লিসবনের বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা চলছে। একটু পরে লাইভে আসব। আয়োজন টা ঘুরে দেখাব সবাইকে। ৩০ মিন

গ্রিসে টানা তিন বছর বসবাস করলেই মিলবে বৈধতা.বিস্তারিত পোস্টে।
15/12/2023

গ্রিসে টানা তিন বছর বসবাস করলেই মিলবে বৈধতা.বিস্তারিত পোস্টে।

গ্রিসে টানা তিন বছর বসবাস করলেই মিলবে বৈধতা। প্রবল কর্মী চাহিদার জন্য গ্রিস সরকার বিপাকে থাকায় দফায়, দফায় বিভিন্.....

15/12/2023

গ্রিসে টানা তিন বছর বসবাস করলেই মিলবে বৈধতা

Tallinn in Autumn 🍂 🇪🇪
18/11/2023

Tallinn in Autumn 🍂 🇪🇪

দুর্নীতির অভিযোগে ব্রাজিলে পর্তুগালের Consulate এ পুলিশের অভিযান।
07/11/2023

দুর্নীতির অভিযোগে ব্রাজিলে পর্তুগালের Consulate এ পুলিশের অভিযান।

Brazilian federal police have conducted searches at five locations, including the Portuguese Consulate in Rio de Janeiro, as part of a corruption investigation

Auto Renew is Open Now 🇪🇺🇵🇹পর্তুগালের ইমিগ্রেশন পুর্নগঠিত হবার পর থেকে অটো রেনিউ সিস্টেম নিয়ে নতুন গুঞ্জন শুনা গিয়েছিল য...
06/11/2023

Auto Renew is Open Now 🇪🇺🇵🇹

পর্তুগালের ইমিগ্রেশন পুর্নগঠিত হবার পর থেকে অটো রেনিউ সিস্টেম নিয়ে নতুন গুঞ্জন শুনা গিয়েছিল যে এখন আর অটো রেনিউ হবে না। তাদের সার্ভার আপগ্রেশন এর কাজ শেষ করে অটো রিনিউ চালু করেছে। অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস যাদের কার্ড এর মেয়াদ শেষ হবে তারা অটো রিনিউ করতে পারছেন।

যারা সমস্যা ফেইস করতেন অটো রেনিউ নিয়ে তারা আমাদের লিসবনের প্রতিষ্ঠানে যোগাযোগ করেন।

ফ্রি অফ চার্জ আপনাদের অটো রেনিউর আবেদন করে দেয়া হবে। এছাড়া যারা পর্তুগাল অনলাইন ভিত্তিক নানা কাজ নিজেরা করতে পারেন না ফ্রি পরামর্শ নিতে চলেন আসুন আমাদের প্রতিষ্ঠানে

Portu-Bangla Xpress Limited
Address: Centro Comercial Martim Moniz
shop No D 04, 1170-333 Lisbon

Wa.me/+351919666632
Wa.me/+351919666634
Wa.me/+351920368383

Fast | Reliable |Trusted ✔️

06/11/2023

পর্তুগালে কোম্পানি ফর্মেশন করতে কি কি লাগে?
খরচ কত? কারা কোম্পানি খুলতে পারবে?
পর্তুগালের বাইরে থেকে কোম্পানি খোলা যায় কিনা?

বিস্তারিত তথ্য থাকছে আজকের লাইভে। পর্তুগালে ব্যবসা নিয়ে নিয়ে যাদের আগ্রহ তারা লাইভটি যুক্ত হোন। শেয়ার করুন লাইভটি।

আগামীকাল লিসবন টাইম বিকাল ৫ টায় লাইভে আসব পর্তুগালে যারা নতুন আগত কিংবা এখানে বসবাস করেন কিংবা পর্তুগাল এর বাইরে আছেন ইন...
05/11/2023

আগামীকাল লিসবন টাইম বিকাল ৫ টায় লাইভে আসব পর্তুগালে যারা নতুন আগত কিংবা এখানে বসবাস করেন কিংবা পর্তুগাল এর বাইরে আছেন ইন্টার কোম্পানি ট্রান্সফার হিসাবে কোম্পানি ফর্মেশন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে মুলত এই লাইভ।

কোম্পানি ওপেন করতে কি কি ডকুমেন্টস লাগে?
কত দিন সময় লাগে?
কারা কোম্পানি ওপেন করতে পারবেন?
পর্তুগাল না এসে কিভাবে কোম্পানি ওপেন করতে হয়?
কম্পানি ফর্মেশন রিলেটেড কোন প্রশ্ন থাকলে পর্তুগালেরপর্তুগালের করে রাখতে পারেন লাইভ আনসার পাবেন।

Shahadat Hossainn যুবরাজ শাহাদাত

Endereço

Avenida Almirante Reis 205 A
Lisbon
1100

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando LIFE IN Europe publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Entre Em Contato Com O Negócio

Envie uma mensagem para LIFE IN Europe:

Vídeos

Compartilhar

Our Story

যুবরাজের পার্সোনাল ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম। ইউরোপের আইন কানুন, উচ্চশিক্ষা, অভিবাসন নীতি এবং ভিসা এবং সেটেলমেন্ট সংক্রান্ত সকল তথ্যবহুল পোষ্ট নিয়ে এই ব্লগ সাজানো। ব্লগের লিখা সবার জন্য উন্মুক্ত। যেকেউ কার্টেসি সহ শেয়ার/রিপোষ্ট করতে পারেন। বিস্তারিত তথ্যের জন্য চোখ রাখুন আমার


  • ইউটিউব চ্যানেল - youtube.com/shahadat8282

  • ওয়েবসাইট - www.lifesineurope.com

  • ব্লগ - https://lifesineurope.blogspot.com/