Novo world -BD to EU

Novo world -BD to EU For local service and good communication!

'জাফর' লিখে সার্চ দেয়ার পর তিনজন বিখ্যাত জাফরের তালিকা এসেছে উইকিপিডিয়াতে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ডাঃ জাফর উল্লাহ্‌...
12/04/2023

'জাফর' লিখে সার্চ দেয়ার পর তিনজন বিখ্যাত জাফরের তালিকা এসেছে উইকিপিডিয়াতে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ডাঃ জাফর উল্লাহ্‌ চৌধুরীর বয়স ৩০ বছর।
একই সময়ে আশির দশকের জনপ্রিয় নায়ক প্রয়াত জাফর ইকবালের বয়স ২০ বছর।
এবং বর্তমানে জনপ্রিয় লেখক ডঃ জাফর ইকবালের বয়স ১৯ বছর।

উপরের দুইজন জাফরের নামের পাশে লিখা আছে মুক্তিযদ্ধা।
কিন্তু লেখক জাফর ইকবালের নামের পাশে মুক্তিযোদ্ধা শব্দটি লিখা নাই।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে, তখনকার সময়ের সৃত্মি উল্লেখ করে ডঃ জাফর ইকবাল উনার লিখায় উল্লেখ করেন
- আমি যাত্রবাড়ীতে একটা পরিবারের সাথে ছিলাম, সেই পরিবারে অনেকগুলো শিশু বাচ্চা। যখন যুদ্ধ পুরো মাত্রায় চলছে তখন একেবারে কানের কাছে গোলাগুলির শব্দ, শেলিংয়ের শব্দ। বাইরে কারফিউ কোথাও যাবার উপায় নেই। তখন বাসার সামনে একটি ট্রেঞ্চ কাটা হলো। যখন শেলিংয়ের শব্দ অসহ্য মনে হয় তখন বাচ্চাগুলোকে নিয়ে কম্বল মুড়ি দিয়ে ট্রেঞ্চে বসে থাকি।
(ডিসেম্বরের স্মৃতি ll মুহম্মদ জাফর ইকবাল)

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর ডাঃ জাফর উল্লাহ্‌ কি করেছেন জানেন?
- ১৯৬৪ সালে ডিএমসি থেকে এমবিবিএস ও ১৯৬৭ সালে বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে জেনারেল ও ভাস্কুলার সার্জারিতে এফআরসিএস প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু চূড়ান্ত পর্ব শেষ না করে মুক্তিযুদ্ধে অংশ নিতে দেশে ফিরে আসেন।
পাকিস্তানি বাহিনীর নির্মমতার প্রতিবাদে লন্ডনের হাইড পার্কে যে কয়েকজন বাঙালি পাসপোর্ট ছিঁড়ে আগুন ধরে রাষ্ট্রবিহীন নাগরিকে পরিণত হয়েছিলেন তাদের একজন ডা. চৌধুরী।
তারপর বৃটিশ স্বরাষ্ট্র দপ্তর থেকে ‘রাষ্ট্রবিহীন নাগরিকের’ প্রত্যয়নপত্র নিয়ে সংগ্রহ করেন ভারতীয় ভিসা।

এই বিষয়ে জাহানারা ইমাম তার ‘একাত্তরের দিনগুলি’র ১৬১-১৬২ পৃষ্ঠায় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে লিখেছেন-
‘চেনা হয়ে উঠেছে ড. জাফরুল্লাহ চৌধুরী, ডা. এমএ মোবিন। এরা দুজনে ইংল্যান্ডে এফআরসিএস পড়ছিল। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বিলেতে চার বছর হাড়ভাঙা খাটুনির পর যখন এফআরসিএস পরীক্ষা মাত্র এক সপ্তাহ পরে, তখনই বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু। ছেলে দুটি পরীক্ষা বাদ দিয়ে বাংলাদেশ আন্দোলনে অংশ নিলো, পাকিস্তানি নাগরিকত্ব বর্জন করলো, ভারতীয় ট্রাভেল পারমিট যোগাড় করে দিল্লিগামী প্লেনে চড়ে বসলো। উদ্দেশ্য ওখান থেকে কলকাতা হয়ে রণাঙ্গনে যাওয়া। প্লেনটা ছিল সিরিয়ান এয়ারলাইন্স-এর। দামাস্কাসে পাঁচ ঘণ্টা প্লেন লেট, সবযাত্রী নেমেছে। ওরা দুইজন আর প্লেন থেকে নামে না। ভাগ্যিস নামেনি। এয়ারপোর্টে এক পাকিস্তানি কর্নেল উপস্থিত ছিল ওই দুইজন ‘পলাতক পাকিস্তানি নাগরিককে’ গ্রেপ্তার করার জন্য।
প্লেনের মধ্য থেকে কাউকে গ্রেপ্তার করা যায় না, কারণ প্লেন হলো ইন্টারন্যাশনাল জোন। দামাস্কাসে সিরিয়ান এয়ারপোর্ট কর্মকর্তা ওদের দুইজনকে জানিয়েছিল- ওদের জন্যই প্লেন পাঁচ ঘণ্টা লেট। এমনিভাবে ওরা বিপদের ভেতর দিয়ে শেষ পর্যন্ত মে মাসের শেষাশেষি সেক্টর টু রণাঙ্গনে গিয়ে হাজির হয়েছে।’
(তথ্যঃ কাফি কামাল- কে এই জাফরুল্লাহ চৌধুরী)

আমাদের দূর্ভাগ্য কি জানেন?
আমাদের প্রজন্ম কারা দেশের হিরো আর কারা গল্পবাজ তা আজো চিনতে পারলো না!

আমরা মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযুদ্ধের গল্প বলা ডঃ জাফর ইকবালদের নিয়ে নাচানাচি করতে শিখেছি।
কিন্তু যে মানুষ গুলোর অসীম সাহসী গল্পের কাহিনী লিখে জাফর ইকবালরা আজকে গল্পকার হয়ে উঠেছে তাদের ঠিক মত চিনতে পারলাম না,তাদের মূল্যায়ন করতে পারলাম না।

"মীর জাফর"দের দেশে "বীর জাফর"রা আজ মূল্যহীন!

কিছুক্ষন আগে জানতে পেরেছি সত্যিকার অর্থে দেশের অভিভাবক এবং সর্বজন শ্রদ্ধেয় ডাঃ জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

চেষ্টা করেছেন দেশের মানুষের জন্য স্বল্প মূল্যে ওষধ এবং চিকিৎসা সেবার ব্যাবস্থা করতে। বাংলাদেশের রাজনৈতিক বৈরিতা কমাতে নিজ উদ্যোগে চেষ্টা করেছেন দুই দলের সাথে আলাপ করতে।
উনার সেইসব চেষ্টা নিয়ে আলোচনা- সমালোচনা আছে। কিন্তু কোনোদিন মনে হয় নাই উনার দেশপ্রেম নিয়ে কোন প্রশ্ন আছে!

আল্লাহ আপনার ভুলত্রুটি ক্ষমা করুন সেই দোয়া করছি।

Courtesy: Rashed Khan

19/02/2023

Qatar 🇶🇦 থেকে Malta 🇲🇹

যারা আমাদের সাথে মিডলইস্ট দেশ থেকে যোগাযোগ করেন তাদের জন্য সু খবর ! এই মুহুর্তে আমরা শুধু কাতার থেকে মাল্টার জন্য ফাইল নিব! যারা Qatar থেকে Europe আসতে চাচ্ছেন শুধু তারা যোগাযোগ করবেন! ইনশাআল্লাহ ২ মাসে রেজাল্ট পাবেন ।

অন্য সবাই পেইজ লাইক করে রাখতে পারেন পেইজে আপডেট দেওয়া হবে ।

বাংলাদেশ থেকে রোমানিয়া তে যারা আসতে চান তারাও যোগাযোগ করতে পারেন ।

ধন্যবাদ

+351920 172 664
WhatsApp Only

আলহামদুলিল্লাহআল্লাহ কাছে লাখ কোটি শুকরিয়া।MD Numan Ahmed সুস্থ ভাবে 🇲🇹 Malta পৌঁছালেন । Welcome in Europe Brother .
19/02/2023

আলহামদুলিল্লাহ
আল্লাহ কাছে লাখ কোটি শুকরিয়া।
MD Numan Ahmed সুস্থ ভাবে 🇲🇹 Malta পৌঁছালেন ।
Welcome in Europe Brother .

❝প্রিয় সিলেট শহর❝নতুনত্বে পা রাখল সিলেট কদমতলী বাস টার্মিনাল ❤️ ❤️
16/02/2023

❝প্রিয় সিলেট শহর❝
নতুনত্বে পা রাখল সিলেট কদমতলী বাস টার্মিনাল ❤️ ❤️

19/01/2023

অনলাইনে রিনিউ শুরু হয়েছে । যাদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ ১ জানুয়ারী ২০২৩ থেকে ৩১শে মার্চ ২০২৩ এর মধ্যে শেষ হবে তারা আজ থেকে অনলাইনে রিনিউ করতে পারবেন ।

৩১ শে মার্চের পর যাদের কার্ডের মেয়াদ শেষ হবে তারা এখন রিনিউ করতে পারবেন না । গোল্ডেন ভিসায় যাদের কার্ড আছে তারাও এখন অনলাইনে রিনিউ করতে পারবেন ।

19/01/2023

Alhamdulillah
Another Success came today .
Congratulations 🎉 dear Tajul Islam Tuhin for your malta 🇲🇹 visa .

Bom dia meu amor Lisboa
16/01/2023

Bom dia meu amor Lisboa

04/12/2022

📢 সাপ্তাহিক প্রয়োজনীয় কিছু খবর 📺
🇵🇹 (রবিবার ,04 /12 /2022) 🇧🇩
---------------------------------------------------------
✍মোহাম্মদ শাহজাহান

🔲আগামী জানুয়ারি থেকে পর্তুগাল এ মিনিমাম সেলারি 765 ইউরো | মালিক এবং কাজের লোকের tax একত্রিত করে ,মালিক Seguranca Social এ প্রতিমাসে 265,84 € ইউরো পরিশোধ করতে হবে|

🔲দিল্লির বিএফএস / VFS এ জব সার্চ ভিসার অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য এখনও অনলাইনে ডেট এর ক্যাটাগরি এড করা হয় নাই| সবকিছু রেডি করে অপেক্ষা করুন|

🔲 31 ডিসেম্বর 2022 সাল পর্যন্ত মেয়াদ উত্তীর্ণের চলছে অনলাইনে রেসিডেন্ট কার্ড রিনিউ কার্যক্রম |

🔲 ফ্যামিলি মার্কাস আগামী মার্চ 2023 পর্যন্ত পূর্ণ করে এখন বন্ধ| পরবর্তীতে আগামী জানুয়ারি মাসে খোলার সম্ভাবনা আছে|

🔲২০২০ সালের 14 , december সেফ এন্ট্রির এপ্রোভাল ইমেইল এসেছে , SEF ENTRY করার প্রায় 24 মাস পর | শীঘ্রই ফিঙ্গারের ডেট নেওয়ার ইমেইল দিবে|

🔲 ইন্ডিয়াতে 2022 সালের agost/September মাসের ফ্যামিলী ভিসার আবেদন জমার - ভিসা এপ্রোভাল ইমেইল আসতেছে।

 #দুইটা_কুইক_আপডেট২৩ অক্টোবর ২০২০ সালের সেফ এন্ট্রির এপ্রোভাল ইমেইল এসেছে ।মাল্টার ভিসার জন্য বাংলাদেশীরা আগামী অগাস্টের...
30/07/2022

#দুইটা_কুইক_আপডেট

২৩ অক্টোবর ২০২০ সালের সেফ এন্ট্রির এপ্রোভাল ইমেইল এসেছে ।

মাল্টার ভিসার জন্য বাংলাদেশীরা আগামী অগাস্টের প্রথম সপ্তাহ থেকে ভিএফএস ঢাকা থেকে ফাইল জমা দিতে পারবেন । এই বিষয়ে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেছেন।

আমরা আশাবাদি এবং আমাদের প্রানের দাবি, মাল্টার মতো অনতিবিলম্বে পর্তুগালের ভিসার আবেদন ও ঢাকা ভিএফএস এর মাধ্যমে চালু হউক।

14/06/2022

যারা এখন মাল্টা যেতে চান তাদের জন্য একমাত্র উপায় হচ্ছে, সবর করা/ধৈর্য্য ধরা।

👉 মাল্টার ভিসার জন্য ফাইল কোথায় জমা দিতে পারবেন ❓

Ans- আশা করি, খুব দ্রুত মাল্টার ঢাকা কনসুল্যাট অফিস & ঢাকাস্থ Vfs Global অফিসে মাল্টার জন্য একটি কাউন্টারের ব্যবস্থা করবে। যাদের ওয়ার্ক পারমিট আছে তারা জমা করতে পারবেন।

👉 CVU কি & তাদের মাধ্যমে কি ভিসা হবে ?

Ans- মাল্টার Central Visa Unit (কেন্দ্রীয় ভিসা ইউনিট) যাদের ভিসা দেয়ার সুপ্রীম পাওয়ার আছে।
প্রথমত, এই প্রক্রিয়াটা আজকের নতুন না। অনেক আগে থেকেই CVU এর মাধ্যমে বিশেষ কিছু কোম্পানি স্পেশাল কিছু ক্যাটাগরির মানুষ হায়ার করে। নরমালি এই প্রসেসটা ও অনেক জটিল।

সবার জন্য শুভ কামনা & ভাল কিছু হোক এই প্রত্যাশা।

08/12/2021

#একটি বিশেষ ঘোষণা

পাপড়ি রেস্টুরেন্টে (লালাবাজার) একটি পাসপোর্ট পাওয়া গিয়েছে
পাসপোর্ট এর মালিকের নাম জাহেদা খাতুন।
ঠিকানা মৌলভীবাজার।

যোগাযোগের ঠিকানাঃ
পাপড়ি রেস্টুরেন্ট লালা বাজার দক্ষিণ সুরমা সিলেট
০১৭১১০৬৯৬১১ Saiful Saif

প্রকৃতপক্ষে সম্মান দিতে জানলে কেউ কখনো কোনো ধর্মের অবমাননা করতে পারে না।
03/11/2020

প্রকৃতপক্ষে সম্মান দিতে জানলে কেউ কখনো কোনো ধর্মের অবমাননা করতে পারে না।

14/09/2020

প্রতিটি লাইনের সবচেয়ে ভালো রাস্তাটা নিয়ে ১ টা করে পয়েন্ট লিখলাম।👇👇

১)যারা স্নাতক শেষ +আইইএলটিএস ৬+ পাওয়ার সক্ষমতা রাখেন তারা নরওয়ে তে স্টুডেন্ট ভিসায় আবেদন করেন চোখ বুজে ভিসা পাবেন।

২)ওয়ার্ক ভিসায় যেতে চান??বাংলাদেশ থেকে হলে মাল্টায় আর এস্তোনিয়ায় আবেদন করুন।দেশের বাহির থেকে হলে চেক রিপাবলিকেও আবেদন করতে পারেন।

৩)অবৈধ ভাবে ইউরোপ যদি পৌছে গিয়ে থাকেন বা রাস্তায় থাকেন তাহলে ফ্রান্সে বা স্পেনে যান।

৪)বৈধ সেনজেন ভিসা নিয়ে ইউরোপ ঢুকলে পর্তুগাল যান।

৫)যারা অলরেডি ইউরোপের পাসপোর্ট পেয়ে গিয়েছেন তারা ওয়ার্ক ভিসায় কানাডায় চলে যান।

৬)আমার মত যারা বলদ তারা আমেরিকায় আসেন। কার্ড পাওয়ার আগে জোরে একটা পাদ ও মারতে পারবেন না। আতংকে থাকবেন।

~মেহেদী

14/09/2020
স্ত্রীর অর্নামেন্টস বিক্রি করে প্লেনের টিকেট কেটেছিলেন জনৈক প্রবাসী ভদ্রলোক। যাওয়ার আগে সরকার ডেজিগনেটেড সেন্টারে গিয়ে ত...
13/08/2020

স্ত্রীর অর্নামেন্টস বিক্রি করে প্লেনের টিকেট কেটেছিলেন জনৈক প্রবাসী ভদ্রলোক। যাওয়ার আগে সরকার ডেজিগনেটেড সেন্টারে গিয়ে তিনি টেস্ট করেছেন। রিপোর্ট পজেটিভ।

শারীরিকভাবে তিনি সুস্থ ছিলেন। এজন্যই হয়ত টিকেট কাটার সাহস পেয়েছিলেন। কিন্তু পজেটিভ হওয়ায় ফ্লাই করতে পারেননি। তার টিকেটের টাকা লস গেছে। কোম্পানি থেকে তাকে টার্মিনেট করা হয়েছে।

পজেটিভ রিপোর্ট পেয়ে তার বিশ্বাস হয়নি। ছুটে গেছেন মুগদা মেডিকেলে। আবার টেস্ট করিয়েছেন। রিপোর্ট নেগেটিভ।

আরটিভির ক্যামেরার সামনে নিজের আক্ষেপ ঝাড়লেন ভদ্রলোক। দুইটা সরকারি সেন্টারের কোনটার রিপোর্ট তিনি বিশ্বাস করবেন জানেন না। এটা কোন বাংলাদেশ তিনি জানেন না; হতাশ হয়ে জিজ্ঞাসা করলেন।

এই করোনায় তো কিছুই হয় না!!!
অথচ চিল ফিল আর করোনা ছুটি এনজয়ের ভিড়ে অনেকেরই অনেককিছু হয়েছে। অনেকে একেবারে চলে গেছেন। কেউ কেউ বেঁচে থাকার জন্য কোথাও যেতে চেয়েও যেতে পারছেন না। চোখের সামনে সবকিছু হারাচ্ছেন।

খুব মন খারাপ করার চেষ্টা করলেন ভদ্রলোক।
বললেন, প্লেন তো আমার ঠিকই চলে গেলো। আমার টাকা চলে গেলো। এখন দেশ আমাকে দেখবে? দেখবে না।

কিছু দৃশ্য লজ্জার মত। কিছু কথা শুনে কান্না চলে আসে। অথচ ভদ্রলোক কাঁদলেন না। মাস্ক খুলে কান্না দেখাতে গিয়ে শুধু বললেন, আমার চোখ দিয়ে এখন আর পানি আসে না, এটা কী! দেশ?...

-তানভীর মেহেদী

Eid Mubarak
30/07/2020

Eid Mubarak

20/07/2020

পাকিস্তানে নিযুক্ত রাষ্ট্রদূত মো. তারিক আহসানকে পর্তুগালে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি পর্তুগালে বর্তমান রাষ্ট্রদূত মো: রুহুল আলম সিদ্দিকীর স্থলাভিষিক্ত হবেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তারিক আহসান বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) নবম ব্যাচের কর্মকর্তা। কূটনীতিক হিসেবে তিনি রিয়াদ, জাকার্তা, বার্লিন এবং জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেন। এছাড়া তারিক আহসান শ্রীলঙ্কার রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন উইংয়ের নেতৃত্বে ছিলেন, বিশেষ করে ইউরোপ এবং আন্তর্জাতিক সংস্থা (উইং)।

তারিক আহসান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বৈদ্যুতিক প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি নেদারল্যান্ডসের হেগের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল স্টাডিজ (আইএসএস) থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও বিকাশ বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন।

তিনি বেসামরিক কর্মচারী হিসেবে বাংলাদেশে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া ছাড়াও নিউ ইয়র্কের ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ (ইউএনআইটিএআর) এবং সিঙ্গাপুরের নান্যাং পলিটেকনিকে প্রশিক্ষণ গ্রহণ করেন। তারিক আহসান ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের সংবাদ উপস্থাপকও ছিলেন। — feeling loved in Lisbon, Portugal.

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন!পর্তুগালে বসবাসরত অামাদের প্রিয় মিজান ভাই অাজ ইন্তেকাল ফরমাইয়াছেন।মরহুম এর বাড়ি সি...
08/07/2020

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন!পর্তুগালে বসবাসরত অামাদের প্রিয় মিজান ভাই অাজ ইন্তেকাল ফরমাইয়াছেন।মরহুম এর বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবিগন্জ উপজেলার অামরাখাই গ্রামে। ওনার বয়স অানুমানিক ৪০ এর মধ্যে। ওনি বর্তমানে পর্তুগাল এর প্রোর্তো এলাকায় কাজ করতেন।গত ২ দিন পূর্বে উচ্চ পেসার এর কারনে ওনার বাথরুমে পড়ে মাথায় মারাত্নক অাঘাত পান এবং পরে ব্রেইন স্টক করে ওনার ইন্তেকাল ঘটে। ওনার মরদেহ এখন প্রোর্তো হসপিটাল এর মর্গে অাছে। তিনি খুব সহজ সরল ও প্রানবন্ত একজন মানুষ ছিলেন।অামারা অকালে ওনাকে হারাব কখন কল্পনা করি ওনি খুব ভাল মানুষ ছিলেন। ওনার অকাল মৃত্যুতে অামরা সবাই মর্মাহত।সবার কাছে অাকুল অাবেদন অাপনারা মিজান ভাই জন্য দোয়া করবেন।মহান রাব্বুল অালামিন ওনাকে যেন বেহেশত নসিব করেন।

29/06/2020

Beautiful Portugal

Biman Bangladesh Airlines will land in Portugal for the first time. ✈️প্রথমবারের মতো পর্তুগালের আকাশে উঠবে বাংলাদেশ বিমা...
24/06/2020

Biman Bangladesh Airlines will land in Portugal for the first time. ✈️

প্রথমবারের মতো পর্তুগালের আকাশে উঠবে বাংলাদেশ বিমান! ✈️

অনেক চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে বলাকা আসছে! রাত ১২:৩০ মিনিটে লিসবনের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা বিমানবন্দর থেকে।

21/06/2020

আর মাত্র আট/৮ দিন বাকি,যারা এখনও IRS DECLARATION 2019 দেন নাই । তারা এই ৮ দিনের মধ্যে দিয়ে দিবেন ।

15/06/2020

রুহ বেড়িয়ে গেলেই আমার পরিচয় বদলে যাবে। আমি মানুষ থেকে হয়ে যাবো লাশ! ক্ষমতা, দম্ভ, দুনিয়া সব ছেড়ে চলে যাবে। আমার কাজের ব্যস্ততা, সংসার গোছানোর স্বপ্ন, আপনজন, প্রিয়জন ছেড়ে চির একা হয়ে যাবো চিরদিনের জন্য। যে মালিককে ভুলে থেকে মরীচিকার পেছনে ছুটেছি, সর্বশেষ মালিকের কাছেই যাবো পঁচা দেহ নিয়ে। মালিক যদি ক্ষমা না করেন, যদি আমাকে তুলে না নেন। তবে আমি হয়ে যাবো পথহারা।

হে মন, কী সে তোমাকে, তোমার মালিক কাছে থেকে দূরে নিয়ে গেলো?

© ডা. সাঈদ

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন😥সিলেটের সাবেক মেওর  কামরান সাহেব আর আমাদের মাঝে নাই😥😥
14/06/2020

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন😥
সিলেটের সাবেক মেওর কামরান সাহেব আর আমাদের মাঝে নাই😥😥

08/06/2020
06/06/2020

ইউরোপ এর একমাত্র দেশ পর্তুগাল যেখানে খুবই সহজে বৈধতা পাওয়া যায় ! সেনজ্ন ভিসা থাকুক বা না থাকুক,আপনে পর্তুগাল আসতে পারলেই বৈধ হতে পারবেন ইনশাআল্লাহ । বৈধতা সম্পর্কে কোন তথ্য লাগলে যোগাযোগ করবেন যতটুকু পারি সহযোগিতা করবো ।

Endereço

Rua Dos Cavaleiros 101 Lisbon
Faro
1100-132

Telefone

+351920172664

Website

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando Novo world -BD to EU publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Entre Em Contato Com O Negócio

Envie uma mensagem para Novo world -BD to EU:

Vídeos

Compartilhar

Empresas De Mídia nas proximidades


Outra Empresa de comunicação e notícias em Faro

Mostrar Todos