Rashni Khan

Rashni Khan May Allah grant me the guidance to follow the path of faith

30/11/2024

ইসলামোফোবিয়া ফবিয়া নামে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে- ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট আবু রুশদের লেখা-"বাংলাদেশে ‘র'" নামক বইয়ের ১৭১ পৃষ্ঠায় 'বাংলাদেশের গোয়েন্দা সং...
30/11/2024

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট আবু রুশদের লেখা-"বাংলাদেশে ‘র'" নামক বইয়ের ১৭১ পৃষ্ঠায় 'বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা' শিরোনামে লেখা আছে-

“ইসকন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে। মূলতঃ এটা ইহুদীদের দ্বারা পরিচালিত একটি সংগঠন বলে জানা গেছে। এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি।"

জেনে রাখা দরকার,ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) এর সৃষ্টি কিন্তু ভারতে নয়; আমেরিকার নিউইয়র্কে, ১৯৬৬ সালে। সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম ‘অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ’। সে ভারতের কোন হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করেনি, লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে। পেশায় সে ছিলো ফার্মাসিউটিকাল ব্যবসায়ী। কিন্তু হঠাৎ করেই তার মাথায় হিন্দু ধর্মের নতুন সংস্করণের চিন্তা তৈরি হয়। স্বামী প্রভুপাদকে নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করতে প্রথমেই বাধা দিয়েছিলো নিউইয়র্কে বসবাসরত মূল ধারার সনাতন হিন্দুরা। অধিকাংশ হিন্দুই তার বিরুদ্ধাচরণ করেছিল। কিন্তু সে সময় স্বামী প্রভুপাদের পাশে এসে দাঁড়ায় জে. স্টিলসন জুডা, হারভে কক্স, ল্যারি শিন ও টমাস হপকিন্স-এর মত চিহ্নিত ইহুদী এজেন্টরা।

ইসকন একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন। বাংলাদেশে এর প্রধান কার্যালয় ঢাকার স্বামীবাগে। এটি ভারতের আরএসএসের সহযোগী হয়ে কাজ করছে। এ সংগঠনটির বেসিক কনসেপ্ট মধ্যযুগের শ্রীচৈতন্য দেব থেকে আগত। চৈতন্য’র অন্যতম থিউরী ছিলো “নির্যবন করো আজি সকল ভুবন”। অর্থাৎ- সারা পৃথিবীকে যবন (মুসলমান) মুক্ত করো। মালয়েশিয়া, সৌদীসহ বিশ্বের বহু মুসলিম দেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ।

বাংলাদেশেও এই জঙ্গী সংগঠনটাকে নিষিদ্ধ করতে হবে।

28/11/2024

মতিউর রহমান মাহ্ফুজ আনাম ও চিন্ময় দাস সবই একই গোয়ালের গরু

21/09/2024
এটা কি হল পশ্চিমবঙ্গ জুরে
18/09/2024

এটা কি হল পশ্চিমবঙ্গ জুরে

11/09/2024

গণভবন যেহেতু ১৫ একর এর বিশাল জায়গা নিয়ে বিস্তৃত সেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি আবাসন প্রকল্প করে শহীদদের পরিবারকে দেওয়া হয় আর আহতদের কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়া যায় তাহলে আমার ধারণা উনাদের উপকার হত। ইতিহাস বলে যারা আত্মত্যাগ করে তাদের আমরা স্মরণ করি, কিন্তু মূল্যায়ন করার জায়গায় মনোযোগী হই না।ইমোশন ভালো তবে ইমোশনের সাথে পুনর্বাসন বেশী ভালো...Barister Andalib Rahman Partho

এই পোস্টে রিয়াক্ট না দিলে তুমি হাওন আংকেল 😐🫣
11/09/2024

এই পোস্টে রিয়াক্ট না দিলে তুমি হাওন আংকেল 😐🫣

আটককৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে সিমকার্ডসহ ও মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত ফোন এবং সিমকার্ড ব্যবহার করেবিস্তারিত নিউজ ...
11/09/2024

আটককৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে সিমকার্ডসহ ও মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত ফোন এবং সিমকার্ড ব্যবহার করে

বিস্তারিত নিউজ লিংকে..

আমার ৪২ বছর জীবনের দেখা ও মনযোগ দিয়ে শোনা সরকার প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস সাহেবের ভাষণ - আল্লাহ তায়ালা তাহাকে নেক...
11/09/2024

আমার ৪২ বছর জীবনের দেখা ও মনযোগ দিয়ে শোনা সরকার প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস সাহেবের ভাষণ - আল্লাহ তায়ালা তাহাকে নেক হায়াত ও সুস্থতা ও জাতিতে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন।

হিন্দু ও মাজার পুজারী মুশরিকদের মধ্যে পার্থক্য হলোঃসবাইকে পড়ার অনুরোধ রইলো।যারা মাজার সম্পর্কে না জানেন, তারা এই পোস্টটি...
11/09/2024

হিন্দু ও মাজার পুজারী মুশরিকদের মধ্যে পার্থক্য হলোঃ

সবাইকে পড়ার অনুরোধ রইলো।যারা মাজার সম্পর্কে না জানেন, তারা এই পোস্টটি পড়লে জানতে পারবেন।
ইনশাআল্লাহ।

হিন্দুরা মন্দিরে গিয়ে সেজদা করে।
মুসলমান নামধারী মুশরিকরা মাজারে গিয়ে সেজদা করে।
হিন্দুদের আছে লক্ষ লক্ষ মা
মুসলমান নামধারী মুশরিকদের আছে লক্ষ লক্ষ বাবা।
হিন্দুদের আছে দুর্গা
মুশরিকদের দের আছে দর্গা।
হিন্দুদের আছে ঠাকুর
মুশরিকদের আছে পীর।
হিন্দুরা বার্ষিক পূজা করে
মুশরিকরা বার্ষিক ওরশ করে।
হিন্দুরা বলে জয় বাবা
মুশরিকরা বলে খাজা বাবা।
হিন্দুরা নাচে মুর্তির সামনে
মুশরিকরা নাচে কবরের সামনে।
হিন্দুদের আছে প্রসাদ
মুশরিকদের আছে তবারক।
দূর্গা পূজা আর দরগাহ পূজা কোন বেশ কম নেই।
আল্লাহ এদের সঠিক বুঝও হেদায়েত দান করুক আমীন।

যারা দীর্ঘ ১৫ বছর ধরে অনলাইনে অক্লান্ত পরিশ্রম করে জনগণকে একত্রিত করেছেন তাদের মধ্যে অন্যতম ১১ জনের নাম নিন্মে যথাক্রমে-...
10/09/2024

যারা দীর্ঘ ১৫ বছর ধরে অনলাইনে অক্লান্ত পরিশ্রম করে জনগণকে একত্রিত করেছেন তাদের মধ্যে অন্যতম ১১ জনের নাম নিন্মে যথাক্রমে-

স্যালুট.........

১, ড. পিনাকীয় ভট্টাচার্য।
পেশাঃ লেখক , সোশ্যাল একটিভিস্ট,রাজনীতি বিশ্লেষক, মানবাধিকারকর্মী,সম্প্রতি অর্থনীতি নিয়ে পিএইচডি করতেছেন।

২, ইলিয়াস হুসাইন।
পেশাঃ বাংলাদেশের অন্যতম সাহসী দেশপ্রেমিক অনুসন্ধানী সাংবাদিক।

৩, ড. কনক সরওয়ার।
পেশাঃ সাংবাদিক।

৪, খালেদ মহিউদ্দিন।
পেশাঃ সাংবাদিক, লেখক ও ঔপন্যাসিক, উপস্থাপক।

৫, জুলকারনাইন সায়ের খান (ওরফে সামি)
পেশাঃ অনুসন্ধানী সাংবাদিক, মানবাধিকার কর্মী।[১] তিনি আল জাজিরা কর্তৃক বাংলা ভাষায় বাংলাদেশ নিয়ে প্রচারিত বিখ্যাত অনুসন্ধানী প্রামাণ্যচিত্র "

৬, ড. জাহেদ উর রহমান।
পেশাঃ লেখক, রাজনীতি বিশ্লেষক।

৭, মেজর দেলোয়ার হোসেন।
পেশাঃ সাবেক সেনা অফিসার বাংলাদেশ সেনাবাহিনী।

৮, জিল্লুর রহমান।
পেশাঃ তৃতীয় মাত্রা,ধরণ,আলোচনা অনুষ্ঠান, নির্মাতা, উপস্থাপক।

৯, ফাহাম আব্দুস সালাম।
পেশাঃ লেখক, রাজনীতি বিশ্লেষক।

১০, মুশফিকুল ফজল আনসারী।
পেশাঃ সাংবাদিক।

১১, সাহেদ আলম।
পেশাঃ সাংবাদিক।

আরো আছে। তাদের প্রতিও স্যালুট।

সাংবাদিক এসকে খগেশপ্রতি চন্দ্র খোকন।

06/09/2024

এটাকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে ঘোষনা দেয়া হোক——-

নদীর কূলে কূলে স্বপ্নের গান,
সবুজের বুকেতে সোনালি ধান।
মাটির গন্ধে ভরা প্রিয় এই দেশ,
বাংলাদেশ তুমি অপরূপ বিশেষ।

আকাশের নীলে ভেসে ওঠে আলো,
শান্তির পরশে ফুটে আছে ভালো।
তোমার বুকেতে মুক্তির কথা,
সত্য আর সাহস সব মানুষের সাথে।

জলের ধারা বহে প্রাণের স্রোত,
মেঘলা দিনে তোমার ছোঁয়া পোট।
রক্তে লেখা বিজয়ের গল্প,
তোমার পতাকা ছুঁয়ে আকাশের স্বপ্ন।

তুমি আমার প্রাণের বাংলা মাটি,
তোমাতে জড়ানো হৃদয়ের প্রীতি।
চিরকাল ভালোবাসায় বাঁধা,
বাংলাদেশ তুমি চিরন্তন কাব্য।

30/08/2024

গোলাম মাওলা রনি - ভারতের দালাল - একে সবাই বর্জন করুন।
এখন থেকে নাম ওর গোলাম ময়লা রনি।
যাঁহার নিজস্ব কোন চরিত্র নেই।

Endereço

Rua Damasceno Monteiro 94-1ESQ
Lisbon
1170-113

Telefone

+8801711044152

Website

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando Rashni Khan publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Entre Em Contato Com O Negócio

Envie uma mensagem para Rashni Khan:

Vídeos

Compartilhar