Story With Amrin

Story With Amrin Hi ! This is a vlog page & it’s made for cooking experience with a baby girl her name is Amrin

After all It’s Europe bro 😎
15/11/2024

After all It’s Europe bro 😎

09/11/2024

Park

09/11/2024
07/11/2024

Martim moniz

06/11/2024

With travel buddy 😉

Thank you 🙏 everyone ❤️ (18th September)
15/10/2024

Thank you 🙏 everyone ❤️ (18th September)

17/09/2024

মাশআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহা
শুভ জন্মদিন 🎂 🎈 আম্মিজান ❤️ আল্লাহ পাক এর অশেষ রহমত আপনি 😇

Best friend ❤️ Mashallah 😍
15/09/2024

Best friend ❤️
Mashallah 😍

জামাটা কিনুন, খাবারটা খান, ঘুরতে যান! স্বামী - স্রী ঘুরতে যান এক সাথে ভাল সময় কাটান, অনেক স্মৃতি রাখুন,দেখবেন হাতে অনেক ...
07/09/2024

জামাটা কিনুন, খাবারটা খান, ঘুরতে যান! স্বামী - স্রী ঘুরতে যান এক সাথে ভাল সময় কাটান, অনেক স্মৃতি রাখুন,দেখবেন হাতে অনেক টাকা আসলেও সময়টা জীবনে আর ফেরত আসবেনা! ❤️

একটা ছোট রচনা ...আঁকা আঁকি করার একটা মন হয়তো ছেলেবেলা তে সবার ই থাকে , আসলে আঁকা আঁকি হলো ছবির মাধ্যমে নিজের কল্পনার রাজ...
05/09/2024

একটা ছোট রচনা ...
আঁকা আঁকি করার একটা মন হয়তো ছেলেবেলা তে সবার ই থাকে , আসলে আঁকা আঁকি হলো ছবির মাধ্যমে নিজের কল্পনার রাজ্য কে তুলে ধরা, জীবনে অনেক কিছু করতে চাওয়ার মধ্যে এই রং তুলির জাদুর ছোঁয়া দেয়ার ইচ্ছা গুলো ও একদিন নিরবে বিলীন হয়ে যায় অনেক মানুষ এর, শুধু মাত্র একটূ সমর্থন, প্রশংসা পেলেই আপনার শিশু কাল হয়ে ওঠবে রংধনুর মত সুন্দর ,তাই বাবা-মা হিসেবে সন্তান যেমন খারাপ কাজ থেকে দুরে রাখার চেষ্টা করতে হবে তেমনি সন্তান কে ভাল কাজ এর জন্য ও তেমনি প্রশংসা, সমর্থন করলে তাদের ছেলেবেলা ও হবে সুন্দর , মাশআল্লাহ আমার আমরিন এর ছোট হাতের জাদু ….

জীবনে যেকোন শখ বা আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটা সময় আছে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিট...
06/07/2024

জীবনে যেকোন শখ বা আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটা সময় আছে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না।

১৭ বছর বয়সে যেই বার্গারটা, বিরিয়ানিটা খেতে অমৃতের মত লাগে, ২৭ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে।

১৮ বছর বয়সে এসে সমবয়সী কারো সাথে শাড়ি পাঞ্জাবী পরে রিকশায় ঘুরতে ভালো লাগতে পারে, ২৮ এ যে একই কাজ করতে ভালো লাগবে, তার কোন গ্যারান্টি নাই।

১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে বন্ধুবান্ধব নিয়ে বান্দরবান ট্যুর দিলে যেই আনন্দ পাওয়া যাবে, ২৯ বছর বয়সে সেই আনন্দ নাও পাওয়া যেতে পারে।

একদিন নিজের ছাদে বাগান করবো, এই আশায় বসে থেকে যেই মানুষটা নিজের বারান্দায় টবে কোন গোলাপ এর চারা লাগালো না, ছাদ হওয়ার পর দেখা গেলো সেই মানুষটার আর বাগান করার সময়ই নাই।

একদিন চাকরি করে বাবা মাকে দামী দামী শাড়ি পাঞ্জাবী কিনে দেয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে বাবা মা হয়ে যেতে পারে সৃষ্টিকর্তার মেহমান।

জীবনের ছোটখাট সাধ আহ্লাদ খুব দামী জিনিস। এইসব জিনিসই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায়, কাঠখোট্টা হয়ে যায় শখ পূরণের অভাবের হাহাকারে। এজন্য সময় থাকতেই এসব শখ পূরণ করে ফেলতে হয়।

অনেক টাকা জমলে একদিন খাবো, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনি খেয়ে আসুন চিলক্সের বার্গারটা, কিংবা নাজিরাবাজারের কাচ্চিটা। ট্রাস্ট মি, জীবনের সেরা তৃপ্তিটা পাবেন।

দেরী না করে পছন্দের মানুষটাকে আজকেই রিক্সা ডেটের অফারটা দিয়ে দেখুন। রাজী হলে শাড়ি পাঞ্জাবি পরে হুডখোলা রিক্সায় বৃষ্টিতে ভিজতে ভিজতে সিলেট শহর ঘুরে বেড়ান।

পকেটে কিছু টাকা হলেই জামাইর ঘাড়ে হাত রেখে বলে বসুন, "চল বান্দরবান যাবো। আজকেই যাবো, এক্ষণি যাবো। ব্যাগ গুছা, চিটাগাং এর ট্রেইন ধরতে হবে।"

নিজের ছাদে বাগান হবে, এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা। টিউশানির টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা মায়ের জন্য শাড়ি পাঞ্জাবিটা, হোক না সুতি, শখ পূরণটাই বড় কথা!!

মনে রাখবেন, একদিন সব হবে, এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষন্নতা আর অতৃপ্তিতে, শেষ হয় আফসোস!
Copy

নাম : বউয়া....... মুন্সিগঞ্জের  জাতীয় খাবার বলা চলে। মুন্সীগঞ্জের  এর জনপ্রিয়তা ব্যাপক। এ অঞ্চলে ঘরে ঘরে সকাল বেলার নিত্...
08/06/2024

নাম : বউয়া.......
মুন্সিগঞ্জের জাতীয় খাবার বলা চলে। মুন্সীগঞ্জের এর জনপ্রিয়তা ব্যাপক। এ অঞ্চলে ঘরে ঘরে সকাল বেলার নিত্য চিত্র এটি। হরেক রকমের ভর্তা দিয়েই এটি পরিবেশন করা হয়। তবে একবার যে স্বাদ গ্রহণ করবে আজীবনই এর নাম নিবে। আর সে যদি ঝাল খোর হয় তাহলেতো কোন কথাই নেই তাহলে সে বউয়ার স্বাদটা পুরোপুরি পাবে।

ছোট বেলায় মা খালাদের দেখা যেতো চাল ঝেড়ে ভাঙা চাল (খুদ) আলাদা করা হতো। আর এইটা সাধারণত ঘরের বউরাই করতেন তাই এই জন্যই নাম হলো বউয়া বা খুদের বউয়া। এখনো মুন্সিগঞ্জের ঘরে ঘরে সকাল বেলার নিত্য চিত্র দেখা যায়। অনেকটা মুন্সীগঞ্জের জাতীয় খাবার বললে ভুল হবেনা।

লালন ফকির ভেবে বলে...🤔🤔
30/05/2024

লালন ফকির ভেবে বলে...🤔🤔

বাবার সাথে ঘুরতে যাই 🥰
26/05/2024

বাবার সাথে ঘুরতে যাই 🥰

Yes 🙌
30/10/2023

Yes 🙌

Endereço

Lisbon
1500,LISBOA

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando Story With Amrin publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Entre Em Contato Com O Negócio

Envie uma mensagem para Story With Amrin:

Vídeos

Compartilhar


Outra Produtor de vídeo em Lisbon

Mostrar Todos